Akabir Studies and Publishing House

Akabir Studies and Publishing House It is a book publishing company

নিভে যাওয়া দীপশিখারকমারিতে অর্ডার লিংক
04/22/2022

নিভে যাওয়া দীপশিখা
রকমারিতে অর্ডার লিংক

লেখকঃ ড. আ ফ ম খালিদ হোসেন, ক্যাটাগরিঃ মুসলিম ব্যক্তিত্ব, মূল্যঃ 403, লিংকঃ www.rokomari.com/book/234162

ড. আ ফ ম খালিদ হোসেন এর বহুল প্রত্যাশিত বই নিভে যাওয়া দীপশিখা-এর বাইন্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে।  পাঠক তৃষ্ণাতুর অপেক্ষার ...
04/18/2022

ড. আ ফ ম খালিদ হোসেন এর বহুল প্রত্যাশিত বই নিভে যাওয়া দীপশিখা-এর বাইন্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে। পাঠক তৃষ্ণাতুর অপেক্ষার অবসান হতে চলেছে ইনশাআল্লাহ।

প্রি-অর্ডারের জন্যনাম-ঠিকানা ও ফোন নম্বর দিয়েনিন্মোক্ত  ইনবক্সে যোগাযোগ করুন:Akabir Studies and Publishing HouseSagir Ch...
04/06/2022

প্রি-অর্ডারের জন্য
নাম-ঠিকানা ও ফোন নম্বর দিয়ে
নিন্মোক্ত ইনবক্সে যোগাযোগ করুন:

Akabir Studies and Publishing House
Sagir Chawdhury
@খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ

(পরিবহন সার্ভিস প্রযোজ্য)

‘দিলজাগানো সুরভি : মলফুজাতে বোয়ালভী’ পাওয়া যাবে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত পলোগ্রাউন্ড ময়দানের বিশাল ওয়াজ মাহফ...
01/07/2022

‘দিলজাগানো সুরভি : মলফুজাতে বোয়ালভী’ পাওয়া যাবে বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত পলোগ্রাউন্ড ময়দানের বিশাল ওয়াজ মাহফিলে ছাত্র আন্দোলনের স্টলে

দিলজাগানো সুরভি : মলফুজাতে বোয়ালভী পাওয়া যাবে - # মাকতাবায়ে আহমদ, আল জামিয়া রোড, পটিয়া, চট্টগ্রামআল জামিয়া আল ইসলামিয়া প...
12/25/2021

দিলজাগানো সুরভি : মলফুজাতে বোয়ালভী পাওয়া যাবে -
# মাকতাবায়ে আহমদ, আল জামিয়া রোড, পটিয়া, চট্টগ্রাম
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় : মুহাম্মদ রিয়াদুল ইসলাম, জামাআতে সুওয়াম
# জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া : আহমদুর রহমান খোবাইব : ছানি ছানুভিয়া : রুম নং -64
# ঘোড়াশাল, নরসিংদী (পলাশ) ডি-টাইপ জামে মসজিদ (খতিব মাওলানা নুরুল হুদা সাহেব)
# গাজীপুর কাপাসিয়া, চকবড়হর মাদরাসা (সহকারী পরিচালক)

11/06/2021

দিলজাগানো সুরভি মলফুযাতে বোয়ালভী (রহ.)
পাওয়া যাচ্ছে

আহমদিয়া ইউনিভার্সিটি লাইব্রেরি
105, শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স (২য় তলা), আন্দরকিল্লা, চট্টগ্রাম
ফোন: 01831-533731

মাকতাবাতুন নুর
104, শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স (২য় তলা), আন্দরকিল্লা, চট্টগ্রাম
ফোন: 01858-452873

10/28/2021
 #আকাবির_প্রকাশনা #মালফুযাতে_বোয়ালভী
10/25/2021

#আকাবির_প্রকাশনা
#মালফুযাতে_বোয়ালভী

আমাদের প্রথম প্রকাশনা  #মলফুযাতে_বোয়ালভী বইটি বায়তুল মোকাররম ইসলামী বইমেলায় পাওয়া যাচ্ছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্টল...
10/24/2021

আমাদের প্রথম প্রকাশনা #মলফুযাতে_বোয়ালভী বইটি বায়তুল মোকাররম ইসলামী বইমেলায় পাওয়া যাচ্ছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্টলে।
স্টল নং ২৩
এছাড়াও অর্ডার করা যাবে রকমারি থেকেও।

10/17/2021
দিলজাগানো সুরভি মলফুযাতে বোয়ালভী (রহ.)[চট্টগ্রামের বিখ্যাত বুজুর্গ, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শিক্ষক ও নায়েবে মুহতামি...
10/13/2021

দিলজাগানো সুরভি মলফুযাতে বোয়ালভী (রহ.)
[চট্টগ্রামের বিখ্যাত বুজুর্গ, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শিক্ষক ও নায়েবে মুহতামিম, হযরত মাওলানা আলী আহমদ বোয়ালভী (রহ.)-এর অমূল্য ওয়াজ ও বাণীসমগ্র]
পৃষ্ঠা সংখ্যা: ১৫২
নির্ধারিত মূল্য: ১৬০
অনলাইন অর্ডার করুন: https://www.rokomari.com/book/220292/diljagano-survi-malfuzate-boalvi--rh--

লেখকঃ আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী দা. বা., ক্যাটাগরিঃ নবি-রাসুল, সাহাবা, তাবেই ও অলি-আওলিয়া, মূল্যঃ 160, লিংকঃ www....

