Jahid Hasan

Jahid Hasan Content Creator - Speaker
Busienss: [email protected]

09/24/2025

পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ঘুরতে থাকা ছেলে মেয়ে যখন দেখে তাদের চেয়ে কম বয়সী পোলাপান নাচানাচি করে, উল্টা পাল্টা ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, বিলাসী জীবন-যাপন করতেছে তখন মনে হতে পারে যে, "কি লাভ পড়াশোনা করে!"

এসব দেখে হাজার হাজার মানুষ নেমে পড়ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে, নিজেদের ব্যাক্তিত্ব বিসর্জন দিয়ে। একজন নেচে নেচে ভিডিও বানায় বলে আপনি নাচলেও যে ভিউ বেশি হবে সেটার কোন গ্যারান্টি নাই।

আপনার যদি সত্যি মন চায় ভিডিও বানাবেন, সেলেব্রিটি হবেন, তাহলে এমন কিছু করে দেখান যেটা আপনি ভালো পারেন। যেটাতে আপনার দক্ষতা আছে এবং এটা সমাজে কোন পারপাস সার্ভ করে।

এতে করে আপনার যেমন একটা পরিচিতি থাকবে তেমন আত্নমর্যাদাও ঠিক থাকবে।

09/24/2025

আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে আর ইন্টারনেট থাকে তাহলে আপনাকে বলছি। আপনিও পারবেন সফল হতে।

এই মুহুর্তেই ফোন রেখে পড়তে বসেন। মোবাইল টিপে সফল হতে না পারলেও ফেল ঠিকই করবেন 🤪

09/23/2025

Some reputed Universities in the USA you can apply:

1. University of Illinois Chicago, Chicago
2. Purdue University, Indiana
3. San Jose State University, California
4. Texas A&M University, Texas
5. Virginia Tech University, Virginia

There are more I will share. These are collected and I will find more for you guys.

09/23/2025

আমি মাঝে মধ্যে আমার কিছু স্ট্রাগল এর কথা শেয়ার করি আপনাদের সাথে। কোন সিম্প্যাথি পাওয়ার জন্য না কারন আমার আল্লাহর রহমতে সেটা দরকার নেই। আমি চাই আপনারা অনুধাবন করুন যে জীবনে ভালো কিছু সহজে আসে না। এটার জন্য পরিশ্রম করা লাগে, এফোর্ট দেয়া লাগে, নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হয়।

এরপর একটা সময় যেয়ে আপনি আপনার জীবনে ভালো সময় উপভোগ করবেন যখন আপনার কোন শখ পূরনে টাকা খরচ করতে আপনার চিন্তা করতে হবে না। পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন।

অনেকে বাবা মা কে দোষারোপ করে তাদের অপ্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারার কারনে। বাবা-মা যে আমাদের এই দুনিয়াতে নিয়ে আসছে এটার জন্য তাদেরকে মাথায় তুলে রাখা উচিত।

09/23/2025

আমরা দেশকে অনেক ভালোবাসি। তবে দেশসেবা'র জন্য যাদেরকে বসাই সবাই বেইমানী করে।

09/23/2025

মানিক বন্দোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। তার বই পড়ার সময়ে কল্পনায় আমি একদম গ্রামীন পরিবেশে হারিয়ে যাই। কি সুন্দর করে সব কাহিনী ফুটিয়ে তোলেন।

আপনার কাকে পছন্দ? মানে কার লিখা 😉

09/21/2025

BBA, MBA করা কেউ সহজে ব্যবসায়ী হতে পারে না বরং দেখা যায় কোন কম শিক্ষিত মালিকের আন্ডারে কাজ করেই খুশি থাকে।

কারন একজন ব্যবসায় শিক্ষিত মানুষ চারিদিকে হিসেব নিকেশ করে নতুন কিছু শুরু করতে সাহস পায় না আর কম জ্ঞানী নিজের গাটস কে বিশ্বাস করে রিস্ক নিয়ে নেমে যায় কোন হিসেব নিকেশ ছাড়, তারা ই সফল হয়।

