Jahid Hasan

Jahid Hasan Content Creator - Speaker
Busienss: [email protected]
(1)

12/17/2024

Full Fund নিয়ে USA তে পড়াশোনা, Bangladesh থেকে USA তে আসা এবং Amazon এ Internship থেকে Full Time Job পাওয়া; এ সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আড্ডা হয়েছে।

I hope you guys will like this video as we have talked about funding, internships, and jobs in the USA. We have also discussed about the job interview hacks. Please support us by letting me know your comments for this video.

এই দুই ভাইয়ের বিমান বানানোর গল্প বার বার পড়লেও ঘোর কাটতো না। কীভাবে এই কাজ করলো। রাইট ব্রাদার্স এর নামানুসারে আমাদের রাই...
12/14/2024

এই দুই ভাইয়ের বিমান বানানোর গল্প বার বার পড়লেও ঘোর কাটতো না। কীভাবে এই কাজ করলো। রাইট ব্রাদার্স এর নামানুসারে আমাদের রাইট স্টেট ইউনিভার্সিটি, যেখানে আমি সহ আরো অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছে। আমাদের ও ইন্ডিয়ানদের মতো অনেক বড় একটা কমিউনিটি হতে পারতো যদি না এখানে এসে এসে সব আবার নিউইয়র্ক না ভাগতো।

যাই হোক, যাদের WSU তে ভিসা হয়েছে আপনারা চেষ্টা করবেন এখানে থেকে পড়াশোনাটা করার।

12/09/2024

মধ্যবিত্ত সবাই (শিক্ষার্থী) আমেরিকা আসার আগে স্বপ্ন দেখে এসেই ডলার কামাই শুরু করবে। সেকারনে এসেই পড়াশোনা ছেড়ে নিউ ইয়র্ক দৌড় দেয়।

আপনি যেখানেই যান না কেনো কোথাও কাজ বসে নাই আপনার জন্য। একটু সময় দিলে সব জায়গাতেই ম্যানেজ হয়ে যায় সবকিছু। কেউ আটকে থাকে না আল্লাহ রহমতে।

আমেরিকা এসে একবার পড়াশোনার ট্র্যাক থেকে বের হয়ে গেলে পরে আবার ফিরে আসতে সমস্যা হয়। তাই যোগাযোগ বাড়ান আর চেষ্টা করুন এমন ইউনিভার্সিটিতে যেতে যেখানে অলরেডি বাঙ্গালীরা পড়াশোনা করছে। তাহলে পড়াশোনা আর কাজ দুইটাই করা যাবে।

12/05/2024

আমার স্বপ্ন ছিলো ঘুরে বেড়ানো, এ শহর থেকে সে শহর। এক দেশ থেকে আরেক দেশ। সময় ছিলো অফুরন্ত কিন্তু সামর্থ্য ছিলো সামান্য। এখন সময় নাই সামর্থ্যও নাই 🤣

12/01/2024

USA তে On-Campus জব এবং Internship একসাথে করে পড়াশোনার খরচ চালানো যায়?

11/28/2024

যারা বলেন যে আমেরিকাতে অন-ক্যাম্পাস জব পাওয়া অনেক কঠিন তাদের জন্য আজকের এই ভিডিও

Hello everyone! It is very important for an International student to get an on-campus job. You will get your work permit, SSN, and also the opportunity to earn legally here in the USA. In this video, I have explained how you can get an on-campus job at your University by following some very important tips.

I got my first on-campus job in the first semester of my study at Wright State University as a Wright Life Reporter and now I am doing my second on-campus job as an International Check-in Coordinator at the University Center for International Education.

I hope my tips will be valuable for you to get your desired job in the USA.

Regards,
Jahid Hasan

11/25/2024

সত্য কথা বলবে
সৎ ভাবে চলবে
হালাল কামাই করে খাবে

এতো কষ্ট করবে কেনো সহজে দুই নাম্বার রাস্তায় বেশি ইনকাম করা যায়?

