Shohorer Manush

Shohorer Manush আমি আগে গ্রামে থাকতাম কিন্তু এখন ঢাকা শহরে থাকি 😎

12/31/2023

আমার নামে একটা বদনাম করেন, বছরের শেষটা কলঙ্ক নিয়ে শেষ করতে চাই!

শহরের মেয়েদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের পরার জন্য ড্রেস নাই, আবার ড্রেস রাখার মতো জায়গা নাই!😀গ্রামের মেয়েদের...
12/21/2023

শহরের মেয়েদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাদের পরার জন্য ড্রেস নাই, আবার ড্রেস রাখার মতো জায়গা নাই!😀
গ্রামের মেয়েদের তো ড্রেস ই নাই,আবার রাখার জায়গা পাবে কম্মে!?

অনেক কল্পনা ঝল্পনার পর অবশেষে আমাদের আইডল সুপার হিরো প্রিয় জায়েদ খানের জন্যে ফারপ্যাক্ট নায়িকা পাওয়া গেছে। আশাকরা যায় বি...
12/19/2023

অনেক কল্পনা ঝল্পনার পর অবশেষে আমাদের আইডল সুপার হিরো প্রিয় জায়েদ খানের জন্যে ফারপ্যাক্ট নায়িকা পাওয়া গেছে।
আশাকরা যায় বিয়ের কাজটাও সেড়ে ফেলা যাবে।

মেসেজ করতে গিয়ে কান্না করেছেন কখনো.?😭
12/19/2023

মেসেজ করতে গিয়ে কান্না করেছেন কখনো.?😭

ইলিশ চিতই পিঠা কে কে খেয়েছেন এই ভাবে, 🥰😋এগুলো গ্রামের মানুষ চিনেই না,শহরের মানুষ ই শুধু খায়।
12/19/2023

ইলিশ চিতই পিঠা কে কে খেয়েছেন এই ভাবে, 🥰😋
এগুলো গ্রামের মানুষ চিনেই না,শহরের মানুষ ই শুধু খায়।

আজকে রাতের খাবারের জন্য ছিল ৫০০০০ টাকা দামের হাস ভুনা।এটা কিন্তু আপনাদের গ্রামের যেমন তেমন হাঁস না, ইটালি থেকে আমার আপন ...
10/28/2023

আজকে রাতের খাবারের জন্য ছিল ৫০০০০ টাকা দামের হাস ভুনা।
এটা কিন্তু আপনাদের গ্রামের যেমন তেমন হাঁস না, ইটালি থেকে আমার আপন চাচাতো প্রবাসী বোন ইটালির কোমো লেকে পালা হাঁস কিনে জবাই করে আমার জন্য পাঠিয়েছে।
আপনারা কি কোমো লেক চিনেন? সেই লেকের পানি যেমন সুন্দর তার পালা হাসও তেমন সুস্বাদু।
যদি আপনাদেরও কোন আত্নীয় স্বজন ইটালিতে থাকে তাহলে তাদেরকেও বলবেন যেন পাঠায়!

এগুলা হচ্ছে আইসক্রিম , খুব মজা। আমাদের বাসায় খাবারের পর ডেজার্ট হিসেবে এটা থাকবেই। এটা দুধের তৈরী আর মিষ্টি জাতীয় ঠান্ডা...
10/28/2023

এগুলা হচ্ছে আইসক্রিম , খুব মজা। আমাদের বাসায় খাবারের পর ডেজার্ট হিসেবে এটা থাকবেই। এটা দুধের তৈরী আর মিষ্টি জাতীয় ঠান্ডা খাবার।
গ্রামে তো এক বরফকলের আইসক্রিম নামের রঙ্গিনবরফ ছাড়া কিছু পাওয়া যায় না। অবশ্য না পাওয়ারই কথা, গ্রামে তো আর ফ্রীজ নেই যে আই্সক্রিম সংরক্ষণ করবে, কারো কারো বাসায় থাকতে পারে এই যারা খুবই ধনী বা যাদের ঢাকা শহরে আত্নীয় স্বজন আছে।
আচ্ছা যাই হোক আপনারা যদি ঢাকা শহরে আসেন তাহলে এটা খেয়ে যাবেন, বুঝতে পারবেন পৃথিবীতে কত সুস্বাদু খাবার আছে।

শুক্রবার দেখে খালাম্মারে নিয়ে গিয়েছিলাম ঘুরাইতে, রাস্তায় বের হয়ে বলতেছে- এত পুলিশ কেন জায়গা জায়গা! আমি বললাম-কালকে বিরোধ...
10/27/2023

