প্রবাসী বাংলাদেশী

প্রবাসী বাংলাদেশী আমরা প্রবাসী বাংলাদেশী । প্রবাসে একে অপরেকে সাহায্যে করতে কৃপনতা করবেন না - Sharing information ✅
(1)

আমাদের রুবেল ভাই আর আমাদের মাঝে নেই 💔 প্রবাস জীবনের শুরুতেই ভাইকে আপন করে পেয়েছিলাম । সুখে দুঃখে সব সময় উনি আমাকে সাপোর...
04/02/2025

আমাদের রুবেল ভাই আর আমাদের মাঝে নেই 💔

প্রবাস জীবনের শুরুতেই ভাইকে আপন করে পেয়েছিলাম । সুখে দুঃখে সব সময় উনি আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন । ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে।

ফেব্রুয়ারি মাসের রেমিটেন্সের জন্য শুভ কামনা রইলো।
03/02/2025

ফেব্রুয়ারি মাসের রেমিটেন্সের জন্য শুভ কামনা রইলো।

পাসপোর্ট করার সময় বাড়তি টাকার, ভিসা বাড়তি  টাকার,  পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার প্রবাসীদের টাকায় টাকার,  মেডিকেল মাফিয়া ক্...
03/02/2025

পাসপোর্ট করার সময় বাড়তি টাকার, ভিসা বাড়তি টাকার, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার প্রবাসীদের টাকায় টাকার, মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স প্রবাসীদের নিজেদের টাকার,
টিকিট সিন্ডিকেট থেকে টিকেট কেনা তাও প্রবাসীদের টাকায় টাকার।

বিদেশ গিয়ে রেসিডেন্সি পারমিট নেওয়া প্রবাসীদের ট টাকায় । কাজ খুজে নেয়া সেটাও প্রবাসীদের দায়িত্ব ।

প্রবাস থেকে Nid সমস্যার সমাধান হয়না, জন্ম নিবন্ধন সমস্যার সমাধান হয়না, ব্যাংক একাউন্ট সমস্যার সমাধান হয়, সময় মত প্লেন টিকিট পাওয়া যায়না, আকাশছোঁয়া টিকিটের দাম, পাসপোর্ট রিনিউ সেবা ঠিকমতো পাওয়া যায় ন , ব্যাংক প্রতিনিধি, পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানুষের মত ব্যবহার শুধরায় না, বেতন ভাতা আদায়ে এম্বেসির সাহায্য পাওয়া যায়না, অবৈধ লোক দেশে যাইতে পারেনা হয়রানী হয়। অনেক দেশ প্রবাসীরা মারা গেলে লাশটাও পড়ে থাকে হিমঘরে।

দেশে গিয়ে জমি কিনলে চান্দা দেও। বাড়ি করলে চাদা দেও, ব্যবসা করেল চাদা দেও।

কাগজপত্র বানাতে গেলে টেবিলের নিচে থেকে চাদা দেও।

শত হয়রানির পরে হে প্রিয় বাংলাদেশ একটা পাসপোর্ট ছাড়া কি দিয়েছো আমাদের?

প্রবাসীরা এক হতে পারেনি বলেই তারা সব সময় নির্যাতিত নিপীড়িত।

03/02/2025

হোক প্রতিবাদ - বিমান ভাড়া কমাও সাধারণ প্রবাসীদের বাঁচাও।
ভিডিওতে প্রমান দিলাম কিভাবে সাধারণ প্রবাসীদের ঠকানো হচ্ছে । না দেখলে বিশ্বাস করবেন না।

সবার অবস্থান থেকে আওয়াজ তুলুন। প্রতিবাদ করুন। ।।
#বিমান }সিন্ডিকেট #বাংলাদেশ #বিমান #সৌদি #আরব #দুবাই #মালয়েশিয়া #ওমান #কাতার #কুয়েত #সিঙ্গাপুর

