Mhidul hasan

Mhidul hasan অাসুন আমরা সবাই নামাজ পড়ি এবং নামাজ কায়েম করি।
(7)

Permanently closed.
07/06/2024

আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট করবেন।ইনশাআল্লাহ।

07/06/2024

আলহামদুলিল্লাহ ।🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

03/06/2024

আসসালামু আলাইকুম

02/06/2024

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন।

💚🌿মানুষ আল্লাহর অগণিত নিয়ামতে ডুবে থাকে। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমরা আল্লাহর নিয়ামতরাজি গণনা করে শেষ করতে পারবে না। নিশ্...
30/05/2024

💚🌿মানুষ আল্লাহর অগণিত নিয়ামতে ডুবে থাকে। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমরা আল্লাহর নিয়ামতরাজি গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু।’,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, (সুরা নাহল, আয়াত : ১৮,,🌹
,,
আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের একটি সহজ নিয়ম হলো, মুখে ‘আলহামদুলিল্লাহ’ বলা। এটিও আল্লাহর অনুগ্রহ যে তিনি তাঁর অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য মাত্র ছোট একটি বাক্য নির্ধারণ করেছেন, যাতে মানুষ সহজেই অধিক পরিমাণ কৃতজ্ঞতা আদায় করতে পারে।

ছোট্ট একটি বাক্য ‘আলহামদুলিল্লাহ’। এটি বারবার উচ্চারণ করলে অন্তরে প্রশান্তি বোধ হয় এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয়। পাশাপাশি পাঠকারীর অন্তরে আনুগত্য করার প্রেরণা সৃষ্টি হয়। ঈমানদারের দৈনন্দিন জীবনে বারবার ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করতে হয়। ঘুম থেকে জাগ্রত হয়ে এ দোয়া পড়তে হয়, ‘আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’ অর্থাৎ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন। আর তাঁর কাছেই তো আমাদের একত্র করা হবে। (বুখারি, হাদিস : ৩১১২)🌿🌹💚
(কপি পোস্ট)

29/05/2024

assalamualaikum

আজেবাজে গল্প পড়ে সময় নষ্ট করার চেয়ে। ইসলামিক গল্প পড়ে জ্ঞান অর্জন করুন কাজে আসবে।জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয...
29/05/2024

আজেবাজে গল্প পড়ে সময় নষ্ট করার চেয়ে। ইসলামিক গল্প পড়ে জ্ঞান অর্জন করুন কাজে আসবে।

জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী

হযরত তালহা(রাঃ) ও তার স্ত্রীর কাহিনী শুনলে আপনিও কাঁদবেন !!
হযরত তালহা (রা:) প্রতিদিন নবীজীর পেছনে
ফজরের নামাজ পড়েন। কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে
না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য
সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে, প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান।
অথচ নবীজী (সা:) ফজরের পর সূর্য
উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবিরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজীর কানে পৌছালো।
নবীজী সাহাবিদের বললেন,
আগামিকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে।
পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেয়া হল। ফজরের নামাজ শেষ। তালহা বসে আছেন নবীজীর সাথে দেখা করার জন্য।
একপর্যায়ে নবীজী তালহাকে ডাকলেন।
নবীজী অতি মোলায়েম কন্ঠে তালহাকে
বললেন, তালহা! আমি কি তোমাকে কোন কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোন হক নষ্ট করেছি? একথা শুনে তালহা কেদে ফেললেন এবং বললেন,
হে আল্লাহর রাসুল (সা:)!
আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোন
হক নষ্ট করেননি। নবীজী (সা:) বললেন, তাহলে তালহা! তুমি
প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন?
তালহা কেদে কেদে বললেন, রাসুল (সা:)! আমার এবং আমার
স্ত্রীর সতর ডাকার জন্য একটি মাত্র জামা আছে। যেটা পরে
আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলংগ থাকেন। স্ত্রী
যখন নামাজ পড়েন আমি তখন উলংগ থাকি। এক্ষেত্রে ফজরের
নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহর রাসুল (সা:)।
ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায়
রেখে আসি। এমতাবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে
থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া
আল্লাহর রাসূল। এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই।
তালহার কথা শুনে আল্লাহর রাসুল দরদর করে কেঁদে ফেলেন।
নবীজীর দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে।
সাথে সাথে নবীজী তালহাকে জানিয়ে দিলেন, তালহারে!
নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার।
(কাহিনী টি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে)
হে আল্লাহ আপনি, আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। (আমীন)
(কপি পোস্ট)

