ভারতের মধ্যপ্রদেশে তিনজন মুসলিম শিশুকে পিটিয়ে "জয় শ্রী রাম" বলতে বাধ্য করছে হিন্দুত্ববাদীরা। এসময় তাদেরকে বেধড়ক পিটুনির পাশাপাশি তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। তারা এই দৃশ্য ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিয়ে উল্লাস করছে, কারণ তারা জানে তাদের কাউকেই আইনের আওতায় আনা হবেনা এই অন্যায়ের জন্য।
এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুরো ভারতজুড়েই প্রতিনিয়ত এই সাম্প্রদায়িক সন্ত্রাস চালাচ্ছে। উগ্র হিন্দু জাতীয়তাবাদী উন্মাদনা ছড়িয়ে দিয়ে বিজেপি'র ভোট ব্যাংক বৃদ্ধির পলিসি এটা।
আমি নিজেকে এবং অনেক'কে অনেকবার বলবার চেষ্টা করেছি এই কথাগুলোই, অনেকে ভুল বুঝেছি আবার অনেকে ভালোভাবে নিয়েছে...!!!
ভুল তো মানুষের হবেই কিন্তু তা শুধরানোর মতো মানসিকতা যেকোনো পরিবেশে থাকতে-ই হবে...!!!
যে মানুষ গরুর মাংস খাওয়ার কারনে রাগান্বিত,সেই একই মানুষ গরুর চামড়ার জুতা পড়ে এবং বিফ এক্সপোর্টার....!!!
সারা দেশের সকল ইমাম সাহেবের ঈমানী দায়িত্ব এই নতুন পাঠ্যপুস্তক হাতে নিয়ে মসজিদের মিম্বরে বসে তার কঠিন জবাব দেওয়া ✊
ঈমান ও দেশ বাঁচাতে হলে নতুন পাঠ্যপুস্তকে পরিবর্তন একান্ত কাম্য !!!
আতকা ক্ষেপলেন হাসানুল হক ইনু !
সব হারিয়ে চাচা মিয়া বিপ্লবী ভাব নিজ সোহদর ভাইদের উপর🫣🫣🫣🫣🫣
৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
প্রিয় দেশবাসী এবং নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যঃ
“‘বরই’ কখনো ‘খেজুরের ডামি’ হতে পারেনা। বেইলি রোডে ক্ষমতালোভী হাসিনার দুষ্ট রাজনীতি আর চরম দায়িত্বহীনতার বলি হয়েছে ৪৬টি তরতাজা প্রাণ। বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস, শহিদুল আলম সহ ভিন্নমতের মানুষের প্রতি ফ্যাসিস্ট হাসিনার নির্মম আচরণের প্রতিবাদ করতে হবে।”
#ডামিনির্বাচন #DummyVote #১দফাদাবী #StepDownHasina #OnePointDemand #টেইকব্যাকবাংলাদেশ #TakeBackBangladesh