সিঙ্গাপুর টু ঢাকা

সিঙ্গাপুর টু ঢাকা প্রবাসীদের হৃদয়ের কথা বলে

ভারতকে ৫৯ রানে  হারিয়ে যুব এশিয়াকাপ বাংলাদেশের।অভিনন্দন বাংলার দামাল ছেলেদের।
08/12/2024

ভারতকে ৫৯ রানে হারিয়ে যুব এশিয়াকাপ বাংলাদেশের।
অভিনন্দন বাংলার দামাল ছেলেদের।

08/12/2024

Singapore flower Dome Christmas decoration

সিংগাপুরে মোস্তফা এড়িয়াতে তাদের দেখা গেছে
08/12/2024

সিংগাপুরে মোস্তফা এড়িয়াতে তাদের দেখা গেছে

প্রবাসীদের বিদেশের মাটিতে গুরুতর ভাবে অসুস্থ হলে অনেক সময় চিকিৎসা পেতে গেলে বিরাট একটা বাধার সম্মুখীন হতে হয় - এবং সেটার...
06/12/2024

প্রবাসীদের বিদেশের মাটিতে গুরুতর ভাবে অসুস্থ হলে অনেক সময় চিকিৎসা পেতে গেলে বিরাট একটা বাধার সম্মুখীন হতে হয় - এবং সেটার মুলে হলো - খরচ কিভাবে বহন করা হবে

যদিও ইন্সুরেন্স থাকে, বিভিন্ন কারণে সেই ইন্সুরেন্স এক্টিভেট করা হয়না অথবা ইন্সুরেন্স পর্যাপ্ত হয়না

এটা নিয়ে গত বেশ কয়েক বছর ধরে অনেক প্রবাসীরাই অনেকবার কিছু প্রস্তাব তুলে ধরেছিলো - এর মধ্যে বারবার একটি ফান্ড গঠন করার প্রস্তাব সামনে এসেছিলো- সম্ভব হয়নি বিভিন্ন কারণে- সব চেয়ে বড় কারণ - কিভাবে?

আজকে সিঙ্গাপুরিয়ানদের উদ্দোগ্যে, বিশেষ করে Anthea Indira Ong এর উদ্যোগে এরকম একটি ফান্ড ঘটন করা হচ্ছে যার মাধ্যমে সিঙ্গাপুরএ অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীকর্মীদের গুরুতর অস্সুস্থতার সম্মুখীন হলে যেন সাহায্য করা যায়

এটা এই প্রচেষ্টার শুরু - আশাকরি এই উদ্যোগটি সফলতার আলো দেখবে

https://peatix.com/event/4207394?fbclid=IwY2xjawG_QyZleHRuA2FlbQIxMQABHW3ZZu1UZ5JPCRVQhCyw-JBtcEaAh1qedIAjQpkMUV_CSzCH1b42hm61cQ_aem_eLCa8-_CCx1hccX9kT7T1g

🌱 Link to our Fundraising Page if you'd like to make a donation: https://events.rayofhope.... powered by Peatix : More than a ticket.

সম্মানিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের  যাত্রীগণ:ইউ বাংলা এয়ারলাইনসের ৬ ডিসেম্বরের সিঙ্গাপুর টু ঢাকা গামী ফ্লাইটের সময় ১:৪৫ মি...
05/12/2024

সম্মানিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীগণ:

ইউ বাংলা এয়ারলাইনসের ৬ ডিসেম্বরের সিঙ্গাপুর টু ঢাকা গামী ফ্লাইটের সময় ১:৪৫ মিনিট বিলম্বিত হয়ে সকাল ৭:১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে যাবে ৷ ইউ এস বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখিত৷ ধন্যবাদ

আজকে সন্ধ্যা ৭ টার দিকে মোস্তফা আংগুলিয়া মসজিদের কাছে পারমিট সহ একটা মানিব্যাগ পাওয়া গেছে৷ ড্রাইভিং লাইসেন্স ও আছে,যদি ক...
04/12/2024

আজকে সন্ধ্যা ৭ টার দিকে মোস্তফা আংগুলিয়া মসজিদের কাছে পারমিট সহ একটা মানিব্যাগ পাওয়া গেছে৷ ড্রাইভিং লাইসেন্স ও আছে,যদি কারো পরিচিত হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে বলুন +65 8179 2101

প্রবাসী ভাইয়েরা, ! আপনার কি কোন চোখের ব্যাথা বা দৃষ্টিশক্তি কমে গেছে? বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে চলে  আসুন!তারিখ: শনি...
03/12/2024

প্রবাসী ভাইয়েরা, ! আপনার কি কোন চোখের ব্যাথা বা দৃষ্টিশক্তি কমে গেছে? বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে চলে আসুন!

