Channel America Bangla

Channel America Bangla “Authentic News Media for You” (Coming soon- Insha’Allah.Under development now).

09/07/2024

রোটারী আন্তর্জাতিক বাংলাদেশের সাবেক সহকারী গভর্নর রোটারিয়ান লোকমান হোসেন রাজু-র উদ্যোগে তার নিজ এলাকা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় - দক্ষিন নোয়াগাঁও,হাসনাবাদ সহ কয়েকটি গ্রামে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে তৃতীয় দফায় ক্ষতিগ্রস্তদের চাহিদামত দরকারী মুদিমাল সহ খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।
এ মানবিক কাজে রোটারীয়ান রাজু’র সাথে অংশ গ্রহন করেন তার কয়েকজন সুহৃদ সহকর্মী এবং হেটফিল্ড জামে মসজিদ কমিটি,পেনসিলভেনিয়া,
যুক্তরাষ্ট্র।
উক্ত প্রকল্প বাস্তবায়নে -দক্ষিন নোয়াগাঁও একতা ফাউন্ডেশনের ডেডিকেটেড স্বেচ্ছাসেবকগন নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।
এই মহতি সমাজ সেবা কর্মটির সফল বাস্তবায়নে
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়েছেন রোটারীয়ান লোকমান হোসেন রাজু ও উনার ছোট ভাই ইসমাইল হোসেন।

09/06/2024

তওবা কিভাবে করতে হবে?
================ (সংগৃহীত)
তওবা করার জন্য জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে, তাহলেই আল্লাহ তাআ'লা সেই তওবা কবুল করবেন।
১. পাপ কাজ করা বন্ধ করতে হবে। এখন শুধু মুখে মুখে তওবা করে নেই, কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেবো – এরকম হলে তওবা কবুল হবেনা।
২. অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে তাঁর কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।
৩. অন্তরে ঐ কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে। তব কসম করবেন না, কসম না করে দৃঢ় প্রতিজ্ঞা করবেন।
৪. লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহ-খাতার জন্য “ইস্তিগফার” করতে হবে (ক্ষমা চাইতে হবে) + “তওবা” করতে হবে (গুনাহ করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে)।
৫. কারো হক্ক নষ্ট করে থাকলে যে ভাবেই হোক তাকে তার পাওনা ফিরিয়ে দিতে হবে, সামর্থ্য না থাকলে অনুরোধ করে, ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। উল্লেখ্য, তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, এমনকি কারো পাপ জমীন থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু বান্দার কোনো হক্ক নষ্ট করে থাকলে সেটা বান্দা মাফ না করলে আল্লাহও ক্ষম করবেন না।
৬. অন্তরে আশা রাখতে হবে যে, আমি গুনাহগার কিন্তু আল্লাহ গাফুরুর রাহীম – অতীব ক্ষমাশীল ও দয়ালু। সুতরাং আমি যতবড় গুনাহগার হয়ে থাকিনা কেনো, তিনি আমার তওবা কবুল করবেন ইন শা’ আল্লাহ।
৭. তওবা করার পরে প্রাণপণে চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে, এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকীর কাজ করার জন্য।
৮. যে পাপ কাজ থেকে তওবা করা হলো (সমস্ত পাপ কাজ থেকেই তওবা করা ফরয), কোনো ভুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজটা আবার করে ফেললে সাথে সাথে আবার তওবা করে সেটা থেকে ফিরে আসতে হবে। এইভাবে যখনই কোনো পাপ কাজ সংঘটিত হবে, সাথে সাথেই তওবা করতে হবে, এমনকি মৃত্যু পর্যন্ত।
৯. কারো তওবা কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? অনেক আলেম এ সম্পর্কে বলেনঃ কারো যদি তওবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় অর্থাত পাপের কাজ অনেক কমে যায় ও ভালো কাজ বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে – তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে।

কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ, তওবার আগের ও পরের জীবনে কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তওবাতে ত্রুটি আছে। তার উচিত হতাশ না হয়ে – বার বার আন্তরিকতার সাথে খালেস নিয়তে তওবা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
*আন্তরিক তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় – তাহলে তার আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এমনকি যেই গুনাহগুলো মাফ করে দেন, কেউ যদি সেইগুলো থেকে ফিরে আসে – এইগুলোর বিপরীতে আল্লাহ তাকে সওয়াব দান করেন। যেমনটা আল্লাহ কুরানুল কারীমে উল্লেখ করেছেনঃ

