08/05/2024
আমরা সুযোগ পাওয়া মাত্রই যেমন গণভবনের জিনিসপত্র চুরি করতে দ্বিধাবোধ করলাম না, নেতারাও তেমনি আমাদের কষ্টের ট্যাক্সের টাকা ও দেশের সম্পদ চুরি করতে বিন্দুমাত্র ভাবে না। যেমন মানুষ, তেমন তাদের নেতা। একজন নেতা যায়, আরেকজন আসে, কিন্তু আমাদের জীবন আর ভাগ্যের পরিবর্তন হয় না।
একটা কথা আছে—যেই দেশের মানুষ যেমন, সেই দেশের শাসকরা তেমনই হয়। এই বাস্তবতা বদলাতে হলে আমাদেরই পরিবর্তন হতে হবে। আমরা ভালো হলে, আমাদের নেতৃত্বও ভালো হবে। সময় এসেছে নিজেদের দিকে তাকান, অন্যের দোষ খোঁজার আগে নিজেকে নিজের বিবেকের আদালতে তুলুন এবং দেশের ভালো ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নিন।
জাতি হিসেবে আমরা যতদিন না সভ্য হবো, ততদিন আমাদের শাসক ও সভ্য হবে না !!