তারিখ: শনিবার, ২৫ শে জানুয়ারী ২০২৫
বাস পিক আপ সময়: ১২.৪৫ বিকেলে।
বাস পিক-আপ পয়েন্ট ১: ক্রানজি রিক্রিয়েশন সেন্টার, ১১ ক্রানজি ক্লোজ, এস(৭৩৭৬৭৩)
বাস পিক-আপ পয়েন্ট ২: সেম্বাওয়াং রিক্রিয়েশন সেন্টার, ৩০১ ক্যানবেরা রোড, এস(৭৫৯৭৭৪)
অবস্থান: সিঙ্গাপুর পলিটেকনিক অপটোমেট্রি সেন্টার, ৫০০ ডোভার রোড, এস(১৩৯৬৫১) [সেখানে সরাসরি রিপোর্ট করবেন না!]

১৯ ই জানুয়ারী রবিবার ২০২৫ রাত ১২টার আগেই আপনার উপস্থিতি কনফার্ম করতে দয়া করে এই ফর্মটি পূরণ করুন৷ সবাইকে ধন্যবাদ এবং আশাকরি দেখা হবে।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/xFg8vrqSA5nFXrCD8

03/12/2024

আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা। আজ আপনাদের সাথে হোমটাউন এপস নিয়ে কিছু কথা জানাতে চাই৷

আপনারা জানেন যে, আজ থেকে প্রায় দুই বসর আগে আমি আপনাদের কাছে হোমটাউন এপস নিয়ে উপস্থিত হয়েছিলাম এ কারনে যে, আপনি নিজেই খুব সহজে এপস এর মাধ্যমে নিজের বিমান টিকেট নিজেই বুকিং করতে পারবেন৷ এটার সুফল অনেকেই পেয়েছেন এবং প্রশংসাও করেছেন৷ ধীরে ধীরে তারা যখন রেমিট্যান্স যুক্ত করে তখন আপনাদের কাছ থেকে তাদের প্রতি অনেক অভিযোগ আসতে শুরু করে৷ রেমিট্যান্স পাঠানোর পর অনেক প্রবাসী ভাই সাময়িক সমস্যায় পরেছেন৷ অনেকে প্রশ্ন তুলেছেন হোমটাউনের মাধ্যমে অর্থ পাঠালে রেমিট্যান্স আকারে যায় কিনা৷ বিমান টিকেট ক্রয় করতে গিয়ে কাষ্টমার সার্ভিসের কাছ থেকে ভাল সেবা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ইত্যাদি ইত্যাদি ।
আমার প্রবাসী ভাইরা রেমিট্যান্স এবং বিমান টিকেট সংক্রান্ত বিষয় নিয়ে যখন বিভিন্ন সমস্যায় পরে তখন আমাকেই দিন রাত সারাক্ষন ফোন দেন৷ একটাই প্রশ্ন ছুড়ে দেন, ভাই আপনার জন্যই হোমটাউন ব্যাবহার করেছি৷ তখন সেই ভালবাসার সম্মান আমি তাদেরকে দিতে পারিনি৷ আমি আমার তরফ থেকে হোমটাউনকে এই সমস্যার সমাধান খুজতে তাগাদা দেই৷ তারপরেও আমি যখন প্রবাসী ভাইদের কাছ থেকে অনাবরত অভিযোগ পাই তখন আমি হোমটাউন নিয়ে কথা বলা বন্দ করে দেই ৷ আপনার খেয়াল করেছেন যে,বিগত কয়েকমাস আমি হোমটাউন নিয়ে কোন কথা বলি না৷ সর্বশেষ আমি কথা বলেছি ৩০শে মে ২০২৪ সাল৷ অর্থাৎ প্রায় ৬মাসের অধিক সময় আমি দূরে আছি৷