“কিন্তু যারা তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহসমূহকে পুন্য দ্বারা পরিবর্তত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু”। (সুরা ফুরক্বানঃ ৭০)।

আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তোওফিক দান করুন।
***কি দুয়া পড়ে তওবা করতে হবে?
আমাদের দেশের মানুষকে তোওবার দোয়া নামে যে দোয়া শেখানো হয় তা হলোঃ

"আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি, লা হা’উলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলায়্যিল আযীম"।

এটা একটা দোয়া, কিন্তু সমস্যা হলো কোরান-হাদীসের কোথাও এই দোয়া খুঁজে পাওয়া যায়না! তার মানে এই দোয়া হলো হুজুরের বানানো দোয়া,

অনেকে যুক্তি দেখাতে পারেন, দোয়াতো দোয়াই, আল্লাহর কাছে একভাবে চাইলেই হবে। তাদেরকে বলবোঃ
নবী ﷺ আমাদেরকে যেই দোয়া শিখিয়ে গেছেন, তা না শিখিয়ে হুজুরের বানানো দোওয়া কেনো শেখানো হবে?
হুজুর কি নবী ﷺ এর থেকে ভালো দোয়া বানাতে পারে (নাউযুবিল্লাহ)!

যেই দোয়া পড়ে রাসুলুল্লাহ ﷺ তওবা করতেন ও আমাদেরকে পড়তে বলছেনঃ

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيّوُمُ وَأَتُوبُ إِلَيهِ

উচ্চারণঃ আসতাগফিরুল্লা-হাল আ’যীমাল্লাযী লা-ইলা-হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের আর কোন যোগ্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে তোওবা করছি।

রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামী হয়”।
(অর্থাত, সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।)

হিসনুল মুসলিম পৃষ্ঠা ২৮৬।
তিরমিযী ৪/৬৯, আবুদাঊদ ২/৮৫, মিশকাত হা/২৩৫৩, হাদীসটি সহীহঃ সিলসিলা ছহীহাহ হা/২৭২৭।

হুজুরের বানানো দুয়া থেকে রাসুলুলুল্লাহ ﷺ এর দুয়া বেশি দামী। অলসতা করবেন না। তওবার মতো এতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই এই দুয়াটা অবশ্যই মুখস্থ করবেন এবং নিয়মিত উঠতে বসতে, যখনই মনে পড়বে বেশি বেশি করে এই দুয়া পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন ইন শা’ আল্লাহ।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন, “যে কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দু‘আটি (সাইয়েদুল ইসতিগফার) পাঠ করবে ঐ দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু বরণ করলে সে জান্নাতবাসী হবে এবং যে কেউ ইয়াকিনের সাথে রাত্রিতে পাঠ করবে ঐ রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে।” (বুখারী)

উচ্চারণ:
“আল্লাহুম্মা আনতা রব্বী, লা-ইলাহা ইল্লা আনতা খালাকতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আউযুবিকা মিন শার্ রি মা ছা’নাতু আবূউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবূউলাকা বিযামবী ফাগ্ ফির্ লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা”

অর্থঃ
“হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া প্রকৃত এবাদতের যোগ্য কেউ নাই।

তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার গোলাম আর আমি সাধ্যমত তোমার সাথে কৃত অঙ্গীকারের উপর অবিচল রয়েছি। আমার কৃত-কর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে যত নেয়ামত দিয়েছে সেগুলোর স্বীকৃতি প্রদান করছি। যত অপরাধ করেছি সুগুলোও স্বীকার করছি। অত:এব, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই।”

09/02/2024

স্বরন কালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত মনোহরগঞ্জ উপজেলার দেশ-বিদেশে বসবাসরত অবস্থা সম্পন্ন সম্মানিত ব্যক্তিবর্গ নিজ নিজ গ্রামে বন্যার্তদের পাশে দাঁড়ালে দুর্দশা অনেকাংশে লাঘব হবে,ইনশাআল্লাহ্।
চলুন না-একটু চেষ্টা করি!

