বাফলো প্রতিদিন । Buffalo Protidin

বাফলো প্রতিদিন । Buffalo Protidin ওয়েস্টার্ন নিউ ইয়র্কে বাংলা ভাষায় বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন তথ্য-যোগাযোগের প্ল্যাটফর্ম। Our base is at Buffalo city and we want to work in Western New York.

A page for an IPTV network named Buffalo Protidin (বাফেলো প্রতিদিন). The language medium of this TV network in Bengali. We want to bridging immigrant Bangladeshi commuinity with other communities through projecting authentic information of their culture, heritage and thoughts.

01/07/2025

চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দর সড়কে নেতা-কর্মীদের ভিড়

বিস্তারিত কমেন্টে...
01/07/2025

বিস্তারিত কমেন্টে...

01/06/2025

গণ অধিকার পরিষদের ফারুকের উপর হামলার দায় জুলাই অভ্যুত্থানের সকল আহত এবং শহীদ পরিবারের উপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

01/05/2025

বৈষম্য বিরোধী আন্দোলনের আহত যোদ্ধাদের উপর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে

01/05/2025

জুলাই বিপ্লবের ২ শিক্ষার্থীকে বহিষ্কার ও ৬ শিক্ষার্থীকে জরিমানার প্রতিবাদে বিইউপির শিক্ষার্থীদের বিক্ষোভ

ম্যানহাটনে যানজট টোলচালু মধ্যরাত থেকে শেষপর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে চালু হচ্ছে ক্যানজেসচান রিলিফ জোন। যানজট কমানোর লক্ষ্য ...
01/05/2025

ম্যানহাটনে যানজট টোল
চালু মধ্যরাত থেকে

শেষপর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে চালু হচ্ছে ক্যানজেসচান রিলিফ জোন। যানজট কমানোর লক্ষ্য নিয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটিএর এটি বিশেষ প্রকল্প।

রোববার ৫ জানুয়ারি, ম্যানহাটনের সিক্সটিথ স্ট্রিট থেকে নিচের দিকে যে কোন সড়কে গাড়ি নিয়ে যেতে চাইলে টোল দিতে হবে। গাড়িভেদে ভিন্ন ভিন্ন হবে এ টোল।

লোয়ার ম্যানহাটন ও মিডটাউনে যানবাহনের চাপ আর যানবাহনজনিত দূষণ কমাতে এমটিএ দীর্ঘদিন ধরে ক্যানজেসচান টোল চালুর চেষ্টা করে আসছিলো। এ প্রকল্প চালুর চুড়ান্ত সিদ্ধান্ত কোভিডের আগে নেয়া হলেও মহামারি শুরুর কারণে স্থগিত হয়ে যায়। চারবছর পর, গত জুনে আবার তা চালুর সিদ্ধান্ত হয়। সেটিও আবার স্থগিত করেন স্টেট গভর্নর ক্যাথি হকুল।

বিরোধিতা
ক্যানজেসচান রিলিফ জোন প্রতিষ্ঠার বিরোধিতা হয়েছে নিউ ইয়র্ক সিটি ও স্টেটে। গত এপ্রিলে এক জরিপে দেখা গেছে, নিউ ইয়র্ক স্টেটের ৬৩ শতাংশ মানুষ এ টোলের বিরোধিতা করেছে, সায় দিয়েছে মাত্র ২৬ শতাংশ। বিরোধিতা করেছে নিউ জার্সি স্টেট কর্তৃপক্ষও। তাদের দাবি, এ সিদ্ধান্তে স্টেটের অনেক অধিবাসীর ওপর খরচের চাপ বাড়বে। নিউ জার্সির পক্ষ থেকে সবশেষ আদালতে গিয়েও চেষ্টা হয়েছে এ প্রকল্প স্থগিতের। শুক্রবার ৩ জানুয়ারি আদালত তাদের আবেদন খারিজ করে দেয়।

এর ফলে, ম্যানহাটনের সিক্সটি স্ট্রিট থেকে নিচের দিকে গাড়ি নিয়ে গেলে রোববারের শুরু থেকে টোল দিতে হবে। ক্যানজেসচান রিলিফ জোনে যে কয়টি রাস্তা আছে, সবগুলো টোলের আওতায় আসছে। শুধু এই অঞ্চলে এফডিআর ড্রাইভ ও ওয়েস্ট সাইড হাইওয়েতে থাকা যানবাহন টোলের আওতায় থাকবে না।

