10/13/2023
এই ব্যর্থতা আর লজ্জা মুসলিম দেশগুলোর। সবাই একত্রে প্রত্যক্ষ চাপ না দিলে এর সমাধান নেই। কমপক্ষে সৌদি, ইরান, তুরস্ক, মিশর, আমিরাত, কাতার, সিরিয়া, ইরাক এবং লেবাননকে সরাসরি কাজ করতে হবে। এই দেশ গুলোর পক্ষ হতে বৈধ এবং ন্যায্য সাম,> রিক হস্তক্ষেপ কামনা করছি। যেখানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে না।
[বেসামরিক নাগরিক হত্যা করা অনৈতিক এবং অবৈধ (নর,> হ,>< ত্যা বা যমীনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হ,>< ত্যা করলে সে যেন সকল মানুষকেই হ,>< ত্যা করল) ____ মুসলমানরা মাজলুম হলেও যালেম হতে পারবে না। মনে রাখবেন জালেমরা আমাদের শিক্ষক নয়।]