শেখ যাহিদ

শেখ যাহিদ We listened and thought, wow! I’ll share what I see in America. Plz tell me how it feels.

৮০/৯০ দশকের VOA'র রেডিও প্রোগ্রাম 'অ্যামেরিকার জীবন ধারা'র মতই আমার এই পেজ। পাশে থাকবেন।
In the 80s/90s, VOA’s 'Americar Jibon Dhara' was a popular Radio program.

অ‍্যামেরিকায় আসার আগে ড্রাইভিং শিখে আসুন। তিন মাস বসে খাওয়ার মত টাকা হাতে রাখুন। একটা কঠিন জীবনের মুখোমুখি হওয়ার মতো মা...
11/22/2024

অ‍্যামেরিকায় আসার আগে ড্রাইভিং শিখে আসুন। তিন মাস বসে খাওয়ার মত টাকা হাতে রাখুন। একটা কঠিন জীবনের মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি অর্জন করে আসুন।

11/21/2024

যদি কল্পনা করি আমরা আগামী ১৫ বছরের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইউরোপের সমপর্যায়ে পৌঁছে যাবো, তাহলেও ব্রিটিশদের মূল‍্যায়ন বদলানো সম্ভব হবে না। বাহ‍্যিক অবস্থা ঠিক করে একটা দেশকে সিঙ্গাপুর, মালেশিয়া বা ইউরোপ বানানো সম্ভব না। আগে দেশটির মানুষের মৌলিক উপলব্ধি ও আচরণ বদলাতে হবে। সেটা ১৫ বছরে কেনো, ১৫ দশকেও সম্ভব না। বর্তমান অবস্থা তারই প্রমাণ।
মানসিক স্বাস্থ্যের ব্যাপকভাবে উন্নতির জন‍্য সরকারকে মেগা প্রজেক্ট হাতে নিতে হবে।

অ‍্যামেরিকায় যারা নতুন এসেছেন তাদের জন‍্য একটি কার্যকরী টিপস- যতই জানেন এবং বোঝেন তিন বছর কিছু জানেন না, বোঝেন না, এরকম ...
11/20/2024

অ‍্যামেরিকায় যারা নতুন এসেছেন তাদের জন‍্য একটি কার্যকরী টিপস- যতই জানেন এবং বোঝেন তিন বছর কিছু জানেন না, বোঝেন না, এরকম ভাব ধরে থাকেন। না'হলে প্রায়ই আপনাকে শুনতে হবে- "তুই কয়দিন য়য় আইছছ অ‍্যাম্রিকায়, তুই কি আমার চেয়ে বেশি জানোছ"!!??

 #রিসেট বাটন আমরা ভুল-ভাল ঠিক করার জন‍্য প্রেস করি, এতে মেমরি মুছে যায় না! "রিসেট বাটন" নিয়ে জল ঘোলা করার সুযোগ নাই। আমর...
10/13/2024

#রিসেট বাটন আমরা ভুল-ভাল ঠিক করার জন‍্য প্রেস করি, এতে মেমরি মুছে যায় না! "রিসেট বাটন" নিয়ে জল ঘোলা করার সুযোগ নাই।

আমরা জাবরকাটা জাতিতে পরিণত হয়ে গেছি! দিন বদল, দল বদলের পালায় শুধু কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু আমাদের পুরো দেশটাই আবার ক্রমান্বয়ে আয়না ঘর হয়ে ওঠে!

প্রতিটি জাতিই তার পিছনের ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে গেছে! আমাদের সুযোগ আসে এবং প্রতিবারই তা স্বার্থ, লোভ আর অনৈক্যের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

এতসব কমিশন গঠনের আগে আসলে চরিত্র সংস্কার কমিশন গঠন করে কিভাবে একটি ইটের মত শক্ত চরিত্রের জাতি গঠন করা যায় ইন্টেরিম সরকারের সে দিকে মনোনিবেশ করা উচিত।

শেখ যাহিদ |🇧🇩
নিউ ইয়র্ক
১৩ অক্টোবর, '২৪

Address

Bruce Drive
East Meadow, NY
11554

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ যাহিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেখ যাহিদ:

Videos

Share