Zabery Book.Com

Zabery Book.Com আসসালামু আলাইকুম
Zabery book.com পেইজে আপনাকে স্বাগতম ।
যেকোনো বই অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ দিন।

কুরআন ও সুন্নাহর আলোকে লিখিত ও সংকলিত গ্রন্থ সমূহ প্রকাশ ও প্রচার করার মাধ্যমে ইসলামের সুমহান সৌন্দর্য বিশ্বের দরবারে উপস্থাপন করার দ্বারা আল্লাহ তা'আলা ও তার হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সন্তুষ্টি অর্জন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

সম্মানিত প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ!আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানিতে কিছু দিনের মধ্যে ই নিম্নলিখিত কিতাব সমূহ পাঠকদের জন্য আ...
09/08/2023

সম্মানিত প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ!
আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানিতে কিছু দিনের মধ্যে ই নিম্নলিখিত কিতাব সমূহ পাঠকদের জন্য আমাদের এই পেইজ থেকে প্রকাশ করা হবে।ইনশাআল্লাহ

১. তাফসীরে জাবেরী (কাফেররা কেনো এতো আতংকিত কি আছে কুরআনের ২৬ আয়াতে? বিষয়ভিত্তিক তাফসীর, মামলা কৃত আয়াত গুলো)

২.তাফসীরে জাবেরী (ওয়াদাল্লাহি তথা আল্লাহ তা'আলার প্রতিশ্রুতি, বিষয়ভিত্তিক তাফসীর)

৩. ফাতাওয়ায়ে জাবেরী (প্রথম খন্ড, কিতাবুত ত্বহারাত)

৪.খুতবাতুল ইমামি ফি ইয়াওমিল জুমআতি(জুমাআর খুতবা,বক্তা ও খতীবদের জন্য এই কিতাবটি উত্তম পাথেয় হবে। ইনশাআল্লাহ)

০৫. কেমন ছিলেন প্রিয় নবী ?( শামায়েলে তিরমিজির আলোকে রচিত।)

৬.তারাবীহ ২০ রাকাআত।( ফেতনার অবসান)

সাবলীলভাবে ইসলামকে জানতে আমাদের সাথেই থাকুন। জাযাকুমুল্লাহ

হে রব! প্রতিটা কলমের সবটুকু কালি সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।  আমিন
09/06/2023

হে রব! প্রতিটা কলমের সবটুকু কালি সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন

শিয়া নেতা ওয়াসিম রিজভী কোরআনুল কারীমের যে ২৬ টি আয়াতের বিরুদ্ধে  রীট করেছিল, সেই আয়াত গুলোর তাফসীর সম্বলিত একটি মূল্যবান...
05/29/2022

শিয়া নেতা ওয়াসিম রিজভী কোরআনুল কারীমের যে ২৬ টি আয়াতের বিরুদ্ধে রীট করেছিল, সেই আয়াত গুলোর তাফসীর সম্বলিত একটি মূল্যবান গ্রন্থ---

" তাফসীরে জাবেরী "
( কাফেররা কেন এতো আতংকিত
কি আছে কোরআনের ২৬ টি আয়াতে?) ।

******♥ তাফসীরে জাবেরীর বৈশিষ্ট্য!♥******

* প্রথমত কোরআনুল কারীমের আয়াত।
* আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ সরল অনুবাদ।
* আয়াতের পরিচিতি।
* আয়াতের শানে নুজুল।
* আয়াতের বিস্তারিত তাফসীর।
* তাফসীরের ক্ষেত্রে তাফসীরের মূলনীতি পরিপূর্ণ ভাবে অনুসরণ করা হয়েছে।
* রেফারেন্সকৃত কিতাবের নাম, খন্ড ও পৃষ্ঠা নাম্বার তুলে ধরা হয়েছে।
* তাফসীরে উল্লেখিত প্রত্যেকটি হাদিসের ক্ষেত্রে, হাদিসের কিতাব, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বারসহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
* হাদিসের মূল ইবারত হরকত ও অনুবাদসহ উল্লেখ করা হয়েছে।
* এই আয়াত গুলো কেনো আসামী হলো?
এই ভাবে সাজানো হয়েছে " তাফসীরে জাবেরী "।

