Next time bro

Next time bro আমাদের অনেক সপ্ন আছে..!
কারণ আমরা আত্নবিশ্বাসী..❤️

তুরস্কের রাজধানী আনকারায় আল্লামা সাঈদীর আরেকটি গায়েবানা জানাজার আয়োজন করেছে তুরস্কের সর্ববৃহৎ ইসলামী যুব আন্দোলন আনাতোলি...
15/08/2023

তুরস্কের রাজধানী আনকারায় আল্লামা সাঈদীর আরেকটি গায়েবানা জানাজার আয়োজন করেছে তুরস্কের সর্ববৃহৎ ইসলামী যুব আন্দোলন আনাতোলিয়ান গেন্সলিক দারনেক।

22/01/2023

এই আওয়াজই টিকলে না..
Cristiano Ronaldo
কেমনে ২৪ এর আশা করো..?🤣
আসলেই কী থাকতে পারবা..?🫣😆

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
22/01/2023

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

17/11/2022

ওহ ভাই কি ফ্লাটটাই না করলো..🤣

Munzereen Shahid

06/11/2022

Bangla-
‘এখন তুমি তোমার জয় নিশ্চিত কর’।দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বাবর আজমের কাছে ডাচ খেলোয়াড় কলিন অ্যাক্রম্যানের বার্তা। ভিডিওটি ভাইরাল হয়..!

English-
'Now you secure your victory'. Dutch player Colin Ackerman's message to Babar Azam after beating South Africa. The video went viral

01/11/2022

Naseem Shah ভাই তুমি নায়ক থেকে কোন দিকে দিয়ে কম..!🥰

তোমার ক্যারিয়ারের জন্য ভালোবাসা থাকবে ফ্যান হিসেবে বাংলাদেশ থেকে..🥰👑

01/11/2022

Cristiano Ronaldo Club 701 gools..!🥰

Beck to beck goat & boss..🥰👑

22/10/2022

পাকিস্তান ক্রিকেটারদের ভালবাসতে হয় না তারাই ভালবাসতে বাধ্য করে 🌸
Mohammad Rizwan you are Beauty 😍

নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ায় কুরআন, হাদীসের দাওয়াত দিচ্ছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ।

মেলবোর্নের একটা মসজিদে বক্তব্য রাখেন ধর্মভীরু এই ক্রিকেটার।

12/10/2022

আল্লাহ তায়া’লাকে যে একবার জেনে যাবে ও চিনতে পারবে, পৃথিবীতে তার আর কোন কিছুর প্রয়োজন নেই। সে সব কিছু পেয়ে গেছে মনে করেন।

-মোহাম্মদ রেজওয়ান

05/10/2022

Cristiano Ronaldo is the master of the head..😲⚽

Vedio collect- Juventus



05/10/2022

শৈশবে ফিরে যেতে চাইলে ও পারবো না..🥺




03/10/2022

পরিস্থিতি যাই হোক না কেন ভালোবাসা সবসময় আপনার জন্য থাকবে Cristiano Ronaldo 🙇💝 🖤💫

30/09/2022

Ohh sh*tt..🙄

আমি তো ভুলেই গেলাম..🫣

Shakib Khan 😅 Bubly 😜 Apu Biswas

23/09/2022

বাহ কী কমেন্টই না করলো..🤦‍😲

কতই না ভালোপাশা..😅🫢

Munzereen Shahid🤦‍♂️🫣

23/09/2022

King is beck Babar Azam..🥰

20/09/2022

আমার বন্ধুরা যখন গান গায়..😅😆

ইতিহাস স্বাক্ষী,শক্তির আইন নয়। বরং আইনের শক্তিই সব সময় বিজয় লাভ করে। তেমেল কারামোল্লাওলুপ্রেসিডেন্ট, সাদেত পার্টি।
19/09/2022

ইতিহাস স্বাক্ষী,
শক্তির আইন নয়।
বরং
আইনের শক্তিই সব সময় বিজয় লাভ করে।

তেমেল কারামোল্লাওলু
প্রেসিডেন্ট, সাদেত পার্টি।

15/09/2022

তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ(টাকসু) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট।

