Entertainment with Jewel

Entertainment with Jewel Born to express, Not to impress.

07/12/2024

তিন মাস পর চাচার বরশিতে যখন মাছ ধরে

😃😃😃😃😃🚔🚔🚔💲💲💲🏦🏦🏦🏦 Copy post
07/10/2024

😃😃😃😃😃🚔🚔🚔💲💲💲🏦🏦🏦🏦
Copy post

যমুনা নদীর তীরে
06/27/2024

যমুনা নদীর তীরে

ভারতীয় ট্রানজিট
06/23/2024

ভারতীয় ট্রানজিট

বাংলাদেশের বুক চিরে যাবে এভাবেই ভারতীয় রেল

উপজেলা ভিত্তিক অ্যান্টিভেনম চাই।✅রাসেল ভাইপারের ছড়াছড়িতে প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের ব্যবস্হা কর...
06/21/2024

উপজেলা ভিত্তিক অ্যান্টিভেনম চাই।✅
রাসেল ভাইপারের ছড়াছড়িতে প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের ব্যবস্হা করা হোক। কেননা গ্রামের মানুষ জেলা/সদর হসপিটালে আসা যাওয়ার পথে রুগীর আশংকাজনক অবস্থা হওয়াটা অস্বাভাবিক নয়।
গ্রামের মানুষ নদী ও ক্ষেতখামারে বেশী কাজ করে থাকে, তাই রাসেল ভাইপারের আক্রমনের ঝুঁকিটা তাদেরই বেশী।
রুগী থাকবে গ্রামে ঔষধ থাকবে শহরে এটা হয়না, যাতে দ্রুত চিকিৎসা নিতে পারে।
অ্যান্টিভেনম হাতের লাগালে থাকুক, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকুক।
:কপিপোস্ট

আজকে বিকেল বেলা
06/20/2024

আজকে বিকেল বেলা

অনেকদিন পর
04/30/2024

অনেকদিন পর

আচ্ছা একটা জিনিস বুঝলাম না সরফরাজ খান উনি আইপিএলে কোন দলে খেলেন দেখলাম না কোন দলেই।
04/28/2024

আচ্ছা একটা জিনিস বুঝলাম না সরফরাজ খান উনি আইপিএলে কোন দলে খেলেন দেখলাম না কোন দলেই।


আন্ধাই পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা  ওপারে ভালো থাকবেন ভাই আ...
04/18/2024

আন্ধাই পুরীর মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা

ওপারে ভালো থাকবেন ভাই আপনার গানগুলো কলিজায় লাগতো।
#সড়ক দুর্ঘটনায় আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী পাগল হাসান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

🎉 Facebook recognized me as a top rising creator this week! Please support me.
03/12/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week! Please support me.

03/06/2024

বেতন_কত ?
- - - - - - - - - - - - - -
আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে!
আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত?
গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেলো।
দোস্তো বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা দুই টাকারও ঘুষ খায়!
দোস্তো, তোদের ফ্লাটে কত খরচ পড়েছে?
-এই সব মিলে ৯৭ লাখ।
তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? চেহারা আবারও ছাই।
ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু ৩০ লাখ টাকা হতে হবে। (বয়ফ্রেন্ড ২৮ হাজার টাকার বেতনের চাকুরি করে!) না হলে আমার প্রেস্টিজ পাংকচার! ফেবুতে পোস্ট দিয়েছে, "যে ছেলে যৌতুক চায়, তাদের না বলুন!"
এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডাব্লিউতে চাকুরি করে। মেয়ের বাবা পরেরজনে মত দেয়ায় মেয়ে বলছে, " বাবা তোমার পছন্দ সেরা"!
এক আত্মীয়ের বাসায় গেলাম। সারা জীবন সততার বুলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার ৪/৫ বছর পরেই পাল্টায়। মেয়ে খুব সৌখিন। ৮০ লাখ টাকায় ফ্লাট কিনে আরও ৫০ লাখ টাকা খরচ করছে ইন্টেরিয়র কাজে!
জিজ্ঞেস করলাম, ভাইজান, জামাইয়ের বেতন কতো?
অফিসে বসে আছি। একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে।
-জিগ্যেস করলাম কোন পোস্ট?
ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি ৬/৭বছরে অনেক কিছু করেছে।
জিগ্যেস করলাম,তোমার ভাইয়ের বেতন কত?
আর কোন উত্তর নাই...।
আমরা এত নষ্ট হয়েছি, এত নষ্ট হয়েছি যে, আমাদের কোন লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাকটর ১৫ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই, "এগুলা মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না।" অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য ৯ লাখ আর ১০ লাখের ঘুষের আলাপ!!
কন্ডাকটর গলা কাটছে। গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলাকাটা বড় নির্মম, দেশটাকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
কন্ডাকটররা একটা নিদারুণ সত্যি কথা বলে,
"আফনেরা যে কলমের খোচায় কুটি কুটি টাকা মাইরা খান, হেই হিসাব তো আমরা নেই না!"
কথা সত্যি এবং নিদারুণ সত্যি।
কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে।
সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেলো এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা, যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয়। মেয়াদউত্তীর্ণ ঔষধ, আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা।
মানুষ হয়তো আছে। সংখ্যাটা কম।
মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
তা কোথায় হলো, ছেলে কী করে?
যদি ঘুষের ডিপার্টমেন্টের হয়,
দেখবেন মেয়ের বাবা মা, ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে!!
অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চমূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া, এই সবের মূলে তো ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহবা চকচক করে, চেহারায় (নোংরা) খুশির ঢেউ উঠে, সেই দুর্নীতিবাজ শুয়োরদের কারণে।
বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, "শুয়োরের বাচ্চাদের অর্থনীতি"! এই শুয়োরের বাচ্চারা কারা?
এই লেখা পড়ে পরে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে, ছাই হয়ে যাবে, তারা৷"

(এমন শুয়োরের বাচ্চায় দেশটা আজ ভরে গেছে)
#কপি

02/13/2024

সময় মানুষকে সব কিছু মনে করিয়ে দেয়

01/21/2024


Address

California City, CA

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment with Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment with Jewel:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in California City

Show All

You may also like