শুক্রবার দেখে খালাম্মারে নিয়ে গিয়েছিলাম ঘুরাইতে, রাস্তায় বের হয়ে বলতেছে- এত পুলিশ কেন জায়গা জায়গা!
আমি বললাম-কালকে বিরোধী দলের সমাবেশ তাই যেন কোন দাঙ্গা না হয় এজন্য পুলিশ ।
খালাম্মা বলতেছে- সরকার করলো টা আর কি! জিনিস পত্রের যেই দাম, কোন কিছু খাওয়ার মতো নাই।
আমি বললাম- সরকার কিছু করে নাই? এই দেখেন তো কত সুন্দর রাস্তা, কত সুন্দর ব্রীজ, জীবনে দেখছেন এইসব, ভাবছেন এইসব?
তারপর খালাম্মা আমারে ধাক্কা দিয়ে সি এন জি থেকে ফেলে দিয়ে বলে - নে তুই রাস্তা খা, তোর সরকারের রাস্তা ব্রীজ তুই খা।
দেখেন হাতের কি অবস্থা হয়েছে , আপনারাই বলুন তো- এগুলা কোন কথা হইলো? গ্রামের মানুষের কি কোন আক্কেল জ্ঞান নেই?

10/27/2023

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ

এই খাবারটির নাম হচ্ছে পিচ্চা , কেউ কেউ আবার পিজ্জা, পিজা, পিৎজা ও বলে। এটা দেখতে রুটির মতো হলেও অনেক মজা, এটা ময়দা ,বিভি...
10/27/2023

এই খাবারটির নাম হচ্ছে পিচ্চা , কেউ কেউ আবার পিজ্জা, পিজা, পিৎজা ও বলে। এটা দেখতে রুটির মতো হলেও অনেক মজা, এটা ময়দা ,বিভিন্ন শব্জি, মাংস আর চিজ দিয়ে বানায়।
গ্রামে কি পিচ্চা পাওয়া যায়? গ্রামের মানুষ কি এসব চিনে? আমি গ্রামে থাকতে কখনো পিচ্চা চিনতাম না। ঢাকা শহরে থাকার সুবাদে এখন প্রতিদিন সকালেই এটা দিয়ে ব্রেকফাস্ট করি। দয়া করে কেউ আবার আটার রুটির সাথে এটার কম্পেয়ার করতে আসবেন না । আর আপনারা এত সুন্দর সুন্দর পোস্টে হা হা দেন কেন, না খেয়ে থাকলে ইগনোর করবেন।

শুভ সকাল

চ্যালেঞ্জ করেই বলতে পারি যারা আমার পোস্টে হা হা দেয় তারা এই ফোন হাতে নিবে তো দূরে থাক ,কোনদিন হয়তো চোখেও দেখে নি। এই যে ...
10/26/2023

চ্যালেঞ্জ করেই বলতে পারি যারা আমার পোস্টে হা হা দেয় তারা এই ফোন হাতে নিবে তো দূরে থাক ,কোনদিন হয়তো চোখেও দেখে নি। এই যে দেখেন কি ফোন ইউজ করি, বাংলাদেশ এর সব থেকে দামী ফোন। আইফোন ১৪ ম্যাক্স প্রো

এই যে আপনারা এত গর্ব করেন গ্রাম নিয়ে! এই করেন , সেই করেন, এভাবে চলেন , সেভাবে চলেন, গ্রামে থেকেও আপনারা নাকি স্মার্ট হয়ে...
10/26/2023

এই যে আপনারা এত গর্ব করেন গ্রাম নিয়ে! এই করেন , সেই করেন, এভাবে চলেন , সেভাবে চলেন, গ্রামে থেকেও আপনারা নাকি স্মার্ট হয়ে গিয়েছেন আরও কত কি!
দেখেন , কালকে গ্রাম থেকে আমার খালাম্মা এসেছে, সকালে তাকে স্যান্ডউইচ করে দিলাম ব্রেকফাস্ট এর জন্য কিন্তু সে বলছে ঢাকা শহরের এই উপাইসা রুটি আমি খাব না, আমারে এক প্লেট ভাত দে।
এই যে পরে ওনি রাতের বাসি ভাত তরকারিই খেলো।
গ্রামের খালাম্মা ঢাকা শহরে থেকেও স্মার্ট হচ্ছে না, এখন কি করতে পারি বলুন তো!

শুভ সকাল🪴🪴🪴গ্রামে থাকতে এই কেটল দিয়ে চা খেতাম , কিন্তু শহরে এসে এটাতে পাতা গাছ লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে বুদ্ধি টা, সুন্...
10/26/2023

শুভ সকাল🪴🪴🪴
গ্রামে থাকতে এই কেটল দিয়ে চা খেতাম , কিন্তু শহরে এসে এটাতে পাতা গাছ লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে বুদ্ধি টা, সুন্দর না?

