Musafir-মুসাফির

Musafir-মুসাফির আল্লাহুর সন্তুষ্টি অর্জন ও মানব সেবার প্রত্যয়
(1)

আসসালামু আলাইকুম

"Musafi-মুসাফির" ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক পেজটির উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসারে কাজ করা।

ইসলামের প্রচার ও প্রসারে ও ইসলামিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় এবং আখিরাতে কল্যান পাবার মহিমায়,আমাদের পাশে থেকে চাইলে আপনিও এ মহৎ কাজে নিজেকে স্বাক্ষী ও সহযোগী হিসেবে শামিল করতে পারেন।

আমাদের কর্যক্রমঃ

১। কোরআন ও সুন্নাহ্'র দলিল ভিত্তিক আলোচনা ।
(

যে কেউ 'হিলফুল ফুজুল'এই গ্রুপে পোস্ট করতে পারবেন )

২। ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন ইনশাআল্লাহ্।
( যে কেউ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন 'হিলফুল ফুজুল' গ্রুপে গিয়ে ইনশাআল্লাহ্ )

৩। বাংলা অর্থসহ কোরআন ও ইসলামিক বই বিতরণ ইনশাআল্লাহ্ ।
(যা 'হিলফুল ফুজুল' গ্রুপের তত্বাবধানে পরিচালনা করা হবে)

৪। 'সদকায় জারিয়া' মূলক কাজে অংশগ্রহণ ইনশাআল্লাহ্।
( যা 'হিলফুল ফুজুল' গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হবে)

৫। এলাকা ভিত্তিক বয়স্ক মানুষদের "কোরআন মাজীদ" ও জীবন ঘনিষ্ঠ সহী হাদিস শিক্ষা, এই প্রজেক্টের নাম "আল্লাহ্ ও রাসূল" যা ছয় মাসে ২৪ টি ক্লাসের মাধ্যমে বয়স্ক পুরুষ ও মহিলাদের মাঝে দ্বীনি জ্ঞান বিতরন করা হবে ইনশাআল্লাহ্। এবং প্রজেক্ট শেষে প্রথম,দ্বিতীয়,তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ধামাকা ও বাকী সকলের জন্য ইসলামিক বই।

৬। কোরআনুল কারীমের প্রতিটা আয়াত ভিত্তিক আলোচনা, সহী শুদ্ধ উচ্চারন, শানে নুযূল ও তাফসির যা ভিডিও আকারে প্রচার করা হবে ইনশাআল্লাহ্।

৭। দেশব্যাপী যেকোনো মানুষের জন্য অনলাইন ভিত্তিক ফ্রি 'কুরআন শিক্ষা' ইনশাআল্লাহ্ ।

৮। "ইসলাম ও জীবন ব্যবস্থা" প্রজেক্টের মাধ্যমে সাপ্তাহিক বিষয় ভিত্তিক আলোচনা লাইভ অথবা ভিডিও আকারে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্।

৯। ''উসওয়াতুন হাসানা'হ" প্রজেক্টের মাধ্যমে সাপ্তাহিক হাদীসের দারস লাইভ অথবা ভিডিও আকারে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্।

১০। হতদরিদ্র পরিবার ও অসহায় মানুষদের আর্থিক অনুদান ও সার্বিকভাবে পাশে থাকা হবে ইনশাআল্লাহ্।
(যা 'হিলফুল ফুজুল' গ্রুপের তত্বাবধানে পরিচালনা করা হবে)

'হিলফুল ফুজুল' গ্রুপের লিংক : https://www.facebook.com/pg/musafirusa/groups/

'হিলফুল ফুজুল' প্রোফাইল লিংক: https://www.facebook.com/profile.php?id=100085920212483

'হিলফুল ফুজুল' পেজ লিংক: https://www.facebook.com/profile.php?id=100085616898129

11/07/2024

মুনার আয়োজনে আমেরিকার নিউইয়র্কে স্ট্রিট দাওয়া কার্যক্রম।
Muslim Ummah of North America -MUNA

11/05/2024

সূরা মূলক (৬৭) প্রথম দশ আয়াত, উচ্চারণ ও অর্থ।

11/03/2024

আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে ৪টি উপায় ও গুরুত্বপূর্ণ নছীহত।

10/29/2024

মুনার এডুকেশন সেশনে সুমধুর কন্ঠে তেলাওয়াত | সুরা বাকারাহ্ Muslim Ummah of North America -MUNA

