Jahid Hasan

Jahid Hasan Content Creator - Speaker
Busienss: [email protected]

06/30/2025

মৃত্যুর কথা খুব কম মনে হয় আমাদের। নয়তো এতো পাপ কাজে আমরা লিপ্ত হতে পারতাম না।

ভুলে যাইয়েন না, আপনার আপনজনরা কবরে নামিয়ে দিয়ে আপনাকে, আমাকে একা ফেলে চলে আসবে। ঠিক যেমনটা আমরা আমাদের পূর্বসূরিদের সাথে করে এসেছি।

06/29/2025

AI দিয়েও ভালো জিনিস ই বানাই 😉

Personal Branding অথবা  Online Presence বাড়ানোর জন্য নিজের একটা ওয়েবসাইট থাকা জরুরি। এটা সিজে সিজে ভিডিও দেখেও আপনি করে ...
06/29/2025

Personal Branding অথবা Online Presence বাড়ানোর জন্য নিজের একটা ওয়েবসাইট থাকা জরুরি। এটা সিজে সিজে ভিডিও দেখেও আপনি করে ফেলতে পারবেন। অথবা অণ্যকে দিয়ে করালেও খুব বেশি টাকা পয়সা লাগে না।

আমি নিয়মিত এখানে বিভিন্ন লিখা পোস্ট করবো। অল্প কিছু আছে কিন্তু এর গতি আরো বাড়বে

Jobs That AI Cannot Replace: Future-Proof || Jahid Hasan Leave a Comment / Uncategorized / By [email protected] As artificial intelligence (AI) transforms industries—from finance and healthcare to design and education—one question echoes across the world:“Will my job be replaced by AI?” Th...

06/28/2025

নিজের উপর ইনভেস্ট করুন। খাওয়া দাওয়া, শো অফ, দামী ফোন এসব না। নিজেকে সমৃদ্ধ করুন জ্ঞান দিয়ে

06/26/2025

"সৎ পথে টাকা নাই তাই ঘুষ খাওয়া লাগে" এটা হচ্ছে চোরের চুরি করার বাহানা। যোচ্চরগুলা ঘুষ খেয়ে কোটিপতি হয়ে আবার পুরান কাপড় পড়ে মসজিদে নামাজ পড়তে যায়। অনেকের তো কপালে কড় পড়ে যায় নামাজ পড়তে পড়তে। এদেরকে কেউ প্রশ্ন করে না, ৩০ হাজারের চাকুরে তুমি, তুমি জনগনের সেবক, তুমি এতো টাকা পেলে কোথায় বাবা?

বেহায়া আত্মীয়স্বজন আবার এই চোর রে নিয়ে গর্ব করে, পাড়া প্রতিবেশি একটার জায়গায় দুইটা সালাম দেয় আলগা টেকা আছে বলে। শ্রদ্ধায় নুয়ে মাটিতে পড়ে যায়।

06/25/2025

কাগজে কলমে শিক্ষিত মানুষের সংখ্যা যেমন বেশি ঠিক তেমনি শিক্ষিত বেকারের সংখ্যা।

নিজেকে একজন কামলা মনে করে ভেবে দেখেন কোন কাজে আপনি দক্ষ। আপনাকে যদি কেউ কাজে লাগাতে চায়, সার্টিফিকেট দেখানো ছাড়া আর কীভাবে আপনি নিজেকে যোগ্য প্রমান করতে পারবেন?

নিজেকে প্রশ্ন করুন, জব মার্কেট নিয়ে গবেষনা করুন, কোন কাজ আপনার দ্বারা হবে, কোন ফিল্ডে আপনি কাজ করতে চান। এসব নিয়ে সময় ব্যয় করুন।

ফেসবুকে নাচানাচি, খালি গায়ে দৌড়ানো কিংবা ফাস্টফুডের ভিডিও দেখে আপনার সময় নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না। কিন্তু তারা কন্তু ঠিকই আপনার সময়ের বাশ মেরে নিজেদের স্বপ্ন পূরন করে চলছে।

সময় থাকতে সাবধান!!

06/24/2025

যে অভাব দেখে নাই সে টাকার মূল্য বুঝবে না

06/23/2025

AI এর জন্ম আমেরিকা হলেও মৃত্যু বাংলাদেশের এডিটরদের হাতে হবে 🤣

06/22/2025

পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে বের হয়ে একটা উন্নত দেশে যাওয়াটা একট দারুন ব্যাপার। এটা সবার ভাগ্যে থাকে না। যারা অক্লান্ত চেষ্টা করে যায়, ডেডিকেশন থাকে ১০০/১০০, তাদের জন্যই এই সুন্দর জীবন।

কিন্তু আপনি পড়াশুনা করেন না, IELTS দিতে পারবেন না, শুধু বিদেশ বিদেশ করলেই বিদেশ যাওয়া যায় না। একটা ভালো জীবন পেতে হলে তার জন্য এফোর্ট দেয়া লাগে।

স্বপ্ন শুধু দেখলেই হয় না, বাস্তবায়ন করতে হয়। তারপর আসল সুখ।

06/22/2025

"English বুঝি সব কিন্তু বলতে পারি না" এই সমস্যার সমাধান কি?
আজকের ভিডিওতে English Speaking এর Practice কীভাবে করবেন এবং Fluency কীভাবে বাড়াবেন সে বিষয় নিয়ে কথা বলবো।

ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন

আমরা উড়তে থাকিনাটাই কার হাতেভুলে থাকি
06/21/2025

আমরা উড়তে থাকি
নাটাই কার হাতে
ভুলে থাকি

06/14/2025

মানুষের জীবনে প্যাশন থাকা লাগে। তাইলে জীবনে মজা থাকে। আর নয়তো যেমনে তেমনে চলা আর মরার মতো চলা একই কথা, বেচে থাকা কোন রকম।

অনেকের আবার ২ নাম্বারি প্যাশন। যেমন ধরেন, একজন বিদেশ গেছে, আমিও যামু। আমার বন্ধু ব্যবসা দিছে, আমিও দিমু। এসব করে লাভ নাই।

Address

1400 Mall Of Georgia Boulevard
Atlanta, GA
30519

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Share