প্রবাসী বাংলাদেশী

প্রবাসী বাংলাদেশী আমরা প্রবাসী বাংলাদেশী । প্রবাসে একে অপরেকে সাহায্যে করতে কৃপনতা করবেন না - Sharing information ✅
(6)

হালাল অর্থ উপার্জন কখনও সহজ না। টাকা অনেকেই দেখে। কিন্তু তার পেছনের গল্প, সীমাহীন ত্যাগ, ধৈর্য্য আর অক্লান্ত পরিশ্রমটা ক...
22/09/2024

হালাল অর্থ উপার্জন কখনও সহজ না। টাকা অনেকেই দেখে। কিন্তু তার পেছনের গল্প, সীমাহীন ত্যাগ, ধৈর্য্য আর অক্লান্ত পরিশ্রমটা কয়জন দেখে !!

22/09/2024

সিঙ্গাপুরে আজকে ডলারের মূল্য -
Western Union - 93. 02 + 2.5% Agrani - 93। মোস্তফা সেন্টারে গোল্ডের মুল্য - ১০৫ ডলার ৮০ সেন্ট
২২/০৯/২০২৪ দুপুর ১২ টা ৫৫ মিনিট ।

সিঙ্গাপুরে আজকে ডলারের সর্বশেষ আপডেট ।Western Union - 92.79 + 2.5%RIA - 92.90  + 2.5%Agrani 92.90  + 2.5%মোস্তফা সেন্টার...
21/09/2024

সিঙ্গাপুরে আজকে ডলারের সর্বশেষ আপডেট ।
Western Union - 92.79 + 2.5%
RIA - 92.90 + 2.5%
Agrani 92.90 + 2.5%

মোস্তফা সেন্টারে গোল্ডের মুল্য - ১০৫ ডলার ৮০ সেন্ট + মেকিং চার্জ + জি এস টি।

২১/০৯/২০২৪ রোজ শনিবার সন্ধ্যা ৭ টা ।

20/09/2024

গতকাল লিটল ইন্ডিয়া এরিয়াতে সাইমন মেডিকেল সেন্টারের আশেপাশে একটি পারমিট কার্ড হারানো গিয়েছে ।
কোন ভাই পেয়ে থাকলে দয়া করে জানাবেন ।
ধন্যবাদ

19/09/2024

প্রবাসীরা আবেগ অনুভূতি সবকিছু সাইডে রেখে প্রবাসে কাটিয়ে দিতে হয় বছরের পর বছর।

#প্রবাসী #বাংলাদেশী #প্রবাস #জীবন

19/09/2024

আপনাদের আবরার ফাহাদের কথা মনে আছে !
তাফাজ্জল ভাই চলে গিয়ে আবারো আবরার ফাহাদের কথা মনে করিয়ে দিলো ।

এস আলম গ্রুপের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা.বিস্তারিত কমেন্টে ।
19/09/2024

এস আলম গ্রুপের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা.

বিস্তারিত কমেন্টে ।

মরহুম সেলিম ভাইয়ের পরিচিত কেউ আছেন ?
19/09/2024

মরহুম সেলিম ভাইয়ের পরিচিত কেউ আছেন ?

সিঙ্গাপুর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম ভাই (বাড়ি: কেষ্টি নবগ্রাম, ধামরাই, ঢাকা) আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের অর্থনীতি এবং পরিবারের কল্যাণে যিনি নিরলস পরিশ্রম করেছেন, তার অকাল মৃত্যু আমাদের সকলকে গভীর শোকাহত করেছে। লিফটিংয়ের কাজের সময় লোড ছিটকে পড়ে রিগার/সিগনালম্যান সেলিম ও সাইট ইঞ্জিনিয়ারের গায়ে লাগে। এতে সেলিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং ইঞ্জিনিয়ার আহত হন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

যতটুকু জানা গেছে, সেলিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা আগেই মারা গেছেন। মা, স্ত্রী এবং সন্তানকে নিয়েই ছিলো তার ছোট্ট সংসার । সেলিম ভাইয়ের এই অকাল মৃত্যু তার পরিবারকে গভীর সংকটে ফেলেছে। আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি প্রদান করেন।
আমিন

19/09/2024

আপনার জানাজা শেষে অনেকে লা'শের সাথে কব'রস্থান পর্যন্তও যাবে না, কারণ সময় নেই। অথচ তাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় উজাড় করে দিয়েছিলেন।

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন। আজ দুপরে তেবান গার্ডেন বাস স্টোপ এ আই ব্যাংক কার্ডটি পাওয়া গিয়েছে । যদি কারো পরিচিত ...
18/09/2024

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন। আজ দুপরে তেবান গার্ডেন বাস স্টোপ এ আই ব্যাংক কার্ডটি পাওয়া গিয়েছে । যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে এই নাম্বাররে 82939422 যোগাযোক করে সঠিক প্রমান দিয়ে নিয়ে যাবেন।

