Voice of Azad

Voice of Azad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of Azad, Digital creator, 161st, New York, NY.

09/15/2023
কিছু বলার আগে কিছু ভাবুন.... জওয়ান ...তামিলনাড়ুর গলি থেকে উঠে আসা যুবক অ্যাটলি কুমার, বিশ্ব দরবারে তাঁর পরিচালিত " জ‌ওয...
09/12/2023

কিছু বলার আগে কিছু ভাবুন.... জওয়ান ...

তামিলনাড়ুর গলি থেকে উঠে আসা যুবক অ্যাটলি কুমার, বিশ্ব দরবারে তাঁর পরিচালিত " জ‌ওয়ান" পেক্ষাগৃহে ঝড় তুলেছে।

২০১৭-১৮ সালের দিকে ফেসবুকে এই ছবিটিকে চরম হারে ট্রোল করা হয়েছিল। সুন্দরী এক রমনীর সাথে কালো, কুৎসিত যুবকের ছবিটি তখন ট্রোলারদের টাইম লাইনে ঘুরে বেড়াতো। তখন‌ও ছেলেটি হয়তো সেই অর্থে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তামিল সিনেমা ছাড়া বাইরের জগতের লোক তখন হয়তো তাকে সেই অর্থে চিনতো না কিন্তু আজ বিশ্বের বেশিরভাগ ভাগ মানুষ তার নাম জানে। ছেলেটি অ্যাটলি কুমার, তামিল সিনেমাতে প্রথম স্ক্রিপ্ট রাইটারের কাজ করতো। পরে দক্ষতার সঙ্গে সঙ্গে তামিল সিনেমাতে নিজেকে কাজের মাধ্যমে প্রথম সারিতে তুলে নিয়ে আসেন।
একদিন তিনি তামিলনাড়ু থেকে কাঁধে ব্যাগ নিয়ে মুম্বাই এসেছিলেন শাহরুখ খানের সাথে দেখা করতে কিন্তু দেখা হয়নি। মান্নাতের সামনে ছবি তুলে ফিরে গেছিলেন কিন্তু আজকে সেই অ্যাটলি পরিচালিত জ‌ওয়ান সিনেমাতেই শাহরুখ খান অভিনয় করেছেন।
পরিস্থিতি সবসময় এক থাকে না, পরিস্থিতি বদলাবেই।
আজকে আপনি যাকে মূল্যহীন ভেবে দূরে সরিয়ে রাখছেন,সেই হয়তো আগামীতে আপনার তুরুপের তাস হবে। কান ভাঙিয়ে, পা চেটে, লবি করে কাছে আসা যায়, ক্ষতি করা যায়,সাময়িক প্রিয়জন হ‌ওয়া যায় ঠিকই কিন্তু সুপার স্টার হ‌ওয়া যায় না. ❗👍

তবে একটাই কথা পেছনে কে কে কি বলছে বা কে কি সমালোচনা চলছে বা কি ট্রোল হচ্ছে এসব না ভেবে জাস্ট চুপচাপ নিজের কাজটা করে যেতে হবে এবং যখন সাকসেস আসবে তখন ভূমিকম্প হবে

লেখা সংগৃহীত ✅

04/30/2023

এমন কিছু যিকির ও তাসবীহ যেগুলো ১০০ বার করে পাঠ করা অত্যন্ত ফযীলতপূর্ণ‼️
▬▬▬✪✪✪▬▬▬
নিম্নে এ সংক্রান্ত হাদিসগুলো পেশ করা করা হল:

🔘 ১) একশত বার ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী’ পাঠ করা:

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده مائة مرة لم يأت أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال أو زاد عليه ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب ‏.‏
যে ব্যক্তি সকালে ও বিকালে একশত বার বলেঃ সুবাহানাল্লহি ওয়া বিহামদিহী”, কিয়া'মতের দিন তার চাইতে উত্তম (আমলকারী) আর কেউ হবে না। তবে যে লোক তার ন্যায় কিংবা তার চাইতে অধিক পরিমান তা বলে (সে উত্তম ‘আমলকারী বলে গণ্য হবে)।”
[তাহ’লীকুর রাগিব (হাঃ ১/২২৬), মুসলিম। জামে' আত তিরমিজি, হাদিস নং ৩৪৬৯]

🔹 এ প্রসঙ্গে আরেকটি হাদীস:

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
‏ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
“যে ব্যক্তি একশত বার “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী” বলে তার গুনাহসমূহ ক্ষমা করা হয়, তা সাগরের ফেনারাশির সমপর্যায় হলেও।
[সহীহঃ আল-কালিমুত তাইয়্যিব তাহকীক সানী, বুখারী। আবূ ঈসা তিরমিযী রহ. বলেন, এ হাদীসটি হাসান সহীহ]

