জন সংবাদ

জন সংবাদ জন মানুষের কথা বলে

27/08/2024

সোনাইমুড়ী পৌরসভা বন্যা পরিস্থিতি ভয়াবহ

☞ বিগত ২৩ জুন ২০২৪ ইং তারিখে বাংলাদেশ সরকার একটি আত্নঘাতী সিদ্ধান্ত নিয়েছে ভারত কে রেল ট্রানজিট সুবিধা দিয়ে!৭১-এ ভারত যে...
25/06/2024

☞ বিগত ২৩ জুন ২০২৪ ইং তারিখে বাংলাদেশ সরকার একটি আত্নঘাতী সিদ্ধান্ত নিয়েছে ভারত কে রেল ট্রানজিট সুবিধা দিয়ে!

৭১-এ ভারত যে মাস্টারপ্ল্যান করেছিলো ইন্দিরা গান্ধির কংগ্রেস সরকারের সময়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কে বিভক্ত করার মাধ্যমে দুই অংশের উপর ভারতীয় কর্তৃত্ব বা অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে স্বপ্ন বীজ ভারত বপন করেছিলো R*A*W এর মাধ্যমে সেই স্বপ্ন পূরণে হাসিনা সরকার ভারত কে আরোও এক ধাপ এগিয়ে দিলো এই চুক্তির মাধ্যমে।

বাংলাদেশের বৃহৎ স্বার্থকে ব্যতিরেকে একদম বিনা কারণে ভারত কে বাংলাদেশের মাটিতে এক্সেস দিয়ে বাংলাদেশ তার প্রতি নতজানু এটি জানান দিয়েছে শেখ হাসিনা সরকার। অথচ, রেল ট্রানজিট চুক্তিতে নেপাল ভুটানের সাথে বানিজ্যিক স্বার্থে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাগিয়ে নেয়ার সুযোগ ছিলো।

শিলিগুড়ি করিডোরের মাত্র ২৮ কিলোমিটারের এই ট্রানজিট সুবিধা তো পেলাম ই না সাথে তিস্তা প্রকল্প নিয়ে এখনো ধোয়াশা, এই চুক্তির সম্পূর্ণ ফায়দা শুধুই ভারতের সুতরাং বাংলাদেশের পররাষ্ট্র নীতি অথবা স্ট্রাটেজি অনুযায়ী এটি একটি অন্যায্য ও অসম চুক্তি।

☞ কেন এই আত্নঘাতী সিদ্ধান্ত নিলো
শেখ হাসিনার সরকার ??

মূলত হাসিনা সরকার একটি জনবিচ্ছিন্ন ডিকটেটরে পরিনত হয়েছে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে এই সরকার গ্রহণ যোগ্যতা হারিয়ে এক রকম দিশেহারা হয়ে পরেছে। যেহেতু, হাসিনা সরকারের সাথে জনগণের কানেকশন খুব দুর্বল তাই প্রতিবেশী পরাশক্তি ভারত এবং চীন থেকে শুরু করে পশ্চিমা পরাশক্তি গুলো হাসিনা কে থ্রেট করে হলেও নিজেদের স্বার্থ বাগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এই যাত্রায় ভারত সবার থেকে এগিয়ে রয়েছে।

বাংলাদেশের প্রতিটি ইন্সটিটিউশন কে ভারতীয় গোয়েন্দা সংস্থা R*A*W কব্জা করে নিয়েছে, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন তাদের নিয়ন্ত্রনে। অখণ্ড ভারত মিশনের শাখা উপশাখায় পরিনত হয়েছে। আরোও অনেক ইন্টারনাল স্পর্শকাতর বিষয় রয়েছে যা উল্লেখ করতে পারছি না ব্যক্তিগত নিরাপত্তার জন্যে। তবে, এতটুকু বুঝে নিতে হবে শেখ হাসিনা এই মুহুর্তে নিরুপায় সে চাইলেও এখন আর এই প্রতিষ্ঠান গুলোর কন্ট্রোল নিজের হাতে নিতে পারবে না।

☞ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা অফিসার কে হত্যার মাধ্যমে R*A*W যেই প্রজেক্ট শুরু করেছিলো সেই প্রজেক্ট সফল ভাবে বাস্তবায়নে এখন আর ভারতের কোন বাধা নেই। হাসিনা সরকার কে মসনদে টিকে থাকতে হলে ভারতের সাথে কম্প্রোমাইজ বাধ্যতামূলক। যার ফলে হাসিনা সরকার হয়তো নিজের অনিচ্ছা সত্ত্বেও এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। তবে, এই চুক্তি বাংলাদেশ এবং আওয়ামী লীগ উভয়ের জন্যেই আত্নঘাতী আমরা সেটা অচিরেই অনুধাবন করতে যাচ্ছি।

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভ...
25/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!

