নূরানী টিভি

নূরানী টিভি তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং
জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।
- সূরা বাকারাহ,

06/16/2024
06/15/2024
সবার জন্য ওয়াজিব
06/11/2024

সবার জন্য ওয়াজিব

05/24/2024

When you learn to depend on yourself, you will be happier in life.

কিছু মানুষ
05/16/2024

কিছু মানুষ

02/23/2024
02/23/2024

মাহফিলে গজল

01/23/2024

জাতীয় শিক্ষক ফোরামের এবারের জাতীয় সেমিনার দেশের শিক্ষাব্যবস্থায় একটি ঝাঁকুনি দিয়েছে। আগামী দিনগুলোতে এই ঝাঁকুনি কম্পনের সৃষ্টি করবে ইনশাআল্লাহ।

01/14/2024
01/12/2024

মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না -
হযরত আলী (রা:)।

01/12/2024

“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥ ”—- আইনস্টাইন।

01/10/2024

আতিকুর রহমান রাজু। রায়পুর ইউনিয়ন, বারহাট্রা নেত্রকোনা। Viral Reel AB Alim Khan MD Abdullah-al Mamun Nazma Nazma Jannatul Ferdous Jannat

12/31/2023

স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে অতএব, তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর” :::- আল হাদিস

আল্লাহতায়ালা মানুষের জন্যে কেবল পাক-পবিত্র, উত্তম-উৎকৃষ্ট জিনিস হালাল করেছেন এবং হারাম করেছেন যাবতীয় নিকৃষ্ট-নষ্ট-খারাপ-...
11/28/2023

আল্লাহতায়ালা মানুষের জন্যে কেবল পাক-পবিত্র, উত্তম-উৎকৃষ্ট জিনিস হালাল করেছেন এবং হারাম করেছেন যাবতীয় নিকৃষ্ট-নষ্ট-খারাপ-ক্ষতিকর দ্রব্যাদি।

বস্তুত যা খুব বেশি ও সম্পূর্ণ ক্ষতিকর তার উপকারের তুলনায় তাকেই হারাম ঘোষণা করেছে ইসলাম।

আর যা উপকারী ও কল্যাণকর তা হালালে। যেমন মদ ও জুয়া প্রসঙ্গে কোরআনে কারিমে বলা হয়েছে, ‘হে নবী! লোকেরা তোমার কাছে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে।

তুমি বলো, ও দু’টোতে বড় গোনাহ রয়েছে, যদিও ফায়দাও কিছু রয়েছে। আর ও দু’টো কল্যাণের তুলনায় ক্ষতিই অনেক বেশি।
’ -সূরা বাকারা: ২১৯
এ আয়াতের প্রেক্ষিতে বলা যায়, ইসলামে হালাল কি? যখনই এরূপ প্রশ্ন করা হবে- তখনই বলা যাবে পাক-পবিত্র, কল্যাণকর দ্রব্যাদি অর্থাৎ সুস্থ মানব মন যেসব জিনিস ভালো ও উত্তম মনে করে এবং কোনোরূপ অভ্যাসের বশবর্তী না হয়ে সব মানুষ মোটামুটিভাবে তা পছন্দ করে- তাই হালাল।

এ প্রসঙ্গে কোরআনে কারিমে বলা হয়েছে, ‘লোকেরা আপনাকে জিজ্ঞেস করে, তাদের জন্যে কি কি হালাল করা হয়েছে।

হে নবী! আপনি বলে দিন, তোমাদের জন্যে হালাল করা হয়েছে সে সব জিনিস- যা পবিত্র, পরিচ্ছন্ন ও উত্তম-উৎকৃষ্ট।
কোরআনের অন্যত্র ইরশাদ হয়েছে, ‘আজ তোমাদের জন্যে হালাল করে দেওয়া হয়েছে সেসব জিনিস, যা পাক-পবিত্র, পরিচ্ছন্ন, উৎকৃষ্ট ও ভালো।