হোমটাউন যখন বিমান টিকেট নিয়ে ভাল সার্ভিস দিচ্ছিলো তখন শিপন, সজিব ভাই সবাই সেটা নিয়ে কথা বলেছে৷ কোন এক সময় যখন আপনাদের অভিযোগ আসতে শুরু করে তখন শিপন এবং সজিব ভাই কথা বলা বন্দ করে দেয়৷
এখনো অনেক প্রবাসী ভাই হোমটাউন নিয়ে সমস্যায় পরলে আমাকে খোজেন৷ এই পর্যন্ত আপনারা কেউ হয়ত হোমটাউন দ্বারা সাময়িক ভোগান্তিতে পরলেও কারো কষ্টের অর্জিত অর্থ খোয়া যায়নি৷ আবার অনেকে উপকৃত হয়েছেন৷ তাই দয়াকরে আজ থেকে হোমটাউন সংক্রান্ত কোন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন না করার অনুরোধ। আপনার যদি ভাল লাগে আপনি ব্যাবহার করবেন৷ ভাল না লাগলে করবেন না৷ হোমটাউন ব্যাবহার নিয়ে কোন সমস্যায় পরলে তার দ্বায়ভার আমাকে দিবেন না৷ আমি অতীতেও হোমটাউনের কেউ ছিলাম না, আজও হোম টাউনের কেউ না৷ আমি তাদের সাথে কোন ব্যাবসায়ীক পার্টনারও না৷
ধন্যবাদ
-শফিক ইসলাম-

আসসালামু আলাইকুম, সম্মানিত সেইফটি প্রফেশনাল এবং সুপারভাইজার ভাই, আপনাদের পেশাগতভাবে এমন কিছু বিষয় রয়েছে যা কম বেশি প্র...
01/12/2024

আসসালামু আলাইকুম,

সম্মানিত সেইফটি প্রফেশনাল এবং সুপারভাইজার ভাই,

আপনাদের পেশাগতভাবে এমন কিছু বিষয় রয়েছে যা কম বেশি প্রতিদিন দরকার হয় । এই বিষয়ে নতুন অবস্থায় কারো সহযোগিতা নিলেও ২/৩ বছরের বেশি অভিজ্ঞ হলে আপনি নিজে নিজেই বেশীরভাগ ডুকিউমেন্ট তৈরী করার দক্ষতা অর্জন করা উচিত বলে আমি মনে করি ।

এই ডুকিউমেন্ট তৈরী করার পূর্বে নিজেকে প্রতিটি বিষয়ে অনলাইনে, MOM, BCA, WSH ইত্যাদি ওয়েবসাইট থেকে তথ্য নিতে হবে বা জানতে হবে নিয়ম এবং লোকাল লিগ্যাল ল সম্পর্কে । তার সাথে Youtube এর ভিডিও এবং সিনিয়র ভাই / বন্ধু / সহকর্মী থেকে জেনে নিতে পারবেন ।

এই ধরনের ডুকিউমেন্ট তৈরী করা এবং কিভাবে তৈরি করবেন ? এর জন্য মূল টুলস হচ্ছে একটি কম্পিউটার (লেপটপ বা ডেস্কটপ), নতুন বা পুরাতন (এটা সামর্থ্য অনুযায়ী)

পুরাতন হলে কম পক্ষে i5-10th gen 8GB or 16GB RAM, 256 or 512 GB (আনুমানিক $400-500 used)

নতুন হলে i5-13th gen, 16GB, 512GB (আনুমানিক $800-1200) দামের হতে পারে । এই ধরনের কম্পিউটার দিয়ে বেসিক লেভেল কাজ গুলি সুন্দর ভাবে করা যেতে পারে।

পরে একটি MS Excel List তৈরী করবেন আপনার কি কি জিনিস জানতে হবে বা তৈরী করতে হবে ।
এর জন্য আপনি কখন শেখা শুরু করলেন এবং কখন সম্পূর্ণ করলেন, কত টুকু শিখতে পারলেন ।
MS Office (Mail, Word, Excel, Powerpoint) এই গুলি খুবই গুরুত্বপূর্ণ। যদি পারেন Power BI শিখতে পারেন ।

যেমন:
- Tool box meeting attendance.
- Safely briefing.
- ⁠Worker attendance
- ⁠Worker distribution list / site / team .
- ⁠Worker information, such name, FIN last 4 digit, training records and expiry date, contact details,
- ⁠List of type job in your Company, create RA, MOS. SWP for all type job.
- ⁠এই ধরনের অনেক কিছু...
সব সময় একটা ডুকিউমেন্ট ফাইনাল করার পরে ঐ ডুকিউমেন্টের একটি টেমপ্লেট সেভ করে রাখতে পারেন ।

ডুকিউমেন্ট এর ধরন অনুযায়ী ভিন্ন ফোল্ডার তৈরি করতে পারেন । যেন হযবরল না হয়ে যায় । নিজস্ব Cloud drive না থাকলে কমপক্ষে একটি এক্সটার্নাল হার্ডডিস্ক / SSD / Pendrive এ সকল ডাটা প্রতিদিন বা কমপক্ষে সপ্তাহে অন্তত একবার ব্যাকআপ করবেন তাহলে কম্পিউটার নষ্ট হলেও আপনার সকল তথ্য লস হবে না ।

