গল্পে গানে কবিতায় Golpe gaaney kobitay

গল্পে  গানে কবিতায়  Golpe gaaney kobitay A Page for amateur and pro cultural activists of Bangla speaking friends worldwide
(2)

07/22/2024

৫০ বছর পরেও....

07/10/2024

এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়।
---- হুমায়ূন আহমেদ।
জীবন চলে জীবনের নিয়মে, সময় বয়ে চলে সময়ের গতিতে... ভালোলাগা আর ভালোবাসার মানুষরা সময়ের আবর্তে হারালেও তাদের সাথে কাটানো আনন্দ আর কথার মুহুর্তগুলো কি হারিয়ে যায়? কখনোই না! কথাগুলো থেকে যায় মনের ডাকবাক্সে❣️

কৃতজ্ঞতা : রিয়েল

07/06/2024

প্রিয় বন্ধুর সঙ্গে একটি কবিতা পাঠের চেষ্টা ❤️🙏

07/04/2024

শীগ্রই শুভ মুক্তি ,,,,
ডাকবাক্স

06/16/2024

গাছে কদম ফুল সঙ্গে রাতে হয়ে যাওয়ার বৃষ্টির পরশ। যেন অপরুপ রূপে প্রকৃতি আজ সেজেছে নবরুপে। তীব্র তাপদাহে নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আগমন বর্ষার আগমন ঘটে প্রাণের সঞ্চার করে প্রকৃতির অবয়বে....

রবীন্দ্র সংগীত
কন্ঠ : রাহনুমা চৌধুরী

06/15/2024

Keno khulecho tomar Janala
Souls - with Rommel Khan - Atlanta

06/14/2024

SOULS
Live - Atlanta June 9th 2024
হাজার বর্ষা রাত

06/05/2024

জাতের বজ্জাতি
কবি কাজী নজরুল ইসলাম
পাঠে, কল্যাণী বিশ্বাস

বিবর্ণ সময়নার্গিস আফরোজ বলেছিলে একদিন এসে সব দুঃখ ভুলিয়ে দেবে,করবে ভ্রান্তি দূর।জলোচ্ছ্বাসের গতি থমকে দেবেমনের আকুতিগুলো...
06/05/2024

বিবর্ণ সময়

নার্গিস আফরোজ

বলেছিলে একদিন এসে সব দুঃখ ভুলিয়ে দেবে,
করবে ভ্রান্তি দূর।
জলোচ্ছ্বাসের গতি থমকে দেবে
মনের আকুতিগুলোয় পূর্ণতা দেবে
একগুচ্ছ কৃষ্ণচুড়ার রক্তিম ভালোবাসা এনে দেবে!
হৃদয় আজ জ্বলন্ত অগ্নি গিরি
জলন্ত লাভার উদগীরণে পুড়ছে মন
তপ্ত ছাঁইগুলো দক্ষিণা বাতাসে দিগ্বিদিক ছুটছে
তোমাকে খুঁজে পেতে কতোই না অনুসন্ধান!
প্রেরক হয়ে ঠিকানা খুঁজে চলছে অবিরত, অবিরাম...
নিজ মনের সাথে হাজারো খুনসুটি
কতোই না অনুযোগ, অভিমান আর ভ্রান্তি বিলাস।
বেলা শেষে তোমায় খুঁজে পেলাম কোনো ধুসর সাঁঝে
যেখানে রক্তিম সূর্য অস্তমিত হয় প্রতিদিন
নিয়ম করে রক্তিম লাজে আলোকিত ধরণীর মৃত্তিকা, বন আর জলজ ফোটা
সব ফেলে তুমি এলে অঝোর ধারা হয়ে
শ্রাবণ মেঘের আকাশ হয়ে
ছাঁই রঙা আকাশটায় বিচ্ছুরিত আলো হয়ে।
তোমার বাঁধ ভাঙা জলের তোড়ে
তপ্ত ছাঁই সব ভিজে গেলো
তোমার বৃষ্টি জলে!
কি আশ্চর্য! দুঃখগুলো স...ব মুছে গেলো
ছাঁই রঙা আকাশে সগৌরবে উদিত হলে।
আকাশ আজ নীলিমায় নীলাভ হলো ......
প্রকৃতি ফিরে পেলো তার
হারানো বর্ণ
অবশেষে, ললাটে উষ্ণ চুম্বনে কাছে নিলে
সাগরের গর্জনে কাঁপছে হৃদয়
তোমার আলিঙ্গনে!