25/05/2024

সাপোর্ট করবেন সবাই ইনশাআল্লাহ।

25/05/2024

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন।

24/05/2024

মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ

24/05/2024

আসসালামু আলাইকুম।

23/05/2024

আসসালামু আলাইকুম। রাতের সিঙ্গাপুর।

শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রেরণাদীপ্ত অনন্য এক আয়োজনের সঙ্গী হলাম।  নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরের চারটি মসজিদের কিশোরদে...
23/05/2024

শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রেরণাদীপ্ত অনন্য এক আয়োজনের সঙ্গী হলাম।

নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরের চারটি মসজিদের কিশোরদের মধ্যে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবকেরা।

৩৮ কিশোর টানা ৪০ দিন (কয়েকজন ৬০ দিন) তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাকিদের কেউ ৩০ দিন, কেউ ২০ দিন আবার কেউ ১০ দিন তাকবীরে উলার ধাবারাহিকতা ধরে রাখতে পেরেছে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া এবং তাদের উদ্দেশে নাসীহা পেশ করার সুযোগ হয়েছে আলহামদু লিল্লাহ।

টানা চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়কারী মুনাফেকী ও জাহান্নাম থেকে মুক্তি পাবে, এ মর্মে বিশেষ ফজীলত বর্ণিত হয়েছে হাদীসে। পাশাপাশি এই সাধনা আমাদের সকল কাজের সিরিয়াসনেস, সময় ও নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে।

দোয়া রইলো বিজয়ী কিশোরদের জন্য। নোয়াখালীর শিশু-কিশোর ও যুবক ভাইয়েরা আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেল।

কপি পোস্ট

23/05/2024

ইনশাআল্লাহ। আমার এই চ্যালেঞ্জ পূরণ হবে কি।

22/05/2024

আলহামদুলিল্লাহ

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Arman Hridoy, MD Alam, Md Rasel Bepari, Moham...
22/05/2024

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Arman Hridoy, MD Alam, Md Rasel Bepari, Mohammod Yousuf

22/05/2024

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন।

"এই ভুবনের মায়ায় পড়ে করেই গেলাম ভু'ল,কী হবে ঐ পরকালের ভাবিনি একচুল!আজকে যবে শ্বাস হারালো করলে কেন পর?নিজের চাচা দিচ্ছে খ...
22/05/2024

"এই ভুবনের মায়ায় পড়ে করেই গেলাম ভু'ল,
কী হবে ঐ পরকালের ভাবিনি একচুল!
আজকে যবে শ্বাস হারালো করলে কেন পর?
নিজের চাচা দিচ্ছে খুঁড়ে সাড়ে তিন হাত ঘর!

টাকায় টাকা অট্টালিকা বেহিসাবি ধন,
এমন কালে আজ সকালে এলো বিদায় ক্ষণ।
পাওয়ার ছিলো ভ*য়ে সবাই কাঁপতো থরোথর,
সেই আমাকে থাকতে দিলে কাঁচা মাটির ঘর!

পরিবারের সুখের খোঁজে করেছি সব পাপ,
আমলনামা শূণ্য ছিলো নেইতো নেকির ছাপ।
তিন সওয়ালে থমকে যাবে আমার গলার স্বর,
বাঁশ বাগানে যখন হবে অন্ধকার কবর!

কতো ওয়াজ আলোচনা করতে আমায় ঠিক,
অথচ কই ঠিক করেছি ম*ন্দ কোনো দিক?
আজকে ভীষণ ভ*য় এসে যে করলো আমায় ভর,
আ*গু*ন হয়েই জ্ব*ল*ছে নাকি কাঁচা মাটির ঘর!

মাগো আমায় দেখতে কেন আসছে লোকের দল,
বুবু আমায় যেতে দিসনা ঘরেই রাখবি বল?
আমার কথা কেউ শোনেনা বড়'ই স্বার্থপর,
আমায় কাছে ডাকে ঐযে আঁধার সে ক'ব'র!