10/06/2021

আকাবির (রিসার্চ এন্ড পাবলিশিং হাউস) এর পক্ষ থেকে সংক্ষিপ্ত সুসংবাদ : শায়খ মাহমুদুল হাসান আল আজহারীর (লন্ডন) নতুন বই জীবনের রঙধনু আসছে শীঘ্রই ইনশাআল্লাহ ।

দিলজাগানো সুরভী মলফুযাতে বোয়ালভী (রহ.)[চট্টগ্রামের বিখ্যাত বুজুর্গ, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শিক্ষক ও নায়েবে মুহতামি...
10/02/2021

দিলজাগানো সুরভী মলফুযাতে বোয়ালভী (রহ.)
[চট্টগ্রামের বিখ্যাত বুজুর্গ, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শিক্ষক ও নায়েবে মুহতামিম, হযরত মাওলানা আলী আহমদ বোয়ালভী (রহ.)-এর অমূল্য ওয়াজ ও বাণীসমগ্র]

পৃষ্ঠা সংখ্যা: ১৫২
নির্ধারিত মূল্য: ১৬০

‘হে বিশ্বাসীগণ! তোমরা সত্যবাদীদের সঙ্গে থেকো।’ সাদিকীনের পরিচয় ও সংজ্ঞা বিস্তৃত ও সুগভীর। নবী-রসুলদের পর আলোর পথের দিশারী এ কাফেলা যুগে যুগে মানবতার কাণ্ডারী হয়ে থাকেন। এমন এক কাণ্ডারীর কথা নিয়ে হাজির হয়েছি, যিনি পুরো বাংলাদেশ বরং উপমহাদেশের এক ক্ষণজন্মা অলি ও বিরল বুজুর্গ ব্যক্তিত্ব হযরত মাওলানা আলী আহমদ বোয়ালভী (রহ.)। তাঁর বিশিষ্টতা বর্ণনা ও ভাষায় ব্যক্ত করা সহজ নয়। তাঁর আধ্যাত্মিক জ্যোতি, জ্ঞানগভীরতা, চারিত্রিক মাধুর্য ও অসাধারণ প্রজ্ঞা পরিমাপ করা আমাদের সক্ষমতাকে অতিক্রম করে। তাঁর তুলনা, নমুনা ও পরিচয় কেবলই তিনি।
আল্লাহ তাঁর নির্বাচিত বান্দাদের মধ্যে যাঁদেরকে ভাবের খনি ‘জাওয়ামিউল কালিম’ দিয়েছেন তাঁদের পেয়ালা সমুদ্র হয়ে যায়। দুচার বাক্যে হাজার কথার সারবস্তু পুরে দেওয়ার এমন বিরল প্রতিভা স্রেফ আল্লাহপ্রদত্ত! কুতুবে জামান হযরত মাওলানা আলী আহমদ বোয়ালভী (রহ.) ছিলেন এমনই একজন। তিনি কবি ছিলেন না, কথা শিল্পীও না, ছিলেন না বয়ানের বুলবুলি; তবে মস্তবড় দরবেশ ছিলেন। অগ্রন্থিত ছিলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বয়ানের মুক্তামালা।
সমাজে সর্বগ্রাসী গোমরাহি, অনাচার এবং নিজের ওপর জুলুমের জুলমাত থেকে নিজেকে ও সমাজকে টেনে তুলে আল্লাহ ও রসুলের আলোকিত মহাসড়কের পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে কিছু মুক্তোকণা সংরক্ষণ করেছেন দেশবরেণ্য ইসলামি আইনবিদ আল্লামা মুফতি আবদুস সালাম চাটগামী। এসব হীরে-জহরত তাঁর জীবন ও বাণীসম্ভার থেকে নেওয়া। বিজ্ঞ লেখকের উর্দু ভাষায় রচিত পাণ্ডুলিপিকে অত্যন্ত সুন্দর ও মাধুর্যপূর্ণ প্রমিত বাংলায় তরজমা করেছেন সময়ের নন্দিত তরুণ সাহিত্যিক ও গ্রন্থকার মুহাম্মাদ হাবীবুল্লাহ।