11/22/2024

USA Student Visa আবেদন প্রক্রিয়াির ধাপসমূহ। University Application থেকে শুরু করে Visa Interview এ সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে।

11/22/2024

চট্টগ্রাম এর ভাষা আমি বুঝি না তবে শুনতে আমার কাছে অনেক মজা লাগে।

সিলেটের ভাষা আমি বুঝি ভালো কিন্তু বলতে পারি না।

নোয়াখালি আর বরিশালের ভাষা আমার কাছে খুবই বিনোদন লাগে। কথা বললেই মনে হয় জোকস বলতেছে। মজা লাগে আসলেই অনেক।

আমার কুমিল্লা এতো বড় শহর, দাউদকান্দির মানুষ একরকম কথা বলে আবার লাকসাম এর মানুষ আরেক রকম। একদম খিচুরির মত অবস্থা।

ভাষাগত এই ভিন্নতাটা দারুন। এইসব ভাষা, গান, সংস্কৃতি একেকটা এলাকার সৌন্দর্য্য, ঐতিহ্য।

আপনি শহরে যেয়ে এলাকার ভাষায় কথা বললে ইজ্জত যাবে ব্যাপারটা কখনোই এমন না। যারা এমন ভাবে তারা ক্ষ্যাত। সবাই আলাদা, সবার চিন্তা ভাবনার ক্ষমতা, স্বপ্ন সবকিছু আলাদা।

কাউকে ছোট করে দেখা, হিংসা করা, ক্ষমতা দেখানোর মাঝে কোন আনন্দ নেই। সবার মাঝে ভালো থাকতে পারার মধ্যে আলাদা একটা মজা আছে।

On-campus job এ মজা আছে কিন্তু টাকা নাই
11/21/2024

On-campus job এ মজা আছে কিন্তু টাকা নাই

11/17/2024

সবকিছু করতে যাইয়েন না। সবাইকে দিয়ে সবকিছু হবে না আর এটাই স্বাভাবিক। কেউ ব্যবসা করবে, তার আন্ডারে অনেকে চাকরি করবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার। এটাই সিস্টেম। কেউ ভালো কিছু করলে এপ্রেশিয়েট করেন, একটু হিংসা হলে নিজের জায়গা থেকে পরিশ্রম করে উপরে উঠেন। কাউকে টেনে নীচে নামালে আপনি উপরে উঠতে পারবেন না এটা মনে রাইখেন।

11/14/2024

USA সেটেল হওয়া সহজ নাকি Canada?

11/09/2024

মাস্টার্সের জন্য বেস্ট অপশন Wright State University, যারা সেল্ফ ফান্ডে আসতে চান তাদের জন্য || Jahid Hasan

11/02/2024

National University থেকে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি || Jahid Hasan

10/27/2024

Student Visa Procedure

10/27/2024

পড়াশোনা শেষ মানে আপনি বেকার। বিদেশ পড়াশোনা কিংবা ভালো চাকরি, এই ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীদের চেয়ে অভিভাবকদের জন্য ভিডিওটি বেশি জরুরী

10/20/2024

কষ্ট করে হলেও পরীক্ষা নিয়ে ফলাফল দেয়া উচিৎ ছিলো। অটোপাশ মেধাবিদের জন্য একটা বেজ্জুতি আর গাধাদের জন্য পুরষ্কার।

10/19/2024

পড়াশোনাই একমাত্র উপায় যেটা দিয়ে আপনি নিজেকে উন্নতির শেখড়ে নিয়ে যেতে পারবেন। কারো মেধা থাকে বেশি, কারো চেষ্টা থাকে। এই দুইটার একটা থাকলেও আপনি ভালো করবেন। আর দুইটা থাকলে তো কথাই নেই।

Address

1400 Mall Of Georgia Boulevard
Atlanta, GA
30519

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Videos

Share