08/27/2024

ত্রাণের গাড়ি ঢাকা থেকে ছাড়ে কিন্তু মনোহরগঞ্জ এসে পৌঁছায় না। ঢাকা থেকে যারাই ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লা আসছে কাছাকাছি স্পটগুলোতে আসতেই শেষ হয়ে যাচ্ছে ত্রাণ। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারছে না
বিস্তারিত কমেন্টে...

08/24/2024

আয়াতুল কুরসী (সুরা বাক্বারা আয়াতঃ ২৫৫) :—

আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর ‘আয়াতুল কুরসী' পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেনা”।
…নাসায়ী, ইবনু হিব্বান, হাদীস সহীহ।

08/05/2024
07/07/2024

হে আমাদের পালনকর্তা! আমাদের হেদায়াত দানের পর আমাদের হৃদয়কে বক্র করে দিও না। আর তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। নিশ্চয় তুমিই অধিক দানকারী।
—আল কুরআন: সূরা আল ইমরান, আয়াত ৮
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
(রাব্বানা লা তুযিগ্ কুলূবানা বা‘দা ইয্ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লা দুনকা রাহমাতান, ইন্নাকা আন্তাল ওয়াহ্হাব।)
Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.
—Al Quran: Surah Al Imran, Verse 8

07/04/2024

‘কানতারা’ কি?
===========
উত্তরঃ পুলসিরাত পার হওয়ার পর ‘কানতারা’ বা সাঁকো পথের একটি ‘ব্রীজ’ রয়েছে। এটি শুধু মুমিনদের পরস্পরের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে একজন মুমিন অন্য একজনের মুমিনের উপর যে অন্যায় বা যুলুম করেছে তার পারস্পরিক বদলা নেওয়া হবে।
রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুমিনগণ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত ও জাহান্নামের মাঝে ‘কানতারা’ বা সাঁকোপথ অতিক্রমকালে তাদের পরস্পরিক দেনা পাওনা পরিশোধের কাজ সমাপ্ত করা হবে, যে দেনা-পাওনা দুনিয়াতে অমিমাংসিত রয়ে গেছে। পারস্পরিক দেনা-পাওনা পরিশোধিত হবার পরই তারা জান্নাতে প্রবেশের অনুমতি লাভ করবে।”--- [সহীহ বুখারী]

06/23/2024

আবু মুসা আশআরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো, কস্তুরী বহনকারী (আতরওয়ালা) ও হাপরে ফুৎকারকারী (কামারের) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী (কামার) হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।
—- সহীহ বুখারী, সহীহ মুসলিম, মুসনাদে আহমাদ ।

06/14/2024

হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তা'আলাকে ভয় করো এবং তার প্রেরিত রাসূলের প্রতি ঈমান আনো, এর ফলে আল্লাহ তা'আলা তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন, তিনি তোমাদের জন্যে স্থাপন করবেন সেই আলো, যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে, (উপরন্তু) তিনি তোমাদের (যাবতীয় গুনাহখাতা) মাফ করে দিবেন; আল্লাহ তা'আলা পরম ক্ষমাশীল ও পরম দয়ালু।
—-আল কুরআন: সূরা হাদীদ, আয়াত ২৮ ।
يَـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَءَامِنُواْ بِرَسُولِهِۦ يُؤۡتِكُمۡ كِفۡلَيۡنِ مِن رَّحۡمَتِهِۦ وَيَجۡعَل لَّڪُمۡ نُورً۬ا تَمۡشُونَ بِهِۦ وَيَغۡفِرۡ لَكُمۡ‌ۚ وَٱللَّهُ غَفُورٌ۬ رَّحِيمٌ۬ (٢٨)
[ O you who have believed, fear Allah and believe in His Messenger, He will (then) give you a double portion of His mercy and make for you a light by which you will walk and forgive you; Allah is Forgiving and Merciful.]
—-Al Quran: Surah Hadid, Verse 28.

