11/23/2024
খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসা একটি ঐতিহ্য বাহ্যিক শিক্ষা প্রতিষ্ঠান।এই প্রতিষ্টান থেকে হাজার হাজার আলেমেদ্বীন বের হয়েছে এটা একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্টান প্রতিষ্ঠা করেছে খুটাখালীর স্বনাম দন্য ব্যবসায়ী অলী আহম্মদ সওদাগর তার স্ত্রীর নামে। তাদের পরিবারের মতোওয়ালী বর্তমানে আছে তারা বিএনপি প্রতিষ্ঠা কালীন খুটাখালীর সেক্রেটারি এবং ইউনিয়ন বিএনপির বর্তমান প্রধান উপদেষ্টা।
এই প্রতিষ্ঠান থেকে লেখা পড়া করে কিছু ধর্মান্ধক দক্ষিণপন্তি তথাকথিত আলেম ছাত্রদের হুমকি দিচ্ছে যে বিএনপি করলে জালেমের সাথে দল করার সমান, এবং মাদ্রাসায় পড়লে তাদের তওবা করতে হবে।তাই যদি হয় বিএনপি পরিবারের প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম দাবি করছে তাদের সবাইকে তওবা করে নতুন ভাবে ইসলামে দীক্ষিত করতে হবে। মাদ্রাসা একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।এখানে দল মদ সবাই অবারিত ভাবে যাওয়া আসার অনুমতি আছে সেখানে মওদদী বাদীরা ছাড়া অন্য ভিন্ন দল মদের!মানুষ যেতে পারবে না।এটা দেশবাসী জাতি ও সরকারের কাছে প্রশ্ন আবেদন রইল।এটা কি বুয়েটের মত স্বৈরাচারের আখড়ায় পরিণত হয়েছে,,,এর পরে ও যদি বাড়াবাড়ি হয় ঐ প্রতিষ্ঠানের ও কুলাঙ্গার দের দলের বিড়াল বেরিয়ে আসবে।