10/28/2024

আল্লাহর পাঁচটি গুরুত্বপূর্ণ আদেশ। সুনানে আত তিরমিজি ২৮৬৩

08/20/2024

ছাত্রজনতাকে হুমকি দেওয়া আওয়ামী ক্যাডার প্রধান শিক্ষক কবির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে শত অভিযোগের কারনে পদত্যাগের এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

08/14/2024

শতশত অভিযোগ ও অনিয়মের কারনে প্রধান শিক্ষক কবির বিশ্বাসের পদত্যাগ দাবিতে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন।

08/10/2024

আমেরিকায় মুনা কনভেনশনে আলোচনা করছেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার।

অতঃপর যখন সালাত সম্পূর্ন করো, তখন দন্ডায়মান , উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করো। সূরা নিসাঃ ৪/১০৩
07/15/2024

অতঃপর যখন সালাত সম্পূর্ন করো, তখন দন্ডায়মান , উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করো। সূরা নিসাঃ ৪/১০৩

আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আমিন।
07/11/2024

আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আমিন।

কুরআন হাদীসের আলোকে ‘মুনাফিক’কে মুনাফিক? কোন বৈশিষ্টের কারণে একজন মুমিন মুসলিম মুনাফিক হিসেবে গণ্য হয়, তা আল্লাহ্ ও তাঁর...
07/04/2024

কুরআন হাদীসের আলোকে ‘মুনাফিক’

কে মুনাফিক? কোন বৈশিষ্টের কারণে একজন মুমিন মুসলিম মুনাফিক হিসেবে গণ্য হয়, তা আল্লাহ্ ও তাঁর রাসুল(صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ ) আল কুরআন ও সহীহ হাদীসে বর্ণনা করেছেন। নিম্নে কয়েকটি বৈশিষ্ট ও পরিণতি তুলে ধরা হল:

১) মুনাফিকরা ঈমানদারদের নির্বোধ মনে করে। সুরা বাকারা - ১৩ ।

২) মুনাফিকরা ইসলামের জন্যে কষ্ট স্বীকার করতে রাজী নয় । সুরা আনকাবুত - ১০ ।

৩) মুনাফিকরা সব দলেই থাকতে চায় । সুরা বাকারা - ১৪ ।

৪) মুনাফিকরা সুযোগ সন্ধানী । সুরা আন নিসা - ১৪১ ।

৫) ইসলামপন্থীদের কল্যাণ মুনাফিকদের কষ্ট দেয় । সুরা আত তওবা - ৫০ ।

৬) মুনাফিকরা সত্যের বিনিময়ে মিথ্যে কিনে নেয় । সুরা বাকারা - ১৬ ।

৭) মুনাফিকরা ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। সুরা আল আহযাব – ৬০ ।

৮) মুনাফিকরা চিন্তা ও আদর্শের দিক দিয়ে অপবিত্র । সুরা আত তওবা - ৯৫ ।

৯) মুনাফিকদের বৈশিষ্ট ৪টি: রাসুল সা: বলেন মুনাফিক হল যারা -

(ক) কথায় কথায় মিথ্যা বলে ।
(খ) ওয়াদা দিলে ভংগ করে ।
(গ) আমানতের খেয়ানত করে ।
(ঘ) ঝগড়া হলে অশ্লীল ভাষা ব্যবহার করে।

