03/12/2023
বইমেলা নিয়ে
- বিমল সরকার
আপনি পৃথিবীর যে দেশেই থাকেন আর যে পদবীর চাকুরিই করেন বা যত টাকা বেতনই পান না কেন ,সৎ উপায়ে অর্জন করে পরিবার পরিজন নিয়ে সবকিছু সামলায়ে চলা বড়ই কঠিন । তারপর একটা না একটা ঝামেলা তো লেগেই থাকে । কষ্ট হলেও সৎ উপায়ে জীবন নির্বাহ করা মানুষগুলোর মতো আমিও শ্রমে,ঘামে আর জোরাতালি দিয়ে চলা এক ক্ষুদ্র মানুষ ।বিজনেস্ পার্টনারের কাছে ১৫ বছরের কষ্টার্জিত সমস্ত বিত্ত হারিয়ে শোকে ডুবে থাকার পর আবার শুরু করলাম যাত্রা ,দু’বার মহাসড়কে দূর্ঘোটনায় প্রায় প্রাণ হারানোর বিন্দুরেখা থেকে ফিরলাম । ২০১১ সালে মানুষকে বাঁচাতে গিয়ে বুকে গুলি খেয়ে হাসপাতালে শুয়ে অজস্র কথা ভাবলাম ,২০১৮ সালে পয়সা লোভী নষ্ট হ্যান্ডিম্যান কর্তৃক মার্ডার হয়ে ডান চোখবিহীন, কক্রিটের আঘাতে মাথার পিছন দিকটা ফাটা এবং রক্তাক্ত দেহে মৃতের মতো অনেক সময় ধরে চেতনাশূন্য থেকে জেগে ওঠার পর আবার সেই হাসপাতালের ব্যয়বহুল বিছানা থেকে ফেরত এলেও স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হলো ।তবে ঔষধের বিনিময়ে ধূক ধূক করে চলছে হৃৎপিন্ড ।সেদিন যদি শরীরে না ফিরতাম তাহলে আজের এত আয়োজন থাকতো কি ? না ! কিচ্ছু থাকতো না এ সংসারে । মৃত্যুর অতি কাছে থেকে ফিরে এলাম একে একে পাঁচবার ।তাই পঞ্চমবার বেঁচে ওঠার পর শুরু করলাম আত্মসুখের পাগলামী ।বিদগ্ধ অভিজ্ঞতায় কবিতা লেখার পর বই আকারে বিক্রির -১০০% টাকা ডোনেট করা শুরু করলাম । কখনো নিজেকে ভূত কিংবা অদ্ভুত মনে হয়, মানুষ নয় । ক্ষত-বিক্ষত শরীর নিয়ে বেঁচে থাকার মধ্যেই পরিবারের আগামী বিনির্মাণের পরিবর্তে কষ্টার্জিত খাঁটি পয়সায় শুরু করলাম সাহিত্য সংগঠন, গ্রন্থাগার, সাহিত্যের ছোটকাগজ কালের চিঠি , ২০০১ থেকে সমাজ উন্নয়ন সংস্থা এবং ২০২১ থেকে গ্লোবাল ভিলেজ বইমেলা যা কবি, লেখক, পাঠক ও প্রকাশকসহ সকল শ্রেণীর মানুষের এক মিলন মেলার নাম । কিন্তু অপপ্রচারের মানুষগুলোর অভাব নেই । কতজন কত ভাবে যে লিখছে ,কত ভাবে যে বলছে তার কোন শেষ নেই । মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি , অনেক সমস্যার মধ্যেও আমেরিকার মতো দেশের ইংরেজি ভাষায় ডুবে থেকে বাংলা সাহিত্য নিয়ে চর্চা করা কোন নির্বোধ ছাড়া কেউ করে কি ? যেভাবে আমি করছি ! সঠিক উত্তর জানা নেই । তারপরেও যেখানেই থাকি রক্তের বিনিময়ে অর্জিত ভাষাকে হৃদয় লালন করেই বেঁচে থাকতে চাই জীবনের শেষ ক‘টি দিন । আমেরিকার অনেক শহরেই মাঝেমধ্যে গোলাগুলি হয় । সেই রকম ঘটনায় আমিও যে গুলিবিদ্ধ হবো ,আমার বুকেও যে গুলি লাগবে তা কখনোই ভাবতে পারিনি । গুলিবিদ্ধ শরীরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কয়েকদিন হাসপাতালে থেকে ফেরত এলাম । জীবনটাকে মনে হল অদ্ভুত এক আশ্চর্যের বিষয় । ৪৪ বছরের জীবনে প্রায় ২৪টি বছর বাহিরের দেশে কেটে যাচ্ছে । শিল্প সংস্কৃতির বিকাশসহ দেশের অনেকটা পরিবর্তন ঘটেছে । কিন্তু আমার সঙ্গে অজস্র মানুষের যোগাযোগ নেই ,তাই আমার ভুল না হয়ে অন্য মানুষের হবে ,তা আমি কেমন করে ভাবতে পারি !! এক সাংবাদিক ভাইয়ের মিথ্যা এবং বানোয়াট প্রচারণায় বইমেলার অফিসিয়াল অনুমতি পাওয়া গেল ঠিক বইমেলার সামান্য আগে যার কারণে সকলের কাছে বইমেলার নিমন্ত্রণ পৌঁছানো সম্ভব হয়ে ওঠেনি । বইমেলা মানে যে লেখক, প্রকাশক এবং পাঠকের মিলনমেলা ,শিল্প এবং সাংস্কৃতিক গোষ্ঠীর মিলনমেলা ,