০৫/০৬/২০২৪

06/04/2024

কবিতা "" তুমি ""
কবি -জীবনানন্দ দাশ

06/03/2024

শাওনও রাতে যদি
-কাজী নজরুল ইসলাম
কন্ঠ: সিরাজী খান

06/03/2024

তোমারে পড়িছে মনে
-কাজী নজরুল ইসলাম
কন্ঠে : ফৌজিয়া বেগম শুকরিয়া

06/02/2024

অগ্নিবীণা - জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম এর জন্ম জয়ন্তী

05/29/2024

" শেষ পর্যন্ত "

ভালোবাসার কখনো কোন সংজ্ঞা হয় না। একটি মন আরেকটি মনকে অবিরত খুঁজে বেড়ায় নিজের ভাবনার ভার একটু কমিয়ে নেবার জন্য। কেউ হয়তো সেই সাথী খুঁজে পায় আর কেউ হয়তো সারা জীবনই খুঁজে বেড়ায়। অনিশ্চিত নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ জুড়ে লুকিয়ে থাকুক কিছু গোপন ভালোবাসার দীর্ঘশ্বাস ❣️❣️

কলমে: সুহাসিনী
কন্ঠে : ফৌজিয়া বেগম শুকরিয়া

কৃতজ্ঞতা
ভিডিও: Nuvera Nasir
অডিও : Azad Orlando Kabir

05/24/2024

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে ❣️
কবিতা: অভিশাপ
কন্ঠে : ফৌজিয়া বেগম শুকরিয়া
ভিডিও ও কারিগরি সহায়তায়: নুভেরা নাসির ও আজাদ

05/21/2024

চা হলো এমনই এক অমৃত শক্তি যা শত বিষন্নতার মাঝেও বেঁচে থাকার প্রেরণা যোগায়।
বহমান জীবন যে গতিতে চলছে বা চলতে চাইছে তা চলুক নিজ গতিতে...

তবে জীবনের এই উঠা নামার মাঝে এক পেয়ালা চা হোক নিত্য বিকেলের অমৃত সুখের ভালোবাসা ❣️
সবাইকে চা দিবসের শুভেচ্ছা ❣️
(কন্ঠ : পার্থ বড়ুয়া)

05/12/2024

মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেনো ভাই
ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই....

ভালো থাকুক আমাদের সকল মায়েরা জীবন নদীর এপার এবং ওপারে...
মা দিবসের শুভেচ্ছা সবাইকে❣️
বিশেষ কৃতজ্ঞতা : নগর বাউল ❣️

05/11/2024

কবি হুমায়ুন আজাদ এর 'আমার কুড়েঘরে'
কন্ঠে : ফৌজিয়া বেগম শুকরিয়া

05/09/2024
05/02/2024

রবীন্দ্র সঙ্গীত : আমার রাত পোহালো
শিল্পী: রাহনুমা চৌধুরী

প্রকৃত শিল্পীরা প্রকৃতির শিল্পীরা অভিমানী হয়, আমাদের তারুণ্য মুখর দিনে হঠাৎ এক কন্ঠ দারুণ আলোড়ন তোলে, " নাতি খাতি বেলা গ...
04/06/2024

প্রকৃত শিল্পীরা প্রকৃতির শিল্পীরা অভিমানী হয়,

আমাদের তারুণ্য মুখর দিনে হঠাৎ এক কন্ঠ দারুণ আলোড়ন তোলে, " নাতি খাতি বেলা গেলো শুতি পারলাম না / কীর্তনখোলা নদী আমার......"
কি মায়াবী কন্ঠ কি চমৎকার গায়কী মুগ্ধ ছিলাম....

খালিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন জহুরুল হক হলে ৩০৫ সিঙ্গেল রুমে থাকেন, আমার বন্ধু ফখরুল ১০৫ নং রুমে, আমি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি ময়মনসিংহ থাকি....

ঢাকা এলে মাঝে মাঝে ফখরুল এর রুমে থাকতাম, তখন আমিও বেশ আলোচিত গীতিকার ময়না ( আইয়ুব বাচ্চু) ডাইরির পাতাগুলো ছিড়ে ফেলেছি, পাথর কালো রাত তারার বাগান শূন্য ( তপন চৌধুরী)
এই তিন গানের জনক, খালিদ ভাই আমি চুটিয়ে আড্ডা মারতাম, খুবই আড্ডাবাজ বন্ধুবৎসল মানুষ ছিলেন তিমি......