~আর্কাইভ থেকে ২০১৯ সালে ফুটবল টুর্নামেন্ট এর ডকুমেন্টারি।

গানের কথা ও সুর- হাসান আল রুমি

মুশফিক ভাই কিপিং করলে আমার লাইফ অনেক ইজি হয়ে যায়। টি২০ তে সময় অনেক কম থাকে, উনি অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার। একমাত্র উইকে...
22/08/2022

মুশফিক ভাই কিপিং করলে আমার লাইফ অনেক ইজি হয়ে যায়।
টি২০ তে সময় অনেক কম থাকে, উনি অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার। একমাত্র উইকেটের পেছন থেকেই পুরো মাঠের ফিল্ডিং পজিশন ভালোভাবে দেখা যায়। তো উনি যদি কিপিং করেন তাহলে উনিই দেখতে পারবেন কোন ফিল্ডারটা কোথায় আছে, চেঞ্জ করা লাগলে আমার থেকে পারমিশন নেয়ারও প্রয়োজন হবেনা।
এজন্যই উনাকে কিপিংয়ে ফিরিয়ে আনা। তাহলে হয়কি আমি অন্য কয়েকটা বিষয়ে আরেকটু বেশি চিন্তা করতে পারবো।

🗣️ Shakib Al Hasan Brother..🫡🌺🥰

01/08/2022

🥰 কিচিরমিচির সুর 🥰 🐦

🟥 অনুপম সাংস্কৃতিক সংসদ ঢাকার ছেলে শিশুশিল্পীদের কন্ঠে অসাধারণ একটি হামদ রিলিজ হলো 🥰

পুরো নাশীদ : https://youtu.be/zfmv-6Omc1c

কথা : শাহীদুল মুরছালীন ভাই ❤️
সুর : সোহেল মাহমুদ ভাই ❤️
পরিচালনায় : শাহাদাত হোসাইন ভাই ❤️

📌 নয়া হিজরী সাল ১৪৪৪ উপলক্ষে ১লা মোহাররমে কা'বায় নতুন গেলাফ চড়ানো হয়েছে। সাধারণ নিয়ম অনুসারে প্রতি বছর ৯ ই জিলহজ্ব, হজ্ব...
31/07/2022

📌 নয়া হিজরী সাল ১৪৪৪ উপলক্ষে ১লা মোহাররমে কা'বায় নতুন গেলাফ চড়ানো হয়েছে।

সাধারণ নিয়ম অনুসারে প্রতি বছর ৯ ই জিলহজ্ব, হজ্ব উপলক্ষে গেলাফ পরিবর্তনের ঐতিহ্য থাকলেও এবার সৌদির ধর্ম মন্ত্রণালয় তা পিছিয়ে ১লা মোহাররমে নিয়ে আসে।

কালো রং এর এই গেলাফ (কিসওয়া) তৈরীতে ব্যবহৃত হয় ৮৫০ কেজি রেশম। এবং এই গেলাফের বুকে নান্দনিক ক্যালিগ্রাফি ফুটিয়ে তুলতে ব্যবহৃত হয় ১২০ কেজি সোনা এবং ১০০ কেজি রুপার তার।

বাস্তব..😑টাই-কোর্ট পড়া, ক্লিন শেভ করা ইমরান খান কোটি কোটি মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান...
11/04/2022

বাস্তব..😑

টাই-কোর্ট পড়া, ক্লিন শেভ করা ইমরান খান কোটি কোটি মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। আর দাঁড়ি, জুব্বা, পাগড়ি থাকার পরও সবার কাছে ঘৃণিত মানুষ মাওলানা ফজলুর রহমান তার মুনাফেকি চরিত্রের কারণে।

ঈমান দাঁড়ি,জুব্বা, টুপি কিংবা পাগড়িতে নয়, ঈমান অন্তরে।

আরবি হাদিস -
وَعَنْ أَبِي هُرَيرَةَ عَبدِ الرَّحمَانِ بنِ صَخرٍ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ الله ﷺ: «إنَّ الله لاَ ينْظُرُ إِلى أجْسَامِكُمْ، وَلاَ إِلَى صُوَرِكمْ، وَلَكن ينْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعمَالِكُم» رواه مسلم

বাংলা অনুবাদঃ
আবূ হুরাইরাহ আব্দুর রহমান ইবন সাখ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’’ [বুখারি ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪, তিরমিযি ১১৩৪, ১৯৮৮, নাসায়ি ৩২৩৯, ৪৪৯৬, ৪৫০৬, ৪৫০৭, আবু দাউদ ৩৪৩৮, ৩৪৪৩, ৪৯১৭, ইবন মাজাহ ১৮৬৭, ২১৭২, ২১৭৪, আহমদ ৭৬৭০, ৭৮১৫, ৮০৩৯, মালিক ১৩৯১, ১৬৮৪]

ইসলামী সভ্যতার পতনপরবর্তী সময়ে, পাশ্চাত্য আধুনিকতার স্রোতকে মোকাবিলা করতে যেসকল মহান ব্যক্তিত্ব আমৃত্যু সংগ্রাম করে গিয়ে...
09/04/2022

ইসলামী সভ্যতার পতনপরবর্তী সময়ে, পাশ্চাত্য আধুনিকতার স্রোতকে মোকাবিলা করতে যেসকল মহান ব্যক্তিত্ব আমৃত্যু সংগ্রাম করে গিয়েছেন, সে তালিকায় বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট, প্রখ্যাত দার্শনিক জ্ঞানসম্রাট আলীয়া আলী ইজেতবেগোভিচ এক ধ্রুপদী ব্যক্তিত্ব।

ঊনবিংশ শতকে রাজনৈতিক আধিপত্যের পরিবর্তে এবার চিন্তাগত আধিপত্য বিস্তার পাশ্চাত্য সভ্যতার মূল অস্ত্র হয়ে দাঁড়ায়। পশ্চিমা বিশ্বের একাধিপত্যকে সুস্পষ্ট ভাষায় জাহির করে তার বিখ্যাত ‘End of History’ তত্ত্বকে সামনে নিয়ে আসেন প্রখ্যাত ইউরোপীয় চিন্তক ফ্রান্সিস ফুকুয়ামা। এর মূলকথা হলো ইতিহাসের সমাপ্তি ঘটেছে। পশ্চিমা একাধিপত্যই দুনিয়ার নিয়তি। দার্শনিক ফ্রেডরিক নীটশে (Friedrich Nietzsche) বলেন ‘স্রষ্টা হচ্ছে দরিদ্রদের তৈরি। বর্তমান সময়ে তার কোন প্রয়োজন নেই। স্রষ্টা এখন মৃত”। ইউরোপীয় চিন্তকগণ এভাবেই ধর্মকে ঘোষণা করেন কুসংস্কারের সমষ্টি, আর ইসলামকে ঘোষণা করেন বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক হিসেবে। ঠিক এ সময়েই ইসলামী ঐতিহ্যের মহান সম্ভাবনায় প্রত্যয়দীপ্ত হয়ে নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম উম্মাহর মহান নেতা, প্রখ্যাত চিন্তক ও দার্শনিক আলীয়া ইজেতবেগোভিচ নিয়ে আসেন ‘মানবতার মুক্তি’র একমাত্র সম্ভাবনা। সময়ের স্রোতের বিপরীতে ঘোষণা করেনঃ

“ওই চন্দ্র, সূর্য, তারকারাজি যতদিন প্রদীপ্ত থাকবে, ততদিন আল্লাহর এই জমীনে ইসলাম টিকে থাকবে”।

ইসলামকে তিনি এমন এক কাঠামো রূপে দেখেছেন, যা সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। নতুনভাবে ইসলামকে জীবনসমস্যার সমাধানের অত্যুজ্জ্বল সম্ভাবনা রূপে পেশ করিয়ে আলীয়া হয়ে উঠেছিলেন মুসলিম উম্মাহর আশার প্রতীক। তাই উম্মাহ তাকে অভিনন্দিত করেছে ‘মহান মুজাহিদ ও জ্ঞানসম্রাট’ হিসেবে।

দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের ইসলামপন্থী ঘরানা এবং সাহিত্যধারায় এ মহান মুজাহিদ একান্তই অনালোচিত। এমনকি তার নাম জানেন, এমন সংখ্যাও খুবই কম। একইভাবে তার জীবনী, কিংবা চিন্তার উপরে বাংলা ভাষায় একটি গ্রন্থও রচিত হয়নি!

এ অপরিহার্য প্রয়োজন পূরণ করেছেন, শ্রদ্ধেয় শিক্ষক, মুসলিম স্বাতন্ত্র্যবাদী চিন্তক ও গবেষক শ্রদ্ধেয় ফাহমিদ উর রহমান স্যার। "আলীয়া আলী ইজেতবেগোভিচঃ ইসলাম আজাদী ও দার্শনিকতা" শিরোনামে এ মহান মুজাহিদের রাজনৈতিক, চিন্তাগত ও দার্শনিক জীবনালেখ্য তুলে ধরেছেন তিনি। এ গ্রন্থের মাধ্যমে বাংলাদেশে আলীয়া ইজেতবেগোভিচ নিয়ে চর্চার পালে নতুন হাওয়া লাগবে বলেই আমাদের বিশ্বাস।

মক্তব প্রকাশন

এক ফিলিস্তিনি মায়ের রোজকার ইফতার টেবিল!তিঁনি খান ইউনুসের উম্মে নাসের আবু হামিদ, গত দুইবছরে এক এক করে তার পাঁচজন সন্তানকে...
06/04/2022

এক ফিলিস্তিনি মায়ের রোজকার ইফতার টেবিল!

তিঁনি খান ইউনুসের উম্মে নাসের আবু হামিদ, গত দুইবছরে এক এক করে তার পাঁচজন সন্তানকে আটক করেছে অবৈধ দখলদার ইজরায়েলী সেনারা। যাদের সকলকেই এ্যাডমিনিস্ট্রেটিভ-ল এর আওতাভুক্ত বন্দী দেখানো হয়েছে।

উল্লেখ্য, অ্যাডমিনিস্ট্রেটিভ-ল দখলদার ইজরায়েল কর্তৃক প্রনোদিত এক অদ্ভুত আইন। যেখানে, যে কোন নাগরিককে কোন প্রত্যক্ষ দোষ ছাড়াই সন্দেহের উপর ভিত্তি করে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড দেওয়ার সক্ষমতা থাকে সংশ্লিষ্ট প্রশাসনের।



©️বায়তুল মাকদিস ফাউন্ডেশন

📌ইস্তানবুলের রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক দেখতে পারে আলোর মুখ; কিয়েভে হামলা কমানোর প্রতিশ্রুতি রাশিয়ার।গতকাল তুরষ্কের মধ্য...
30/03/2022

📌ইস্তানবুলের রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক দেখতে পারে আলোর মুখ; কিয়েভে হামলা কমানোর প্রতিশ্রুতি রাশিয়ার।

গতকাল তুরষ্কের মধ্যস্ততায় ইস্তাম্বুলে বসেছিলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনের লক্ষ্যে শান্তিচুক্তি বৈঠক। বৈঠক পরবর্তী ভ্লাদিমির পুতিন জানায়- কিয়েভে রুশ হামলা কমিয়ে আনতে চায় মস্কো!
তবে, একইসময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন- যুদ্ধ নয়, বরং পরিপূর্ণ শান্তিচুক্তি স্বাক্ষরে আগ্রহী কিয়েভ।
#কপি
মুসলিম পোর্ট

১৯৯৫ সালের এই ছবিটি ফিলিস্তিনের অন্যতম এক অবরুদ্ধ অঞ্চলগুল নাবলুস থেকে তোলা হয়েছিলো! যেখানে দেখা যাচ্ছে, অবৈধ দখলদার এক ...
30/03/2022

১৯৯৫ সালের এই ছবিটি ফিলিস্তিনের অন্যতম এক অবরুদ্ধ অঞ্চলগুল নাবলুস থেকে তোলা হয়েছিলো!
যেখানে দেখা যাচ্ছে, অবৈধ দখলদার এক ইজরায়েলী সেনা আন্দোলনরত এক ফিলিস্তিনিকে আটক করার পরও দখলদার বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন ওই ফিলিস্তিনি!

মূলত, দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের বিপরীতে কুদসের সন্তানদের এক টুকরো কনক্রিটের প্রতিরোধ; নতুন কোনো বিষয় নয়!
যুগযুগান্তর ধরেই ঈমানের ও সাহসিকতার এই সর্বোচ্চ নজরানা পেশ করে আসছেন ফিলিস্তিনিরা।

কুদস অঞ্চলের সকল মুজাহিদ ভাই-বোনের প্রতি সালাম রইলো...

কার্টেসি- বায়তুল মাকদিস ফাউন্ডেশন

"রাসূল সা.যেমনিভাবে পুরুষদের জন্য উপমা, তেমনিভাবে নারীদের জন্যও উপমা।অপরপক্ষে, খাদিজা রা.,আয়েশা রা.,ফাতিমা রা.,উম্মে হা...
26/03/2022

"রাসূল সা.যেমনিভাবে পুরুষদের জন্য উপমা, তেমনিভাবে নারীদের জন্যও উপমা।
অপরপক্ষে, খাদিজা রা.,আয়েশা রা.,ফাতিমা রা.,উম্মে হাবিবা রা. এর মতো নারীরা যেমনি ভাবে নারীদের জন্য উপমা তেমনিভাবে পুরুষদের জন্যও উপমা।উপমার বিষয়ে কোনোরূপ লিঙ্গভেদ নেই।

- প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ
(প্রখ্যাত আলেম,উসূলবীদ,ফকিহ,মুহাদ্দিস ও মুতাফাক্কির)

22/03/2022

মিল্লাত আমার অহংকার 😊

Tamirul Millat Kamil Madrasah, Tongi Campus

কেন্দ্রীয় ছাত্র সংসদ(টাকসু) MILLATians Official (TACSU) কতৃক আয়োজিত "সাংস্কৃতিক দশক ২০২২" এর উদ্বোধনী অনুষ্ঠানে আমরা মিল্লাতিয়ান্স রা ❤️.

আলহামদুলিল্লাহ মিল্লাত এমন একটি প্রতিষ্ঠান যেখানে ৬৪ জেলার মানুষই পড়ে,
পড়বে না কেন..?
- মিল্লাত বাংলাদেশের টপ 1 এর প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ...!
প্রত্যেক বারের বোর্ড পরিক্ষায় ভালো অর্জন ও ১ম হয় বেশি হয়...

জ্ঞান কি? - জ্ঞান হল, সুন্নাতুল্লাহর কায়েদা সমূহ। এই সুন্নাহতুল্লাহ কে নিয়ে গবেষনাই জ্ঞানের সৃষ্টি করে থাকে। - জ্ঞানের উ...
21/03/2022

জ্ঞান কি?

- জ্ঞান হল, সুন্নাতুল্লাহর কায়েদা সমূহ। এই সুন্নাহতুল্লাহ কে নিয়ে গবেষনাই জ্ঞানের সৃষ্টি করে থাকে।

- জ্ঞানের উৎস আকল ও নাকল উভয়ই, শুধুমাত্র আকল জ্ঞানের উৎস নয়।
- জ্ঞানের সীমানা কে জানতে হবে। জ্ঞান সকল কিছুই নয়। জ্ঞান কখনোই দ্বীনের স্থানকে দখল করতে পারে না। কেননা একটি সমাজে কি করতে হবে না করতে হবে এটা নির্ধারণ করে দ্বীন!

--জ্ঞানের সবচেয়ে বড় দায়িত্ত্ব হল, সঠিক ও ভুলকে নির্ণয় করা।

প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান
(সাবেক প্রধানমন্ত্রী, তুরস্ক)

যেহেতু একটা সুযোগ পাচ্ছে বোর্ডের উচিত তাসকিনকে ছেড়ে দেওয়া। আমার মনে হয় তাসকিনের যে অভিজ্ঞতা আছে আইপিএলে ভালো একজন কোচের ...
21/03/2022

যেহেতু একটা সুযোগ পাচ্ছে বোর্ডের উচিত তাসকিনকে ছেড়ে দেওয়া।
আমার মনে হয় তাসকিনের যে অভিজ্ঞতা আছে আইপিএলে ভালো একজন কোচের সান্নিধ্যে পেলে আরো ভালো মানের বোলার হবে।
ম্যাচ খেলার সুযোগ না পেলেও অনেক কিছু শিখতে পারবে।

Address

Konya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Next time bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Konya

Show All