10/16/2021
াঝি
গিয়েছিল মন সেই নদীর ঘাটে,
আশা ছিলো যাবো ওপারে,
নৌকার ধারে গিয়ে বললাম,
মাঝি নিয়ে যাও আমারে!
পার হতে পারিনি আমি,
কারণ
মাঝি ছিল না নৌকাতে,
কেন নেই সে কোথায় আছে,
বুঝতে পারছি না আমি,
না বুঝে আমায় রেখে চলে গেলে,
মনের আশা পূরন করলে তুমি,
দোষ নেই তার সে বসেই ছিল,
আমারেই পার করিতে!!
হঠাৎ একটা ঝড় এসে
মাঝি পড়ে যা সেই নদীতে,
এখনো সেই নৌকা রয়েছে,
শুধু নেই তুমি,,
মাঝি যেখানে থাকো ভালো থেকো,
দোয়া করি আমি,
নিজের সার্থে আমার অনেক কিছু বলি,
ফিরে চাইলেও আসবে না সে,,
কারণ,
অভিমান নিয়ে চলে গেলে,
ভুল করেছি আমি,,,
ঘাটে গেলে আসে মনে
সেই মাঝিটার কথা,,
এভাবে তুই চলেই যাবি তবে,,
দিতাম না তুর মনে ব্যাথা
আমায় তুই সঙ্গে নিলিনা,
তুই ছিল সবার চোখের মনি,
ঘুরতে গিয়ে দেখলাম আমি,,
,,,,,,,,, মন মাঝি,,,,,
আমার সাথে করেছে বেইমানি।