ইনবক্স থেকে পাওয়া।

প্রবাসীদের ব্যগ থেকে আর চকলেট খাবি !! শ্লারা
18/09/2024

প্রবাসীদের ব্যগ থেকে আর চকলেট খাবি !!
শ্লারা

আজকে সন্ধ্যায় ঝরো বাতাসে সিঙ্গাপুরের অবস্থা।Photo credit: The strait Times
17/09/2024

আজকে সন্ধ্যায় ঝরো বাতাসে সিঙ্গাপুরের অবস্থা।
Photo credit: The strait Times

সিঙ্গাপুরে আজকে একটি কন্সট্রাকশন সাইটে দূর্ঘটনায় দুইজন নি"হ"ত হয়েছেন।  ১) সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক ৩৮ বছর বয়সী ( স...
17/09/2024

সিঙ্গাপুরে আজকে একটি কন্সট্রাকশন সাইটে দূর্ঘটনায় দুইজন নি"হ"ত হয়েছেন।

১) সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক ৩৮ বছর বয়সী ( সাইট ইঞ্জিনিয়ার)
২) বাংলাদেশের নাগরিক ৩৯ বছর বয়সী (রিগার &;সিগন্যাল
ম্যান)

উক্ত দূর্ঘটনায় আরো দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

The Straits Times এর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ৪ জন VSL Singapore নামে কম্পানিতে কর্মরত ছিলেন।
উক্ত সাইটের মেইন কন্টাক্টর Ssangyong Engineering and Construction.

ওয়েবসাইট থেকে জানা জানা যায় N111 চলমান এই প্রকল্পের ব্যায় ৫৩৭.১ মিলিয়ন ডলার ।

২০২১ সালে এই প্রকল্পটি WSH কাউন্সিল থেকে good safety and health performance and workplace safety and health management System এর জন্যে পুরস্কার প্রাপ্ত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে এখন পর্যন্ত ১১ জন কর্মক্ষেত্রে দূর্ঘটনায় নি"হ"ত হবার তথ্য পাওয়া গিয়েছে।

২০২৩ সালে ৪৬ জন
২০২২ সালে ৩৭ জন
২০২১ সালে ৩০ জন
২০২০ সালে ৩৯ জন - সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দূর্ঘটনায় নি"হ"ত হয়েছেন ‌।

তথ্যসূত্র - The Straits Times
আবদুল করিম সজিব
সিঙ্গাপুর প্রবাসী ।

সিঙ্গাপুর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম ভাই (বাড়ি: কেষ্টি নবগ্রাম, ধামরাই, ঢাকা) আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। ইন্না ...
17/09/2024

সিঙ্গাপুর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম ভাই (বাড়ি: কেষ্টি নবগ্রাম, ধামরাই, ঢাকা) আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের অর্থনীতি এবং পরিবারের কল্যাণে যিনি নিরলস পরিশ্রম করেছেন, তার অকাল মৃত্যু আমাদের সকলকে গভীর শোকাহত করেছে। লিফটিংয়ের কাজের সময় লোড ছিটকে পড়ে রিগার/সিগনালম্যান সেলিম ও সাইট ইঞ্জিনিয়ারের গায়ে লাগে। এতে সেলিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং ইঞ্জিনিয়ার আহত হন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

যতটুকু জানা গেছে, সেলিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা আগেই মারা গেছেন। মা, স্ত্রী এবং সন্তানকে নিয়েই ছিলো তার ছোট্ট সংসার । সেলিম ভাইয়ের এই অকাল মৃত্যু তার পরিবারকে গভীর সংকটে ফেলেছে। আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি প্রদান করেন।
আমিন

সিঙ্গাপুরে এক কম্পানিতে কাটিয়ে দিলেন ২১ বছর । সিঙ্গাপুরে আনস্কেল সেক্টরে এক কম্পানিতে ২১ বছরের বাংলাদেশী খুজে পাওয়া কষ্...
17/09/2024

সিঙ্গাপুরে এক কম্পানিতে কাটিয়ে দিলেন ২১ বছর ।

সিঙ্গাপুরে আনস্কেল সেক্টরে এক কম্পানিতে ২১ বছরের বাংলাদেশী খুজে পাওয়া কষ্টকর হবে ।
আমার পাশের এই বড়োভাই একটি মাত্র কম্পানিতে ২১ বছর কাটিয়ে দিলেন । মাশাআল্লাহ।

বুসান হেউন্দে সমুদ্র সৈকতে ঢুবে দুই বাংলাদেশী নি"হ "ত বুসান হেউন্দে সমুদ্র সৈকত এ বছর অফিশিয়ালি সৈকত পরিচালনা কমিটি কর্ত...
17/09/2024