বইটির জন্য আপনার
নাম:
ঠিকানা:
ফোন নম্বর:
আমাদেরকে ইনবক্স করুন

09/29/2021
09/29/2021
মানসিক পরিবর্তন ছাড়া জীবন বদলায় নামানবজীবনের সমস্যা ও সংকটের সমাধান পোশাকের সাদৃশ্য, ভাষা ও সংস্কৃতির অংশীদারত্ব, দেশ ও ...
09/13/2021

মানসিক পরিবর্তন ছাড়া জীবন বদলায় না
মানবজীবনের সমস্যা ও সংকটের সমাধান পোশাকের সাদৃশ্য, ভাষা ও সংস্কৃতির অংশীদারত্ব, দেশ ও ভৌগোলিক অভিন্নতায় নেই। আর না আছে জ্ঞান, ধন-সম্পদ, দল বা শ্রেণি-গোষ্ঠীর একতায়। এমনকি উপায়-অবলম্বন ও আনুকূল্যের আধিক্য প্রভৃতির কোনোকিছুরই পৃথিবীকে বদলে দেবার শক্তি নেই। মনের দুনিয়ায় পরিবর্তন না এলে বাইরের পৃথিবীতে হেরফের ঘটবে না। ধরনীর বাগডোর মনের হাতের মুঠোয়। জীবনের প্রতিটি বিকৃতির শুরু মনের বিকৃতি থেকে। লোকে বলে, মাছের নাকি পচন ধরে মাথা থেকে। আমি বলি, মানুষের পচনটি মন থেকে শুরু হয়। বিকৃতির শুরু এখান থেকে এবং ক্রমেই তা পুরো জীবনদেহে ছড়িয়ে পড়ে।
----------------
হজরত মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রাহ.)

উর্দু মূল টেক্সট : Uzair Hasnain এর সৌজন্যে।

সংগ্রামী রাজনীতিক আলেম মাওলানা আতাউর রহমান (রাহ.) এর চিঠি---------------------------------------------------------------...
08/23/2021

সংগ্রামী রাজনীতিক আলেম মাওলানা আতাউর রহমান (রাহ.) এর চিঠি
-------------------------------------------------------------------------
ড. আ ফ ম খালিদ হোসেনের নিভে যাওয়া দীপশিখা (প্রকাশিতব্য) বই থেকে...

‘পূর্ববর্তী ওলামা ও মাশায়েখদের স্মৃতিচারণের মধ্যে আমি মানসিক শান্তি পাই। বর্তমানের বিতৃষ্ণা আমাকে অতীতের সোনালি দিনগুলোর প্রতি আকৃষ্ট করে, কী ছিল আর কী হল? অতীত ও বর্তমানের আকাশ পাতাল ব্যবধান আমাকে সব সময় পীড়া দেয়। আসলে আমি এখন অতীত ও বর্তমানের মাঝামাঝি সন্ধিক্ষণে অবস্থান করছি। এ দু’য়ের মাঝে কোনভাবেই সামঞ্জস্য বিধান করতে পারছি না; ফলে পীড়াদায়ক টানাপোড়েনে পড়ে মনোকষ্টে ভুগছি। পূর্ববর্তী মুরব্বীগণ ধ্যান ধারণা, চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও কাজে-কর্মে যে পরিমাণ সমৃদ্ধ ছিলেন আমরা এখন সে পরিমাণ অধপতিত। তাঁরা দান করে শান্তি পেতেন, আমরা না দিয়ে শান্তি পাই, তাঁরা উদার হয়ে ভাল থাকতেন, আমরা সংকীর্ণ ও সংকুচিত হয়ে আরাম পাই, তাঁরা গুণীর প্রশংসা করে তৃপ্তি পেতেন, আমরা নিন্দা করে স্বস্তি পাই, তাঁরা যোগ্যকে উপরে উঠিয়ে গর্ববোধ করতেন, আমরা দাবিয়ে দিয়ে আত্মতুষ্টি লাভ করি, তাঁরা ইলমি আলোচনায় স্বাচ্ছন্দবোধ করতেন, আমরা ইলমি আলোচনায় অস্বস্তিবোধ করি, তাঁরা যে কোন দ্বীনি কাজকে ‘খিদমত’ মনে করতেন, আমরা একে জীবিকার অবলম্বন গণ্য করি, তাঁরা একটা মাদরাসার দায়িত্বকে কঠিন আমানত মনে করতেন, আমরা একে অধিকার মনে করি; তাঁদের জ্ঞানে ছিল গভীরতা, আমাদের জ্ঞান ভাসা ভাসা এক ধরনের ফ্যাশন; ইবাদত বন্দেগিতে তাঁরা ছিলেন কঠোর সাধক, আর আমরা দায়সার গোছের চাকুরে। মোটকথা সর্বক্ষেত্রেই অতীত ও বর্তমানের ব্যবধান যে কোন অনুভ‚তিশীল সচেতন হৃদয়কে পীড়া না দিয়ে পারে না। আমি দু’কালের মধ্যবর্তী অবস্থানে পতিত হয়ে উভয় কালের পার্থক্যটা উপলব্ধি করার সুযোগ পেয়েছি বলেই মানসিক যন্ত্রণায় ভুগি, আগে কী দেখলাম আর এখন কী দেখি! বিস্ময়ে হতবাক হওয়া ছাড়া করার কিছু নেই।’

08/11/2021

ইমামে রব্বানী মাওলানা রশীদ আহমাদ গাঙ্গোহী রহ.