গ্রামের ৯৯% মানুষই এই খাবারটা চিনে না। আপনি যদি মনে করেন গ্রামে থাকার পরও আপনি এটা চিনেন তাহলে আপনি বাকি ওই ১% এর ভিতরেই...
10/25/2023

গ্রামের ৯৯% মানুষই এই খাবারটা চিনে না। আপনি যদি মনে করেন গ্রামে থাকার পরও আপনি এটা চিনেন তাহলে আপনি বাকি ওই ১% এর ভিতরেই আছেন। আর আমার ধারণা আপনি হয়তো মোবাইলে ছবি দেখেই চিনেছেন কেননা গ্রামের মানুষ তো এসব খাবার সেখানে ভুলেও পাবে না।
এই খাবারটির নাম হচ্ছে মোমো, এটি ময়দা আর মুরগির মাংস দিয়ে বানানো হয়, এটা স্টীম করে বানানো হয়, আর খাওয়ার জন্য কয়েক ধরনের টক পানীয় দেয়া হয়।
আমি যখন গ্রামে ছিলাম তখন এই খাবার খায় নি আর দেখিও নি কিন্তু ঢাকা শহরে এসে এই খাবার খেয়েছি।
এগুলা অনেক দামী খাবার তাই অনেকেই না খেয়ে থাকতে পারেন কিন্তু তাই বলে লজ্জা শরম পাওয়ার কিছু নেই। আজকে খান নাই, তো কি? ঢাকা শহরে এসে কালকে খাবেন।

গ্রামের বোকা মানুষরা এই খুদ তাদের হাস, মুরগীদের খাওয়ায়।কিন্তু শহরের মানুষরা আলাদা, এরা এই খুদ রংগে ঢংগে ভাবে ভাবে খায়। গ...
10/25/2023

গ্রামের বোকা মানুষরা এই খুদ তাদের হাস, মুরগীদের খাওয়ায়।কিন্তু শহরের মানুষরা আলাদা, এরা এই খুদ রংগে ঢংগে ভাবে ভাবে খায়। গ্রুপিং করে করে খায়, এমনকি রেস্টুরেন্টেও এই খাবার পাওয়া যায়।

আমি যখন গ্রামে ছিলাম তখন এসব আমার হাঁসকে খাওয়াতাম কিন্তু এখন শহরে এসে আমি এটা নিজেই খাই। গ্রামের বোকা মানুষের দল, তাদের জন্য কত খুদ ফালাই দিলাম। সেগুলা যদি আমি আমার ঢাকা শহরের প্রতিবেশীদের দিতাম তাহলে তারা আমাকে মাথায় করে রাখতো 😐

গ্রামের মানুষরা খুব বোকা তাই শুধু ইলিশ মাছই খেতে জানে, কিন্তু কীভাবে এই ফিশ স্কেল খেতে হয় তারা তা জানে না। আমি ঢাকা শহরে...
10/24/2023

গ্রামের মানুষরা খুব বোকা তাই শুধু ইলিশ মাছই খেতে জানে, কিন্তু কীভাবে এই ফিশ স্কেল খেতে হয় তারা তা জানে না। আমি ঢাকা শহরে থাকি আর ঢাকা শহরে এসেই জেনেছি কীভাবে এই দামী খাবার(ইলিশ মাছের আশ) খেতে হয়। ঢাকা শহরে মানুষ শুধু মাছই খায় না তার সাথে তার আশও খায় ☺️

10/23/2023

কুমড়ার তরকারি

গ্রামের মানুষ হয়তো এই খাবারের নাম জানে না, কেননা আমি নিজেই যখন গ্রামে ছিলাম তখন কফিরও নাম শুনি নি কখনও।  ঢাকা শহরে আসার ...
10/23/2023

গ্রামের মানুষ হয়তো এই খাবারের নাম জানে না, কেননা আমি নিজেই যখন গ্রামে ছিলাম তখন কফিরও নাম শুনি নি কখনও। ঢাকা শহরে আসার পরই জানলাম চায়ের পরেও যে কফি নামের কিছু আছে। এই খাবার যেদিন প্রথম খেয়েছিলাম সেদিন ঢাকা শহরের হোটেল এর লোকদের ডেকে বললাম , কি ভাই পুড়া চা দিলেন কেন? পরে সে বললো এটা এমনি হয়।
পরে জানলাম এই খাবারটার নাম হচ্ছে ক্যাপুচিনো, দেখে চা মনে হলেও এটা হচ্ছে কফি শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রায় ৩০/৩৫ কাপ টংগের চায়ের দাম এই এক মগ ক্যাপুচিনোর।
দুধ কফির তুলনায় এটাতে ঘণ গরম দুধের পরিমান কম থাকে, উপরের যে ফেনা গুলি দেখছেন সেগুলার কারণে এটা অনেক সময় গরম থাকে। আর এটা কিন্তু নরমাল কাচের কাপে দেয় না, এটা পরিবেশন করে চীনামাটির কাপে। গ্রামের মানুষরা যদি ঢাকা শহরে আসেন তাহলে অবশ্যই কফি বা ক্যাপুচিনো খেয়ে যাবেন, গ্রামে তো আর কখনো এসব চোখেও দেখবেন না।

