Rasel Nerob

Rasel Nerob স্বার্থপর মানুষের পিছনে না ছুটে নিজের জন্য কিছু সময় ব্যয় করার প্রয়াস

দোকানদার যখন বউয়ের কথায় কাস্টমারের উপর রাগ করে,, 😄😄
01/09/2024

দোকানদার যখন বউয়ের কথায় কাস্টমারের উপর রাগ করে,, 😄😄

লিটন-মিরাজ আর হাসান মিলে দিনটা বাংলাদেশের করলো 👏
01/09/2024

লিটন-মিরাজ আর হাসান মিলে দিনটা বাংলাদেশের করলো 👏

সস্তা বিনোদন। স্যার ডাকতে হবে কেন হুদাই? 🤐বলা উচিত ভোগান্তির ব্যাপারে। দ্যাটস ইট। কিন্তু এরা জানে জনগণ কোনটা খাবে, সেই অ...
01/09/2024

সস্তা বিনোদন। স্যার ডাকতে হবে কেন হুদাই? 🤐
বলা উচিত ভোগান্তির ব্যাপারে। দ্যাটস ইট। কিন্তু এরা জানে জনগণ কোনটা খাবে, সেই অনুযায়ী স্পিচ দেয়। 🤣

01/09/2024

"স্যারের কাছে প্রাইভেট পড়লে পাস, না পড়লে ফেইল" এই ব্যবসা শুরু হওয়ার পর থেকেই শিক্ষকরা ছাত্রসমাজের কাছে তাদের সন্মান হারাইছে🙂

প্রশ্ন : মধু খাঁটি নয়। কীভাবে জানলেন? উত্তর : মুখে দিয়েই টের পেলাম বা জমে গিয়ে চিনির মত হয়ে গেছে।গুগল আর ইউটিউবের যুগে স...
01/09/2024

প্রশ্ন : মধু খাঁটি নয়। কীভাবে জানলেন?
উত্তর : মুখে দিয়েই টের পেলাম বা জমে গিয়ে চিনির মত হয়ে গেছে।

গুগল আর ইউটিউবের যুগে সবাই সব কিছু জানে। আপনি যদি ইউটিউবে গিয়ে Honey purity test লিখে সার্চ করতে শুরু করেন, তাহলে একটা ভিডিওতে তিনটি মধুর পিউরিটি পরীক্ষার কথা বলা হয়েছে :

১। জলে ঢেলে দিলে যদি সাথে সাথে জলের তলায় জমে তাহলে আসল।

২। আগুন ধরিয়ে দিলে যদি পুড়ে যায় তাহলে আসল।

৩। বুড়া আঙুলের মাথায় দিলে যদি একটা একটা বিন্দুর মতো স্থির হয়ে থাকে তাহলে সেটা আসল।

এ ছাড়াও আরো কিছু পদ্ধতির কথা আমরা শুনতে পাই :

১। পিঁপড়ে মধু খেলে সেটা আসল।
২। মধুতে পিঁপড়ে না ধরলে সেটা আসল।
৩। ফ্রিজে রেখে দিলে জমে না গেলে সেটা আসল।
৪। শীতকালে জমে গেলে তবেই সেটা আসল।

এই সমস্ত পরীক্ষায় মধুর গুণাগুণ ও মধুর শুদ্ধতার কিছুই প্রমাণিত হয় না। এই সব কিছুই প্রাচীন ধারণা পদ্ধতি।

কেন যায় না?

কারণ, মধুর সান্দ্রতা নির্ভর করে মধুর আর্দ্রতা ওপরে। যে মধুতে জল বেশি সেটা কম ঘন। যে মধুতে জল কম সেটা অনেক ঘন। মরু এলাকার ফুলের মধু আর বিল-বাওড় এলাকার ফুলের মধুতে অনেক তফাত থাকে।

মধুতে সামান্য মোম মিশিয়ে দিলেই মধুটা সটান জলের তলায় চলে যাবে, জমে থাকবে। আগুন ধরিয়ে দিলে আগুন জ্বলবে। মজার ব্যাপার হচ্ছে, এই মোমটা যদি মধুতে না মিশিয়ে চিনির রসে মিশিয়ে দেওয়া হয়, একই ফল পাবেন।