জন্মগ্রহণ করেন ১৮২৯ সালের ১০ই মে। প্রাথমিক শিক্ষা গাঙ্গোহতেই সমাপ্ত করে সাত বছর বয়সেই তিনি মায়ের কাছে কোর‌আন হিফজ করেন। পরে ১৮৮৮ খ্রীষ্টাব্দে উচ্চ শিক্ষার জন্য দিল্লীতে যান। সেখানে মাওলানা আব্দুল গণী রহ. এবং মামলুক আলী রহ. এর শিষ্যত্ব গ্রহণ করেন।

দিল্লী থেকে ২১ বছর বয়সে গাঙ্গোহে ফিরে আসেন এবং হাকীম (ইউনানী চিকিৎসক) হিসেবে পেশাজীবন শুরু করেন। এই সময় মামাতো বোন খাদিজা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মাওলানা কাসেম নানুতবী রহ. তাঁর সহপাঠী ছিলেন। শিক্ষা জীবন শেষে দুজন‌ই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ.এর হাতে বাইয়াত হোন এবং অতি অল্প সময়েই খেলাফত লাভ করেন।

সিপাহী বিদ্রোহের সময় শামেলীতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ.এর নেতৃত্বে যুদ্ধ হয়। এই যুদ্ধের শীর্ষ ব্যক্তিত্বদের একজন ছিলেন মাওলানা রশীদ আহমাদ গাঙ্গোহী‌ রহ.।

ইংরেজদের সাঁড়াশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ছয় মাস কারাগারের অমানবিক নির্যাতন ভোগ করেন। আদালত তাঁর ফাঁসির আদেশ দিলেও ভাগ্যক্রমে মুক্তি পেয়ে যান। তবে সারা জীবন ইংরেজদের নজরদারিতে থাকতে হয়েছে।

তিনি দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক দেওবন্দী ভাবধারার ইসলামি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। মাওলানা কাসেম নানুতুবির মৃত্যুর পর তিনি দেওবন্দ মাদরাসার প্রধান নিযুক্ত হন।

ইলমের ময়দানে তিনি যুগের অদ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন। আল্লামা কাশ্মিরী রহ. তাঁকে ফকিহুন নফস উপাধি দিয়ে বলেন,“আমাদের পরম শ্রদ্ধাভাজন আল্লামা রশীদ আহমদ গাঙ্গোহী রহ. ইমাম শামী রহ. থেকেও বড় ফকীহ এবং আইনজ্ঞ ছিলেন।”

তিনি ফিকহের উপর প্রায় ১৪টি বই লিখেছেন। এগুলোর মধ্যে ইরশাদুল মুলুক, বারাহীনে কাতেয়া সাবিলুর রাশাদ, তাকরীরে গাঙ্গুহি, তাসফিয়াতুল কলুব, জুবদাতুল মানাসিক, আল কাওকাব আদ দারি, আল লামি আদ দারারি, হিদায়াতুশ শিয়া, হিদায়াতুল মুতাদি, লাতায়েফে রশিদিয়া, ইরশালাদাতে গাঙ্গুহি ইত্যাদি উল্লেখযোগ্য।

১১ আগস্ট ১৯০৫ সালে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। (সংগৃহীত)