নিজের কাজ নিজে করার মজাই আলাদা, এছাড়া এমন লোকের ডিমান্ড খুবই বেশি হয়ে থাকে, খুব সহজেই কম্পানিতে নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতায় সম্মানিত হতে পারবেন এবং সাথে বেতনের দিক থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে ।

একজন এমন দক্ষ / অভিজ্ঞ লোকের সাথে কম্পানির সাধারণ অদক্ষ লোকের পার্থক্য নিজেই খেয়াল করতে পারবেন । আপনার এই দক্ষতা যেকোনে কম্পানিতে আপনার চাহিদা কয়েক গুন বাড়িয়ে দিবে ইন-শা-আল্লাহ ।

সব শেষে একটা কথা বলব, ১০ জন সুপারভাইজার থাকলে চেষ্টা করবেন নিজের ব্যক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে সবার থেকে প্রথমে থাকার জন্য, তবে তর্কে নয়, শুধু মাত্র নিজের কাজের মাধ্যমে প্রমাণ করবেন আপনি সেরা । কারো দোষ ত্রুটি নিয়ে গবেষণায় সময় নষ্ট না করে নিজের যোগ্যতা / দক্ষতা বাড়ানোর জন্য সময় ব্যয় করবেন। সর্বদা সবাইকে রেসপেক্ট করার কথা যেন ভুলে না যান সেই দিকেও নজর দিতে হবে । কথা আছে *দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য*

আমি বরাবরই বলে থাকি স্কিল ডেভেলপমেন্ট করার কথা, সময় নিয়ে লিখেছি শুধু মাত্র আমাদের কোনো এক ভাই যদি ভাল কিছু করতে পারে এতেই যথেষ্ট ।

30/11/2024

একটি ভালো সাইকেল প্রয়োজন যদি কেউ বিক্রি করেন তাহলে জানাবেন,
মোস্তফা সেন্টারে আশেপাশে হলে চলবে।

29/11/2024

খাবার দাবারের অভ্যাস কিভাবে গড়ে তুলতে হয় সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে বাচ্চারা৷

29/11/2024

আমি সরকারী কাজে কাতারে ছিলাম তিনদিন। আমার হোটেলে যেসব বাংলাদেশী ভাইরা কাজ করেন তাদের থেকে তাদের বঞ্চনার অনেক খবর শুনেছি। দুতাবাসে আমন্ত্রিত অনেক শ্রমিক ও পেশাজীবী ভাই-বোনের সাথে কথা বলেছি। দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্যও শুনেছি।
সেখানকার প্রবাসী ভাই-বোনদের মূল অভিযোগ পাসপোর্ট-এনআইডি-পাওয়ার অব এটর্নিী সংক্রান্ত বিষয়ে এবং সেখানে কর্মসংস্থান ও পারিশ্রমিক নিয়ে। এরমধ্যে পাসপোর্টের বিষয়ে আমি ডিজির সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাসপোর্ট সরবরাহ শুরু হবে।
পাসপোর্ট আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিষয়। তবে সেখানে আমি যোগাযোগ অব্যাহত রাখবো। কালকে আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে পাসপোর্ট ফি কমানো বা কমহারে সবার জন্য একরকম করার কথা বলেছি। এটা নিয়ে আমার যোগোযোগ অব্যাহত থাকবে। এছাড়া পাসপোর্ট আর এনআইডি সহজীকরণের বিষয়ে কি কি করা যায় তা আইন মন্ত্রনালয়ের থেকে খতিয়ে দেখবো।
বিদেশে শ্রমিক শোষন বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছটা অগ্রগতি হোক,তখন জানাবো। এছাড়া ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর ও তোলার সমস্যা বিষয়ে অভিযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এটি সমাধানের জন্য অর্থসংস্থান করেছে। আমরা সর্বোতোভাবে এই ব্যাংকগুলোর প্র্রতি বিগত সরকার আমলে করা অবিচারগুলো (যা আমি সুপরিকল্পিত বলে মনে করি) নিরসনের চেষ্টা করবো।
আপনারা ভালো থাকবেন। পবিত্র জুম্মার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফেরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন।

-প্রবাসী কল্যান উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে নেওয়া-

ব্রেইন স্ট্রোক করে আমাদের ছেড়ে চলে গেলেন সিংগাপুর প্রবাসী শাহ আলী ভাই ।  জেলা নারায়ণগঞ্জ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই...
29/11/2024

