Geo Insider

Geo Insider in search of truth,
Always and everywhere
(1)

11/02/2024

"আমার মৃত্যুর পর যদি আমার কবরে গুলির আওয়াজ শুনতে পাও, তবে জেনে রাখো আমি তখনো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করছি।"

— আলেজেরীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রপথিক, প্রখ্যাত মু জা হিদ শাইখ বুআমামা রহিমাহুল্লাহ

জাওজান প্রদেশের রাজধানী শাবেরহান শহরের একটি বেসরকারি হাসপাতালে আজ (সোমবার) একইসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।হ...
10/28/2024

জাওজান প্রদেশের রাজধানী শাবেরহান শহরের একটি বেসরকারি হাসপাতালে আজ (সোমবার) একইসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

হাসপাতালের প্রধান কাজেম সিদ্দিকী বলেছেন, শিশুদের মধ্যে চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। যাদের সবাই শারীরিকভাবে সুস্থ। শিশুদের মায়ের অবস্থাও সন্তোষজনক।

10/25/2024

ফ্যাসিবাদের দোসররা বঙ্গভবনে বসে আছে
— মাহমুদুর রহমান

10/15/2024

ছাত্রজনতার ওপর চালানো গণহত্যার বিচার না হওয়াতে আজ প্রকাশ্যে আদালত পাড়ায় আওয়ামী জ ঙ্গিগো ষ্ঠী সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখায়।

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে আজ আদালতে হাজির করা হয়। এদিন বিএনপিকর্মী মকবুল হত্যামামলায় রিমান্ড শুনানি শেষে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নামানোর সময় আওয়ামী জঙ্গিগোষ্ঠী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে জড়ো হয়ে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেয়।

10/10/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
❝দুই চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। একটি হলো ওই চোখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর অপরটি হলো ঐ চোখ, যা আল্লাহর রাস্তায় (কোনো কাজে বা ইসলামি রাষ্ট্রের সীমান্ত) পাহারা দিয়ে ঘুমহীন রাত কাটিয়ে দেয়।❞

[তিরমিযী | হাদিস নং ১৬৩৯ | সহীহ ]

10/08/2024

গা ZAর বাইত হানুন এলাকায় এক জায়নবাদী জONগিকে ঘৌল স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট করছে হাMaসের মুZAHIদ স্নাইপার।

10/08/2024

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা তথ্য দিয়ে কলকাতার রিপাবলিক টেলিভিশন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য ছড়াচ্ছে সেটিকে ‘ভারত মৌচাকে ঢিল মারছে’ বলে মন্তব্য করেছেন রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অপর্ণা রায় দাস।

অপর্ণা বলেন, ‘আপনারা কি দেখেননি, আমরা ১৫ বছর কীভাবে অনিরাপত্তায় ছিলাম। আমরা পূজা ঠিকমতো করতে পারিনি। সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা এখন শাহবাগে কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম পালন করছে।

আপনারা জানেন, কলাবাগান মাঠ যেখানে পূজা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও পূজা হচ্ছে। আপনারা দেখেছেন, ওয়ারী পূজা মণ্ডপ ভেঙেছিল সেখানেও পূজা হচ্ছে। এজন্য বলব, ভারত থেকে যা দিচ্ছে সেটা মৌচাকে ঢিল মারা। আমরা যখন মারব তারা পালানোর পথ পাবে না।’

পূজা উদযাপন কমিটির এই আহ্বায়ক বলেন, ‘গত ৫ আগস্ট পটপরিবর্তনের আগে আপনারা দেখেছেন, এদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন। ভারত থেকে উস্কানিটা দিচ্ছে এই কারণে যে, এরা মানুষের কাছে প্রমাণ করতে চায়, এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা।’

10/08/2024

যেভাবে বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় GDI সদস্যদের⬇️

10/07/2024

৭ অক্টোবর ২০০১ ছিল উম্মাহর জন্য এক কালো দিন।
পক্ষান্তরে ৭ অক্টোবর ২০২৩ উম্মাহর জন্য এক ঐতিহাসিক আলোকিত দিন। এ দিন উম্মাহর বীরগণ কথিত অপরাজেয় শক্তির ওপর আঘাত হেনে দেখিয়েছে পৃথিবীতে অপরাজেয় বলে কিছু নেই।