07/25/2021

এ কেমন ধর্ম ! এ কেমন জাতি ! দাসত্বের মোড়কে দিয়েছে রাজত্ব !!!
-----------------------------------------------------------
পৃথিবীতে আর কোন্ জাতি, গোষ্ঠী, সম্প্রদায় আছে যারা ক্রীতদাস হিসেবে আটককৃত যুদ্ধবন্দিদের জন্য জ্ঞান-বিজ্ঞানচর্চার এমন সুযোগ ও পৃষ্ঠপোষকতা দিয়েছে, সুবিধাপ্রাপ্ত ভাগ্যবান লোকেরা প্রাথমিক, মাধ্যমিক কিংবা চলনসই শিক্ষা নয়- বরং এমন উচ্চশিক্ষা লাভ করেছেন যে, কেউ আইনবিদ, কেউ হাদিসবিশারদ, কেউ ফকীহ, মুফাসসির হিসেবে পাণ্ডিত্য অর্জন করে দুনিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। দাসত্বের জীবনে প্রবেশ করে রাজত্বের আসন লাভ করেছেন। ইসলামের চেয়ে বড় মানবিকতার ধর্ম, মুসলমানের চেয়ে মহৎ, উদার ও মানবিক জাতি পৃথিবীর ইতিহাসে ছিলো না, এখনও নেই।
এখানে অন্তত একটা উদারণ নিয়ে ভাবুন :
” স্বল্পতম সময়ে সিন্ধু বংশোদ্ভূত যেসব আলিম, পণ্ডিত ও লেখক আরববিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করতে সক্ষম হন তাঁদের মধ্যে আবু মাশার সিন্ধী, আবু আতা সিন্ধী, নাজীহ ইবনে আবদুর রহমান সিন্ধী ও আবু আলী সিন্ধী অন্যতম। আবু মাশার সিন্ধী হাদিসশাস্ত্র ও সীরাতে রাসূল বিষয়ে বিচক্ষণ পণ্ডিত ছিলেন। তিনি যখন বাগদাদে ইন্তিকাল করেন, স্বয়ং খলিফা তাঁর জানাযার নামাযে ইমামতি করেন। ইমাম আওযাহ ছিলেন ফিকহশাস্ত্রে বিশেষ পারদর্শী। আবু দিলা সিন্ধী রচিত ভারতের প্রশংসাসূচক কসীদা পাঠকপ্রিয়তা লাভ করে। হাফিযে হাদিস খলফ ইবনে সালিমও ছিলেন সিন্ধী, হাদিসশাস্ত্রে তাঁর পাণ্ডিত্য ছিল অগাধ। তিনি ছিলেন প্রাথমিক অবস্থায় আলে মুহাল্লাব এর ক্রীতদাস। আবুল আতা সিন্ধী ছিলেন বিখ্যাত কবি, তিনি সিন্ধী ইবনে আলী নামক জনৈক ব্যক্তির ক্রীতদাস ছিলেন। মানসুর হিন্দী, সিন্ধী ইবনে সাদাকা, কশাজম ইবনে সিন্ধী ইবনে শাহেক ও ফাতাহ ইবনে আবদুল্লাহ সিন্ধীসহ বহু লোককে সিন্ধু বিজয়ের পর দাস হিসেবে মুসলমানরা আরবদেশে নিয়ে যান।
মুসলিম প্রভুদের তত্ত্বাবধানে এসব দাসগণ জ্ঞানচর্চার ব্যাপক সুযোগ লাভ করেন। ফলে পরবর্তী সময়ে তাঁরা হাদিস, ফিকহ, কবিতা ও সাহিত্যে পারদর্শী হয়ে উঠেন। কথিত আছে যে, ইমাম আযম আবু হানীফা (রহ.)-এর বংশ সিন্ধু হতে হিজরত করে ইরাকে বসতি স্থাপন করেন, সেখানে তিনি জন্মগ্রহণ করেন “
-----------------------------------------------------------------------
নিভে যাওয়া দীপশিখা, ড. আ ফ ম খালিদ হোসেন, আকাবির (স্ট্যাডিজ এন্ড পাবলিশিং হাউজ) থেকে প্রকাশিতব্য।

ড. আ ফ ম খালিদ হোসেনের আপকামিং বুক : নিভে যাওয়া দীপশিখা সকল প্রশংসাই মহান আল্লাহর। দরুদ ও সালামের শ্রেষ্ঠ উপহার সায়িদুল ...
07/07/2021