তিনতলা থেকে নেমে আমাকে সঙ্গে নিয়ে ঘুরতেন, ফকিরাপুল, শেরেবাংলা নগর, কতো কতো জায়গায় গেছি দুজনে, খোলা রিকশায় হাওয়া খেতে খেতে, আমরা হাওয়া বাতাস খেতে ভালোবাসতাম....
টিএসসি, তার পিছনে পারমানবিক বিল্ডিং, ঢাবি চত্বরে
অনেক আড্ডা দিয়েছি একসাথে, খালিদ ভাই তখন দু'হাতে টাকা উড়াতেন, আপাদমস্তক শিল্পী .....

দিলখোলা আত্মভোলা গানপাগল আলাভোলা মানুষ ছিলেন তিনি, ৮৯,৯০,৯১ এর ঘটনা এগুলো, তারপর অনেক অনেক দিন যোগাযোগহীন, হয়তো আচমকা দেখা হয়ে যেতো, ২০১৭,১৮,১৯ টু ২২,২৩ সাল, শামীম
আমার চাঁদপুরের জুনিয়র ফ্রেন্ড তার সাথে খালিদ ভাই এর চরম পরম বন্ধুত্ব, সেই সুবাদে একসাথে অনেক আড্ডা, আহারে জীবন শামীম, খালিদ ভাই দুজনেই এখন পরপারে......

আমাদের কোনো গান হয়নি, হয়েছে কাকতালীয়ভাবে
আজমীর বাবুর সুরে দুটো গান কোনো মিক্সড এলবামে হয়তো , গানের কথা মনে নেই, তবে একটা গানের নাম ছিলো সুস্মিতা,......

আমাদের একসাথে অনেক গান করা উচিত ছিলো, কেনো হয়নি, কারণ আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ষ্টুপিড গীতিকার, যতো বড় মহাতারকাই হোক কেউ না ডাকলে, বার বার না খোঁচালে লিখতাম না...

খালিদ ভাই বড় অভিমানী মানুষ ছিলেন, বুকের ভিতর শিল্পের ক্ষুধা পুষতেন, ক্যারিয়ার কি মমে হয় বুঝতে চাইতেন না, সহজ সরল মানুষ নদীর মতো, কীর্তনখোলা নদীর মতো তার কন্ঠে প্রকৃতির সুর বাজতো ..............

মেধাবী অভিমানী গুণী এইসব শিল্পীদের আমরা কখনোই মূল্যায়ন করি না, প্রকৃত শিল্পীরা প্রকৃতির শিল্পীরা অভিমানী হয়,
বাটপার ধান্ধাবাজ দলবাজ তেলবাজ সাপ্লায়ার গীতিকার সুরকার শিল্পী দেরই জয় জয়কার....

খালিদ ভাই আপনি ভালো থাকুন স্বর্গের বাগানে

★ প্রকৃত শিল্পীরা প্রকৃতির শিল্পীরা অভিমানী হয়, খুব ছোট ছোট কথা মিলন খানে কয়.....
- মিলন খান

04/04/2024

“যাপিত জীবন” - “রনি “
ফটো : Tajul Imam
অডিও ভিডিও পরিচালনা : Nuvera Nasir Hema

“প্রায় ষোড়শীর কথা”এখন রাতের প্রথম প্রহর। অধিকাংশ মানুষের এখন বিছানায় যাবার ব্যাস্ততা। কিন্তু আমার সামনে একটা সম্ভাব্য ন...
03/30/2024

