Jahid Hasan

Jahid Hasan Entrepreneur | Content Creator | Speaker
MS in Business Analytics, Wright State University. Creating content on career, growth, and opportunities for youth.

Business: [email protected]

12/26/2025

ভালো ভবিষ্যতের জন্য শুরু থেকেই প্রস্তুত থাকতে হবে || Jahid Hasan

12/25/2025

পড়াশোনা, ক্যারিয়ার, ভবিষ্যৎ কি করলে ভালো হবে?
Live Adda with Jahid Hasan

12/25/2025

হাজার হাজার মানুষ কেনো রাজনীতির পেছনে ছুটেন? এ দেশে আপনাদের জীবনের মূল্য এক ফোটাও নেই।

রাস্তায় হাটতে হাটতে মাথায় রড পরে মরবেন, অথবা চায়ের দোকানে চা খেতে খেতে।

অথবা ক্ষমতাসীন কারো মনের ইচ্ছায় একদল পুড়িয়ে মেরে ফেলবে।

এই মূল্যহীন জীবনের সময়গুলো কেনো কারো পেছিনে ছুটে নষ্ট করা লাগবে?

12/23/2025

আমি ন্যাশনালে পড়াশোনা করছি কিন্তু আমার পুরোটা সময় আমি প্রোডাক্টিভভাবে কাজে লাগাইছি। কীভাবে? কিছু ব্যাপার শেয়ার করি তাহলে আপনাদের মধ্যে আরেকটু ভালো ধারনা হবে যে আমার জার্নি টা কেমন ছিলো।

১. সবচেয়ে ভালো যে কাজটা আমি নিয়মিত করতাম সেটা হচ্ছে সকালবেলা পত্রিকা পড়া। মেসে অনেকগুলা পত্রিকা রাাখা হতো তাই সকালে উঠে পত্রিকার টেবিলে একটা ছোটখাটো আড্ডা হয়ে যেতো আর পেপার পড়াও হতো। সম্পাদকীয় থেকে শুরু করে আন্তর্জাতিক সব পড়তাম।

২. পড়াশোনা ঠিকমতো করি আর না করি ক্লাশ সবসময় করার চেষ্টা করতাম। এর ফলে পরীক্ষার সময় কম প্যারা কম খাওয়া লাগতো। অনেক কম পড়াশোনা করেও অনার্স এ ৩.৩৩ এবং মাস্টার্স এ ৩.৪৬ ছিলো সিজিপিএ।

৩. ফিনানশিয়ালি নিজের পায়ে দাড়ানোর জন্য প্রাইভেট পড়াইতাম। শেষের দিকে মাসে ১২-১৭ হাজার টাকার মতো ইনকাম হতো এবং তখনও আমি স্টুডেন্ট। কিন্তু মজার ব্যাপার হলো টাকা যত বেশি আসতো আমি তত হিসেব করে টাকা খরচ করতাম।

৪. এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতে অনেক বেশি এংগেজ ছিলাম। TIB তে কাজ করছি প্রায় ৩ বছর। বিভিন্ন জরিপ, সভা, ফিল্ডে ভোক্তভুগী মানুষের সাথে কাজ করাসহ আরো কত কি। অনেক ভালো লাগার একটা জায়গা যেখান থেকে অনেক কিছু শিখেছি।

প্রথম আলো বন্ধুসভায় কাজ করেছি। গনিত অলিম্পিয়াড এর কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর ছিলাম একবার, ভাষা প্রতিযোগ, i-Gen সহ আরো কত কত কাজ। এই সবকিছু আমি পড়াশোনার পাশাপাশিই করেছি।

৫. অনার্স শেষ করে বেশিদিন বেকার থাকা লাগে নি। কয়েকমাস পরেও চাকরি শুরু করি। এরপর থেকে চলতে থাকে কাজ। কাজের মাঝে ই আবার মাস্টার্স শেষ করলাম।

৬. চাকরি করতে করতে আমার বস ক্যানাডা চলে গেলো। আমাকেও বললো তুমিও ট্রাই করো। পরে আমিও ট্রাই করে আমেরিকা এসে পড়লাম।

এই হলো ছোটখাটো একটা ইতিহাস, সারমর্ম বুঝল কমেন্টে জানাবেন 😉

12/23/2025

'ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা' স্বপ্ন নাকী স্ক্যাম??