আমি তা ভালো করেই জানি কিন্তু আমি ছিলাম নিরুপায় ! বইমেলা চলা কালেও বিদেশের মাটিতে আমাকে কাজের ছুটতে হয় , সিডিউল মেনে চলতে হয় । এখানে দিন এবং রাতের তফাতেও চলে যায় আরও একটি দিন । যুবক ছেলেদেরকে নির্দেশ দিয়েছিলাম , অনুরোধ করেছিলাম পুরো গাইবান্ধা জেলা সদরের প্রত্যেক কবি ,সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং প্রতিটি সংগঠনকে নিমন্ত্রণের চিঠি দিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য । সেই সাথে প্রত্যেকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয় এবং বহু রকমের প্রতিযোগিতামূলক অংশগ্রহণে বইমেলাটিকে কিভাবে ঋদ্ধ করা যায় তার পরামর্শ এবং বাস্তবায়নের সহযোগিতা চেয়ে ! কিন্তু সমন্বয় করা সম্ভব হয়ে ওঠেনি, আমি যেভাবে প্রত্যাশা করেছিলাম , যেভাবে আমি স্বপ্ন দেখি । বইমেলার সফলতা নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিবো বইমেলাতে আরো ফিফটি পার্সেন্ট ইমপ্রুভ করতে হবে । বইমেলা মানে শুধু নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠান নয় । বই কেনা ,বই নিয়ে আলোচনা ,কবিতা পাঠ দেশ বিদেশের কবিদের মৌলিক গ্রন্থের আলোচনা । কে কিভাবে জীবনকে দেখেছে , কে কিভাবে জীবনকে নিয়েছে এমনি অজস্র আলোচনা কিন্তু তা আর হয়ে ওঠেনি ।বইমেলা মানে হৃদয় মননের সুবাসে জগৎকে ঋদ্ধ করা । যোগাযোগের সুযোগ পেলে কিংবা নাম্বার দিলে প্রকৃতিগতভাবেই আমি অবশ্যই প্রত্যেকটা শুভমনা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি । তা ইতিমধ্যে অনেকেই জানেন । সরল পরিচয়ে কঠিন মানুষগুলোকেই দূর থেকে চেনা যায় না । দূর থেকে সবাইকে মনে হয় কতই না সহজ সরল ! তাই বিশ্বাস করে বারবার ঘটে ঘটনার কাছাকাছি পুনরাবৃত্তি । তবে ভুল যে পিছন ছাড়বে না ,তা ভালো করেই জানি । অভিজ্ঞতার নামই জীবন ।যার জীবনে যত ভুল তার জীবনে তত মঙ্গল । তবে ভুলগুলো শেষ পর্বের পরিবর্তে প্রথমের দিকে হওয়াই ভালো ।যারা সাহিত্য সাধনার সাথে সক্রিয় ভাবে জড়িত নয় তাদের দ্বারাই সম্পন্ন করতে হচ্ছে বইমেলা নামক এই বিশাল যজ্ঞানুষ্ঠানটি । দূরে থেকে সমালোচনার পরিবর্তে পাশে আসুন! কাছে আসুন ! সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শসহ বইমেলাটিকে সাফল্যমন্ডিত করতে এগিয়ে এলে চির কৃতজ্ঞ হবো । যদিও কোনদিন শোধ হবে না ,তবুও আমার বাংলাদেশ থেকে সুদূর আমেরিকার ইংরেজি ভাষায় ডুবে থেকে বাংলা ভাষা চর্চার মধ্য দিয়ে ভাষা শহীদদের ঋণ কিছুটা হলেও শোধ করার প্রয়াস নিরন্তর । টাকাওয়ালা কিংবা বিদেশি নয় ,লেখার মান বিচারে নির্ধারিত হোক আমার পরিচয় ।আমি কে ! আমি কি ! যেদিন আমার লেখাপড়ার কেরোসিন তেল ছিল না , ক্ষুধায় খাবার ছিল না ,সেদিন তোমরা যেন কোথায় ছিলে ?? এই রকম আমারও অনেক প্রশ্ন আছে কিন্তু কাউকে সে প্রশ্নগুলো করার সময় হয়ে ওঠেনি । ফিনিক্স পাখির মত আমি ধ্বংসস্তূপ আর ছাই ভস্মের মধ্য থেকে উড়ে এসে জীবনের ডালে বসে আছি আর দেখছি অজস্র দৃশ্য নতুন নতুন অভিজ্ঞতায় ।যদি সেদিন মারাই যেতাম তাহলে আজকের এতকিছু দেখার সৌভাগ্য আমার হতো না । সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা সাথে আছেন তাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা যাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না -এ আমার সাধ্যে নেই । কোন বিনিময় দিয়েও কোন কোন ঋণ সারা জীবনেও শোধ করা যায় না ।
নমস্কার
বিমল সরকার
[email protected]