সত্যি কথা বলতে কী, খাঁটি মধু বানানোর চাপে অনেক ভালো মধু উৎপাদকরাও মধুকে প্রক্রিয়াজাত করতে বাধ্য হন। প্রক্রিয়াজাত মানে মৌমাছির তৈরি মধুকে উত্তপ্ত করে জলের পরিমাণ কমিয়ে ফেলা। দুঃখজনক হলেও, এ কাজটা করতে গিয়ে মধুর বেশকিছু পুষ্টিমান হারিয়ে যেতে পারে। এজন্য আমরা চেষ্টা করছি মানুষের মাঝে একটা সচেতনতাবোধ তৈরি করতে, মৌমাছিদের থেকে সরাসরি পাওয়া প্রাকৃতিক মধুই সবচেয়ে ভালো, হোক সেটার দাম বেশি, হোক সেটা একটু কম বা বেশী ঘন।

বিশ্বস্ত সোর্স থেকে মধু কেনাটাই হচ্ছে উত্তম কাজ।
সংগৃহিত

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র হতে সমুদ্রপথে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক ...
01/09/2024

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র হতে সমুদ্রপথে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক ক্যাবল জব্দ করেছে কোস্ট গার্ড

ধ্বং স স্তু পে দাঁড়িয়েও ইতিহাসের সৌধ যেভাবে গড়তে হয়...* ৩০ রানের নিচে ৬ উইকেট হারিয়ে আটে নেমে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইন...
01/09/2024

ধ্বং স স্তু পে দাঁড়িয়েও ইতিহাসের সৌধ যেভাবে গড়তে হয়...

* ৩০ রানের নিচে ৬ উইকেট হারিয়ে আটে নেমে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংন মেহেদী হাসান মিরাজের ৭৮।

* ছয়-সাতে ব্যাট করে দলীয় ৫০ রানের নিচে ক্রিজে গিয়ে তিনটি টেস্ট সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান লিটন কুমার দাস।

* ৫০ রানের নিচে ৬ উইকেট হারিয়ে টেস্ট ইতিহাসের প্রথম দেড়শ রানের জুটি লিটন-মিরাজের ১৬৫।

* প্রথমবার টানা তিন ইনিংসে ফিফটি মিরাজের। ১৮ ইনিংস পর সেঞ্চুরি লিটনের।

কী আশ্চর্য সব সংখ্যা... অথচ কতটা অনায়াসেই করেছেন দুজন...!

২৬ রানে ৬ উইকেট পড়ার পর বন্ধন গড়েছেন দুজন। অথচ ব্যাটিং দেখে মেনে হয়নি, চাপে আছেন কেউ...

নির্ভরতা, নিশ্চয়তা, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, ক্লাস, দুর্দান্ত শট নির্বাচন আর দারুণ মানসিকতা, সবকিছুর মিশেলে অসাধারণ পারফরম্যান্স...

দিনের শুরুটা ছিল দুঃস্বপ্নের। তবু দিনটা স্বপ্নময়...

01/09/2024

আন্দোলনের আসল মাস্টারমাইন্ড তো আমার নেত্রী আতিকা।

সে ওইসময় ৭ মিনিটে সব ক্লিয়ারের ঘোষণা না দিলে
পোলাপান এত এনার্জি পাইতো না।

এখন ঠিক আছে। 😃
01/09/2024

এখন ঠিক আছে। 😃

১৯৭০-এর দশকে কোকা-কোলা ছিল এক নম্বর, আর পেপসি চেয়েছিল সেই অবস্থানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। তাই তারা চালু করল পেপসি চ্যালেঞ্...
01/09/2024

