Rabi Chowdhury Roy

Rabi Chowdhury Roy জীবনের প্রধান দুঃখ হলো জন্ম আর অবিদ্যা।

01/12/2025

পুজনীয় ঋত্বিক দেবতা শ্রী প্রদীপ চৌধুরী (সঃপ্রঃঋঃ হিমাইতপুর পাবনা সৎসঙ্গ) রচিত রচিত একটি গান

01/10/2025
সকল সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান -শ্রীশ্রীঠাকুর
01/09/2025

সকল সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান -শ্রীশ্রীঠাকুর

01/09/2025

বন্দে পুরুষোত্তম

12/27/2024

Joyguru sobai ke

12/25/2024

জয়গুরু সবাইকে

12/25/2024

শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্ত লিখিত সত্যানুসন পাঠ,,,,,,

রাঃস্বাঃবন্দে পুরুষোত্তম,,,,, পুজনীয় ঋত্বিক দেবতা শ্রী খগেন্দ্রনাথ বর্মন(সঃপ্রঃঋঃ হাতিবান্ধা নওদাবাস লালমনিরহাট) শারীরিক...
12/25/2024

রাঃস্বাঃ
বন্দে পুরুষোত্তম,,,,,
পুজনীয় ঋত্বিক দেবতা শ্রী খগেন্দ্রনাথ বর্মন(সঃপ্রঃঋঃ হাতিবান্ধা নওদাবাস লালমনিরহাট)
শারীরিকভাবে খুব অসুস্থ,,,,
সকলেই পরম পিতার রাতুল চরনে প্রার্থনা করবেন দাদার সুস্থতার জন্য।।।।
জয়গুরু সবাইকে🙏🙏🙏🙏🙏

12/24/2024

পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম প্রিয়ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য্য। কর্ম-জীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রুধারায় প্রার্থনা করল, নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্তে লিখিত অমৃত নির্দেশ! বাংলা ১৩১৬ সালে দ্বাবিংশ বর্ষে শ্রীশ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তাঁর অমৃত-নিষ্যন্দী স্বতঃ-উতসারী বানী। ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে রল পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্য ধরা যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে।

মুদ্রিত সত্যানুসরণ বাংলা ১৩২৫ সাল থেকে বহন করে চলেছে ঐ শাশ্বত মহাবানী।

পবিত্র বাইবেলের অনেকানেক বাণীর উপমা দিতেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র । প্রভু যীশুর একটি বাণী, "Be a Philanthropist, you ...
12/24/2024

পবিত্র বাইবেলের অনেকানেক বাণীর উপমা দিতেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র । প্রভু যীশুর একটি বাণী, "Be a Philanthropist, you will see all are philanthropist."
(লোকহিতৈষী হও, দেখবে সকলেই লোকহিতৈষী হয়েছে । )-কে বাস্তবায়নের মহাসুযোগ এসে গেছে হাতের সামনে । আর্য্যকৃষ্টির বর্ণাশ্রমানুগ মহান ঐতিহ্যের অনুশাসনের নবীকরণ করে বৃহত্তর আর্যাবর্তের লোকেদের সম্প্রদায় নিরপেক্ষ ধর্মপ্রাণ এক রাষ্ট্রের মধ্যে নিরাপদে রাখার প্রচেষ্টায় দৈনন্দিন জীবনে পঞ্চমহাযজ্ঞের প্রবর্তন করলেন ইষ্টভৃতি মহাযজ্ঞের মাধ্যমে। যার উদ্দেশ্য ছিল ইষ্টভরণ, পিতৃপোষণ, পরিস্থিতির উন্নয়ন । অর্থাত্‍ ইষ্ট ঈপ্সিত মঙ্গল কর্মের মাধ্যমে বৃহত্তর পরিবেশকে রক্ষা করে পিতৃপুরুষের গৌরবকে অক্ষুণ্ণ রাখার শপথ গ্রহণ ।
আর্য্য শাস্ত্র মনু সংহিতায় বর্ণিত "ইদং স্বস্ত্যয়ন" সু অস্তি অয়ন (সুন্দরের বা সতের বিদ্যমানতাকে ধারণ করে রাখার পথ ।) মন্ত্রকে নবীকরণ করতে প্রবর্তন করলে স্বস্ত্যয়নী ব্রতবিধির । যদিও স্বস্ত্যয়নীর প্রবর্তন করেন প্রথমে, ১৯৩৭ বঙ্গাব্দে । ইষ্টভৃতি ১৯৩৮-এ । সত্সনঙ্গের বর্তমান পরিস্থিতি অনুযায়ী মর্মার্থের সাথে পরিচিত নাহলেও 'স্বস্ত্যয়নী'র তুলনায় 'ইষ্টভৃতি' নামের সাথে বেশীরভাগ সংঘকেন্দ্রিক জনেরা যেমন পরিচিত, তেমনি সাধারণ লোকেরা ঠাকুরের নামে টাকাপয়সা রাখার মাধ্যম হিসেবে 'ইষ্টভৃতি' শব্দকে জানেন । তাই 'ইষ্টভৃতি'-অপলাপী অনুচিত কর্ম করে ফেলেছি । এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।

নতুন আশায়, নতুন স্বপ্নে, আলো ছড়াবে ভালোবাসার প্রান্তরে'! প্রিয়জনকে জানান বড়দিনের শুভেচ্ছা
12/24/2024

নতুন আশায়, নতুন স্বপ্নে, আলো ছড়াবে ভালোবাসার প্রান্তরে'! প্রিয়জনকে জানান বড়দিনের শুভেচ্ছা

Address

Chattogram
Chattanooga, TN

Alerts

Be the first to know and let us send you an email when Rabi Chowdhury Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share