“প্রায় ষোড়শীর কথা”
এখন রাতের প্রথম প্রহর। অধিকাংশ মানুষের এখন বিছানায় যাবার ব্যাস্ততা। কিন্তু আমার সামনে একটা সম্ভাব্য নিদ্রাবিহীন রাত। ভাবনার দেশে যখন অনেক মমতার কথা জমা হয়ে যায়, কাব্যের তলপেট তখন অন্তঃসত্ত্বা হয়ে যায়। অভীষ্ট লেখনী ভূমিষ্ট না হওয়া পর্যন্ত মগজের মধ্যে সৃষ্টিশীলতা কাঁটার মতো বিঁধতে থাকে। কবিতা কিংবা গদ্য যাই হোক না কেন, কিছু একটা না লিখা পর্যন্ত ঘুম প্রায় হারাম। আজকে লিখবো যাকে নিয়ে সে প্রায় ষোড়শী এক কন্যা। প্রবল প্রান প্রাচুর্যে ভরপুর তার মনন। অন্তরে পৃথিবী জয় করার মত অভিলাষ। সত্যের মলাটে মোড়ানো তার অনুভূতির দেয়াল। নোংরা এই পৃথিবীর খুব কমই তাকে পরশ করতে পেরেছে। ইচ্ছার মোমবাতি তার জ্বল জ্বল জ্বলছে। অফুরাণ জীবনী শক্তির জোয়ারে প্লাবিত তার হিয়া। তার অস্থির কথকতার ভেতরে লুকানো আছে ধীর স্থির এক নারী সত্ত্বা। যদিও আইসক্রিম-চকোলেটের মত পশ্চিমা খাওয়া কিংবা জিন্স টি সার্ট তার পছন্দের তালিকায়, মনের অন্তস্থলে সে পরিপূর্ন এক স্বদেশী। কল্পনাতে তাঁতের শাড়ীর আঁচল তার বাতাসে উড়ে, লাল শিফন শাড়ীতেও তাকে ভীষন মানায়। সনাতনী নিয়ম ভাঙতে হয়ত খারাপ লাগে না, যদি তা তার পছন্দ না হয়, কিন্তু সামাজিক নিয়মের আবরণে সে আপাদমস্তক আবৃত। জেনারেশন গ্যাপের অমোঘ বাঁধনে যদিও তার পথচলা প্রতিবন্ধকতায় পূর্ন, তবুও পরিবারের প্রতিটি সম্পর্ককে সে বেঁধে রাখতে চায় নকশীকাঁথার নরোম সূতায়।
আধুনিকতার পুরোটা দিয়েই সাজানো তার ভাবনা আর কল্পনার জগত, কিন্তু প্রাচীন বিশ্বাসের বিনাশ সে করতে পারে না। বাতাসে ক্রমেই কুয়াশার মাতামাতি বাড়ছে। যৎ সামান্য মানুষকেই রাজপথে দেখা যাচ্ছে। লেপ মুড়ি দিয়েছে সকালে ওঠা মানুষগুলো। ষোড়শীও হয়ত ঘুমিয়ে পরে থাকবে ইতোমধ্যে। নতুবা দরিদ্র নেটওয়র্কের ঝামেলায় আটকে গেছে মফস্বলের এক শহরে। সেখানের পাখিরা সব নিড়ে ফিরে গেছে। খেজুর গাছের মাথায় জায়গা করে নিয়েছে রসের হাড়ি। নতুবা সে জেগে আছে। ভাবছে তার কল্পনার সুপুরুষকে নিয়ে। ভেবে একা একা হয়তা মুচকি হাসছে লজ্জা পেয়ে। তার এই একান্ত ভাবনা সে কার কাছে বলবে? তার মনের এই নিত্য ছন্দ পতনের খোঁজ কে নিতে পারবে? কে দেখাতে পারবে তাকে স্বপ্ন দেখার জোয়ার ভাটা? আজকে সে সেরকম নিছক কবিকে নিয়ে অনেক ভেবেছে। পৃথিবীতে পুরুষের এত লোলুপ দৃষ্টির ভীড়, কিন্তু কবির কাছে সে মানুষের মত বন্ধুতা চেয়েছে। চেয়েছে অভিনব সত্যের পরিপূর্ণ পরিস্ফুটন। আদৌ কি এটা সম্ভব? সত্যের মলাটে যে কথা জড়ানো থাকে সেখানে ভন্ডামীর নীল বিষ ছড়াতে পারে না। নিছক কবিকে দু চোখ বুঁজে বিশ্বাস করতে তার মন চাইছে। আর সেতো সেটাই করে যেটা তার মন চায়।

©️বাপ্পী খান
মগবাজার,ঢাকা।

Bappy Khan

03/03/2024

Address

Atlanta, GA
31145

Alerts

Be the first to know and let us send you an email when গল্পে গানে কবিতায় Golpe gaaney kobitay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্পে গানে কবিতায় Golpe gaaney kobitay:

Videos

Share