১৭৫৭ সালের ২৩ শে জুন -পলাশীর প্রান্তরে মীর জাফররা এই উপমহাদেশটা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে তুলে দিছিলো।আজকে ২০২৪ সালের ...
24/06/2024

১৭৫৭ সালের ২৩ শে জুন -
পলাশীর প্রান্তরে মীর জাফররা এই উপমহাদেশটা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে তুলে দিছিলো।

আজকে ২০২৪ সালের ২৩ শে জুন -
বাংলার প্রান্তরে কারা এই দেশটাকে গ্রেটার ইন্ডিয়ার হাতে তুলে দেয়, শুধু ভেবে দেখেন একবার...!

একটি কথা প্রচলিত হয়েছিল, "পদ্মাসেতু নাকি তৈরি করা হয়েছে শুধুমাত্র কলকাতা থেকে আগরতলায় ৭ ঘন্টায় পৌছানোর জন্য!" তখন কথাটা ...
24/06/2024

একটি কথা প্রচলিত হয়েছিল,
"পদ্মাসেতু নাকি তৈরি করা হয়েছে শুধুমাত্র কলকাতা থেকে আগরতলায় ৭ ঘন্টায় পৌছানোর জন্য!"

তখন কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়নি।

কিন্তু এখন খটকা লাগছে। আগে কলকাতা টু আগরতলা যেতে ট্রেনে সময় লাগতো প্রায় ৪০ ঘণ্টা! এখন লাগবে ৭ ঘণ্টা।
স্বাধীনতার পর শুধুই দেয়ার হিসেব, পাওয়ার হিসেব শূন্য!

মনে প্রশ্ন জাগে, পদ্মা সেতু কি আমাদের স্বার্থে তৈরী করা হয়েছে,
নাকি অন্যকারো স্বার্থে!
খালেদা জিয়া বলেছেন দেশ বিক্রি করে পদ্মা সেতু দরকার নেই। দেশের মানুষের সাথে বেইমানি করে ক্ষমতা চাই না।

প্রবাসী বাংলাদেশীরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আধ্যাবদি দেশ ও তাদের নিজেদের পরিবারের স্বার্থে কঠিন পরিশ্রম করে দেশে অর্থ ...
12/05/2024

প্রবাসী বাংলাদেশীরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আধ্যাবদি দেশ ও তাদের নিজেদের পরিবারের স্বার্থে কঠিন পরিশ্রম করে দেশে অর্থ পাঠিয়ে আসছেন। প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত অর্থে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে এক বিরাট ভূমিকা পালন করে আসছে। কিন্তূ বাস্তবতা হচ্ছে প্রবাসীরা নিজ দেশে নানাভাবে নিগৃহীত, নিপীড়িত ও হয়রানির শিকার হচ্ছেন। তাই প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষার্থে গঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশী অভিবাসী পরিষদ।সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের সমন্বয় করে নিজেদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাবে বলে মনে করেন বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সৈয়দ ও কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুল হক মুন্না।তারা বলেন- বর্তমান সরকার বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশী প্রবাসীদের স্বার্থ রক্ষায়ও অবদান রাখছেন, কিন্তু তা সত্ত্বেও আরও অনেক সমস্যা প্রবাসীরা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। তাই প্রবাসীদের স্বার্থ রক্ষার্থে প্রবাসী অভিবাসী পরিষদ ১৯ দফা দাবি পেশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী নিকট -প্রতিটি প্রবাসীদের পেনশনের আওতায় আনতে হবে,প্রবাসীর মৃত্যুর পর এককালীন অর্থ প্রদান করতে হবে,প্রবাসীর লাশ সরকারি খরচে তার পরিবারকে হস্তান্তর করতে হবে,প্রতিটি প্রবাসীকে লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আনা হোক। প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদের জন্য পেনসন স্কীম চালু করতে হবে যাতে বৃদ্ধ বয়সে তাদের জীবন যাপন করা সহজ হয়,প্রতিটি প্রবাসীকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে হবে,প্রবাসী পাসপোর্ট নবায়ন হয়রানী বন্ধ করতে হবে,প্রবাসীদের জন্য দূতাবাস সহায়তা জোরদার করতে হবে,দূতাবাসের মাধ্যমে সেই দেশের আইন অনুযায়ী তাৎক্ষণিক প্রবাসীদের সেবা প্রদান করতে হবে,প্রবাসী যে এজেন্সির মাধ্যমে বিদেশ ভ্রমন করিবে চুক্তি অনুযায়ী তার ক্ষতি পূরণ দিতে হবে। প্রবাসীরা যদি কোন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয় তাহলে চুক্তি অনুযায়ী তার ক্ষতিপূরণ দিতে হবে,প্রবাসীকে সরকারি খরচে ও স্বল্প মুনাফা ব্যাংক ঋণ প্রদান করতে হবে,প্রবাসীদের ভোটের অধিকার ও অনলাইনে ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে,এয়ারপোর্টে হয়রানি , অপমান, লাঞ্ছিত শিকার হয়ে থাকে তা বন্ধ করতে হবে, প্রবাসীদের ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধনের সংশোধনীয় সরকারি খরচে ও হয়রানি বন্ধ করতে হবে। সরকারি খরচের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে,পেশা "প্রবাসী" প্রবাসীদের নথি ভুক্ত করতে হবে, প্রবাসী নিয়োগ কর্মকর্তা দ্বারা প্রতারিত হলে দূতাবাসের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করতে হবে, অনেক প্রবাসীদের সম্পদ বেদখল হয়ে যাচ্ছে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বেদখল হয়ে যাওয়া সম্পদ প্রবাসীদের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আবেদন,প্রবাসীদের পাসপোর্ট নবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে,অনেক প্রবাসীর নামে মিথ্যা মামলা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারে ভূমিকা পালন করতে হবে,দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রবাসীদের প্রতি সহনশীল হতে হবে।

সরকারি কোন প্রকার অনুমোদন ছাড়ায় চলছে রমরমা আদম ব্যবসা। বর্তমানে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিজ্ঞাপন দিয়ে প্র...
25/12/2023

সরকারি কোন প্রকার অনুমোদন ছাড়ায় চলছে
রমরমা আদম ব্যবসা। বর্তমানে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। উত্তর বাড্ডাস্থ এই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সরকারি প্রশাসন গুলো কি আদৌও কোন ব্যবস্থা নিতে পারবে..???।

প্রবাসীদের দাবী দাওয়া ও অধিকার আদায়ে। বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী পরিষদ এর আত্মপ্রকাশ।এ রহমান অলি, লন্ডনঃ প্রবাসীদের দেশ...
18/12/2023