১৯৭০-এর দশকে কোকা-কোলা ছিল এক নম্বর, আর পেপসি চেয়েছিল সেই অবস্থানে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। তাই তারা চালু করল পেপসি চ্যালেঞ্জ—একটা প্রতিযোগিতা, যেখানে মানুষ দুই ধরনের কোল্ড ড্রিংক একসাথে পাবে, আর বলবে কোনটা তাদের বেশি ভালো লেগেছে। পেপসি চ্যালেঞ্জের শুরু। দুইটা ব্র্যান্ডের ড্রিংক সামনে আছে, কিন্তু ব্র্যান্ডের নামগুলো গোপন। এটি ছিল একদম "অন্ধ ভাবে স্বাদ এর পরীক্ষা"। মানুষ দুই কাপ ড্রিংক পাবে, কিন্তু কোনো কাপেই ব্র্যান্ডের নাম থাকবে না। এরপর তাদের বলা হবে দুইটি ড্রিংক চেখে দেখতে এবং বলার জন্য কোনটি তাদের বেশি পছন্দ। মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ পেপসিকেই বেছে নিয়েছিল!

কিন্তু কেন পেপসি এই চ্যালেঞ্জের উদ্যোগ নিল? তখনকার সময়ে কোকা-কোলা ছিল একদম সুপারস্টার। সবাই ধরে নিয়েছিল কোকা-কোলা স্বাদে বেস্ট। কিন্তু পেপসি জানত, আসলে যদি মানুষ ব্র্যান্ডের নাম না জানে, তাহলে তারা পেপসিকেই বেশি পছন্দ করবে। তাই তারা ঠিক করল, মানুষ কী ভাবে! আর এইভাবেই জন্ম হলো পেপসি চ্যালেঞ্জের।

পেপসি তাদের এই চ্যালেঞ্জকে ছড়িয়ে দিল শহরের বিভিন্ন জায়গায়—শপিং মল, পার্ক, এবং জমজমাট জায়গা গুলোতে। তারা সরাসরি মানুষের কাছে গেল এবং তাদের ড্রিংক খেয়ে দেখার আমন্ত্রণ জানালো। পেপসি চেয়েছিল, এই চ্যালেঞ্জ যেন শুধু মজার না হয়, বরং মানুষের মধ্যে একটা আলাপ-আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তারা ছোট ছোট স্টেশন বানালো, যেখানে পেপসির এমপ্লয়িরা থাকত। যখন মানুষ দেখল যে তাদের পছন্দের ড্রিংক হলো পেপসি, তখন এটা কোকা-কোলার জন্য ছিল বিশাল একটা সারপ্রাইজ!

এই চ্যালেঞ্জকে আরও হাইপ দিতে পেপসি অনেক রকম এড চালু করল। টিভি, রেডিও, পত্রিকা—সব জায়গায় "টেক দ্য পেপসি চ্যালেঞ্জ!" স্লোগানটি ছড়িয়ে পড়ল। মানুষ এই ক্যাম্পেইনকে নিয়ে এতটাই এক্সাইটেড ছিল যে, সবাই পেপসির টেস্ট পরীক্ষা করতে চাচ্ছিল।

পেপসি চ্যালেঞ্জের জন্য শুধু না দেখে স্বাদ পরীক্ষা চালানোই যথেষ্ট ছিল না; তারা ভোক্তাদের সাথে সরাসরি কানেক্ট করতে চেয়েছিল। পেপসি জানত, যদি তারা এই চ্যালেঞ্জকে সফল করতে চায়, তাহলে সঠিক জায়গায় গিয়ে প্রচারণা চালাতে হবে। তারা এমন জায়গা বেছে নিল, যেখানে কোকা-কোলার ফ্যানবেস ছিল বড়, আর সেখানে গিয়ে তাদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিল। পেপসি জানত, মানুষ যদি এই চ্যালেঞ্জ নেয় এবং তাদের পছন্দ পেপসি হয়, তাহলে কোকা-কোলার বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে।

পেপসি চ্যালেঞ্জের সবচেয়ে বড় শিক্ষা ছিল—ব্র্যান্ডের চেয়ে আসল গুণগত মানই ম্যাটার করে। পেপসি প্রমাণ করেছিল, শুধু বিজ্ঞাপনের হাইপের চেয়ে আসল স্বাদ এবং ভোক্তার মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভোক্তারা যখন ব্র্যান্ডের নাম বাদ দিয়ে স্বাদ পরীক্ষা করল, তখন তারা বুঝল আসলে কোনটি বেশি পছন্দের। আর এই সহজ অথচ পাওয়ারফুল ধারণাই পেপসিকে বড় সাকসেস এনে দিল।