05/18/2024

মুসলিমদের সম্পর্কে আল্লাহ তাআ'লা বলেছেনঃ--
"তোমরাই হলে "খায়রা উম্মাহ" সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।"..সুরা আলে ইমরানঃ ১১০।

05/11/2024

আনাস রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্ তা‘আলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে (ক্ষমা) প্রত্যাশা করবে, তুমি যা-ই প্রকাশ হোক না কেনো আমি তা ক্ষমা করে দিবো আর আমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গোনাহ্ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিবো। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ গোনাহ্ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে সাক্ষাত করো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাত করবো।.......তিরমিযী
[ Narrated Anas (R.), Muhammad (SAW) say, Allah the Almighty has said, O Son of Adam, as long as you invoke Me and ask of Me, I shall forgive you for what you have done and I shall not mind. O Son of Adam, were your sins to reach the clouds of the sky and you then asked forgiveness from Me, I would forgive you. O Son of Adam, were you to come to Me with sins nearly as great as the Earth and were you then to face Me, ascribing no partner to Me, I would bring you forgiveness nearly as great as it (too).......Tirmidhi ]

05/04/2024

জাবের রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমার ও তোমাদের উদাহরণ ঐ ব্যক্তির মত যে আগুন প্রজ্জ্বলিত করল। অতঃপর তাতে উচ্চুঙ্গ ও পতঙ্গ পড়তে আরম্ভ করল, আর সে ব্যক্তি তা হতে তাদেরকে বাধা দিতে লাগল। আমিও তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি, আর তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে (জাহান্নামের আগুনে) পতিত হচ্ছ।’’
রিয়াদুস স্বালেহীন ৮/১৬৭। মুসলিম ২২৮৫, আহমাদ ১৪৪৭১, ১৪৭৯১

04/10/2024

ঈদ মোবারাক
Eid Greetings to all concerned

03/11/2024

রমাদান মোবারক
Ramadan Mubarak

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযোগ্য মর্যাদায় সালাম জানানো-
03/08/2024

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযোগ্য মর্যাদায় সালাম জানানো-

02/22/2024

জ্যোতিষি, ভাগ্য গণনা, রাশিচক্র এইসবগুলো কুফুরী কাজ :
===========================
1. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,-
“যে গণকের কাছে যায় এবং কোন বিষয়ে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিন ও রাত্রির নামাজ কবুল করা হবে না।”
(সহীহ মুসলিম ৫৫৪০)।

2. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
”যে একজন ভবিষ্যতবক্তা গণকের কাছে গেল এবং সে যা বলে তা বিশ্বাস করে, মুহাম্মদের নিকট যা অবতীর্ণ হয়েছিল সে তা অবিশ্বাস করল।”
(আহমাদ ও আবু দাউদ)।

*** কেউ যদি এইগুলো বিশ্বাস না করে কিন্তু কৌতুহলবশত জিজ্ঞাস করে বা এইগুলো পড়ে তবুও সে মারাত্মক গুনাহগার।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনের ফলাফল- ৪টি স্বতন্ত্র,৭ট...
01/08/2024

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনের ফলাফল- ৪টি স্বতন্ত্র,৭টি আওয়ামী লীগ।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ফলাফল-
01/08/2024

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ফলাফল-

12/31/2023

প্রশ্নঃ ঘর থেকে বের হওয়ার সময় কি দুআ পড়তে হয়?
উত্তরঃ
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।
প্রশ্নঃ গৃহে প্রবেশ করার দুআ কি?
উত্তরঃ
بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা।

12/24/2023
12/02/2023

আল্লাহ তাআ'লার নিকট তাক্বওয়া প্রার্থনার জন্য দুআঃ——
اَللهم إِنِّي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعَفَافَ، وَالغِنَى
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আস-আলুকাল হুদা ওয়াত-তুক্বা ওয়াল আ’ফাফা ওয়াল গিনা।
অর্থঃ হে আল্লাহ আমি তোমার কাছে হিদায়াত, তাক্বওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি।
—>সহীহ মুসলিমঃ ২৭২১, তিরমিযীঃ ৩৪৮৯, ইবনু মাজাহঃ ৩৮৩২, আহমাদঃ ৩৬৮৪।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা নিম্নরূপ। তবে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্...
11/26/2023

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা নিম্নরূপ। তবে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল তাতে বাধা দিবে না। প্রতি আসনে একজন করে ডামি প্রার্থী রাখার ও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে না আসায় এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার জন্য অর্থাৎ ভোটারদের উপস্থিতি বৃদ্ধির জন্য এই ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Address

2540 Oxford Court (Ground Floor)
Hatfield, PA
PA19440

Alerts

Be the first to know and let us send you an email when Channel America Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel America Bangla:

Videos

Share


Other Broadcasting & media production in Hatfield

Show All

You may also like