কবিতাঃ- রূহের আর্তনাদ
কলমেঃ- আব্দুল কুদ্দুস রবি
রচনাকালঃ-১১ই জানুয়ারি,২০২২খ্রিস্টাব্দ
( সংগৃহীত)

22/05/2024

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। 🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Shout out to my newest followers! Excited to have you onboard! Asraful Islam Rana, Md Hasan, Md Shihab Chowdhury, Rina D...
21/05/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Asraful Islam Rana, Md Hasan, Md Shihab Chowdhury, Rina Das, Shofikul Islam Shofik, সাবরিনা ইয়াসমিন, Ibrahim Mulla, Salam Salam, MD Babu, সাইফুল ইসলাম, Nazmul Dewan, MD Mustakin Miya, Ari Hidayat, Jaber Ahammed Yusuef, Kausar Hossain, Md Sahin Islam

"এমন কিছু মানুষ দেখি অতি অ'হংকারী,ঘেঁষলে কাছে খবর আছে বিরাট সে নামধারী!বলবে সে তো অবলীলায়,"আমার বড় বাড়ি!চাইলেই কী কুলি-ত...
20/05/2024

"এমন কিছু মানুষ দেখি অতি অ'হংকারী,
ঘেঁষলে কাছে খবর আছে বিরাট সে নামধারী!
বলবে সে তো অবলীলায়,"আমার বড় বাড়ি!
চাইলেই কী কুলি-তাঁতির পাশে বসতে পারি?"

"আমার গায়ে লক্ষ টাকার দামি পোশাক পরা,
ছেড়া কাপড় তোমার গায়ে ঘামের গন্ধে ভরা।"
"গরীব হলো আমার কাছে শুধু ঘাটের ম'রা,
কোন প্রয়োজন অ'সহায়ের সাথে পিরিত করা?"

"অনেক দামি লোকটা আমি টুকটুকে লাল গোরা,
অথচ তুই দেখতে কালো তাঁর উপরে খোঁ'ড়া।"
"তোকেই আমি কিনতে পারি ব্যাংকে এতো টাকা,
ভাবিনি কাল পিষতে পারে পথে গাড়ির চাকা!"

"মহাসড়কে রইলো পড়ে আমার দেহ খাঁচা,
হলো না আর এই জগতে দীর্ঘ সময় বাঁচা!"
"চাকার তলে থেঁতলে গেলো ওই আমিটার মাথা,
থেমে গেলো চিরতরে অ'হংকারী গাথা!"

"কুলি-তাঁতির মতো করেই আমায় গোসল দিয়ে,
থানের টুকরো পরিয়ে আজ যাচ্ছো কোথায় নিয়ে?
টাকাগুলো দাওনা সাথে দামি পোশাক ঘরে,
নরম একটা দাওনা গদি শক্ত ওই কবরে!"

কবিতাঃ- পরিণতি
কলমেঃ- আমি,আব্দুল কুদ্দুস রবি
[রচনাকালঃ-২৫শে ফেব্রুয়ারি,২০২২ইং]
(সংগৃহীত)

মা শা আল্লাহ, এভাবেই হওয়া উচিত প্রতিটা র‍্যাগ ডে। স্রোতের বিপরীতে এমন আয়োজনে সাধুবাদ জানাই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ব...
19/05/2024

মা শা আল্লাহ, এভাবেই হওয়া উচিত প্রতিটা র‍্যাগ ডে। স্রোতের বিপরীতে এমন আয়োজনে সাধুবাদ জানাই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীদের।

হওয়ার কথা ছিল র‍্যাগ ডে, কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র‍্যাগ ডে-র পরিবর্তে হলো নসীহা প্রোগ্রাম। ব্যতিক্রমী এই উদ্যোগের কৃতিত্ব ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীদের।

প্রোগ্রামের দিন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে কলেজ অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবনে সাফল্য লাভের উপায় সম্পর্কে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ ঘটেছে, আলহামদুলিল্লাহ।

র‍্যাগ ডে আর অশ্লীল নাচগান যখন একে অন্যের প্রতিশব্দ হয়ে উঠেছে, তখন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়াবার মতো সাহসী ঘটনা। এই অবক্ষয়ের কালে তাদের এ উদ্যোগ সময়ের গায়ে চিহ্ন রেখে যাওয়ার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে।

19/05/2024
🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
18/05/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার ঘনিয়ে আসছে। এত আনন্দ,                  এত কোলাহল। সুখের বাড়ি সবকিছু লিখে দিতে হবে, শুধুম...
18/05/2024

দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার ঘনিয়ে আসছে।
এত আনন্দ,
এত কোলাহল।
সুখের বাড়ি সবকিছু লিখে দিতে হবে,
শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে ।
আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমিন। 🤲🤲🤲🤲🤲

17/05/2024

কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী।❤️

"আলহামদুলিল্লাহ"

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Mhidul hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share