পেপসি চ্যালেঞ্জের পর কোকা-কোলা ছিল একটু কনফিউজড। তারা ভাবতে শুরু করল, তারা আসলে কতোটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোকা-কোলা নতুন কিছু নিয়ে আসার চিন্তা করল—“নিউ কোক” নামে নতুন ড্রিংক লঞ্চ করল, যা তারা আশা করেছিল পেপসির টেস্ট প্রতিযোগিতায় জিতে যাবে। কিন্তু "নিউ কোক" শেষ পর্যন্ত ব্যর্থ হলো, এবং কোকা-কোলা আবার তাদের পুরোনো ফর্মুলায় ফিরে গেল, যাকে তারা "ক্লাসিক কোক" বলে বাজারে আনল। পেপসি তাদেরকে বুঝিয়ে দিল, তারা শুধু প্রতিযোগিতায় থাকতে নয়, বরং জয়ী হতে এসেছে।

এখনো অনেক ব্র্যান্ড পেপসি চ্যালেঞ্জের মতো ক্যাম্পেইন করে, যেখানে তারা তাদের গ্রাহকদের সরাসরি পণ্যের সাথে পরিচয় করায় এবং রিয়েল এক্সপেরিয়েন্স দেয়। পেপসি চ্যালেঞ্জের সাকসেস শুধু একটা প্রতিযোগিতা ছিল না, বরং এটি ভোক্তাদেরকে প্রভাবিত করার এবং তাদের পছন্দকে সম্মান জানানোর অসাধারণ উদাহরণ ছিলো ।

পেপসি চ্যালেঞ্জ আমাদের শিখিয়েছে, ভোক্তার সাথে সরাসরি কানেক্ট হয়ে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে একটা ব্র্যান্ড কীভাবে সুপারহিট হতে পারে। এটা আমাদের দেখিয়েছে, উদ্ভাবন, ভোক্তা কেন্দ্রিকতা এবং সত্যিকারতা—এই তিনটি গুণ একটি ব্র্যান্ডকে সত্যিই এগিয়ে নিতে পারে। আপনি যখন কোনো কিছু বেছে নেবেন, তখন আসল জিনিসটা চেখে দেখুন। ব্র্যান্ড নয়, পণ্যই আসল।

01/09/2024

আন্দোলনের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড ছিলো বন্ধুর র'ক্ত। র'ক্ত দেখে বসে থাকতে পারিনি, কারো পরিকল্পনা বা তত্ত্বে নয়।

আশুলিয়ায় ভ্যানে হাত ঝুলে থাকা নিথর দেহের স্তূপঃ বীভৎস, লোমহর্ষক গণহত্যার হোতা যারাগত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষ...
01/09/2024

আশুলিয়ায় ভ্যানে হাত ঝুলে থাকা নিথর দেহের স্তূপঃ বীভৎস, লোমহর্ষক গণহত্যার হোতা যারা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আশুলিয়ায় বিকেলে এ ঘটনা ঘটে। গোপনে ধারণ করা ওই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলছেন, ভিডিওতে দেয়ালে থাকা পোস্টারে যাকে দেখা গেছে, তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। সাব্বির আহমেদ নামে আশুলিয়ার একজন সাংবাদিক জানান, ভিডিওচিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে। গণহত্যাকাণ্ডের পারিপার্শ্বিক প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে। পরে এসব মরদেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

* গণহত্যার নির্দেশ দেন কুখ্যাত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম
জুলাই বিপ্লবের সময় ঢাকা রেঞ্জে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ ১৩ জেলা) গণহত্যার নির্দেশদাতা কুখ্যাত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। লোমহর্ষক ভিডিওটির কেন্দ্র আশুলিয়া থানা তার আয়ত্তাধীন।