09/21/2025

আমি আজকে 17 Pro Max কিনলে একটু পরেই ভাবা শুরু করবো যে কি লাভ হইলো আসলে। আমার যেটা আছে সেটা তো সেম কাজই করতেছে।

আমার এতগুলা টাকার ইনভেস্ট যদি কমলা রঙ্গের একটা ফোন যেটা নিয়ে এক/দুইবার ভাব মাইরা ছবি দেয়া ছাড়া আর কোন কাজে আসতেছে না, তাইলে এমন ইনভেস্ট বোকামি।

ব্যাক্তিগত অভিমত, বড়লোক কেউ মাইন্ড কইরেন না আবার

H1B ভিসার ১০০,০০০ ডলার ফি নিয়ে আপডেট ১) এটি কোনো বার্ষিক ফি নয়। এটি একবারের ফি, যা শুধুমাত্র আবেদন করার সময় দিতে হবে।২...
09/21/2025

H1B ভিসার ১০০,০০০ ডলার ফি নিয়ে আপডেট

১) এটি কোনো বার্ষিক ফি নয়। এটি একবারের ফি, যা শুধুমাত্র আবেদন করার সময় দিতে হবে।

২) যারা ইতিমধ্যেই H-1B ভিসাধারী এবং বর্তমানে দেশের বাইরে আছেন, তাদের পুনরায় প্রবেশ করতে $100,000 দিতে হবে না।

H-1B ভিসাধারীরা আগের মতোই দেশ ছেড়ে যেতে এবং ফিরে আসতে পারবেন; তাদের এই সক্ষমতার ওপর গতকালের ঘোষণার কোনো প্রভাব নেই।

৩) এটি শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, নবায়ন বা বর্তমানে যাদের ভিসা আছে তাদের জন্য নয়।

এটি আগামী লটারির চক্র থেকে কার্যকর হবে।

09/20/2025

USA ছাড়া অন্নান্য দেশে যারা স্টুডেন্ট ভিসায় আছেন, আপনাদের কি অবস্থা বলুন তো। অন্যরা উপকৃত হবে। পড়াশোনা এবং জীবন যাপনের খরচ, কাজের সুবিধা অসুবিধা সব মিলিয়ে কেমন আছেন?

ফান্ডিং অথবা এর জন্য RA TA হিসেবে কাজ পেতে হয়।  এই RA TA আবার কি?
09/20/2025

ফান্ডিং অথবা এর জন্য RA TA হিসেবে কাজ পেতে হয়। এই RA TA আবার কি?

আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান, কিন্তু সবচেয়ে বড় চিন্তা থাকে Full Fund Scholarship in USA বা Full Tuition Waiver নিয়ে। আসলে ফুল ফান্ড পাওয়ার মূল পথ হলো RA (Research Assistantship) এবং TA (Teaching Assistantship)।

আজ আমরা জানবো কীভাবে RA ও TA কাজ করে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা কীভাবে এগুলো পেতে পারে।

👉 Full Fund Scholarship in USA নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আমার আরেকটি আর্টিকেল আছে। আপনারা চাইলে সেটা পড়তে পারেন (Link in the comment box)

RA এবং TA কী?
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে RA (Research Assistant) মানে গবেষণা সহকারী, আর TA (Teaching Assistant) মানে টিচিং সহকারী।

RA (Research Assistant): অধ্যাপকের গবেষণা প্রজেক্টে কাজ করা, ডাটা সংগ্রহ, অ্যানালাইসিস, রিপোর্ট তৈরি করা।

TA (Teaching Assistant): লেকচারে সহায়তা করা, অ্যাসাইনমেন্ট চেক করা, টিউটোরিয়াল নেওয়া এবং ছাত্রছাত্রীদের গাইড করা।