🔘 ২) একশত বার ‘সুবহানাল্লাহ’ এবং ‘লা-ইলাহা ইল্লাল্লাহ; পাঠ করা:
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
مَنْ سَبَّحَ فِي دُبُرِ صَلَاةِ الْغَدَاةِ مِائَةَ تَسْبِيحَةٍ، وَهَلَّلَ مِائَةَ تَهْلِيلَةٍ، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ، وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
“যে ব্যক্তি সকালের সালাতের পর একশত বার সুবহানাল্লাহ এবং একশত বার লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে-যদিও তা সমুদ্রের ফেনাসম হয়। (সুনানে নাসাঈ, হা/ ১৩৫৪, সহীহ)

🔘 ৩) একশত বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লাইলাহা ইল্লাল্লাহ পাঠ করা:

উম্মে হানি রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তিনি বলেনঃ

سَبِّحِي اللهَ مِائَةَ تَسْبِيحَةٍ، فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ رَقَبَةٍ تَعْتِقِينَهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ
وَاحْمَدِي اللهَ مِائَةَ تَحْمِيدَةٍ، تَعْدِلُ لَكِ مِائَةَ فَرَسٍ مُسْرَجَةٍ مُلْجَمَةٍ تَحْمِلِينَ عَلَيْهَا فِي سَبِيلِ اللهِ.
وَكَبِّرِي اللَّهَ مِائَةَ تَكْبِيرَةٍ، فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ بَدَنَةٍ مُقَلَّدَةٍ مُتَقَبَّلَةٍ، وَهَلِّلِي اللَّهَ مِائَةَ تَهْلِيلَةٍ - قَالَ ابْنُ خَلَفٍ: أَحْسِبُهُ قَالَ:- تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَلَا يُرْفَعُ يَوْمَئِذٍ لِأَحَدٍ عَمَلٌ، إِلَّا أَنْ يَأْتِيَ بِمِثْلِ مَا أَتَيْتِ

"তুমি ১০০ বার "সুব'হা-নাল্লাহ" বলবে। তাহলে ইসমাঈল আ. এর বংশের ১০০টি ক্রী'ত'দা'স মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।

তুমি ১০০ বার "আল হামদু লিল্লাহ" বলবে, তাহলে আল্লাহর রাস্তায় ল*ড়া*ইয়ের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মু'জা'হিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব পাবে।

তুমি ১০০ বার "আল্লাহু আকবার" বলবে, তাহলে ১০০টি মাকবুল উট কুর'বানির সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।

তুমি ১০০ বার ‘লা-ইলাহা ইল্লাহ’ বলবে, তাহলে (ইবনে খালাফ বলেন, আমার ধারণা তিনি বলেছেন) “তোমার সাওয়াবে আসমান ও জমীন পূর্ণ হয়ে যাবে এবং সে দিন তোমার মত আমল আর কারো (আল্লাহর নিকট) উঠানো হবে না অবশ্য কেউ তোমার সমপরিমান আমল করলে তার কথা ভিন্ন।

(মুসনাদে আহমাদ, বায়হাকী, সহীহ তারগীব ওয়াত তাররহীব হা/১৫৫৩) প্রমূখ। সনদ হাসান)
উল্লেখ্য যে, শাইখ আলবানী প্রথম পর্যায়ে এ হাদিসটিকে যঈফ বলেছিলেন কিন্তু পরবর্তীতে মত পরিবর্তন করে হাসান বলেছেন।
অনুরূপভাবে ইমাম মুনযেযী এবং হায়সামী প্রমূখও হাসান হিসেবে সাব্যস্ত করেছেন। সুতরাং এটি আমলযোগ্য ইনশাআল্লাহ।

🔘 ৪) একশতবার আসতাগফিরুল্লাহ পাঠ করা:

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী আগার আল মুযানী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
‏ إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي وَإِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ‏.‏
“আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়, তাই আমি দৈনিক একশত বার ইস্তিগফার বা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকি।” (সহীহ মুসলিম, অধ্যায়ঃ বেশি বেশি ক্ষমা প্রার্থনা বা ইসতিগ্‌ফার করা মুস্তাহাব হা/ ৬৭৫১)
অন্য বর্ণনায়: ৭০ বার পাঠ করা কথা বর্ণিত হয়েছে।

♻ উল্লেখ্য যে, ১০০ বার লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পাঠ করলে দারিদ্রতা স্পর্শ করবে না-মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তা যঈফ বা দুর্বল।
তবে এ প্রসঙ্গে নিম্নোক্ত হাদিসটি সহীহ:
قُلْ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ فَإِنَّهَا‏.‏ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ‏
“তুমি পড়বে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। কারণ এ দু‘আ হলো জান্নাতের রত্ন ভান্ডারগুলোর একটি।” [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ [6384] অধ্যায়ঃ ৮০/ দু‘আসমূহ (كتاب الدعوات) তাওহীদ পাবলিকেশন]
▬▬▬✪✪✪▬▬▬

Address

161st
New York, NY
11432

Telephone

+15169147295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Azad:

Share