দেশ মুক্তি বিপ্লব মঞ্চ

দেশ মুক্তি বিপ্লব মঞ্চ গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা ও জনগণের সংবিধান প্রতিষ্ঠা।

12/22/2024

নতুন উদ্ভোদন হলো দেশের সেরা "সারজিস ম্যাসেজ এন্ড স্পা সেন্টার", ঠিকানাঃ ধানমন্ডি-৩২, ঢাকা।
#মুজিববাদ #জিন্দাবাদ

12/22/2024

গণঅভ্যুত্থানে যখন হাসিনার পরাজয় নিশ্চিত হয়, ঠিক তখনই ভারতের র এবং বাংলাদেশের ডি'জি'এফ'আই, এন'এস'আই ও এসবি সম্মিলিত ভাবে ছাত্রলীগের এই ৬ টোকাইকে সমন্বয়ক সাজিয়ে গ্রেফতার করে মিডিয়ার সামনে হাজির করে। যাতে হাসিনার পতনের পরেও হাসিনা ও ভারতের হাতেই বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণ থাকে। শুনুন ছাত্রলীগের সেই ৬ টোকাই এর মধ্যে Md Sarjis Alam সারজিস আলম নামের এক টোকাই এর বক্তব্য। এবার এদের ঝুলানোর পালা। এদের ঝুলানোর মধ্যে দিয়েই দেশ প্রকৃত স্বাধীনতা ফিরে পাবে ইনশাআল্লাহ।

#গণঅভ্যুত্থানের_মহানায়ক_ডঃ_কর্ণেল_শহিদ_খান

যেই কর্ণেল শহীদ খানের বিরুদ্ধে মাফিয়া হাসিনা ইন্টারপোলে রেড নোটিশ জারী করেছিল গণঅভ্যুত্থান থেকে বাঁচার জন্যে, আজ সেই মাফ...
12/22/2024

যেই কর্ণেল শহীদ খানের বিরুদ্ধে মাফিয়া হাসিনা ইন্টারপোলে রেড নোটিশ জারী করেছিল গণঅভ্যুত্থান থেকে বাঁচার জন্যে, আজ সেই মাফিয়া হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারী করলো। অন্যদিকে ৮ বছর তদন্ত শেষে ইন্টারপোল পৃথিবীর প্রথম কোন ব্যক্তি হিসেবে গণ-অভ্যুত্থানের মহানায়ক ডক্টর কর্ণেল শহীদ খানের কাছে লিখিত পত্র দিয়ে মাফ চেয়ে রেড নোটিশ প্রত্যাহার করেছে। হায় ভাগ্যের কি নির্মম পরিহাস হাসিনা।

#গণঅভ্যুত্থানের_মহানায়ক_ডঃ_কর্ণেল_শহিদ_খান

12/21/2024
12/21/2024

এই মাসুদ কামাল হচ্ছে বাংলাদেশে র এর ৪র্থ শ্রেণীর এজেন্ট। এরা সারাজীবন বিডিআর পিলখানা, হাসিনার গুম, খুনের সহযোগী ছিল। এখনো তারা বীরদর্পে তাদের মিশন চালিয়ে যাচ্ছে। এদের নিশ্চিহ্ন করতে না পারলে বাংলাদেশের মানুষ যুগে যুগে তাদের মূল্যবান প্রাণ হারাতেই থাকবে। এদের চিনে রাখুন এবং জবাব দেওয়ার জন্যে প্রস্তুত থাকুন।

12/18/2024

ভারতের বি-টিমের ভবিষ্যৎ

12/16/2024

১৯৭১ মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী।

ভারতীয় উপমহাদেশের প্রায় দুইশো বছরের বৃটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্ব কনিষ্ঠ মেজর ছিলেন সিলেটের কৃতিসন্তান মেজর জেনারেল আতাউল গণি ওসমানী।
৭১ এর মুক্তি যুদ্ধে যার নির্দেশে বাংলাদেশ এর ভৌগলিক অবস্থান বিবেচনা করে ১১ টি সেক্টরে ভাগ করা হয়।

তিনি জেনারেল আতাউল গণি ওসমানী।🫡🫡🫡

স্বাধীন বাংলাদেশ এর সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত হন ‌।

(বিজয় এর ১৬ ই ডিসেম্বরে +ওসমানী তোমায় মনে পড়ে)

12/16/2024

দেশবাসীকে দেশ মুক্তি বিপ্লব মঞ্চের পক্ষে ১৬ই ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসের শুভেচ্ছা।

12/15/2024

প্রিয় দেশপ্রেমিক জনগণ, আমাদের গণঅভ্যুত্থান হাইজ্যাক করেছে ভারতীয় RODS সদস্যরা। সামনে ২য় গণঅভ্যুত্থান বা ৩য় মুক্তিযুদ্ধ আসছে, সবাই প্রস্তুত থাকুন। জনগণের কাঙ্খিত সরকার আসছে, ইনশাআল্লাহ। আমীন!

ড. কর্ণেল শহীদ খান, পিএসসি, প্রধান সমন্বয়ক (দেশ মুক্তি বিপ্লব মঞ্চ ও প্রবাসে বাংলাদেশ সরকার)

12/14/2024

Dr. Asif Nazrul দ্রুতই তোকে এমন নাচানো হবে। আর তোর নিচে যে ইট বেঁধে রাজু ভাস্কর্যে দাঁড় করিয়ে রাখা হবে, সেটাও অগ্রীম জানিয়ে দেওয়া হলো। র তোকে বাঁচাতে পারবে না।

#দেশ_প্রেমিক_যোদ্ধারা_প্রস্তুত_হয়ে_যাও_জনগণের_সংবিধান_প্রনয়নের_লক্ষ্যে_আসছে_৩য়_মুক্তিযুদ্ধ Muhammad Yunus Bangladesh Army

12/13/2024

আর সময় নাই। গণঅভ্যুত্থান হাইজ্যাককারী ভারতীয় বি-টিম আসিফ নজরুল গং কে ঝড়ের গতিতে উৎখাতের জন্যে প্রস্তুত হয়ে যাও বীর বাঙালি।💪💪💪🇧🇩🇧🇩

ছবিটা ছাড়বো কি না ৩দিন ধরে ধাবছিলাম। আসলে এখানেই বিজেপির উগ্রবাদীদের সাথে আমাদের পার্থক্য। আমরা যে সব সময় কুত্তার মত ঘেউ...
12/12/2024

ছবিটা ছাড়বো কি না ৩দিন ধরে ধাবছিলাম। আসলে এখানেই বিজেপির উগ্রবাদীদের সাথে আমাদের পার্থক্য। আমরা যে সব সময় কুত্তার মত ঘেউ ঘেউ করিনা এটাই তার প্রমাণ। এটা গত ৩ দিন আগের ছবি। ভরতকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ জেনারেল ও পাকিস্তান সেনাবাহিনীর লেঃ জেনারেল পর্যায়ের অফিসারদের একটি বৈঠক ছিল। এটা দেখার পর যাদের সামরিক নলেজ আছে কেবল তারাই বলতে পারবে মোদির ধুতি/পায়জামা কতটা ঠিক আছে ???

Address

New York
New City, NY

Alerts

Be the first to know and let us send you an email when দেশ মুক্তি বিপ্লব মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ মুক্তি বিপ্লব মঞ্চ:

Videos

Share