প্রবাসীদের দাবী দাওয়া ও অধিকার আদায়ে। বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী পরিষদ এর আত্মপ্রকাশ।
এ রহমান অলি, লন্ডনঃ প্রবাসীদের দেশে - বিদেশে নানা রকম হয়রানি ও বঞ্চনার অভিযোগ অনেক দিনের। প্রবাসীদের এই ক্ষোভ- বিক্ষোভ কে ব্যবহার করে প্রবাসীদের বিভিন্ন দাবী আদায়ে পাশে থাকার অঙ্গীকার নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরের তত্বাবধানে প্রবাসীদের নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নামে একটা বড় আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে কয়েক বছর আগে। যার প্রধান উপদেষ্টা হলেন নুরুল হক নুর। কিন্তু কয়েক মাস আগে ভিপি নুরের দল বাংলাদেশ গন অধিকার পরিষদের তৎকালীন আহবায়ক ড. রেজা কিবরিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রবাসীদের প্রেরিত অনুদান, অর্থ সাহায্য আত্মসাৎ এর অভিযোগ উঠে ভিপি নুরের বিরুদ্ধে। ফলশ্রুতিতে গন অধিকার পরিষদই ভিপি নুর গ্রুপ ও ড. রেজা কিবরিয়া গ্রুপে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এর প্রভাব পড়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপরে। প্রবাসীদের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের তাবেদারি না করে প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সংগঠিত থাকার প্রয়োজনীয়তা সামনে রেখে দীর্ঘদিন সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রবাসীদের জন্য একটি স্বতন্ত্র, অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে একমত হন এবং নুর গ্রুপ রেজা কিবরিয়া গ্রুপ কোন গ্রুপেরই সাথে সংশ্লিষ্ট না থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন মতামত ও আলোচনার ভিত্তিতে গত ৪ ডিসেম্বর ইউ কে প্রবাসী সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসাইন সৈয়দ কে আহ্বায়ক ও সৌদি আরব প্রবাসী ফজলুল হক মুন্না কে সদস্য সচিব করে সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন “বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী পরিষদ” এর ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষিত হয়।
আহবায়কঃ দেলোয়ার হোসেন সৈয়দ (ইউ.কে) যুগ্ম আহ্বায়ক বৃন্দঃ মোঃ অলি হোসাইন তালুকদার (ডেনমার্ক), জাফর চৌধরী (আমেরিকা), মাহবুবুল করিম সুয়েদ (ইউ.কে), শাকিল আদনান (সৌদি আরব), আরিফ রশিদ (কানাডা), ইমরান সাদিক আদনান (পর্তুগাল), মোহাম্মদ দেলোয়ার হোসেন (ইউ.কে), সোহাগ মাহমুদ সাইফ (সুইডেন), মাওলানা ফরিদউদ্দিন মজনু (ইউ,কে), দেলোয়ার রাজা চৌধুরী দারা (স্পেন), এনাম আহমেদ (ইউ.এ.ই), সদস্য সচিবঃ ফজলুল হক মুন্না (সৌদি আরব)
যুগ্ম সদস্য সচিববৃন্দঃ মজহারুল ইসলাম শাকিল (কুয়েত), শাহ আজম স্বাগর (মালয়েশিয়া), শাহদাৎ হোসেন (জার্মানি), কামাল পাশা (ওমান), জুলহাস সিকদার (মালদ্বীপ), মিস হেলেন বেগম (ইউ.কে), আলাল আহমদ জীবন (সৌদি আরব), হাফেজ মাওলানা আবদুর রহমান চৌধুরী (অর্থ) (ইউ.কে), অনুপম রাজিব (ইউ.কে), ইঞ্জিনিয়ার নাজমুল হাসান (ইউ.এ.ই), রুবেল আহমেদ (পর্তুগাল) সদস্যবৃন্দঃ মাওলানা রুহুল আমিন (ইউ.কে), আবদুল হক চৌধুরী (সৌদি আরব), মোহাম্মদ শিবলু তালুকদার (ফ্রান্স), অনিক চৌধুরী (মালয়েশিয়া), মুজাহিদ খান (ইউ.কে), সেলিম খান (সৌদি আরব), সৈয়দ শাহরিয়ার হোসেন (কানাডা), মনিরুজ্জামান খান (ইউ.কে), জোবায়ের হোসেন (ফ্রান্স), আবদুল মুকসিত চৌধুরী রাজিব (ইউ এস এ), জুয়েল শফিকুল (সিংগাপুর), মোঃ শামীম আহমেদ (মালদ্বীপ), মোঃ জাকির হসেন (ইটালি/ইউ.কে), হুমায়ুন খান (ইউ.কে), মোহাম্মদ লুতফুর হোসেন (ইউ.এস.এ), তাজুল ইসলাম নিটু (ইউ.কে), আশরাফ জনি (ইটালি/ইউ.কে), এম এন আহমেদ নানু (ইউ.কে), মোঃ আজমত কাজী (ইটালি/ইউ.কে), মুজিবুর রহমান (স্পেন), তারেক আহমেদ (ইউ. কে), শাহদাৎ খান (ইউ.এস এ), ইবাদ চৌধুরী (কানাডা), মোহাম্মদ সুমন (বাহরাইন), ডাঃ তাজুদ ইসলাম (ইউ.কে), মেহেদী হাসান (সৌদি আরব)

02/12/2023

আল্লাহ মাফ করুন
ভূমিকম্পে পুরো ঢাকা কেঁপে গেছে।
ঢাকার বাইরেও অনেক জেলায় ভূমিকম্প অনুভব হয়েছে আপনাদের জেলায় হয়েছে?