যে সব কারণে আল্লাহতায়ালা কোনো জিনিসকে হারাম ঘোষণা করেছেন, তা হচ্ছে সে জিনিসের নিকৃষ্টতা ও ক্ষতিকারতা। আর তা সব মুসলমানকেই বিস্তারিতভাবে জানতে হবে এমন কোনো কথা নেই। কেননা সেসব বিষয়ে সঠিক জ্ঞান সমানভাবে সকলেরই থাকে না। হয়ত কেউ কেউ জানতে পারে আর অনেকেরই তা অজানা থেকে যায়। অনেক সময় একটি জিনিসের দোষ ও নিকৃষ্টতা হয়ত এখনও প্রকাশিত হয়নি, পরবর্তীকালে তা অবশ্যই জানা যাবে। এ অবস্থায় ঈমানদার ব্যক্তিমাত্রেরই কর্তব্য আল্লাহর ঘোষণাকে মেনে নেওয়া।

আল্লাহতায়ালা শূকর হারাম করেছেন। মুসলিমরা শুধু এতটুকুই বুঝতে পারল যে, তা অত্যন্ত ঘৃণ্য ও খারাপ বলে হারাম করা হয়েছে। কিন্তু কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে জ্ঞান-বিজ্ঞানেরও অগ্রগতি ঘটে। ফলে জানা গেল, শূকরে এক প্রকার ধ্বংসাত্মক ও মানব হত্যাকারী বিষাক্ত জীবাণু রয়েছে। কিন্তু শূকর সংক্রান্ত এ জ্ঞান যদি নাও জানা যেত কিংবা এর চাইতে ভিন্নতর কিছুও জানা যেত তাহলেও মুসলিমদের বিশ্বাস কখনও পরিবর্তন হতো না। কেননা আল্লাহর ঘোষণায় তা নাপাক ও অত্যন্ত খারাপ।

উদাহরণস্বরূপ বলে যেতে পারে, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, তিনটি অভিশাপ আহ্বানকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। তা হচ্ছে- পানি পানের স্থানে, রাস্তার মাঝখানে ও ছায়াচ্ছন্ন স্থানে পায়খানা করা। -আবু দাউদ ও ইবনে মাজাহ

প্রাথমিককালে এ কথাটির তাৎপর্য শুধু এতটুকুই বোঝা গিয়েছিল যে, এ তিনটি স্থানে পায়খানা করা খুবই খারাপ কাজ। ভদ্রতা, শুচিতা ও সুস্থ বিবেক-বুদ্ধির পরিপন্থী। কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান বিকাশের ফলে উত্তরকালে আমরা জানতে পারলাম, এ কাজটি সাধারণ স্বাস্থ্যনীতির দৃষ্টিতে অত্যন্ত ক্ষতিকর। কেননা এ কাজের ফলে মারাত্মক ধরণের সংক্রামক রোগ ছড়ায়।

এ প্রেক্ষিতে বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের যতই বিকাশ ও অগ্রগতি সাধিত হবে, ইসলামি শরিয়তের বিধান রচনার মূলে নিহিত কারণ ও কল্যাণ-দৃষ্টি ততই বেশি উদ্ঘাটিত হতে থাকবে।

হালাল মানে কল্যাণকর, হারাম মানে অকল্যাণকর- শুধু এতটুকু মনে রাখলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যায়।

11/28/2023

জুমআর খুৎবা ২৪/১১/২০২৩ ইং
এম,এম, আব্দুল্লাহ আল-মামুন

11/28/2023

তামাক খাওয়া হারাম AB Alim Khan Viral Reel

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Jannatul Ferdous Jannat, Nazma Nazma, Sh...
11/28/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Jannatul Ferdous Jannat, Nazma Nazma, Shofikul Islam

11/26/2023

চিকিৎসাবিজ্ঞান বলছে, ধূমপান মানে বিষপান। বিষপানে যদি আমরা আত্মহত্যার দিকে যাই, তাহলে এটা হারাম হবে।
জর্দার ক্ষেত্রেও তাই হবে। এ জন্য বলব, জর্দার মধ্যে একটু সুগন্ধ আছে বলে এটার মধ্যে কল্যাণ আছে, তা বলা যাবে না। তবে উপাদান যদি হয় তামাক, সেটা যে নামেই হোক (সিগারেট, বিড়ি, জর্দা, গুল), সেটা হারাম হবে।

11/26/2023

জুমআর খুৎবা
গান বাজনা সম্পর্কে।

11/25/2023

এম,এম,আব্দুল্লাহ আল- মামুন

Address

Natrona Heights, PA

Telephone

+8801716711463

Website

Alerts

Be the first to know and let us send you an email when নূরানী টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নূরানী টিভি:

Videos

Share

Category



You may also like