৭ অক্টোবর ২০০১ সালে সাম্রাজ্যবাদী স ন্ত্রা সী রাষ্ট্র আমেরিকা আফ গা নি স্তানে আগ্রাসন চালিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করে। তারপর লড়াকু মুসলিম বীরবাহিনী শত্রুকে ২০ বছরের জন্য আফ গা নি স্তানের পাহাড়পর্বতে আটকে ফেলে শত্রুর সামরিক সক্ষমতা ও অর্থনীতি এবং মানবাধিকার ভাবমূর্তি চরমভাবে চূর্ণবিচূর্ণ করে লজ্জাজনক পরাজয়ের স্বাদ আস্বাদন করায়।

৭ অক্টোবর ২০২৩ পৃথিবীর সর্ববৃহৎ কারাগারে আটকে থাকা মজলুম মুসলিমদের ঘুরে দাঁড়ানোর দিন। সুনিশ্চিতভাবেই এটি ছিল উম্মাহর জন্য এক শিক্ষণীয় ও ঐতিহাসিক দিন। এদিন পৃথিবী দেখেছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মাজলুমের আঘাত কয়টা ভয়াবহ হয়। মুসলমানদের দেখিয়েছে পৃথিবীতে লড়াই ছাড়া টিকে থাকা যাবে না। লড়াই ছাড়া কখনোই অধিকার প্রতিষ্ঠিত হবে না। হয় ক্ষণিকের দুনিয়ায় সিংহের মতো লড়াই করে বাঁচতে হবে নয়তো শিয়ালের মতো ক্ষমতাধর শক্তিকে পূজা করে করে লাঞ্চনার জীবন নিয়ে বেঁচে থাকতে হবে।

পাশাপাশি ঈমান কুফরের শিবির আরও স্পষ্ট হয়েছে। এই দিন মুসলমানদের চোখে আঙুল দিয়ে মুনাফিকদের দেখিয়ে দিয়েছে। যারা উম্মাহর দুর্দিনে হাজার মাইল দূরে বসে বিলাসিতার জীবন নিয়ে কু ফ রের পরিবর্তে মজলুম বীরদের আঘাত করেছে। মুসলমানদের দেখিয়েছে কুফরশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম আঘাতটা নিজেদের ভেতর থেকেই আসে।

09/30/2024

শিয়া ধর্মের অনুসারী ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার আসাদ সরকারের পক্ষে বেসামরিক সুন্নি মুসলিমদের ওপর গণহত্যার অংশীদার ছিল। রাশিয়া ও ইরান সিরিয়ার কসাই বাশার আল আসাদকে সমর্থন দেওয়ায় ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্রগোষ্ঠীগুলো আসাদের পক্ষে যোগ দেয়।

এদের সম্মিলিত শক্তির বিশাল দানবীয় জোটের আগ্রাসনে যেন নিরীহ সুন্নি মুসলমানদের ওপর কেয়ামত নেমে আসে। সিরিয়ায় পশ্চিমা ও প্রাচ্যের প্রক্সিযুদ্ধ কেড়ে নেয় ৬ লাখেরও বেশি মুসলমানের প্রাণ।বাস্তুহারা স্বজনহারা হয় প্রায় ৭ মিলিয়ন মুসলমান।

সিরিয়ায় মজলুম মুসলমানরা কিছুদিন আগে কসাই ইব্রাহিম রাইসির মৃত্যুতে আনন্দপ্রকাশ করেছিল। এবার ইরানপন্থী আরেকটি গোষ্ঠী, যাদেরকে কৌশলগত কারণে মুসলমানরা সমর্থন করলেও তাদের হাতে লাখ লাখ মুসলমানের রক্ত লেগে আছে; গোষ্ঠীটির নেতা ইসরাইলের হামলায় মারা গেলে সিরিয়ার মজলুম মুসলমানরা শুকরিয়াস্বরূপ আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করে।

09/26/2024

সম্মান, মর্যাদা, গৌরব ও বীরত্বের প্রতীক ইসলামের জন্য নিবেদিত মহান মু/জা/হিদিন।

09/26/2024

বিচ্ছিন্নতাবাদী উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে।
তাদের দাবি কতটুকু যৌক্তি বলে মনে করেন?

দুবাইভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের সিইও পাভেল দুরভ জানিয়েছেন,এখন থেকে যদি কোনো দেশের সরকার টেলিগ্রামের কোনো ব্যবহারক...
09/24/2024

দুবাইভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের সিইও পাভেল দুরভ জানিয়েছেন,
এখন থেকে যদি কোনো দেশের সরকার টেলিগ্রামের কোনো ব্যবহারকারীর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট বা 'বৈধ আইনি অনুরোধ' জানায়, তাহলে উক্ত ব্যবহারকারীর ফোন নাম্বার ও আইপি নাম্বার সরকারকে জানিয়ে দেবে টেলিগ্রাম।

ব্লুমবার্গের দাবি, টেলিগ্রাম এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে ইউজারদের তথ্য সুরক্ষিত রাখতে, কিন্তু এই ফিচারটি অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে লুকিয়ে রাখতে ব্যবহার করা হচ্ছে। টেলিগ্রাম বরাবরই অপরাধ বিষয়ক অনুরোধের বেলায় “জঘন্যরকম অপারগ” এবং সন্দেহজনক অপরাধীদের সম্পর্কে তথ্য জানতে চাইলেও এসব অনুরোধ এড়িয়ে গেছে।

পশ্চিমা সমালোচকদের মতে টেলিগ্রাম 'ভুল তথ্য', শিশু পর্নোগ্রাফি এবং কথিত সন্ত্রাসবিষরক তথ্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। অনেকে আবার এই অজুহাত টেনে সমালোচনা করছেন যে, অপরাধের কেন্দ্রস্থল হওয়ার পেছনে টেলিগ্রামের একেকটি গ্রুপে ২ লাখ পর্যন্ত সদস্য যুক্ত হতে পারে, যেখানে মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাদের গ্রুপে মাত্র ১ হাজার সদস্য যুক্ত হওয়ার সুযোগ দেয়। অর্থাৎ পশ্চিমাদের মতে টেলিগ্রাম গ্রুপে সদস্য বেশি হওয়াই মূলত অপরাধের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার আশংকা তৈরি করে!

অবশ্য টেলিগ্রামের সিইও এসব সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন,
'যদিও অপরাধের সঙ্গে ৯৯.৯৯৯% টেলিগ্রাম ব্যবহারকারীদের কোন সম্পর্ক নেই, কিন্তু মাত্র ০.০০১% এর অবৈধ কার্যকলাপ পুরো প্ল্যাটফর্মের ভাবমূর্তি নষ্ট করেছে। তাদের এই আচরণ আমাদের প্রায় বিলিয়ন ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে।'

টেলিগ্রামের এই নতুন অবস্থান যারা 'অপরাধ কর্মকাণ্ডের জন্য' প্ল্যাটফর্মটি ব্যবহার করে, তাদের গ্রেপ্তার করতে প্রয়োগকারী সংস্থাগুলোকে টেলিগ্রামের সাথে কাজ করার অনুমতি দেবে। তবে ব্যক্তিগত গোপনীয়তা-সচেতন ব্যক্তিদের জন্য আশংকার বিষয় হলো, এটি শাসকগোষ্ঠীকে তাদের বেসামরিক জনগণ কী বিষয়ে আলোচনা করছে তা দেখার সুযোগ করে দেবে এবং বাকস্বাধীনতাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।
এই ক্ষেত্রে কারও ব্যক্তিগত তথ্য পেতে সরকারি সংস্থাগুলোর "বৈধ আইনি অনুরোধ" মঞ্জুরি দেওয়ার ক্ষেত্রে টেলিগ্রাম কতটা সজাগ থাকবে তা চিন্তার বিষয়।

