11/21/2024
গত জুন মাসের একটি ঘটনা শেয়ার করি।
June 28, 2024
রাত ১০ টার দিকে ইলেকট্রনিক সাইকেল চালিয়ে যাচ্ছিলাম রোডের সাইড দিয়ে। বেশ ভালোই ২৫ মাইল ঘন্টা গতিবেগে চলছিলো বাংলাদেশে কিলো তে হিসাব করলে ৪০, এমন সময় ই দাড়িয়ে থাকা একটি গাড়ির দরজা খুলে আর আমি তাতে ধাক্কা লেগে একদম আকাশে, আমার ডান পায়ে গাড়ির কোণা লেগে আমার পা তে ভাড়ি একটা বেথা পাই তারপর গাড়ি টা পালিয়ে যায় কিন্তু আমি নাম্বার টা মনে রেখেছি ভালো করেই। সাথে সাথে New York City Fire Department (FDNY) কল দিলে এম্বুলেন্স এসে আমার ইনিশিয়াল ট্রিটমেন্ট করে, তারপর পরের দিন বাসায় রেস্ট করার সময় পুলিশ কল করি এবং তারা বাসায় আসে এবং ওই গাড়ির বিরুদ্ধে একটি রিপোর্ট করি।
যাইহোক, ২ দিন বিছানায় পড়ে ছিলাম ঠিকমতো হাটতেও পারিনি। তবে তারপর সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।আল্লাহর কাছে শুক্রিয়া যে বড় কিছু হয়নি।
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।