ড. আ ফ ম খালিদ হোসেনের আপকামিং বুক : নিভে যাওয়া দীপশিখা
সকল প্রশংসাই মহান আল্লাহর। দরুদ ও সালামের শ্রেষ্ঠ উপহার সায়িদুল মুরসালিন বিশ্বনবীর কদমে। সালাত ও সালামের আরও হাদিয়া আসহাবে রাসুলের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
তিনি আমাদেরকে বিশাল পৃথিবীতে নামিয়ে দিতে পারতেন। খেয়ে-পরে নির্দিষ্ট সময়ের জীবনকাল পার করার উপায়-অবলন্বন দিলেও ইহকালে বেছে থাকা যায়। এরপর তিনি নির্দেশ দিতে পারতেন, ‘ব্যস এবার আমার সন্তুষ্টির পথে জীবন চালাও। সফল হলে পুরস্কার, ব্যর্থ হলে চূড়ান্ত শাস্তি। আমাদের নির্দেশনা অনুসরণ করার জন্য গাইড লাইন পাঠিয়ে দিলাম; পড়ে নাও আর হুবহু আমল করো।’ এতে কি খুব বে-ইনসাফী হতো ?
অথচ মহান আল্লাহ বান্দার জন্য অসীম দয়া ও অফুরন্ত ভালোবাসার কারণে তার পথচলাকে সহজ, নিরাপদ ও নিশ্চিন্ত করতে নিজের মনোনীত মহামানবদের পাঠিয়েছেন সমাজে। নবী-রাসুলদের ধারাবাহিকতা শেষ হয়ে যাবার পরও আল্লাহর এমন কিছু বান্দা প্রেরিত হয়েছেন যাদের জীবন কেবলই অসাধারণ, সফল ও সৌন্দর্যমণ্ডিতই নয় বরং তাঁরা আলোকপিয়াসী মানবতার রাহবার, মানচিত্রের মতো।
উম্মতের প্রথম প্রজন্ম থেকে পৃথিবীর অন্তিমকাল পর্যন্ত এমন মহাপুরুষ ও সোনালি মানুষকে মাইলস্টোন হয়ে আলো ছড়াতে দেখবেন জীবনপথের বাঁকেবাঁকে। দেশের শীর্ষস্থানীয় ও বরেণ্য স্কলার ড. আ ফ ম খালিদ হোসেনের লেখা ‘নিভে যাওয়া দীপশিখা’-১ শীর্ষক গ্রন্থটি এমন শ্রেষ্ঠ মানুষদের জীবন, কর্ম ও অবদানের চুম্বক অংশে নির্মিত। মুসলিম উম্মাহর শীর্ষ তারকা হজরত আবু বকর সিদ্দিক (রা.) থেকে বিশ শতকের স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকী, ওলিদ ইব্ন আবদুল মালিক থেকে ইয্যুদ্দিন আবদুস সালাম, ড. শায়খ সাইয়েদ আত্-তানতাভী থেকে খতিবে আযম সিদ্দিক আহমদ, হাজি মাওলানা মুহাম্মদ ইউনুস (রহ.) থেকে হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম (পীর সাহেব চরমোনাই), মাওলানা আবুল কালাম আজাদ থেকে হাকিম আজমল খান, ডা. ইসরার আহমদ থেকে মির্জা আহমদ ইস্পাহানী, হজরত আলী আহমদ বোয়ালভী (রহ.) থেকে আল্লামা আবুল খাইর (রহ.) পর্যন্ত বহু কীর্তিমান মনীষার আলোঝলমলে জীবনচিত্রের সমাহার ঘটিয়েছেন বক্ষ্যমান গ্রন্থে।
লেখক সম্পর্কে পাঠকদের নতুন করে জানাবার তেমনকিছু নেই। তিনদশকেরও বেশিসময় ধরে লেখালেখি, গবেষণা ও সম্পাদনার জগতে ড. আ ফ ম খালিদ হোসেন এক বিস্ময়কর প্রতিভার নাম। তাঁর সম্পর্কে আমরা যা-কিছু উল্লেখ করতে সমর্থ হবো; তিনি তা অতিক্রম করে গেছেন অনেক আগেই। রুচিমান, সমঝদার ও অগ্রসর পাঠকসমাজে তিনি অত্যন্ত খাতিমান ও নন্দিত। বিষয়বস্তুর গভীর বিশ্লেষণ, ভাবের ব্যঞ্জনা, বক্তব্যের সারল্য, বাক্যের বুনন ও ভাষার গতিময়তায় তাঁর শৈল্পিক সৌকর্য পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে। এ মূল্যবান গ্রন্থটিকে প্রকাশের সুযোগ পেয়ে আকাবির (স্ট্যাডিজ এন্ড পাবলিশিং হাউজ) সৌভাগ্য ও গৌরবান্বিতবোধ করছে।
আমাদের প্রত্যাশা, বরাবরের মতো লেখকের এ গ্রন্থটিও পাঠকমহলে ব্যাপক সাড়া জাগাবে এবং সকল শ্রেণির পাঠক খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় লেখক আমাদেরকে জানিয়েছেন, বইটির দ্বিতীয় খণ্ডের কাজও প্রায় শেষের দিকে...আল্লাহ আমাদের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন।
চট্টগ্রাম : ০৭.০৭.২০২১ ঈসায়ী।
আকাবির এর পক্ষে- খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ

শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।
06/27/2021

শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।

04/19/2021

সমকালের শাহ ওয়ালি উল্লাহ
বরেণ্য মনীষা, সাঈদ আহমদ পালনপুরী (রাহ.) প্রকাশনা ও পুস্তক ব্যবসায়ী ছিলেন।

04/12/2021

তর্জমা একটি জটিল কর্মযজ্ঞ। শ্রমসাধ্য তো বটেই। অর্থগত, ভাবগত, সংস্কৃতিগতভাবে একটি শব্দ বা বাক্যের জুতসই বাংলা খুঁজতেই তো দিনের পর দিন চলে যায় অনেক সময়। উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষায় অনুবাদ করে দিলাম−ব্যাপারটা তো নিছক তা-ই নয়! আমরা যেন ভুলে না যাই যে একজন অনুবাদক দায়িত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন, বিশেষ করে গোলকায়নের এই দুনিয়ায়। সময় এসেছে তর্জমাকে মূল পাঠকৃতির সমান মর্যাদা দেয়ার, অনুবাদককে গৌণ না ভেবে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে দেখবার। আমরা চাইব অনুবাদক আরও বেশি করে দৃশ্যমান হোক। তর্জমা হল পুনর্লিখন। তর্জমার গোটা ব্যাপারটাকে লক্ষ্য সংস্কৃতির সংশ্রয় থেকে দেখতে পারলে আমরা উপকৃতই হব। জ্ঞানের সৃজন এবং সংস্কৃতির রূপদানের বলীয়ান কাজে সৃষ্টিশীল লেখকদের পাশাপাশি অনুবাদকদের অবদানকে অস্বীকার করলে আমরা পিছিয়ে থাকব।

