01/23/2025
না পাওয়া অনেক সময় সফলতার কারণ হয়। জীবনের গল্প । আসসালামুআলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমার খুব আকাংখার একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা উৎসর্গ করেছি আমার আদরের মেয়ের জন্য। ছোট বেলায় একটা American girl doll কিনে দেইনি বলে অনেক অভিযোগ করেছে। অনেক বছর পর ঐ দিন যখন ঐ স্টোরে গেলাম আমার ছেলে ওকে স্মরণ করিয়ে দিয়েছে। তুমি ঐ ডল না পাওয়াতে ধৈর্য্য ধরতে শিখেছো। যা তোমার কাজে লাগছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি দেখার এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করার।