ব্রেইন স্ট্রোক করে আমাদের ছেড়ে চলে গেলেন সিংগাপুর প্রবাসী শাহ আলী ভাই । জেলা নারায়ণগঞ্জ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন

প্রিয় ভাইয়েরা, অনুগ্রহ করে নিরাপত্তামুলক কাজের পদ্ধতি অনুসরণ করুন। শর্ট কাট নেবেন না। অনিরাপদ কাজের অভ্যাসের রিপোর্ট ক...
28/11/2024

প্রিয় ভাইয়েরা, অনুগ্রহ করে নিরাপত্তামুলক কাজের পদ্ধতি অনুসরণ করুন। শর্ট কাট নেবেন না। অনিরাপদ কাজের অভ্যাসের রিপোর্ট করতে মনে রাখুন এবং কর্মক্ষেত্রে আপনার বন্ধুদের নিরাপদ রাখুন। পোষ্ট টি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আপনি কি করতে পারেন সে সম্পর্কে আরও পড়ুন এই ওয়েবসাইট থেকে৷
https://taketimetotakecare.sg/for-employees-bengali/

28/11/2024

একটা কোম্পানিতে ভালো দক্ষ একজন টাইলস মিস্ত্রি প্রয়োজন, যদি আপনার ট্রান্সফার লেটার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন 8651 6261,বেতন আলোচনা সাপেক্ষে।

মুন্সীগঞ্জ শ্রীনগরে ষোলঘরে খালে সিঙ্গাপুর প্রবাসী রমজানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনদিন পর। ভাইয়ের নাম রমজান মুন্সী, প...
27/11/2024

মুন্সীগঞ্জ শ্রীনগরে ষোলঘরে খালে সিঙ্গাপুর প্রবাসী রমজানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনদিন পর।

ভাইয়ের নাম রমজান মুন্সী, পিতা সিরাজুল ইসলাম খোকা মুন্সী।

রমজান ভাইয়ের ২৬ নভেম্বর সিঙ্গাপুর ফ্লাইট হওয়ার কথা ছিল,তার আগের দিন ২৫-তারিখে তাকে খুঁজে পাওয়া যায়নি,২৭-তারিখ হাত-পা বাধা বস্তাবন্দি ম'র'দেহ পাওয়া গেল খালের মধ্যে ভাসমান অবস্থায়।

সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত খুনিদের আইনের আওতায় আনা হোক।

27/11/2024

বাংলাদেশের সম্প্রতিক ইস্যু নিয়ে আমরা প্রবাসে এমন কিছু না করি যেটা স্থানীয় আইনের সাথে সাংঘর্ষিক।

শনিবার ৩০ নভেম্বর রাত ৮:৩০ মিনিটে মোস্তফা সেন্টারের কাছেই চলে আসেন আমাদের আড্ডায়। Monjurul Alam Mamun মামুন ভাইয়ের কাছে ...
27/11/2024

শনিবার ৩০ নভেম্বর রাত ৮:৩০ মিনিটে মোস্তফা সেন্টারের কাছেই চলে আসেন আমাদের আড্ডায়। Monjurul Alam Mamun মামুন ভাইয়ের কাছে শুনবো উনার প্রযুক্তি জগতে জার্নির গল্প।
মঞ্জুরুল আলম মামুন একজন প্রযুক্তিবিদলিডার এবং উদ্যোক্তা। যিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে সফটওয়্যার উন্নয়ন, এজাইল টিম বিল্ডিং এবং উদ্ভাবনী ডিজিটাল সমাধান তৈরিতে কাজ করছেন। তিনি বাংলাদেশে প্রথম ডিজিটাল গিফট এবং লয়্যালটি প্ল্যাটফর্ম চালু করেছেন এবং বিশ্বব্যাপী স্টার্টআপ ও এন্টারপ্রাইজের জন্য কাস্টম সফটওয়্যার তৈরি ও রিমোট টিম সরবরাহে অগ্রগণ্য। তার নেতৃত্বে অসংখ্য সফল প্রকল্প এবং প্রযুক্তিগত উদ্ভাবন সম্ভব হয়েছে। বিস্তারিত:

https://www.facebook.com/share/15aNFWroip/

https://www.linkedin.com/in/monjurul/

(অনুগ্রহ করে রেজিস্ট্রেশন করুন)

Address

সিঙ্গাপুর টু Dhaka
Singapore
641670

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গাপুর টু ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share