-রফিক-উম-মুনির চৌধুরী ( আমজাদ ইউনুসের সৌজন্যে।

একটি জরুরী কথা। আশাকরি সহযোগিতা করবেন।বোয়ালভী সাহেব (রহ.)-এর আঞ্চলিক ভাষায় বহু চমৎকার বাণী আছে। কিছু কিছু বাণী তো এই ব...
03/22/2021

একটি জরুরী কথা। আশাকরি সহযোগিতা করবেন।
বোয়ালভী সাহেব (রহ.)-এর আঞ্চলিক ভাষায় বহু চমৎকার বাণী আছে। কিছু কিছু বাণী তো এই বইয়ে এসে গেছে।
আরো কোন ভাইয়ের কাছে যদি হুজুরের আঞ্চলিক ভাষার বাণীগুলো থাকে আমাদেরকে দিলে সবাই উপকৃত হতে পারবে। সরাসরি আঞ্চলিক ভাষায় হুজুরের বাণীগুলো বইয়ের শেষে সংযোজন করব।

ভাবের খনিআল্লাহ তাঁর নির্বাচিত বান্দাদের মধ্যে যাঁদেরকে ভাবের খনি ‘জাওয়ামিয়ুল কালিম’দিয়েছেন। তাঁদের পেয়ালা সমুদ্র হয়ে যা...
03/20/2021

ভাবের খনি
আল্লাহ তাঁর নির্বাচিত বান্দাদের মধ্যে যাঁদেরকে ভাবের খনি ‘জাওয়ামিয়ুল কালিম’দিয়েছেন। তাঁদের পেয়ালা সমুদ্র হয়ে যায়।
দুচার বাক্যে হাজার কথার সারবস্তু ভরে পুরে দেওয়ার এমন বিরল প্রতিভা স্রেফ আল্লাহপ্রদত্ত!
ষোলো বছর আগে চট্টগ্রামের একজন কুতবে যামান পৃথিবী ছেড়ে গেছেন। তিনি কবি ছিলেন না, কথা শিল্পী ছিলেন না, বয়ানের বুলবুলি ছিলেন না ; তবে মস্তবড় দরবেশ ছিলেন। অগ্রন্থিত ছিলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বয়ানের মুক্তামালা।.. একজন সাহিত্যিক, আলেম, শক্তিমান তরুণ লেখক, গ্রন্থকার প্রমিত বাংলায় সেই মলফুজাতকে মলাটবদ্ধ করে পিয়াসী পাঠকের তৃষ্ণা মিটিয়েছেন। প্রথম ও দ্বিতীয় সংস্করণ দ্রুত নিঃষেশিত হয়েছে, তৃতীয় সংস্করণ আসছে ইনশাআল্লাহ।
‘আকাবির’(স্টাডিজ এন্ড পাবলিশিং হাউজ)এর হাত ধরে। সেই মূল্যবান গ্রন্থ ও মনীষীর নাম...শীঘ্রই পষ্ট করা হবে। আজকের ঝাপসাই থাক !
পরবর্তী তাফসীল যথাসময়ে....ওয়াসসালাম।

মুসলিম বিশ্বের নন্দিত আলেম, শায়খ মুহাম্মদ আলী আস-সাবুনী আজ (জুমাবার) তুরস্কে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই...
03/19/2021

মুসলিম বিশ্বের নন্দিত আলেম, শায়খ মুহাম্মদ আলী আস-সাবুনী আজ (জুমাবার) তুরস্কে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়াতুত তাফাসীর গ্রন্থের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বে ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত শায়খ সাবুনী (রহ.) কুরআন-হাদীস বিজ্ঞান বিষয়ে প্রায় অর্ধশত গ্রন্থ লিখেছেন, যার প্রায় সবগুলো গ্রন্থই জ্ঞানপিপাসুদের কাছে বেশ সমাদৃত। ১৯৩০ সালে সিরিয়ার হলবে জন্ম নেয়া শায়খ সাবুনী ছিলেন সালাফে সালিহিনের জীবন্ত প্রতিচ্ছবি। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা শায়খ সাবুনীকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফিরদাউসকে তাঁর ঠিকানা বানিয়ে দিন। আমীন।

১. ‘আকাবির’ মুসলিম উম্মাহর পূর্বসূরি ওলামায়ে কেরামের চিন্তাধারা প্রচার, তাঁদের জ্ঞান-সম্পদের পুনরুজ্জীবন এবং তাঁদের জীবন...
03/12/2021