১০) মুনাফিকদের নামাজ খুব কঠিন মনে হয়। সুরা আত তওবা - ৫৪ ।

১১) মুনাফিকরা প্রদর্শনীর উদ্দেশ্যে নামাজে আসে ।

১২) মুনাফিকরা কাফেরদের স্বার্থে কাজ করে । সুরা আল হাশর – ১১ ।

১৩) মুনাফিকরা কুরআন হাদীসের কথা শোনে কিন্তু মানে না। সুরা আনফাল – ২১ ।

১৪) মুনাফিকরা সৎ কাজে বাধা দেয় । সুরা আত তওবা - ৬৭ ।

১৫) মুনাফিকরা বিচারের রায় নিজেদের পক্ষে চায় । সুরা আন নুর – ৪৯ ।

১৬) মৃত্যুর পর মুনাফিকদের জানাজা নিষেধ। সুরা আত তওবা - ৮৪ ।

১৭) মুনাফিকদের জন্যে দোয়া করা যাবে না। সুরা আত তওবা - ৮০ ।

১৮) মুনাফিকরা কাফেরদের কথা অনুযায়ী চলে। সুরা মোহাম্মদ – ২৬ ।

১৯) মুমিনরা মুনাফিকদের অনুসরন করে চলে না । সুরা আল ইমরান – ১৪৯ ।

২০) মুমিনদের বিরুদ্ধে মুনাফিকরা ষড়যন্ত্র করে । সুরা আন ‍নিসা - ১৩৯ ।

২১) মুনাফিকরা অমুসলিমদের বন্ধু বানায় । সুরা আন ‍নিসা - ১৩৯

২২) মুনাফিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না । সুরা আন ‍নিসা - ৮৯ ।

২৩) মৃত্যুর সময় মুনাফিকদের কঠিন শাস্তি দেয়া হবে । সুরা মুহাম্মদ - ২৭ ।

২৪) জাহান্নামে মুনাফিকদের স্থান সর্ব ‍নিম্নস্তরে । সুরা আন ‍নিসা - ১৪৫ ।

২৫) রাসুল (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ ) কে নবী ও রাসূল হিসেবে সাক্ষ্য দেয়ার পরও তারা মুনাফিক । সুরা মুনাফিকুন – ১ ।

২৬) মুনাফিকদের চেহারা ও কথাবার্তা সুন্দর হবে । সুরা মুনাফিকুন – ৪ ।

আল্লহ আমাদেরকে মুনাফেকি আচরণ ও মুনাফিকদের থেকে হেফাজত করুন।

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। (সূরা হিজরত: আয়াত ১২)
06/27/2024

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। (সূরা হিজরত: আয়াত ১২)

হে ইমানদারগণ,তোমরা নেকী ও তাকওয়ার কাজে একে অপরকে সহোযোগিতা করো এবং গুনাহ ও সীমালংঘনের কাজে কাউকে সহোযোগিতা করো না। আল্লা...
06/24/2024

হে ইমানদারগণ,

তোমরা নেকী ও তাকওয়ার কাজে একে অপরকে সহোযোগিতা করো এবং গুনাহ ও সীমালংঘনের কাজে কাউকে সহোযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, তাঁর শাস্তি বড়ই কঠোর।

সূরা আল মায়িদাঃ আয়াত ০৫

৬ সূরাঃ আল-আন'আম | Al-An'am আয়াত নং-৩২এই পার্থিব জীবন খেল-তামাশা ও আমোদ প্রমোদের ব্যাপার ছাড়া আর কিছুই নয়, যারা তাকওয়া ...
06/21/2024

৬ সূরাঃ আল-আন'আম | Al-An'am আয়াত নং-৩২

এই পার্থিব জীবন খেল-তামাশা ও আমোদ প্রমোদের ব্যাপার ছাড়া আর কিছুই নয়, যারা তাকওয়া অবলম্বন করে, পরকালের জীবনই হবে তাদের জন্য উৎকৃষ্টতর। তোমরা কি চিন্তা ভাবনা করবেনা?

And the worldly life is not but amusement and diversion; but the home of the Hereafter is best for those who fear Allah, so will you not reason?

তবে ফিরে আসো বন্ধু/ভাই ফিরে আসো...

"আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি" --সূরা ফাতিহা, আয়াত:০৫
06/19/2024

"আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি" --সূরা ফাতিহা, আয়াত:০৫

বিদায় হে প্রিয় রাহবার!ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। "তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁহারই নিকট তোমরা...
03/03/2024

বিদায় হে প্রিয় রাহবার!

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।" (সূরা ইউনুস : ৫৬)

01/19/2024

🔴Live-সরাসরি...১ ৯/0১/২০২৪
'হিলফুল ফুজুল ফাউন্ডেশন' আয়োজিত "ইসলামের সৌন্দর্য" অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।

আলোচ্য বিষয়ঃ মসুলমানের প্রতি অন্য মসুলমানের হক্ব পর্ব ২

আলোচকঃ মাওলানা আব্দুল্লাহ জাফর,ইমাম
বায়তুল আহাদ জামে মসজিদ,উড়াকান্দা, রাজবাড়ী

12/16/2023

আলহামদুলিল্লাহ,
আল্লাহর রহমত ও করুণায় অর্জিত স্বাধীনতা বিজয়ের ৫২ বছর❤️‍🔥
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Musafir-মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir-মুসাফির:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in New York

Show All