06/25/2025
কাগজে কলমে শিক্ষিত মানুষের সংখ্যা যেমন বেশি ঠিক তেমনি শিক্ষিত বেকারের সংখ্যা।
নিজেকে একজন কামলা মনে করে ভেবে দেখেন কোন কাজে আপনি দক্ষ। আপনাকে যদি কেউ কাজে লাগাতে চায়, সার্টিফিকেট দেখানো ছাড়া আর কীভাবে আপনি নিজেকে যোগ্য প্রমান করতে পারবেন?
নিজেকে প্রশ্ন করুন, জব মার্কেট নিয়ে গবেষনা করুন, কোন কাজ আপনার দ্বারা হবে, কোন ফিল্ডে আপনি কাজ করতে চান। এসব নিয়ে সময় ব্যয় করুন।
ফেসবুকে নাচানাচি, খালি গায়ে দৌড়ানো কিংবা ফাস্টফুডের ভিডিও দেখে আপনার সময় নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না। কিন্তু তারা কন্তু ঠিকই আপনার সময়ের বাশ মেরে নিজেদের স্বপ্ন পূরন করে চলছে।
সময় থাকতে সাবধান!!