👉 এ ধরনের সুযোগকে বলা হয় Graduate Assistantship, যা অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য টিউশন ফি এবং খরচ মেটানোর অন্যতম প্রধান উপায়।

কেন বিশ্ববিদ্যালয় ও অধ্যাপকদের RA এবং TA দরকার?
গবেষণা সহায়তা: বড় প্রজেক্টে অধ্যাপক একা সবকিছু সামলাতে পারে না।

শিক্ষাদান সহায়তা: বড় ক্লাস ম্যানেজ করার জন্য TA অপরিহার্য।

খরচ বাঁচানো: বিশ্ববিদ্যালয় ফুল-টাইম স্টাফ না নিয়ে ছাত্রদের RA/TA হিসেবে নেয়।

স্টুডেন্ট ডেভেলপমেন্ট: ছাত্রদের গবেষণা ও শিক্ষাদান দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

কীভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা RA এবং TA পেতে পারে?
🧪 RA (Research Assistant) পাওয়ার উপায়:
ভর্তি হওয়ার আগেই অধ্যাপকের সাথে ইমেইলে যোগাযোগ করা।

নিজের Research Interest ও অধ্যাপকের প্রজেক্ট মিলিয়ে সিভি পাঠানো।

পূর্বের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরা।

📚 TA (Teaching Assistant) পাওয়ার উপায়
ভালো GPA এবং ইংরেজি দক্ষতা (TOEFL/IELTS স্পিকিং স্কোর)।

ডিপার্টমেন্টে আবেদন করার সময় TA-এর জন্য আগ্রহ জানানো।

ইন্টারভিউতে ভালো কমিউনিকেশন স্কিল প্রমাণ করা।

👉 সাধারণত STEM সাবজেক্টে RA-এর সুযোগ বেশি, আর Business/Humanities সাবজেক্টে TA-এর সুযোগ বেশি থাকে।

RA এবং TA কত আয় করতে পারে?
গড়ে মাসে $1200 – $2500 ডলার পর্যন্ত আয় করা যায়।

অনেক সময় Full Tuition Waiver (টিউশন ফি মওকুফ) পাওয়া যায়।

Health Insurance এবং অন্যান্য সুবিধাও যোগ হতে পারে।

এর ফলে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী নিজের পড়াশোনা ও জীবনযাপন অনেকটাই সাশ্রয়ী করতে পারে।

RA এবং TA শুধু আয়ের উৎস নয়, বরং ক্যারিয়ার গড়ার জন্য দুর্দান্ত সুযোগ। এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতা, গবেষণা দক্ষতা এবং নেটওয়ার্কিং বাড়ায়। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসতে চাইলে অবশ্যই RA TA opportunities in USA সম্পর্কে আগে থেকে খোঁজখবর নেওয়া এবং অধ্যাপকের সাথে যোগাযোগ তৈরি করা জরুরি।

About Me:
I am Jahid Hasan, a Master’s student in Business Analytics at Wright State University, USA. I am also a passionate content creator with over 181,000 followers on Facebook, where I create videos and write content to guide students in studying abroad, particularly in the USA. I provide practical career advice, educational tips, and strategies to help students and young professionals achieve their goals.

Follow me for insights on study abroad opportunities, career growth, and self-development.

09/19/2025

আমেরিকা আইসা iPhone 11 দিয়া ভিডিও বানানো শুরু করছিলাম। মাইনষের ধবধবা ফেসের ভিডিও দেখে ভাবতাম হয়তো আমার ফোন ভালো না, দামী ফোন লাগবো।

14 Pro Max নেয়ার পরেও দেখি সেম অবস্থা, চেহারা চকচকা হয় না। এরপর থেকে ফোন আপডেট করা বাদ দিয়া দিসি, সবই ধোকা

Address

1400 Mall Of Georgia Boulevard
Atlanta, GA
30519

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Share