ঢাবির এএফ রহমান হলের প্রাক্তন ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় সহ পাঠাগার সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম ৫ই মে হেফাজত গণহত্যায় নেতৃত্ব দেওয়ার জন্য বিপিএম ও ২০১৮ সালের রাতের ইলেকশন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ পদক পিপিএম পদক লাভ করেন। (জবানবন্দি কমেন্টে)

এসপি থাকা অবস্থায় প্রকাশ্যেই চাঁপাই নবাবগঞ্জ আওয়ামীলীগের একটি উপদল তৈরি ও নিয়ন্ত্রণ করায় এসপিলীগ বলে কুখ্যাতি পান। নির্বাচনের আগে (অক্টোবর'২২) তাকে পুরস্কারস্বরূপ ডিআইজি পদোন্নতি দিয়ে ঢাকা রেঞ্জের (মেট্রোপলিটন বাদে ঢাকা বিভাগ) দায়িত্ব দেওয়া হয়।

৬ আগস্ট সরকার পতনের পর ডিআইজি নুরুল ইসলামকে বরখাস্ত করে সম্প্রতি আবার রাজশাহী পুলিশ একাডেমিতে ডিআইজি পদে সংযুক্ত করা হয়েছে।

* নেতৃত্বপ্রদান করেন এসপি কাফি
সেদিন কার নির্দেশে ডিবির টিম আশুলিয়ায় দায়িত্বে ছিল এমন প্রশ্নের জবাবে ঢাকা উত্তর (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফী স্যারের নির্দেশে সেদিন আমরা আশুলিয়ায় ছিলাম।' উল্লেখ্য জনাব মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম (বার), বিপি-৮৫১১১৪২৫২১ আওয়ামীলীগে আমলে ২৯ তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলো আব্দুল্লাহিল কাফি। আব্দুল্লাহিল কাফি চলতেন শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতি ছিলো আব্দুল্লাহিল কাফির বন্ধু ছিলেন। সে প্রায়ই আব্দুল্লাহিল কাফির সঙ্গে আড্ডা দিতে সাভার আসতেন।

কাফিকে সহযোগিতা করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শহীদ শাঈখ আসাবুল ইয়ামিনকে পৈশাচিক কায়দায় হত্যার নির্দেশে অভিযুক্ত।

* গণহত্যা বাস্তবায়নকারীঃ
ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনিসহ ভিডিওচিত্রে থাকা পুলিশের সদস্যরা।

অধস্তন কর্মকর্তার ছবির বিষয়ে জিজ্ঞাসা করলে ঢাকা উত্তর (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেন। আরাফাতের গ্ৰামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন।

রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন।' হত্যাকাণ্ডে বা গণহত্যায় অংশ নিতে তাদের অন্তর কাঁপেনি, ভিডিও প্রকাশের পর তারা আত্মগোপনে চলে গেছেন।

অবিলম্বে গণহত্যা পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অংশগ্রহণকারীদেরকে আইনগত প্রক্রিয়ায় কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

*বিস্তারিত কমেন্টে

ইন্টারনেট বন্ধ করার মূল কারন ছিল গণহত্যার ভিডিও গুলো যাতে করে ছড়িয়ে না পরতে পারে.
01/09/2024

ইন্টারনেট বন্ধ করার মূল কারন ছিল গণহত্যার ভিডিও গুলো যাতে করে ছড়িয়ে না পরতে পারে.

31/08/2024

আজকে খবরে আসছে — ডায়মন্ড ওয়ার্ল্ড ডায়মন্ড বলে যেসব বিক্রি করতো, সেসব আসলে জাস্ট কাঁচ। এরমধ্যে কোনো ডায়মন্ড নেই।

বুয়েটে ন্যানোম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে একটা এক্সট্রা কোর্স পড়ানোর সময় স্যার বলেছিলেন — দেশে ডায়মন্ড বলে যেসব বিক্রি করা হয়, সেসব একটাও ডায়মন্ড না, এসব এক বিশেষ ধরনের কাঁচ দিয়ে প্রস্তুত করা যার শেইপ ডায়মন্ড এর মতো হলেও ম্যাটেরিয়ালস ডায়মন্ডের না।