কেউ খেলার মাঠ থেকে সরাসরি সংসাদে আর কেউ লাল দালানের কৌঠায়, কারণ শুধু মতের পার্থক্য!!
29/11/2023

কেউ খেলার মাঠ থেকে সরাসরি সংসাদে আর কেউ লাল দালানের কৌঠায়, কারণ শুধু মতের পার্থক্য!!

গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়।  #গায়ক  #অনুপম_রায়  #...
27/11/2023

গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়।

#গায়ক #অনুপম_রায় #পরমব্রত_চট্টোপাধ্যায় #অভিনপতা #বিয়ে #পিয়া_চক্রবর্তী

মাগুরা ১ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকা ১০ আসন থেকে মনোনয়ন...
26/11/2023

মাগুরা ১ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান।

ঢাকা ১০ আসন থেকে মনোনয়ন পেয়েছেন চিত্র নায়ক ফেরদৌস।

সাকিব আল হাসানের নির্বাচনে দাঁড়ানো নিয়ে ওবায়দুল কাদেরের যা বললেনদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসা...
25/11/2023

সাকিব আল হাসানের নির্বাচনে দাঁড়ানো নিয়ে ওবায়দুল কাদেরের যা বললেন

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের অংশগ্রহণের কথা জানান দিলেই নেট দুনিয়াতে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। তবে ক্রিকেটার সাকিব আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে অনেক নায়ক-নায়িকা, পরিচালক এমপি। সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে সর্ব সাধারনের কাছে সে জনপ্রিয় মুখ মানুষ তাকে গ্রহন করবে। বাংলাদেশের যেকোনও জায়গা থেকেই সে দাঁড়াতে পারে।

গতকাল (২৪ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতি।

কিছু কারণে কোন কোন বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে তা আর প্রকাশ করা হচ্ছে না। একসঙ্গে তিনশ’ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, আপনারা অপেক্ষা করুন জানতে পারবেন।আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না। কারণ, আমরা যেসব প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি—ভিন্নভাবে, জেলাভিত্তিক বা বিভাগভিত্তিক প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।

তবে সাকিব আল হাসান, নির্বাচনে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রায় ১ ঘন্টা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি।

শুভমানকে নিয়ে শচীনকন্যা সারার বিস্ফোরক মন্তব্য
25/11/2023

শুভমানকে নিয়ে শচীনকন্যা সারার বিস্ফোরক মন্তব্য

আজকের আলোচিত সেরা খবরঅভিনেত্রী তানজিন তিশা ডিবি কার্যালয়জামিন পানি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।এদিকে রওশান এরশাদে...
21/11/2023

আজকের আলোচিত সেরা খবর

অভিনেত্রী তানজিন তিশা ডিবি কার্যালয়

জামিন পানি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

এদিকে রওশান এরশাদের মনোনয়ন ফরম নিয়ে চলছে জাপায় নাটক।

গর্ভনরের দাবি আগামী জুনের মধ্যেই ঘুড়ে দাড়াবে অর্থনীতি।

এই নিয়ে চতুর্থ বিয়ে করলো নোবেল তাও আবার এক ফুড ব্লগারের স্ত্রীকে।

19/11/2023
সারা দেশে নৌযান চলাচল বন্ধবিস্তারিত জানতে কমেন্ট বক্সের প্রথম কমেন্টপড়ুন
17/11/2023

সারা দেশে নৌযান চলাচল বন্ধ

বিস্তারিত জানতে কমেন্ট বক্সের প্রথম কমেন্ট
পড়ুন

Adresse

N'djamena

Téléphone

+966577457608

Site Web

http://jonosangbad.com/

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque জন সংবাদ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à জন সংবাদ:

Vidéos

Partager