03/15/2024
।। আমার সাংবাদিকতা এবং একজন আশরাফ আলী ।।
কয়েক বছর আগে নিউইয়র্কে আমার প্রতিবেশী এক বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট কে জিজ্ঞেস করেছিলাম ১০০ তলা বিল্ডিং করতে গেলে কত তলার ফাউন্ডেশন করতে হয় ? কোনো সময় না নিয়েই তিনি উত্তর দিলেন, ১২০ তলার ফাউন্ডেশন করো উচিৎ। কেননা ফাউন্ডেশন যত মজবুদ হবে তার উপরে বিল্ডিংটা ততই নিরাপদ থাকবে। উদহারণটা বিল্ডিং নির্মানের হলেও আমার সাংবাদিকতার ক্ষেত্রে বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করেছি শুরু থেকেই।
ছবিতে যে মানুষটির পাশে আমি দাঁড়িয়ে আছি তার নাম আশরাফ আলী। আমার সাংবাদিকতার একমাত্র শিক্ষক, তার কাছ থেকেই আমার হাতেখড়ি। একমাত্র শিক্ষক এজন্য বললাম যে, তিনি ছাড়া আমাকে আর কেউ হাতে কলমে সাংবাদিকতা শেখায়নি। ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিকে ১০ বছর সাংবাদিকতা করা কালীন সময়ে কয়েকজন কিংবদন্তী সাংবাদিকের কাছ থেকে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে। তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি, জীবনের প্রথম শিক্ষকই শ্রেষ্ঠ শিক্ষক বলে আমি মনে করি। আমার কাছে তাই আশরাফ আলীই সেই শ্রেষ্ঠত্বের আসনেই থাকবেন সবসময়।
৩১ বছর আগে পাটকেলঘাটার ”আশরাফ আর্ট” এ বসে তিনি আমাকে শেখাতেন নিউজের ইন্ট্রো, ইন্ট্রোর পিরামিড এবং উল্টো পিরামিড কিভাবে তৈরি করতে হয়। নিউজের শেষটা কেমন হওয়া উচিৎ। নিউজটাকে আরো প্রাণবন্ত করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাদের বক্তব্য নেয়া, শব্দের গাথুনি মজবুদ করতে হলে শব্দের ভান্ডার কিভাবে সমৃদ্ধ করতে হবে। সাধারণ কোনো বিষয় থেকে কিভাবে অসাধারণ কিছু বের করে আনতে হয় সেটা আশরাফ ভাইয়ের সাথে পরিচয় না হলে হয়তো সেসময় এত নিখুঁতভাবে শিখতে পারতাম না।
”পাটকেলঘাটা প্রধান সড়কের বেহাল দশা: সংষ্কারের দাবী এলাকাবাসীর” শিরোনামে জীবনের প্রথম যে নিউজটি আমার নামে প্রকাশিত হয়েছিল সেই নিউজটি অফিসে জমা দেবার আগে আশরাফ ভাইকে দেখিয়েছিলাম। তিনি ১৭টি বানান ভুল বের করেছিলেন। হাসতে হাসতে একটু ধমকের সুরে বলেছিলেন “নিউজ লেখার পর কমপক্ষে ৩বার পড়া উচিৎ”। সেটা সেখান থেকেই অভ্যাসে পরিণত হয়ে গেছে।
যে বিষয়টি সবার চোখ এড়িয়ে যায়, সেই বিষয়টি একটি সংবাদপত্রে কিভাবে অন্যতম শিরোনাম হতে পারে সেটা আশরাফ ভাইয়ের ”স্পেশাল নিউজ সেন্স” দিয়েই বের করে আনা সম্ভব। নিউজের সাবজেক্ট এবং লেখনির কারণে পত্রিকার সম্পাদক/বার্তা সম্পাদক প্রথম পৃষ্ঠায় জায়গা দিতে বাধ্য হন। এমন একজন চারণ সাংবাদিক কেনো পাটকেলঘাটা ছেড়ে জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করেননি সে রহস্য আমিসহ সবার কাছে অজানা। আমি বিশ্বাস করি জাতীয় পর্যায়ে গেলে দেশবিখ্যাত হতে পারতেন বা আন্তর্জাতিক পর্যায়ের নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারতেন। ৪০ বছর ধরে পাটকেলঘাটা ও তালা এলাকার মা, মাটি ও মানুষের কথা লিখে চলেছেন নিরলসভাবে। একইসাথে তিনি একজন খুব ভালো ফটোগ্রাফার, সঙ্গীতশিল্পী এবং আর্টিস্ট।
আমার সাংবাদিকতার শুরুতেই আশরাফ ভাই ফাউন্ডেশনটা এমন মজবুদ করে গড়ে দিয়েছেন যে, সেই ফাউন্ডেশনের উপর “আনলিমিটেড” উচ্চতার ভবন নির্মান করতে পারছি এবং পারবো। অশেষ কৃতজ্ঞতা এই চারণ সাংবাদিকের প্রতি।