শুভ সকাল ☕️

আমি সিওর গ্রামের মানুষ এই খাবারটি চিনে না বা এটার নাম জানে না। কিন্তু ঢাকা শহরে এটা খুব পছন্দের একটি খাবার। আমি ঢাকা শহর...
10/22/2023

আমি সিওর গ্রামের মানুষ এই খাবারটি চিনে না বা এটার নাম জানে না। কিন্তু ঢাকা শহরে এটা খুব পছন্দের একটি খাবার। আমি ঢাকা শহরে এসেই এই খাবারটি খেয়েছি, শুধু ঢাকা শহরে আছি বলেই এই খাবারটি আমি খেয়েছি।
এই খাবারটির নাম হচ্ছে নুডুলস, কেউ কেউ আবার লুটুসও বলে। এটা ময়দা দিয়ে বানানো হয়। গ্রামে তো এই খাবার কখনো পাওয়াও যাবে না , তাই যদি কখনো আপনারা ঢাকা শহর আসেন তাহলে এই খাবার অবশ্যই খেয়ে যাবেন।

10/22/2023

দুই তিনটা i phone15 কিনে আত্নীয় স্বজনদের গিফট করমু,

কিন্তু আমার কাছে টাকা নাই বলে দিতে পারছি না, সরি!

10/21/2023

বাসায় যেসব মশলা ছিল তা দিয়েই রান্না করা হয়েছে, কোনরকম প্যাকেট এর মশলা দেয়া হয় নি, আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছে

10/20/2023
10/19/2023

যখনি বেশি মন খারাপ লাগতো তখনি এই বারান্দায় বসে গাছ গুলির দিকে তাকিয়ে থাকতাম। ফুলগুলি চোখে পড়তেই আল্লাহর সৃষ্টির কথা মনে আসে। আল্লাহর কত অনুগ্রহ আছে আমার এই জীবনে তা অনুভব করতে পারি। আর আস্তে আস্তে অন্তর নরম হয়ে আসে।

10/19/2023

সবকিছু রেডি করে রান্নার জন্য গিয়ে দেখি চুলা জ্বলে না, তারপর আর কি! ফ্রীজে রাখা আগের ভাত, তরকারি দিয়েই দুপুরের খাবার সারলাম। আপনাদেরও কি গ্যাস নিয়ে এমন সমস্যা হয়?

10/18/2023

আজকে গিয়েছিলাম ঢাকায় বসে কক্সবাজারের খাবারের ফিল নিতে

এই একটা খাবারের জন্য আমার অনেক দিন অপেক্ষা করতে হয়। ঢাকায় এই খাবার কোন হোটেলে পাওয়া যায় না, বাচ্চারা তো এটা খাবে না আবার...
10/18/2023

এই একটা খাবারের জন্য আমার অনেক দিন অপেক্ষা করতে হয়। ঢাকায় এই খাবার কোন হোটেলে পাওয়া যায় না, বাচ্চারা তো এটা খাবে না আবার শুধু দুইজন মানুষ খাব বলে বাসায়ও তৈরী করি না।
যখনই গ্রামের বাড়িতে যাই তখন আমার ফার্স্ট চয়েস থাকে এটা, চোখের সামনে যখন পাই তখন মনে হয় অনেক বড়কিছু পেলাম। দেখতে সামান্য একপ্লেট ভাত কিন্তু এটা পাওয়ার পর অনেক খুশি লাগে।
আমার মতে টাকা হলেই সব পাওয়া যায় কথাটা ভুল। যেখানে সামান্য একটা খাবারই টাকা দিয়েও পাই না , সেখানে মানুষ কেমনে বলে টাকা হলেই সব পাওয়া যায়!
যারা ব্রাহ্মণবাড়িয়ার তারা এটা চিনবে

10/16/2023

আজকে শুধু কলার মোচাতেই ক্ষুদা মেটালাম, খুব তৃপ্তি নিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ

10/15/2023

দুই রকমের মাছ রান্না করেছি

10/13/2023

"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"

(বুখারি, হাদিস নং: ১৯৪)

যদি কোন রকম প্রতিবাদ করার সামর্থ্য না থাকে তাহলে যেন অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে। একজন মুসলিম হিসেবে ইস রাইল এর উপর লানত দেয়া তো ঈমানি কর্তব্য কিন্তু যারা বলছে হা মাস এর কারণে এই যুদ্ধ শুরু হয়েছে তারা আসলে কিসের সামর্থ্য করছে ? ভেবে নিয়েন !

Address

Canada, KS

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohorer Manush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like