১. ‘আকাবির’ মুসলিম উম্মাহর পূর্বসূরি ওলামায়ে কেরামের চিন্তাধারা প্রচার, তাঁদের জ্ঞান-সম্পদের পুনরুজ্জীবন এবং তাঁদের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করবে। মৌলিক গ্রন্থ হিসেবে আরবি, ফারসি ও উরদু ভাষায় রচিত দুষ্প্রাপ্য গ্রন্থ ও পাণ্ডুলিপি সংগ্রহ করে তা আধুনিক পদ্ধতিতে সম্পাদনা, মুদ্রণ ও অনুবাদ প্রকাশ করবে।
২. উপমহাদেশের ঐতিহ্যবাহী ও মূলধারার শিক্ষাব্যবস্থা দরসে নিযামীর সকল গ্রন্থের মূল ও ব্যাখ্যাগ্রন্থসমূহের আধুনিকায়ন এবং এর বাংলা ও ইংরেজি ভার্সন তৈরিতেও কাজ করবে ‘আকাবির’।
৩. বিষয় হিসেবে ‘আকাবির’ উম্মতের পূর্বসূরি ওলামায়ে কেরামের চিন্তাধারার আলোকে আকীদা ও কালাম (মাতুরীদী, আশআরী ও দেওবন্দী)/আল-কুরআন: তরজুমা, তাফসীর ও নীতি/আল-হাদীস: তরজুমা, ব্যাখ্যা, পরিভাষা ও নীতি/ফিকহ, উসুল ও কাওয়ায়িদ (হানাফী)/তাসাওউফ: নীতিজ্ঞান, আদব-আখলাক, ওয়ায-নসীহত, দুআ-যিকির, মলফুযাত-মকতুবাত/ইতিহাস, ভূগোল ও ভ্রমণ/জীবনী ও আত্মজীবনী/ইসলামি আন্দোলন: খিলাফত, রাজনীতি, দল-সংগঠন, দাওয়াত, জিহাদ ও মুসিলম বিশ্ব/মানতিক-ফালসফা/বিজ্ঞান-প্রযুক্তি/শিক্ষা ও সংস্কৃতি/ভাষা ও সাহিত্য/স্বাস্থ্য ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে মৌলিক ও অনুবাদগ্রন্থ প্রকাশ করবে।
৪. আকাবিরের কর্মে অংশগ্রহণে আগ্রহী হলে নিজের জীবনবৃত্তান্ত ও প্রণীত বা অনুদিত গ্রন্থের প্রয়োজনীয় তথ্যের জন্য আকাবিরের নির্ধারিত ফরম পূরণপূর্বক আবেদন করতে হবে। এর সঙ্গে কাজের নমুনা-স্বরূপ A-4 সাইজে চারপাশে এক ইঞ্চি পরিমান মার্জিন রেখে ১৩ ফন্টে কম্পিউটার কম্পোজকৃত কাগুজে ৮ পৃষ্ঠা বা সফট কপি অথবা প্রকাশিত গ্রন্থের এক বা একাধিক হার্ড কপি কিংবা কোনো ম্যাগাজিন/জার্নালে প্রকাশিত যে কোনো প্রবন্ধ-নিবন্ধের ফটোকপি প্রধান করতে হবে।
৫. ব্যক্তিগত বিশ্বস্ততা, কাজের অভিজ্ঞতা এবং মান ও বিষয় বিবেচেনাসাপেক্ষে উপর্যুক্ত কর্মটি আকাবিরের নিকট বিবেচিত হলে কর্তৃপক্ষ তা আপনাকে লিখিতভাবে জানাবে এবং কর্মটি সম্পাদনের শর্ত, নিয়ম ও কার্যকাল নির্দিষ্ট করে পত্র দেবে।
৬. কর্মটি নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং পারস্পরিক আলোচনায় স্থিরীকৃত চুক্তির মাধ্যমে গ্রন্থের স্বত্ত্ব ও সম্মানী নির্ধারণপূর্বক গ্রন্থটি প্রকাশের ব্যবস্থা গ্রহণ করবে আকাবির।

যোগাযোগ
১০২, ফাতেমা ম্যানশন (চন্দনপুরা মসজিদ গলি), চন্দনপুরা, সিরাজুদ্দৌলা, চট্টগ্রাম-৪২০০
ফোন: 01819-353896, 01876-704109
ই-মেইল: [email protected]

Address

102, Fatema Mansion (Chandanpura Jame Masjid Alley), Nabab Siraj Ud Daula Road, Chattogram
Chattanooga, TN
4200

Opening Hours

Monday 10am - 5am
Tuesday 10am - 5am
Wednesday 10am - 5am
Thursday 10am - 5am
Saturday 10am - 5am
Sunday 10am - 5am

Telephone

+8801819353896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akabir Studies and Publishing House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akabir Studies and Publishing House:

Share

Category



You may also like