টোলের ধরন
টোল আদায়ে কর্মদিবসে পিক আওয়ার হবে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনে ৪ ঘন্টা কমে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। পিক আওয়ারে বেশিরভাগ গাড়ির প্রতিটিকে টোল দিতে হবে ৯ডলার। অফপিকে সেটা কমে হবে ২ দশমিক দুই ৫ ডলার।
পিক আওয়ারে মটর সাইকেল ৪ দশমিক ৫ শূন্য ডলার। ছোটো ট্রাক ও অনিয়মিতভাবে চলাচলাকারী বাস ১৪ দশমিক ৫ শূন্য ডলার। বড়ো ট্রাক ও পর্যটকবাহী বাস ২১ দশমিক ৬ শূন্য ডলার
ট্যাক্সি ও ব্ল্যাক কার প্রতি ট্রিপ ৭৫ সেন্ট। ভাড়ার কাজে ব্যবহৃত অ্যাপভিত্তিক গাড়ি প্রতি ট্রিপ ১ দশমিক ৫ ডলার। ট্যাক্সি ও রাইডশেয়ারের যানবাহক ছাড়া বেশিরভাগ যানবাহনকে একবার এই টোল দিতে হবে।

টোল দিতে হবে না
জরুরি কাজে ব্যবহৃত নির্দিষ্ট যানবাহন, সরকারী যানবাহন, স্কুল বাস, নিয়মিত চলাচলকারী যাত্রীবাহী বাস, স্বল্পআয়ের চালক, যারা স্বাস্থ্যগত সমস্যায় গণপরিবহন ব্যবহার করতে পারেন না, তাদের এই টোল দিতে হবে না। এছাড়া, যেসব যানবাহন মালিক বছরে ৫০ হাজার ডলারের নীচে আয় করেন, তারা ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এজন্য আবেদন করতে হবে। এবং প্রথম ১০টি ট্রিপের পর থেকে তাদের ডিসকাউন্ট কার্যকর হবে।

ক্যানজেসচন রিলিফ জোনের বাসিন্দারা এই জোনের ভেতরে গাড়ি চালানো ও পার্কিঙের জন্য টোল দিতে হবে না। যদি তারা গাড়ি চালিয়ে এ জোন থেকে বের হন আর ঢোকেন, তখন টোল দিতে হবে। এ জোনের বাসিন্দাদের যাদের আয় মোট আয় ৬০ হাজার ডলারের কম, তারা যা টোল দেবেন তা বছর শেষে ট্যাক্স ক্রেডিট হিসেবে পাওয়ার যোগ হবেন।

ইজিপাসে সুবিধা
ইজিপাস ব্যবহারকারীরা মেইলে টোল প্রদানকারীর তুলনায় প্রায় ৫০ শতাংশ অর্থ বাঁচাতে পারবেন। তারা হল্যান্ড টানেল, হিউ এল ক্যারি টানেল, লিঙ্কন টানেল অথবা মিডটাউন টানেল ব্যবহার করে পিক আওয়ারে ম্যানহাটনে এলে একই সুবিধা পাবেন।
চালুর প্রথম ৬০ দিন চালকদের কাছ থেকে শুধু টোল আদায় করা হবে। জরিমানা বা অন্য কোনো ফি নয়।

আরো মনে রাখবেন
ব্রুকলিন ব্রিজ ধরে এফডিআর ড্রাইভ সাউথে ঢুকলে টোল দিতে হবে। নর্থে গেলে দিয়ে হবে না। একইভাবে, এফডিআর ড্রাইভ থেকে ব্রুকলিন ব্রিজে ঢুকলে টোল লাগবে না।

এফডিআর ড্রাইভ ধরে ম্যানহাটন ব্রিজে উঠলে টোল লাগবে। একইভাবে, উইলিয়ামবার্গ ব্রিজে উঠলেও টোল দিতে হবে।

হিউ এল ক্যারি টানেল থেকে ওয়েস্ট স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিট থেকে হিউ এল ক্যারি টানেলে চলাচলে টোল নেই, যদি না আপনি ট্রিনিটি প্লেসে এক্সিট না নেন।

এফডিআর ড্রাইভ থেকে কুইন্স বরো ব্রিজে গেলে টোল লাগবে, যদি না ওপরের তলা দিয়ে আপনি আপার ইস্ট সাইডে সিক্সটি সেকেন্ড স্ট্রিটে এক্সিট না নেন।

এফডিআর ড্রাইভ থেকে কুইন্স মিডটাউন টানেলে প্রবেশে টোল দিতে হবে। নিউ জার্সির চালকদের টোল দিতে হবে ওয়েস্ট সাইড হাইওয়ে থেকে হল্যান্ড টানেল ও লিঙ্কন টানেলে প্রবেশের জন্য।

01/04/2025

শপথ গ্রহণের অনুষ্ঠান
এপ্রিল এন.এম. বাস্কিন
স্টেট সিনেটর অফ নিউ ইয়র্ক, ডিস্ট্রিক্ট-৬৩

01/04/2025

শপথ গ্রহণের অনুষ্ঠান।
এপ্রিল এন.এম. বাস্কিন
স্টেট সিনেটর অফ নিউ ইয়র্ক, ডিস্ট্রিক্ট-৬৩।
পার্ট-১

01/04/2025

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ‘হেইট থ্রু কর্মসূচি’ শিক্ষার্থীদের

Address

Buffalo, NY
14215

Alerts

Be the first to know and let us send you an email when বাফলো প্রতিদিন । Buffalo Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাফলো প্রতিদিন । Buffalo Protidin:

Videos

Share