****♥ তাফসীরে জাবেরী কাদের জন্য??? ♥****

প্রথমত স্কল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণী, সকল পেশা ও সকল ধর্মের মানুষের প্রতি লক্ষ্য রেখে কিতাবটি প্রণয়ন করা হয়েছে।

********♥♥ তবে বিশেষ করে ♥♥********

* দ্বা'য়ী ইলাল্লাহ ( ইসলামীক আলোচক, ওয়ায়েজীনে কেরাম, তরুনবক্তা) ও খতীবদের জন্যে চমৎকার উপস্থাপনা হবে ইনাশাআল্লাহ।

* প্রত্যকে খতীব যেনো জুমআর খুৎবায় খুব সহজে স্রোতাদেরকে আয়াতটি তাফসীরের আলোকে বুঝিয়ে দিতে পারেন সেই দিকে খুবই গুরুতের সাথে লক্ষ্য রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ

* বিশেষ করে নবীন বক্তা / ওয়ায়েজিনদের জন্য তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনার জন্য " তাফসীরে জাবেরী " হবে উত্তম সহায়ক। ইনশাআল্লাহ

***♥♥ কেন পড়বেন তাফসীরে জাবেরী? ♥♥***

কোরআনুল কারীমে ৬২৩৬/৬৬৬৬ খানা আয়াতে কারীমা থাকতে কাফেররা কেন শুধুমাত্র ২৬ খানা আয়াতে কারীমার বিরুদ্ধে মামলা করলো?

এই সম্পর্কে বিস্তারিত জানতেই পড়তে হবে তাফসীরে জাবেরী (কাফেররা কেন এতো আতংকিত কি আছে কোরআনের ২৬ টি আয়াতে?)

♦ গ্রন্থটি রচনা ও সম্পাদনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত তাফসীরকারক,লেখক ও গবেষক, শায়খুত তাফসীর ওয়াল হাদিস, কুরআনুল কারীমের ১০ খন্ডের তাফসীর " তাফসীরে জাবেরী " ও ৫০০০ হাজার মাসআলার সমন্বয়ে ২০,০০০ হাজার হাদিস ও সুন্নাহর আলোকে লিখিত গ্রন্থ " ফাতাওয়ায়ে জাবেরী " সহ বহু গ্রন্থের প্রণেতা।

মুফতি এ.বি.এম জাবের হোসাইন হাফিঃ
দাওরায়ে হাদিস,ইফতা (কামিল) তাফসীর,হাদিস ও ফিকহ।
মুহাদ্দিস, আলেকজান্ডার কামিল মাদ্রাসা,রামগতি, লক্ষীপুর।

♦(বিঃদ্রঃ- সম্পূর্ণ তাফসীরে জাবেরী ও ফাতাওয়া জাবেরী অচিরেই পাঠকদের হাতে পৌছে যাবে ইনশাআল্লাহ )

* তাফসীরটি আপনি পড়ুন এবং প্রিয়জনকে হাদিয়া প্রদান করুণ।
আপনার কপি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন।

* অনলাইনে কিতাবটি সংগ্রহ করতে বিকাশ করুণ।
* বিকাশ নাম্বার 01979 410 910
01868 410 910
01828 483 794

* নগদ নাম্বার 01868 410 910
01979 410 910
01828 483 794

* রকেট নাম্বার 01868 410 910

* whatsApp 01868 410 910

* মুদ্রণ মূল্য ৩৫০ টাকা
* বিক্রয় মূল্য ২৫০ টাকা
* কুরিয়ার খরচ ৫০ টাকা
* মোট পৃষ্ঠা সংখ্যা ২০০

বিঃদ্রঃ- প্রিয় বন্ধুরা আমাদের আগের পেইজটি "ফেইজবুক" কর্তৃপক্ষ স্থায়ী ভাবে নষ্ট করে দিয়েছেন!
তাই আমরা নতুন পেইজ নিয়ে আপনাদের সাথে থাকছি সব সময় ইনশা-আল্লাহ।

Address

ইসলাম মন্জিল, স্টেশন রোড, Hajiganj, Bangladesh
Los Angeles, CA

Telephone

+8801868410910

Website

http://zaberybook.com/, https://www.facebook.com/muftizab

Alerts

Be the first to know and let us send you an email when Zabery Book.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zabery Book.Com:

Share