03/02/2025
03/02/2025

বিমান ভাড়া কমাও,
সাধারণ প্রবাসীদের বাঁচাও।

03/02/2025

আপনার পরিচিত প্রবাসীকে পেইজে এড করুন ।
দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের এক থাকতে হবে।
আমরা এক হতে পারিনি বলেই আমরা অবহেলিত।

টিকেট সিন্ডিকেট করে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর দালালরা । সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সাধারণ প্র...
03/02/2025

টিকেট সিন্ডিকেট করে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর দালালরা ।

সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সাধারণ প্রবাসীরা ।
বাংলাদেশ সরকারের উচিৎ অতিদ্রুত সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ।

যেহেতু বাড়তি দামে বিমানের টিকেটে বিক্রি হলে সরকার & এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোন লাভ হয়না তাহলে কেনো সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাতে এতো বিলম্ব হচ্ছে !!

সাধারণ প্রবাসীরা একবার যদি জুলাই আগস্টের মতো একত্রিত হয়ে কোন সিদ্ধান্ত নেয় তখন কি করবেন ?
এখনো সময় আছে টিকিট সিন্ডিকেট বন্ধ করে দোষীদের বিচার করুন ।

বিমান সিন্ডিকেটের বিরুদ্ধে সবার অবস্থান থেকে আওয়াজ তুলুন। বিমান সিন্ডিকেটের হাতে অবরুদ্ধ সাধারণ প্রবাসীরা।
02/02/2025

বিমান সিন্ডিকেটের বিরুদ্ধে সবার অবস্থান থেকে আওয়াজ তুলুন।
বিমান সিন্ডিকেটের হাতে অবরুদ্ধ সাধারণ প্রবাসীরা।

একটা সিঙ্গেল টিকেট কিনতে হয়েছে প্রায় ২ লাখ টাকায় । যুগের পর যুগ ধরে আমরা প্রবাসীরা হেরে যাচ্ছি ।জিতে যাচ্ছে অসৎ স...

02/02/2025

সিঙ্গাপুরে আজকে ডলারের মূল্য -
Western Union ৮৯ টাকা ৭২ পয়সা + ২.৫%
মোস্তফা সেন্টারে গোল্ডের মুল্য - ১১৮ ডলার ৫০ পয়সা।
০২/০২/২০২৫।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে বসে ২০ টাকা দিয়ে একটা কফি খেলুম দাদা । নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ...
02/02/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে বসে ২০ টাকা দিয়ে একটা কফি খেলুম দাদা ।

নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

01/02/2025

পোস্ট ডিলিট করেন নয়তো সমস্যা হবে ।

বাংলাদেশ পরিবর্তন আর কোথায় হয়েছে ।

01/02/2025

একটা সিঙ্গেল টিকেট কিনতে হয়েছে প্রায় ২ লাখ টাকায় ।
যুগের পর যুগ ধরে আমরা প্রবাসীরা হেরে যাচ্ছি ।
জিতে যাচ্ছে অসৎ সিন্ডিকেট।

#সিঙ্গাপুর #প্রবাসী #বাংলাদেশী #বিমান #সিন্ডিকেট #সৌদি #আরব #দুবাই #মালয়েশিয়া #ছাত্র #জনতা

01/02/2025

এলাকার এক ছোট ভাই ছুটি শেষে সৌদি ফেরার পথে সিঙ্গেল টিকেট কিনেছে ১ লাখ ৯১ হাজার টাকায় ।

দিক্কার জানাই এমন সিস্টেমের ।

01/02/2025

❤️💎

31/01/2025

সিঙ্গাপুরে আজকে ডলারের মূল্য -
Western Union ৯০ টাকা ১৪ পয়সা + ২.৫%
মোস্তফা সেন্টারে গোল্ডের মুল্য - ১১৮ ডলার ১০ পয়সা।
৩১/০১/২০২৫।

প্রিয় মাতৃভূমিতে 💎
31/01/2025

প্রিয় মাতৃভূমিতে 💎

Address

Raffles Park

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী বাংলাদেশী:

Videos

Share