এটা আমি আগেই জানতাম বলেই ডায়মন্ড ওয়ার্ল্ড এর সাথে ২০১৯ সালে বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে গিয়ে বড়ো পর্যায়ের গ্যাঞ্জাম লাগে। পরে ওদের ম্যাটেরিয়ালসকে আমি চ্যালেঞ্জ করি। যেটা দিয়ে কথিত ডায়মন্ডের হার্ডনেস টেস্ট করে সেটাও সঠিক নয় বলে জানাই। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে বুয়েটের স্যার কী বলেছেন জানাই, সাথে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এর পরিচয় দেই। তখন তারা ফুললি নমনীয় হয়, এসব যে আর্টিফিসিয়াল ডায়মন্ড সেটা স্বীকার করে, দাম বেশ কমিয়ে রাখে। সাথে নাস্তা, তোষামোদ ফ্রি।

দেশের বিখ্যাত ডায়মন্ড শপ, ডায়মন্ড ওয়ার্ল্ড - তারা ডায়মন্ডের পরিবর্তে বিশেষ ধরনের কাঁচ বিক্রি করতো। কোটি কোটি টাকা দিয়ে যারা ডায়মন্ড কিনেছে, সেটা আসলে কাঁচ যার কোনো মূল্যই নেই। শুধু তাই না, তারা টোটাল সরকারের ভ্যাট ফাঁকি দিয়েছে 25,200 কোটি টাকা যা দিয়ে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে।

এই ডায়মন্ড ওয়ার্ল্ড এর মালিক কে জানেন? আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল। একটা দেশকে সবদিক থেকে কতোটা বীভৎসভাবে শেষ করে দেওয়া যায় তার অনন্য উদাহরণ হয়ে থাকবে, শেখের বেটি হাসিনা। এই মহিলা সম্ভবত ইবলিশ বা ফেরাউনকেও ছাড়িয়ে গেছে।

পরিবর্তনের শুরুটা কিন্তু এই ছাগলের কাহিনী দিয়েই শুরু হয়েছিল 😀এটাই আসল GOAT 🐐
31/08/2024

পরিবর্তনের শুরুটা কিন্তু এই ছাগলের কাহিনী দিয়েই শুরু হয়েছিল 😀
এটাই আসল GOAT 🐐

উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন...  😜
31/08/2024

উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন... 😜

এটা হচ্ছে দ্যা সিস্টার্স অনেক তো শুনলেন সেভেন সিস্টার্স অর্থাৎ সাত বোনেরা সম্পর্কে ! তবে আপনি কি সিস্টার সম্পর্কে জানেন ...
31/08/2024

এটা হচ্ছে দ্যা সিস্টার্স

অনেক তো শুনলেন সেভেন সিস্টার্স অর্থাৎ সাত বোনেরা সম্পর্কে ! তবে আপনি কি সিস্টার সম্পর্কে জানেন ?

এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম হাইওয়ে ! এর নাম I-80 highway. এর ডাক নাম হচ্ছে দা সিস্টার্স বা বাংলায় বোনেরা । নাম ছাড়াও এই হাইওয়ের আরেকটি অবাক হওয়ার বিষয় হচ্ছে এর থেকে তৈরি হওয়া দৃষ্টিভ্রম !

পরপর পাহাড়ের তিনটি সেট যেটি একটি আরেকটি থেকে বড় এর ওপর এই হাইওয়েটি থাকায় দূর থেকে যেখানে হাইওয়ে এর মাথা বা যতোটুকু দেখা যায় সেখানে দেখলে মনে হয় হাইওয়েটি যেন আকাশ ছুঁয়েছে ! অর্থাৎ মনে হবে যেন আপনি সেই রোড দিয়ে আকাশের পানে যাচ্ছেন ! এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত !

আমি জানতে চাই ~

এই ঘটনাটা কি সত্য? হাছান মাহমুদ কোথায়? তার কোনো খবর কেন পাইতেছি না আমরা? আর্মির গ্রেফতারগুলি যে নাটক, এই ঘটনা সত্য হইলে ...
31/08/2024

এই ঘটনাটা কি সত্য? হাছান মাহমুদ কোথায়? তার কোনো খবর কেন পাইতেছি না আমরা? আর্মির গ্রেফতারগুলি যে নাটক, এই ঘটনা সত্য হইলে তা অ্যাবসলুটলি প্রমাণিত হবে। তাইলে এই নাটক সে কীভাবে করতেছে? কার ইশারায় করতেছে? গভমেন্ট কী করতেছে? বিএনপিজুজু আর প্রতিবিপ্লব দেখায়ে দেখায়ে পর্দার আড়ালে কী কী হচ্ছে মূলত? এসব বললে আবার মুরব্বিরা রাগ করেন। বলেন কিনা, পোতিবিপ্লব হচ্চে।

এই ঘটনা যদি সত্য হয়, তাইলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টারে জবাবদিহি করতে হবে। জুলাই রেভ্যুলুশনের সাথে বেঈমানি করে কেউই পার পাবেন না, এটা মাথায় রাইখেন।

Nice and attractive 🧐
31/08/2024

Nice and attractive 🧐

31/08/2024

বিডিআর বিদ্রোহের অনেক তথ্য সোহেল তাজ জেনে থাকতে পারেন। অবিলম্বে সোহেল তাজ কে আইনি হেফাজতে নেয়া দরকার , তার আইনি নিরাপত্তা দরকার। এই হত্যার খল নায়করা সোহেল তাজ কে হত্যা করে গুরুত্বপূর্ণ তথ্য পেতে বাধা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত সোহেল তাজ কে পুলিশ হেফাজতে নিন।

- পিনাকী ভট্টাচার্য

যারা বলেন, ভারত পেঁয়াজ সাপ্লাই বন্ধ করে দিলে কী হবে - ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মি...
31/08/2024

যারা বলেন, ভারত পেঁয়াজ সাপ্লাই বন্ধ করে দিলে কী হবে -

ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এতে কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা।

দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন। দেশীয় ফলনের বাইরে ৩০ শতাংশ চাহিদা পূরণ করত ভারত। কিন্তু এখন ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেয়ায় দেশে খুচরায় পেঁয়াজের দাম ওঠে ১৪০ টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা। ফলে কেজিতে কমে এসেছে ৩০ থেকে ৪০ টাকা।

এটা তো জাস্ট একটা উদাহরণ। আমরা যদি কালোবাজারি আর দুর্নীতিটা বন্ধ করতে পারি তাহলে আর ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না।

31/08/2024

আশেপাশে এত পরিমান সুশীল যা খুবই বিরক্তি কর 🥴

ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে যখন লাঞ্চিত করা হয়েছে!
তখন আপনাদের প্রতিবাদ কই ছিলো???
প্রিয় সুশীল সুধীর ভাই 🥴

31/08/2024
31/08/2024

জাবি ভর্তি পরীক্ষায় মাত্র ৯ পেয়েও ২০০৮-২০০৯ সেশনে ছাত্রলীগের সুপারিশে ভর্তি!

ভর্তি পরীক্ষায় মাত্র ৯ পেয়েও তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি মাহফুজুল হায়দার রোটনের সুপারিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ছাত্রলীগ কর্মী মোল্লা রাজিব আহমেদ। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি।

২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তির সময় জাবির ভিসি ছিলেন গোপালগঞ্জের ড. শরিফ এনামুল কবির। রাজিবকে ভর্তি করানোর জন্য রোটন ফোন করেন শরিফ এনামুল কবিরকে। ফলে তার ভর্তি পরীক্ষার কোনো তথ্য আমলে না নিয়েই নিজের ক্ষমতা বলে রাজিবকে ভর্তি করানোর নির্দেশ দেন শরিফ এনামুল কবির।

সূত্র : ভোরের কাগজ

স্কুলের প্রধান শিক্ষকের চেয়ারে নৌকা লাগাইবেন, আর ছাত্র-ছাত্রীরা যখন গলা চেপে ধরে বলে পদত্যাগ করার জন্য তখন বলেন আমি শিক্...
31/08/2024

স্কুলের প্রধান শিক্ষকের চেয়ারে নৌকা লাগাইবেন, আর ছাত্র-ছাত্রীরা যখন গলা চেপে ধরে বলে পদত্যাগ করার জন্য তখন বলেন আমি শিক্ষক!
এটা কেমন কথা ?

শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে...
31/08/2024

শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই।

সন্ধ্যায় গিয়েছিলাম হাজারীবাগের হরিজন পল্লীতে। হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত ভবনগুলো দখলের মতো নির্লজ্জ প্রয়াস বন্ধ করুন...
31/08/2024

সন্ধ্যায় গিয়েছিলাম হাজারীবাগের হরিজন পল্লীতে। হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত ভবনগুলো দখলের মতো নির্লজ্জ প্রয়াস বন্ধ করুন।
দ্রুততম সময়ের মধ্যে ভবনগুলোতে হরিজনদের উঠানোর প্রক্রিয়া শুরু করবে স্থানীয় সরকার বিভাগ।

🫴 আসিফ মাহমুদ

আচ্ছা এই শিক্ষককেও যদি আপ্যায়নের মাধ্যমে বহিস্কার করা হয় তাহলে কি বেশ অন্যায় হয়ে যাবে? সরকারি রাজেন্দ্র কলেজে মুক্তিযোদ্...
31/08/2024

আচ্ছা এই শিক্ষককেও যদি আপ্যায়নের মাধ্যমে বহিস্কার করা হয় তাহলে কি বেশ অন্যায় হয়ে যাবে?

সরকারি রাজেন্দ্র কলেজে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক সুজন কিবরিয়া বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ফরিদপুর ছাত্রলীগের সভাপতি তামজিদকে ফোন করে ছাত্র-ছাত্রীকে পুলিশ দিয়ে এরেস্ট করিয়ে দিয়েছে।

যারা মিছিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমনকি মিছিল চলাকালে পুলিশের ধাওয়া খাওয়ার পর ছাত্র-ছাত্রীরা যখন ছত্রভঙ্গ হয়ে একটু আশ্রয় খুঁজছিল তখন সুজন কিববিয়ার নির্দেশে কলেজের সকল গেইট বন্ধ করে দেওয়া হয়। যার কারণে ছাত্রছাত্রীরা কলেজের নোংরা পুকুরে হাবুডুবু পর্যন্ত খায়।

সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মীত শেখ রাসেল ছাত্রাবাসের পরিচালনা করত এই সুজন কিবরিয়া । যেখানে মাত্র এক বছরে এক লক্ষ আশি হাজার টাকার বেশি নিজের পকেটে ঢুকিয়েছে এই শিক্ষক।

আওয়ামী লীগ এবং গোপালগঞ্জ ট্যাগ লাগিয়ে সকল অভিযোগ এতদিন অস্বীকার করে আসলেও এখন নিজেকে গুটিয়ে নিয়ে যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে.....

31/08/2024

ওরা পুরো ভিডিও না দেখে শুধু বাংলা বলাটাই দেখলো

ঢাবির শিক্ষার্থীরা ইংরেজি জানে না! আর আমরা ফেসবুক বিশারদরা ইংরেজি বিদ্যা সাগর! সমালোচনা করলে ইংরেজিতে করেন, বাংলাতে কেন করছেন?🙂

আসিফ, নাহিদরা টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এদের মানতে কষ্ট হয় আর যারা কিনা ঠিক মতো বাংলা পড়তে/লিখতে পারে না তাদের মানতে কষ্ট হয় না?

আজ যদি ছাত্ররা হেরে যেত তাহলে হয়ত এই মহান!  শিক্ষকরাই প্রশাসনের হাতে ছাত্রদের লিস্ট জমা দিতো।আপনারা কি মনে করেন?
31/08/2024

আজ যদি ছাত্ররা হেরে যেত তাহলে হয়ত এই মহান! শিক্ষকরাই প্রশাসনের হাতে ছাত্রদের লিস্ট জমা দিতো।
আপনারা কি মনে করেন?

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Nerob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Nerob:

Videos

Share


Other Digital creator in Singapore

Show All