তবুও ব্যক্তিগত গোপনীয়তা-সচেতন লোকেদের নিকট যথেষ্ট খ্যাতি অর্জন করা টেলিগ্রামের এই এক ঘোষণাই ব্যবহারকারীদের প্ল্যাটফর্মটি ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। যদিও এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা গুগলের মেসেজিং সার্ভিস রয়েছে। কিন্তু তারপরেও টেলিগ্রাম ছেড়ে আসা ব্যবহারকারীদের নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগমাধ্যম খুঁজে পেতে সময় লাগবে।

গত ২৫ আগস্ট টেলিগ্রাম প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধের জন্য ফ্রান্স সরকার টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করে। ২৮ আগস্ট জামিন হলেও তাকে ফ্রান্স না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যদিও তিনি টেলিগ্রামের ওপর আরোপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন।

সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার নামে ধ্বংসযজ্ঞ চালানো যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই বন্দুক হামলার খবর পাওয়া যায়। চলতি...
09/23/2024

সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার নামে ধ্বংসযজ্ঞ চালানো যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই বন্দুক হামলার খবর পাওয়া যায়। চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪০৩টি গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির বন্দুক হামলা আর্কাইভের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক হামলায় অন্তত ১২ হাজার ৪১৬ জন নিহত হয়েছে।

অভ্যন্তরীণ গোলযোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র যখন অন্য দেশে মানবাধিকার প্রতিষ্ঠার নামে গণহত্যা চালাতে ব্যস্ত, তখন নিজ দেশের জনগণই মারাত্মক নিরাপত্তাহীনতায় চরম হতাশাগস্ত মানবেতর জীবন কাটাচ্ছে। তারা বারবার সরকারকে এই ধরনের নিরাপত্তাহীনতার ঘটনা প্রতিরোধ করতে বললেও তাদের রক্তপিপাসু সরকার নিজ দেশে বন্দুক হামলা নিয়ন্ত্রণে শতাব্দীর অন্যতম বিশাল ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খোরাসানের তাবাস শহরে একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোর...
09/22/2024

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খোরাসানের তাবাস শহরে একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় খনিতে কাজ করছিলেন ৬৯ জন শ্রমিক।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ তে দাঁড়িয়েছে। এর আগের খবরে নিহত ব্যক্তির সংখ্যা ৩০ বলে উল্লেখ করা হয়েছিল এবং বলা হয়েছিল ১৭ জন আহত ও ২৪ জন নিখোঁজ রয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট কমিটি বলেছে, আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

09/22/2024
মোটাদাগে ভারত বাংলাদেশের যেসব ক্ষতি করেছে :বন্যায় ১১টি জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি।ক্ষতিগ্রস্ত হয়েছে ...
09/21/2024

মোটাদাগে ভারত বাংলাদেশের যেসব ক্ষতি করেছে :

বন্যায় ১১টি জেলায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি।
ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন মানুষ।
মারা গেছেন ৭৪ জন এবং আহত হয়েছেন ৬৮ জন।

বাংলাদেশ যা দিচ্ছে :

ভারত বাংলাদেশের এত বিশাল ক্ষতি করার বিনিময়ে নতজানু ইউনুস সরকার ভারতকে দিচ্ছে ৩০ লাখ কেজি ইলিশ। জনগণের ইচ্ছা-অনিচ্ছার কোনো তোয়াক্কাই করার প্রয়োজনবোধ করেনি কথিত জনবান্ধব অন্তর্বর্তীকালীন সরকার।

জনগণ যা বলছে :
যেখানে সরকার হওয়ার কথা গোলাম আর জনগণ হওয়ার কথা মনিব, সেখানে আমরা জনগণ হয়ে গেলাম গোলাম আর ইউনুস সরকার হয়ে গেল মনিব। এ কেমন গণতন্ত্র? আর কতদিন আমরা এমন গণতন্ত্রিক রাষ্ট্রযন্ত্রের নিচে পিষ্ট হতে থাকবো?

Address

Miami, FL

Alerts

Be the first to know and let us send you an email when Geo Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Geo Insider:

Videos

Share