12/22/2025

বাংলাদেশে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাওয়া যায়
শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের
চিকিৎসা ব্যবস্থা বিশ্ববিখ্যাত
গবেষণার দিক থেকে উপরের দিকে
আইনশৃংখলা ব্যবস্থা একদম টপনচ
অর্থনীতি একদম আমেরিকার মতো

এসকল কারনেই জনগন সবসময় নির্বাচন, মিছিল মিটিং, ভাঙ্গচুরের সাথে যুক্ত থাকে। কারন দেশে সবাই বড়লোক, সমাজে কোন বড় ধরনের সমস্যা নেই বললেই চলে

12/21/2025

সব দেশ এগিয়ে যাচ্ছে আর আমরা পেছাচ্ছি।
Robots are Dancing in China

12/21/2025

F1 students ঝামেলা এড়াতে এই ডকুমেন্টসগুলো সাথে রাখুন

12/21/2025

এক আমেরিকান পাসপোর্টধারী বাংগালী মহিলা আমাকে এই বলে জ্ঞান দিতে আসছে যে আমার চেয়ে ভালো স্ট্যাটাসে আছে, মানে সে সিটিজেন।

সে জন্য সে আমার চেয়ে বেশি জানে। আবালের জাতরে বেহেশতে পাঠাইলেও মনে হয় আবালই থাকবে

12/21/2025

স্টুডেন্ট ভিসায় এসে এসাইলাম করলে যে ক্ষতি হতে পারে

12/19/2025

Maybe I am wrong, maybe right!! But I won't hesitate to say what I feel

আমার প্রথম চাকরিজীবন শুরু প্রথম আলো দিয়ে। বন্ধুসভা করার সময় স্বপ্ন ছিলো প্রথম আলোতে কাজ করা। সেই সাদা বিল্ডিং এ প্রতি মা...
12/19/2025

আমার প্রথম চাকরিজীবন শুরু প্রথম আলো দিয়ে। বন্ধুসভা করার সময় স্বপ্ন ছিলো প্রথম আলোতে কাজ করা। সেই সাদা বিল্ডিং এ প্রতি মাসে দুইদিন যাইতাম মাসিক মিটিং এ।

প্রথম আলোর অনেক জিনিস আমার অনেক ভালো লাগতো আবার অনেক কিছু খারাপ। কিন্তু একটা পত্রিকার প্রতি ঘৃনা থাকলে তার অফিস ভেঙ্গে প্রতিবাদ জানানো এটা নিতান্তই জঘন্য কাজ।

আপনার প্রথম আলো ভালো লাগে না? পত্রিকা কিনবেন না, অনলাইনে আনফলো করে রাখেন। প্রথম আলোর ইউটিউব চ্যানেল দেখবেন না, OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করবেন না।

আপনার জায়গা থেকে এটা হতে পারে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ।

আজ যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাংচুর করলো, এদের ৯৯% ই দেখবেন জীবনেও টাকা দিয়ে কেনে পত্রিকা কেনে নি। মিছিলে ভাড়া করা লোকের মতোই মনে হয়েছে আমার কাছে।

আবার হামলা করার সময় যেভাবে আল্লাহু আকবর বলে হামলা চালাচ্ছে, এটা আমার কাছে অন্য রকম মনে হয়েছে। ইসলামকে খারাপ বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে এটা সাজানো হয়েছে উদ্দেশ্যপ্রনীতভাবে।

এটার পেছনেও স্বড়যন্ত্র থাকা অবিশ্বাস্য কিছু বলে আমার মনে হয় না।

Address

1400 Mall Of Georgia Boulevard
Atlanta, GA
30519

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Share