Roam with Pompz

Roam with Pompz You're welcome to roam with me virtually through my vlogs.

Doldol chakma & Dini moni chakmaAmare he hoch po tumi?
11/13/2024

Doldol chakma & Dini moni chakma
Amare he hoch po tumi?

10/21/2024

লিটলটন এক্কান হুব দোল চিগোন টাউন।বানা ১০ আজার মানুষ থান্নে ইদু।হুরে হারে গম রেংকিং স্কুল,রেস্টুরেন্ট,নার্সিং হোম,হসপিটাল এবং বেক প্রয়োজনীয় অফিসচানি আগে।এই টাউনান বোস্টনত্তুন ৩০ মেইল দূরত।যারা নিরিবিলি গুরি থেবার চান তারা মূলত এক্যিন সাবারবেন চাগালা প্রেপার গরন।

ইদু বাজারানি গাড়ি থেলে বেক্কানি হায় হায়।বেক বেসিক কমোডিটিসচানি বাজারত পায়।

09/05/2024

আমি হুত্তোন আ হি বাজার হেই।বাজার আমাত্তুন হুদ্দুর দূরত সিয়ানি এই ভ্লগকুর মাধ্যমে জানি পারিবা।

05/01/2024

পুরো ভ্লগকু হি তুমি চেবার চহ্?

04/29/2024

Times Square is one of the world's most visited tourist attractions. A plethora of street dances are performed by many performers.

04/28/2024

নিউইয়র্ক সিটিত যিদু হম দামে চুল হাবি পারে।

04/16/2024

"এঞ্জান দোল জাগায়ান হুদু আগে হিজেনি?"
লিজেন্ড রুপায়ন দেওয়ান-এর দেশাত্মবোধক গানের ম্যাজিকেল লিরিক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে থাকাকালীন সময়ে তেমনটা অনুভব করতে পারিনি।মাতৃভূমির মৃত্তিকা ছেড়ে যেদিন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে "জর্জ ওয়াশিংটন"-এর দেশটিতে আসলাম তখন থেকে গ্র‍্যাজুয়েলি হৃদয়ে রক্তক্ষরণ হওয়া আরম্ভ হল।আর সেই রক্তক্ষরণ তীব্রতর আকার ধারণ করে হৃদয় হাউমাউ করে কেঁদে উঠলো যখন পাহাড় থেকে "পাজন" তরকারির সুবাস কল্পনাতে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে পৌঁছালো।
আমেরিকার ইস্ট কোস্টাল অঙ্গরাজ্যেগুলোর মধ্যে সবচেয়ে জুম্মদের বসবাস নিউইয়র্ক অঙ্গরাজ্য তা সম্ভবত কারোর অজানা নয়।গত ১৩ এপ্রিল জুম্মরা বিজু-সাংগ্রাই-বৈসুক নিউইয়র্কের দুটি শহরে অত্যন্ত উদ্দীপনা ও উৎসবমুখরভাবে পালন করে; একটি নিউইয়র্ক সিটিতে আর অপরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্ম নেয়া নিউইয়র্কের রাজধানী আলবেনিতে।কথিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে নিউইয়র্ক অঙ্গরাজ্যর ক্যাপিটাল "বাফেলো" ছিল।

আমি আমার পরিবারসহ নিউইয়র্ক সিটির বৈসাবি প্রোগ্রামে যাওয়ার পরিবর্তে আলবেনিতে সাতসকালে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি ভাবাপন্ন দিনে তড়িঘড়ি করে চলে গেলাম। বোস্টন থেকে আলবেনির দূরত্ব ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটারের কাছাকাছি যা ঢাকা থেকে খাগড়াছড়ির অভিন্ন দূরত্ব।

বৈসাবি ইভেন্টে অনেকগুলো কালচারাল অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে "এঞ্জেল" দার কাভার করা গানটি আমার মনে ভীষণ স্পর্শ করেছে। হয়তোবা এঞ্জেল দা বিদেশে থাকা পাহাড়িদের মনে সেন্টিমেন্ট সৃষ্টি করতে নতুবা পাহাড়কে একবার স্মরণ করিয়ে দিতে রুপায়ন দেওয়ানের গানটি গাওয়া যা সত্যিই অনবদ্য।

01/14/2024

আমেরিকাত শুগরো হানর চিপস, শুগরো চামড় চিপস, চিদোল, বাচ্চুরি বেক পায় ইদু।

01/11/2024

ঘরো হুরেন্যি ভাল্লুক'র টেঙো হুজ 🐾

Address

Boston, MA
01460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roam with Pompz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies