Dr. Saeyd Rashed Hasan Chowdury

Dr. Saeyd Rashed Hasan Chowdury Assistant Professor, Department of Basic Islamic Sciences (Sufism), Bartın University, Turkey.

বারটিন ইউনিভার্সিটির ইসলামিক সাইন্স অনুষদকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আমাকে The Commission for Internationalization ...
02/01/2025

বারটিন ইউনিভার্সিটির ইসলামিক সাইন্স অনুষদকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আমাকে The Commission for Internationalization and International Students (আন্তর্জাতিকীকরণ এবং আন্তর্জাতিক ছাত্র কমিশন) এর কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) হিসেবে নিযুক্ত করার জন্য। এই কমিশনের উদ্যেগে বিদেশী ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে, আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের পরিচিতিমূলক অনুষ্ঠান এবং বিদেশী ছাত্র ও শিক্ষক উভয়ের মধ্যে সমীক্ষা ফর্ম পূরণ করা হয়। কর্মসূচির লক্ষ্য ছিল অনুষদে শিক্ষার মান উন্নত করা এবং বিশেষ করে তুর্কি, আরবি এবং ইংরেজী ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা। এই কার্যক্রমে কমিশনের সমন্বয়কারী আমি, সহ-সমন্বয়কারী ড. কেন্ডা আলতেরকাভি, ড. তারেক মোহাম্মদ এলমোরসি হুসেইন এবং ড. আয়েশে চামুর ছাত্র-ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং মতবিনিময় করেন।

İslami İlimler Fakültesi Uluslararasılaşma ve Uluslararası Öğrenciler Komisyonu tarafından, 27 Aralık 2024 Cuma günü saat 11:00’de fakültenin zemin katında yer alan toplantı salonunda, fakültede öğrenim gören uluslararası öğrencilere yönelik bir program düzenlenmiştir.
Program kapsamında, uluslararası öğrencilerin tanıtım etkinliği gerçekleştirilmiş ve hem uluslararası öğrenciler hem de öğretim elemanları tarafından anket formları doldurulmuştur. Program, fakültede eğitim kalitesini artırmayı hedeflemiş ve özellikle Türkçe ile Arapça dil becerilerinin geliştirilmesine yönelik olarak komisyon koordinatör Dr. Öğr. Üyesi Saeyd Rashed Hasan CHOWDURY, Koord. Yrd. Dr. Öğr. Üyesi Kenda ALTERKAWI, Dr. Öğr. Üyesi Tarek Mohamed Elmorsy HUSSEIN ve Öğr. Gör. Dr. Ayşe ÇAMUR tarafından öğrencilere çeşitli önerilerde bulunulmuş, fikir alışverişinde bulunulmuştur.
Ayrıca, Komisyon, uluslararası öğrencilerin akademik gelişimlerini desteklemek ve eğitim faaliyetlerini daha etkili hale getirmek amacıyla 2025 bahar dönemi içerisinde bir başka programın düzenlenmesi yönündeki öneriyi oy birliğiyle kabul etmiştir.
Bu etkinlik, İslami İlimler Fakültesi’nin uluslararasılaşma hedefleri doğrultusunda önemli bir adım teşkil etmekte ve fakültenin akademik ve kültürel çeşitliliğini artırmaya yönelik çabalarını yansıtmaktadır.

আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অত্যন্ত আনন্দের সাথে আমার একটি গবেষণামূল কাজ শেয়ার করতে চাই। ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্ব...
14/12/2024

আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অত্যন্ত আনন্দের সাথে আমার একটি গবেষণামূল কাজ শেয়ার করতে চাই। ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বের হাতে গোনা কয়েকটি জার্নালের অন্যতম একটি Q1 জার্নাল Ulumuna: Journal of Islamic Studies এর ডিসেম্বর ২০২৪ সংখ্যায় (২৮তম ভলিউম, ২য় সংখ্যায়) আমার “Unveiling Sufi Legacies in Dhaka of Bangladesh: A Chronological Discourse on Islamic Heritage” শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হয়েছে।
বর্তমান বিশ্বে ইসলামিক স্টাডিজের Q1 (স্কোপাস) জার্নালের সংখ্যা হাতে গোনা কয়েকটি, এ কারণে একজন ইসলামিক স্টাডিজের ফ্যালাটি মেম্বার হিসেবে এই পর্যায়ের জার্নালে প্রবন্ধ প্রকাশ একটি দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে ৯ বারেরও অধিক রিভিউয়ারদের সংশোধনী গ্রহণ করতে হয়েছে, যা বারবার মানসিক ও একাডেমিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। তবুও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এবং আপনাদের মূল্যবান দোয়ার সাহায্যে এই কঠিন যাত্রার সফল সমাপ্তি সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকা বিনির্মাণে প্রখ্যাত আলিম ও ইসলামিক স্কলারদের অনেক অবদান ছিলো এই বিষয়ে প্রচুর গল্প-কাহিনী থাকলেও একাডেমিক ডিসকাশন খুব বেশি দেখা যায় না। তাই আশা করি, ইসলামিক স্টাডিজ ও ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণার ক্ষেত্রে এই প্রবন্ধটি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সংশ্লিষ্ট গবেষকদের জন্য সহায়ক হবে।
I am delighted to share my latest research contribution: “Unveiling Sufi Legacies in Dhaka of Bangladesh: A Chronological Discourse on Islamic Heritage,” published in the December 2024 issue (Vol. 28, No. 2) of the prestigious Q1 journal Ulumuna: Journal of Islamic Studies.
Given the limited number of Q1-ranked journals in Islamic Studies worldwide, publishing in such a highly regarded platform has been a rigorous yet rewarding journey. Over the past year, I underwent nine rounds of meticulous revisions and addressed extensive reviewer feedback, making this achievement both academically and personally challenging. Alhamdulillah, I successfully completed this process with reliance on Allah and the support of your prayers.
This article explores the pivotal role of renowned Islamic scholars in shaping Dhaka, the capital of Bangladesh. While rich narratives on their contributions abound, academic discourse remains limited. I hope this work significantly advances the field of Islamic Studies and Theology, providing a valuable resource for scholars and researchers alike.
Sizinle büyük bir mutluluk ve heyecan içinde bir araştırma çalışmamı paylaşmak istiyorum. İslam İlimleri alanında dünyaca saygın Q1 dergilerinden biri olan Ulumuna: Journal of Islamic Studies dergisinin Aralık 2024 sayısında, 28. cilt, 2. sayısında “Unveiling Sufi Legacies in Dhaka of Bangladesh: A Chronological Discourse on Islamic Heritage” başlıklı makalem yayımlandı.
Access to the article:
https://www.researchgate.net/.../386520322_Unveiling_Sufi...
https://doi.org/10.20414/ujis.v28i2.873

এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ...
06/12/2024

এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ...

আজ ২৪ নভেম্বর, তুরস্কে শিক্ষক দিবস অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ দিনটি শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের...
24/11/2024

আজ ২৪ নভেম্বর, তুরস্কে শিক্ষক দিবস অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ দিনটি শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত। আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা বিশেষ আয়োজনের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিশেষত, নতুন ও বিদেশী শিক্ষক হিসেবে এর চেয়ে আনন্দের কি হতে পারে।
Saygıdeğer Rasheed Hocam, Bu anlamlı günde size olan teşekkür ve minnettarlığımı ifade etmek istedim. Derslerinizde sadece bilgiyi değil, bilginin ruhunu, hikmetini ve derinliğini bize aktarıyorsunuz. Tasavvufun manevi zenginliğiyle, kalbimize dokunan sözleriniz ve öğretileriniz sayesinde, kendimizi daha derinden tanıma ve Rabbimize yakınlaşma yolunda çok şey öğrendik. Her dersinizde ilimle hikmeti harmanlayan o samimi üslubunuz, bana sadece akademik bir bakış açısı kazandırmakla kalmadı, aynı zamanda hayatı daha derin ve anlamlı bir şekilde kavramama vesile oldu. Tasavvufun güzelliklerini bizlere anlattığınız her an, kalplerimize unutulmaz izler bıraktınız. Bugün size tekrar teşekkür ediyor ve dualarınızda yer bulmayı diliyorum. 24 Kasım Öğretmenler Gününüz kutlu olsun, hocam. İyi ki varsınız. Saygı ve selamlarımla। (সম্মানিত রাশেদ স্যার, এই অর্থবহ দিনে, আমি আমার কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চাই। আপনার ক্লাসগুলোতে আপনি আমাদের শুধুমাত্র জ্ঞান দেন না, বরং সেই জ্ঞানের আত্মা, প্রজ্ঞা এবং গভীরতাও আমাদের সঙ্গে ভাগাভাগি করেন। আপনার হৃদয় ছোঁয়া কথা এবং শিক্ষা আমাদের নিজেদের গভীরভাবে জানার এবং আমাদের স্রষ্টার কাছে আরো ঘনিষ্ঠ হওয়ার পথ দেখিয়েছে। প্রতিটি পাঠে আপনার জ্ঞান এবং প্রজ্ঞাকে একত্রিত করা সেই আন্তরিক উপস্থাপন শুধু আমাকে একাডেমিক দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করেনি, বরং জীবনের গভীরতা এবং অর্থ উপলব্ধি করার সুযোগ দিয়েছে। স্প্রিচুয়ালিটির সৌন্দর্য যখনই আপনি আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের হৃদয়ে চিরস্থায়ী প্রভাব রেখেছেন। আজ আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং আশা করি, আপনার দোয়ায় আমার নাম থাকবে। ২৪ নভেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা। আপনি আমাদের জীবনে সত্যিই বিশেষ একজন, শ্রদ্ধা এবং সালামের সাথে)।

আলহামদুলিল্লাহ, তুরস্কের প্রথম সারির আঙ্কারা বিশ্ববিদ্যালয়, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, মারমারা বিশ্ববিদ্যালয়, ২৯ মায়ি...
20/10/2024

আলহামদুলিল্লাহ, তুরস্কের প্রথম সারির আঙ্কারা বিশ্ববিদ্যালয়, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, মারমারা বিশ্ববিদ্যালয়, ২৯ মায়িস বিশ্ববিদ্যালয় ও ইসলাম রিসার্চ সেন্টার সম্মিলিতভাবে ইসলাম রিসার্চ সেন্টারে (ইসাম) তুরস্কের ১০০ বছরে ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ (Theology Faculties In Türkiye On Their 100th Anniversary) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে প্রায় ২৫০ রিসার্চ পেপারের মধ্যে অরগানাইজিং কমিটি ৪০ টি পেপারের মধ্যে আমার গবেষণা প্রবন্ধটি কনফারেন্স এর জন্য নির্বাচিত করায় আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করছি এবং কনফারেন্স কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার গবেষণা পেপারে Historical Analysis of Islamic Studies in Universities: A Comparative Discussion between Türkiye and the Indian Subcontinent (তুরস্কের ইসলামিক স্টাডিজ ও ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর ইসলামিক স্টাডিজের তুলনামূলক) বিষয়ের উপর পর্যালোচনা করেছি। এই ক্ষেত্রে এই দেশগুলোর ইসলামিক স্টাডিজের ইতিহাস, সিলেবাস, ক্যারিয়ার এবং চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করেছি। তুরস্কের প্রথম সারির একাডেমিসিয়ান, আমেরিকার ও ইউরোপের বিভিন্ন প্রফেসরদের সাথে এই কনফারেন্স অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি অভিভূত হয়েছি। কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. আলী এরবাস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এরোল ওজভার, ইসামের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুর্তেজা বেদির এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন মহোদয় এবং অনেক অধ্যাপক গণ। বাংলাদেশী ভাইদের বিশেষ করে মাসুম ভাই, হামিম ভাই, মামুন ভাই, রাজিব ভাই, আব্দুর রাউফ ভাই, মোসাদ্দেক বিল্লাহ, শহীদুল ইসলাম ভাইয়ের সাথে কনফারেন্সে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। সামনের দিনগুলোর জন্য দু’আ চাচ্ছি।

Alhamdulillah, I am deeply grateful to Allah for the opportunity to present my research paper at the international conference titled "Theology Faculties in Türkiye on Their 100th Anniversary," organized by Ankara University, Istanbul University, Marmara University, 29 Mayis University, and the Islamic Research Center (ISAM), in collaboration with the Islamic Research Center of Turkey. My paper was among the 40 selected from nearly 250 submissions, a great honour.
My research, titled "Historical Analysis of Islamic Studies in Universities: A Comparative Discussion between Türkiye and the Indian Subcontinent," focuses on a comparative analysis of Islamic Studies in universities across Türkiye, Bangladesh, Pakistan, and India. In this study, I analyzed the historical development, curriculum structure, career opportunities, and challenges of Islamic Studies in these countries. It has been a humbling experience to present my work alongside some of the most esteemed academics from Türkiye and professors from the United States and Europe.
The conference's distinguished guests included Turkey's Minister of Religious Affairs, Professor Dr. Ali Erbaş, the Chairman of the Higher Education Council, Professor Dr. Erol Özvar, and ISAM President Professor Dr. Murtaza Bedir, among others. Their insights truly inspire me.
I humbly ask for your prayers as I hope this experience fosters further growth in my academic journey.

জ্ঞান জগতের মহান পথিকৃৎ, আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন ,কলকাতা আলিয়া মাদরাসা থেকে উ...
15/09/2024

জ্ঞান জগতের মহান পথিকৃৎ, আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন ,কলকাতা আলিয়া মাদরাসা থেকে উপমহাদেশের মধ্যে( ফ্রাস্ট ক্লাস ফ্রাস্ট) গোল্ড মেডেন প্রাপ্ত হাজির হাট হামেদিয়া কামিল (এম. এ) মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমার শ্রদ্বেয় নানা ,আল্লামা ছাইয়েদ আহমদ (রঃ) এর ওফাত দিবস আজ ১৫ই সেপ্টেম্বর।

আল্লাহ নানাজ্বীকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

মাস্টার্স (এমফিল) ভর্তি পরীক্ষার কমিটির সদস্য হওয়ার নতুন এক অভিজ্ঞতাঃবারটিন ইউনিভার্সিটির ফল সেমেস্টারে মাস্টার্সে ভর্তি...
09/09/2024

মাস্টার্স (এমফিল) ভর্তি পরীক্ষার কমিটির সদস্য হওয়ার নতুন এক অভিজ্ঞতাঃ

বারটিন ইউনিভার্সিটির ফল সেমেস্টারে মাস্টার্সে ভর্তি পরীক্ষার ৫ জনের কমিটিতে আমাকে মূল সদস্য হিসেবে নির্বাচিত করায় বিভাগীয় চেয়ারম্যান ও ডীন স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গত বছরে সাধারণত অনার্স ও মাস্টার্সে ক্লাস ও পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা হয়েছিল কিন্তু এই বছর মাস্টার্সের ভর্তি পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার প্রশ্ন করা থেকে শুরু করে পরীক্ষায় ডিউটি ও ভাইবা বোর্ডের মেম্বার হিসেবে প্রশ্ন করা, শেষে সবকিছু মূল্যায়ন করে সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে এক নতুন অভিজ্ঞতা যুক্ত হলো। আমাদের দেশে সাধারণত অনার্স সম্পন্ন করার পরে সবাই ঐ ইউনিভার্সিটিতে অটোম্যাটিকেলি মাস্টার্স করতে পারে কিন্তু এখানের প্রসেসটা সম্পন্ন ভিন্ন। উল্লেখ্য, আমাদের বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা ১৫০ জন ছাত্রের মধ্যে মাত্র তিনজন মাস্টার্সের জন্য নির্বাচিত হয়।

এইবার তুরস্কের মাস্টার্সের সিলেকশনের পদ্ধতিটা আলোচনা করতে চাই, আমাদের বেসিক ইসলামিক সাইন্স বিভাগে মাস্টার্সের জন্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এপ্লিকেশন করে ৪৩ জন, বিভাগ প্রতি বছর ১০ জন কে নির্বাচন করে, তাই খুবই কম্পিটিশন হয়। সাধারণত এই দেশগুলোতে অনার্স শেষ করা শিক্ষার্থীরা সবাই মাস্টার্স করে না। আবেদনের ক্রাইটেরিয়া অনেক কঠিন হওয়ায় মাত্র ৫ থেকে ১০ পারসেন্ট শিক্ষার্থীরা এখানে মাস্টার্সের জন্য এপ্লাই করে। যারা মাস্টার্স করতে চায়, সাধারণত তাদেরকে অনার্স শেষ করার পর তার্কিশ জিআরই ও একটি বিদেশি ভাষার পরীক্ষা দেওয়া লাগে এবং ৫৫ এর উপরে পেতে হয়। তারপরে বিশ্ববিদ্যালয় তাদের কাছ থেকে লিখিত ও ভাইবা নেয়। পরবর্তীতে তাদের অনার্সের সিজিপিএ, তার্কিশ জিআরই ও একটি বিদেশি ভাষার পরীক্ষার স্কোর, লিখিত ও ভাইবা পরীক্ষার প্রাপ্ত নাম্বার যোগ করে তাদেরকে মাস্টার্সের জন্য সিলেক্ট করে।

আশাকরি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এই পদ্ধতিগুলোকে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষায় আরো সুফল বয়ে আনতে পারে।

আলহামদুলিল্লাহ, আজকে ভারতের কেরালার দারুল হুদা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মালিক দিনার ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত “Acade...
10/08/2024

আলহামদুলিল্লাহ, আজকে ভারতের কেরালার দারুল হুদা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মালিক দিনার ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত “Academic Conference on Decline of Caliphate and its impact on Islamic World” -এ অতিথি বক্তৃতা (guest talk) হিসেবে লেকচার প্রদান করলাম। কনফারেন্স হলে সবাই যেভাবে মনোযোগ দিয়ে শুনেছিলো, সত্যিই অনেক মুগ্ধ হয়ে গেলাম।
Alhamdulillah, today I delivered a guest talk at the "Academic Conference on Decline of Caliphate and its Impact on the Islamic World" organized by the Malik Deenar Islamic Academy of Darul Huda Islamic University in Kerala, India. I was genuinely impressed by how attentively everyone in the conference hall listened—mainly thanks to dear Dr. Musthafa Delampady.

আহারে ক্ষমতা, আহারে দাম্ভিকত, গত মাসেও যেটা কল্পনার বাহিরে ছিলো অথচ আজকে। বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি য...
05/08/2024

আহারে ক্ষমতা, আহারে দাম্ভিকত, গত মাসেও যেটা কল্পনার বাহিরে ছিলো অথচ আজকে।

বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। (আলে-ইমরানঃ আয়াত নং – ২৬)।

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الۡمُلۡكِ تُؤۡتِی الۡمُلۡكَ مَنۡ تَشَآءُ وَ تَنۡزِعُ الۡمُلۡكَ مِمَّنۡ تَشَآءُ ۫ وَ تُعِزُّ مَنۡ تَشَآءُ وَ تُذِلُّ مَنۡ تَشَآءُ ؕ بِیَدِكَ الۡخَیۡرُ ؕ اِنَّكَ عَلٰی كُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ

04/08/2024

رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا.

আলহামদুলিল্লাহ। আজকে যখন দেখলাম আব্বু কমলনগর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আব্বুর নিজ হাতে গড়া মাত...
30/04/2024

আলহামদুলিল্লাহ। আজকে যখন দেখলাম আব্বু কমলনগর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আব্বুর নিজ হাতে গড়া মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদরাসা শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে নির্বাচিত হয়েছে, তখন আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আব্বুকে অসংখ্য মুবারকবাদ ও অভিনন্দন। আব্বু তাঁর সারাটা জীবন ব্যায় করেছেন এই মাদরাসার পিছনে; কিভাবে এই মাদরাসাকে ভালো একটা প্রতিষ্ঠানে রুপান্তরিত করা যায়। আলহামদুলিল্লাহ্‌, আজকে তিনি সফল একজন অধ্যক্ষ; তার ছাত্ররা ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বিভিন্ন সেক্টরে।
ছোট বেলা থেকে প্রায় দেখতাম, রাত বারোটা থেকে একটা গড়িয়ে, আমরা ভাই-বোনেরা ঘুমানোর জন্য প্রস্তুত, তখনো আব্বু মাদরাসার কাজ নিয়ে ব্যস্ত, দিন নাই, রাত নাই, সব সময় মাদরাসা নিয়ে বড় বড় প্ল্যান করতেন। মাঝে মধ্যে আব্বুর প্রতি বিরক্ত হতাম কেন উনি এত কষ্ট করতেছেন, আমাদেরকে ঠিকমতো একটু সময় দিতে পারতেন না, তখন প্রায় অনুভব করতাম প্রিন্সিপ্যাল হওয়া বুঝি এত কষ্টের, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য শিক্ষকরা সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস করলেও প্রিন্সিপ্যালের অফিস টাইম নাই, ছব্বিশ ঘণ্টায় অফিস টাইম।
পূর্বে আব্বুর এইসকল কষ্টগুলো না বুঝলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরে বুঝতেছি, একজন শিক্ষকের নির্ধারিত কোন অফিস টাইম নেই, ছব্বিশ ঘণ্টাই অফিস টাইম, কিভাবে সময় এতো দ্রুত চলে যায়, সেটা বুঝার আগেই দেখি অন্য আরেকদিন সামনে হাজির।
সবাই আমার আব্বুর জন্য দো’আ করবেন, আল্লাহ যেন আব্বুর কাজের মধ্যে বারাকাহ দান করার পাশাপাশি হায়াতে তাইয়্যেবা দান করেন।

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।Wishing you a blessed Eid-ul-Fitr filled with love, joy, and peace.Ramazan Bayramınız Mübare...
10/04/2024

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Wishing you a blessed Eid-ul-Fitr filled with love, joy, and peace.

Ramazan Bayramınız Mübarek Olsun.

اللهم تقبل منا ومنكم الصيام والقيام وصالح الأعمال وعيدكم مبارك سعيد أعاده الله علينا وعليكم باليمن والبركات و بالصحة والعافية وكل عام وانتم بالف خير.

বারটিন বিশ্ববিদ্যালয় এর ইসলামিক সাইন্স বিভাগ ও বারটিন দিয়ানাত এর উদ্যেগে ২৭ রমজান আকাআঁচ মসজিদে একটি কনফারেন্সে এর আয়...
09/04/2024

বারটিন বিশ্ববিদ্যালয় এর ইসলামিক সাইন্স বিভাগ ও বারটিন দিয়ানাত এর উদ্যেগে ২৭ রমজান আকাআঁচ মসজিদে একটি কনফারেন্সে এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিক ইসলামিক সাইন্স বিভাগের চেয়ারম্যান ড. এরদোয়ান খয়জু ও মোহাম্মদ টুরে স্যার সহ অনেকে।

বারটিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্সের ইফতার মাহফিলে।
09/04/2024

বারটিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্সের ইফতার মাহফিলে।

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৩ বছরের নিরলস প্রচেষ্টা এবং পাঁচ জন স্বনামধন্য অধ্যাপকের প্রুফ রিডিংসহ দীর্ঘ ...
13/03/2024

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৩ বছরের নিরলস প্রচেষ্টা এবং পাঁচ জন স্বনামধন্য অধ্যাপকের প্রুফ রিডিংসহ দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের বেসিক ইসলামিক সাইন্স (সুফিজম) বিভাগের ‘আঙ্কারা কালেম নেসরিয়েত’ প্রকাশনী থেকে বাংলাদেশে ইসলাম ও সুফিবাদ “Bangladeş'te İslam ve Tasavvuf” শিরোনামে তার্কিশ ভাষায় আমার গবেষণামূলক একাডেমিক বইটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ইসলামকে তার্কিশ ভাষায় তার্কিশ একাডেমিয়াতে অন্তর্ভুক্ত করাতে অনেক বেশি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, দেশের প্রতি মনে হয় আরেকটু দায়বদ্ধতা বেড়ে গেলো।
তবে সবচেয়ে যে বিষয়টা একটু কষ্টের কারণ মনে হয়েছে, ভার্সিটি এবং প্রকাশনী যখন বইয়ের প্রচ্ছদের জন্য বাংলাদেশের মুসলিম ঐতিহ্য মূলক ভালো কোন স্থানের ছবি চেয়েছিল, যার মধ্য দিয়ে বাংলাদেশের ইসলাম ও মুসলিম শব্দটি ফুটে উঠবে, বায়তুল মুকাররম থেকে শুরু করে বাগের হাটের ষাট গম্বুজ মসজিদের ছবিসহ প্রায় ১২ টি ছবি দিয়েছিলাম, কিন্তু কোন স্থানের ছবি দিয়ে তাঁদেরকে সন্তুষ্ট করাতে পারি নাই। উল্লেখ্য, অটোম্যানদের ইসলামী স্থাপত্যের নকশা ও কারুকার্য বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয়। অবশেষে বরিশালের বাইতুল আমান গুঠিয়া জামে মসজিদের ছবিকে সিলেক্ট করে বইয়ের প্রচ্ছদের জন্য মনোনীত করলো। আগামীতে ভালো কিছু করার জন্য দু’আর অপেক্ষায়।
Alhamdulillah, by Allah’s infinite mercy, my research academic book in Turkish titled “Islam and Sufism in Bangladesh” has been published by the Ankara University Basic Islamic Science (Sufism) Department’ Ankara Kalem Nesriyet’ Publication.
Saeyd Rashed Hasan Chowdury

12/03/2024
আপনাদের মনে হাজারো প্রশ্ন, তুরস্কে পড়াশোনা শেষে ক্যারিয়ার কেমন হবে? এখানে চাকরি পাওয়া যায় কিনা? স্থায়ীভাবে বসবাস করার সু...
10/02/2024

আপনাদের মনে হাজারো প্রশ্ন, তুরস্কে পড়াশোনা শেষে ক্যারিয়ার কেমন হবে? এখানে চাকরি পাওয়া যায় কিনা? স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে কিনা? তুরস্কে স্কলারশিপ নিয়ে পড়তে আসা সিদ্ধান্ত সঠিক হবে কিনা? বুরসলারি স্কলারদের ক্যারিয়ার কেমন হয়?

আপনাদের মনে উঁকি দেয়া এমন হাজারো প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি বিশেষ ফেসবুক লাইভ-

"তার্কিশ স্কলারশিপ, ক্যারিয়ার ও জব মার্কেট"

তারিখ: ১০ ফেব্রুয়ারি, শনিবার
সময়: সন্ধ্যা ৭:০০টা (বাংলাদেশ সময়)

আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন,

১. ড. শাহেন শাহ
সহযোগী অধ্যাপক, ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটি, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর একজন হিসেবে স্বীকৃতি প্রাপ্ত এবং তুর্কিয়ে বুরসলারি স্কলার।

২. ড. রাশেদ হাসান চৌধুরী
সহকারী অধ্যাপক, বারতিন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ও তুরস্কের রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত তুর্কিয়ে বুরসলারি স্কলার।

৩. ড. মুমিন
সহকারী অধ্যাপক, আতাতুর্ক ইউনিভার্সিটি এবং তুরস্কের রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত তুর্কিয়ে বুরসলারি স্কলার।

লাইভটি মডারেট করবেন:
নাজমুল ইসলাম মজুমদার
শিক্ষার্থী, সিভাস জুমহুরিয়েত ইউনিভার্সিটি

আমাদের এই গ্রুপে👇 লাইভটি দেখবেন আগামীকাল শনিবার ঠিক বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০টায়।

গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/TurkeyScholarshipBD/?ref=share&mibextid=NSMWBT

পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবীকেও দেখার সুযোগ করে দিন।

আজকে আমাদের বারটিন বিশ্ববিদ্যালয়ে ই-স-রা-ঈ-লে-র গা-জা-য় গণহত্যা বন্ধে চমৎকার একটি “গাজা প্রদর্শনী” প্রোগ্রামের আয়োজন করা...
04/01/2024

আজকে আমাদের বারটিন বিশ্ববিদ্যালয়ে ই-স-রা-ঈ-লে-র গা-জা-য় গণহত্যা বন্ধে চমৎকার একটি “গাজা প্রদর্শনী” প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মহামান্য ভিসি মহোদয়সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি-বর্গ উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আজকে আমাদের বারটিন বিশ্ববিদ্যালয়ে ই-স-রা-ঈ-লে-র গা-জা-য় গণহত্যা বন্ধে চমৎকার একটি “গাজা প্রদর্শনী” প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মহামান্য ভিসি মহোদয়সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি-বর্গ উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

Address

Ankara

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saeyd Rashed Hasan Chowdury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Saeyd Rashed Hasan Chowdury:

Videos

Share