Masud Rahman

Masud Rahman Hi, I'm Masud Rahman, This my personal fan page, Please connect with us for regular update.

08/22/2024

আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন । বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম সংরক্ষণ এ রাখুন।...

 🥰❤️
05/30/2024

🥰❤️

"In the grand tapestry of life, love is the vibrant thread that weaves together our dreams, hopes, and memories. Embrace...
02/23/2024

"In the grand tapestry of life, love is the vibrant thread that weaves together our dreams, hopes, and memories. Embrace the magic of romance, for it is the eternal flame that ignites our souls and fuels our journey towards happiness. 💌🌟

01/23/2024
In this  universe no one remember you,If you don't have money 😏Everyone remember your status of wealth not you🤨You will ...
01/16/2024

In this universe no one remember you,
If you don't have money 😏
Everyone remember your status of wealth not you🤨
You will be the favorable person
its depend how much money you have

03/21/2023

😍😍

02/20/2023

😏

11/09/2022

Just feel this view🥰🥰

চেহারা কুৎসিত হলে,মানুষ কুৎসিত হয় না!মানুষ তখনই কুৎসিত হয়,যখন তার চরিত্র কুৎসিত হয়! #শুভ_সকাল
11/01/2022

চেহারা কুৎসিত হলে,
মানুষ কুৎসিত হয় না!
মানুষ তখনই কুৎসিত হয়,
যখন তার চরিত্র কুৎসিত হয়!

#শুভ_সকাল

10/30/2022

ভাল্লাগসে ব্যাপারটা 🥰🥰

"শহর"কোনো ইট পাথরের বন নয়"শহর" হলো মানুষের চিড়িয়াখানা।— ডেসমন্ড মরিস
10/28/2022

"শহর"কোনো ইট পাথরের বন নয়
"শহর" হলো মানুষের চিড়িয়াখানা।
— ডেসমন্ড মরিস

10/24/2022

ভেজা সন্ধা অঝর বৃষ্টি

দূর আকাশে মেঘের প্রতিধ্বনি 🌧️
বাদল ঘিরেছে আকাশ বইছে বাতাস🌪️
আড়ালে দাড়িয়ে তুমি আর আমি 😍

তোমারেই যেন ভালোবাসিয়াছিশত রূপে শত বার,জনমে জনমে যুগে যুগে অনিবার।চিরকাল ধরে মুগ্ধ হৃদয়গাঁথিয়াছে গীতহার-কত রূপ ধ'রে পরেছ...
10/23/2022

তোমারেই যেন ভালোবাসিয়াছি

শত রূপে শত বার,

জনমে জনমে যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয়

গাঁথিয়াছে গীতহার-

কত রূপ ধ'রে পরেছ গলায়,

নিয়েছ সে উপহার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,

প্রাচীন প্রেমের ব্যথা,

অতিপুরাতন বিরহমিলন-কথা,

অসীম অতীতে চাহিতে চাহিতে

দেখা দেয় অবশেষে

কালের তিমির রজনী ভেদিয়া

তোমারি মুরতি এসে

চিরস্মৃতিময়ী ধ্রবতারকার বেশে।

আমরা দু’জনে ভাসিয়া এসেছি

যুগল প্রেমের স্রোতে

অনাদিকালের হৃদয় উৎস হতে।

আমরা দু’জনে করিয়া খেলা

কোটি প্রেমিকের মাঝে

বিরহবিধূর নয়নসলিলে

মিলনমধুর লাজে।

পুরাতন প্রেম নিত্যনতুন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম

অবসান লভিয়াছে

রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।

নিখিলের সুখ, নিখিলের দুখ,

নিখিলপ্রানের প্রীতি

একটি প্রেমের মাঝারে মিশেছে-

সকল প্রেমের স্মৃতি,

সকল কালের সকল কবির গীতি।

-রবীন্দ্রনাথ ঠাকুর

কোনো এক গোধূলি বেলায় ধূলো ওড়া মাঠের সোনালী খেলায়,পলাশের রক্তীমা মেখে-অস্তগামী সূর্যবললো, আসবো আমি চন্দ্রালোকে অপেক্ষা...
10/22/2022

কোনো এক গোধূলি বেলায়
ধূলো ওড়া মাঠের সোনালী খেলায়,

পলাশের রক্তীমা মেখে-
অস্তগামী সূর্য
বললো, আসবো আমি চন্দ্রালোকে
অপেক্ষা কর সাথে নিয়ে
অনুভূতি, রূপকথার কবিতা হয়ে ।।

©️ Galaxy A03s

10/19/2022

ওহে কী করিলে বলো, পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
ওহে কী করিলে বলো, পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে🥰🥰

মাঝে মধ্যে মনে হয় হুট করে বড় হয়ে গেছি মনের কথা গুলো লিখে যখন ব্যাক স্পেস এ সব মুছে ফেলি তখন সত্যি মনে হয় অনেক বড় হয...
10/19/2022

মাঝে মধ্যে মনে হয় হুট করে বড় হয়ে গেছি
মনের কথা গুলো লিখে যখন ব্যাক স্পেস এ সব মুছে ফেলি তখন সত্যি মনে হয় অনেক বড় হয়ে গেছি

অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে গিয়ে যখন চোখের পানি নাকের পানি এক হয়ে যেতো
এখন আর চোখের জল কেও দেখতে পায়না
তখন মনে হয় অনেক বড় হয়ে গেছি

ছোটো বেলায় প্রাণ খুলে মা বাবাকে সব বলা গেলেও
এখন কোনো দুঃখ পেলে তাদের কথা মনে পরলে ও তাদের সব বলা যায়না
তখন মনে হয় অনেক বড় হয়ে গেছি .......

আমরা শুধুমাত্র বয়সে বেড়ে যায় , দায়িত্বে বড় হয়ে যায়😕
মনের বয়স হয়না তাই এত অভিমানী হয় মানুষ 🖤🖤

আকাশে ঘুড়ি উড়ানোর বয়সে যখন সে  বাস্তবতায় নিজেকে উড়িয়েছে 😕😕
10/18/2022

আকাশে ঘুড়ি উড়ানোর বয়সে যখন সে বাস্তবতায় নিজেকে উড়িয়েছে 😕😕

চায়ের কাপে শুধুই কি থাকে চা?মোটেও নয় তা —থাকে আবেগ‚ অজানা কিছু অনুভূতি;আর রয়ে যাওয়া কিছু নিরবতা —
10/17/2022

চায়ের কাপে শুধুই কি থাকে চা?
মোটেও নয় তা —
থাকে আবেগ‚ অজানা কিছু অনুভূতি;
আর রয়ে যাওয়া কিছু নিরবতা —

Address

New York
Buffalo, NY
10002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Rahman:

Videos

Share

Nearby media companies

  • We

    We

    Nuzum Court, New City

Other Digital creator in Buffalo

Show All