বুসান হেউন্দে সমুদ্র সৈকতে ঢুবে দুই বাংলাদেশী নি"হ "ত

বুসান হেউন্দে সমুদ্র সৈকত এ বছর অফিশিয়ালি সৈকত পরিচালনা কমিটি কর্তৃক চালু ছিলো ১লা জুন থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত।এই সময় পর্যন্ত ৯০ লাখ লোক ভ্রমণ করে যা কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ। উক্ত সময়ে প্রতিদিন উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবক ১০০ জন কাজ করতো।

এ বছর গ্রীষ্মের তাপমাত্রা না কমায় তা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বর্ধিত করে। মূলত এই সময়ের পর সৈকত পরিচালনা কমিটি এটির দায়িত্ব নেয় না দায়িত্ব নেয় স্থানীয় সরকার। বাকি এ সময়ে সামান্য পরিমাণ লোক আসায় নিরাপত্তা ও উদ্ধার কর্মীর সংখ্যাও কম থাকে।
সমুদ্র সৈকত পরিচালনা কমিটি পরিচালনা বন্ধ করা স্বত্তেও গ্রীষ্মের দাবদাহ না কমায় টানা বন্ধে বহু মানুষ সমুদ্রে ছুটে গিয়েছে।
এদিকে চীনে টাইফুনের কারণে স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেশি থাকায় স্থানীয় সরকার সমুদ্রের পানিতে নামতে নিষেধাজ্ঞা সংক্রান্ত মোবাইলে বার্তা দিয়েছে।যেহেতু পর্যটকদের ৯০%ই বিদেশী এটিকে বিবেচনায় না নিয়ে অনেক লোকই সমুদ্রে নেমে পড়ে।বহু লোক একসাথে নেমে পড়ায় স্থানীয় নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হয়েছে।
বিকেল ৩টা ৫ মিনিটে বাংলাদেশী ইপিএস কর্মী সঞ্জীবের মৃ"ত্যু"র ঘটনা ঘটে। সঞ্জীবের প্রাথমিক চিকিৎসা পানি বের করার জন্য বুকে চাপ দেওয়াও বহু লোক স্বচক্ষে অবলোকন করেছে।
তার প্রায় ২ঘন্টা পর ৪টা ৫৮ মিনিটে একই দূর্ঘটনা ঘটে সেই দূর্ঘটনায় শান্ত নামের আরেক বাংলাদেশী ইপিএস কর্মী মৃ"ত্যু"বরণ করেন।

জানা যায় যে, শান্ত ৪ মাস আগে কোরিয়ায় এসেছেন।দুই দিন আগে বন্ধের কারণে কর্মস্থল দেগু থেকে বুসান সমুদ্র সৈকতে একাই ঘুরতে যান পরবর্তীতে তার সহকর্মী নেপালী বন্ধু গতকাল তার সাথে যুক্ত হোন বুসান সমুদ্র সৈকতে। দুইজনেই একসাথেই সমুদ্রে নামলেও একজন উঠতে পেরেছেন অন্যজন না ফেরার দেশে চলে গেছেন।

16/09/2024

পাসপোর্টের তথ্য পরিবর্তন করার কারনে পারমিট রিনিউ হয়নি দেশে চলে গিয়েছেন ।
এমন কেউ আছেন ?

16/09/2024

সময়মতো পাসপোর্ট রিনিউ না করার কারনে পারমিট রিনিউ হয়নি পরবর্তিতে দেশে ফিরে যেতে হয়েছে !
এমন কোন সিঙ্গাপুর প্রবাসী ভাই কি এখানে আছেন ?
নোট : বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে ৪-৫ মাসের মতো লাগে।

আমাদের প্রবাসীদের জীবন এসির আউটডোর ইউনিটের মত। বাহিরের ঝড় তুফান তীব্র তাপমাত্রা নিজে সহ্য করে ভিতরে সুরক্ষিত রাখে 🙂🙂   ...
15/09/2024

আমাদের প্রবাসীদের জীবন এসির আউটডোর ইউনিটের মত। বাহিরের ঝড় তুফান তীব্র তাপমাত্রা নিজে সহ্য করে ভিতরে সুরক্ষিত রাখে 🙂🙂
#প্রবাসী #বাংলাদেশী

পারমিট সহ একটি মানিব্যাগ পাওয়া গিয়েছে ।মনিরুজ্জামান ভাইয়ের পরিচিত কেউ এখানে থাকলে উনাকে সংবাদটা পৌঁছে দেওয়ার অনুরোধ ...
15/09/2024

পারমিট সহ একটি মানিব্যাগ পাওয়া গিয়েছে ।

মনিরুজ্জামান ভাইয়ের পরিচিত কেউ এখানে থাকলে উনাকে সংবাদটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো।
মানিব্যাগ টি এই মুহূর্তে মোস্তফায় আঙ্গুলিয়া মসজিদের বিপরিতের ভেলু শপে আছে ।
মানিব্যাগ টি ভেলু শপের সামনে থেকেই পাওয়া গিয়েছে।

সিঙ্গাপুরে আজকে ডলারের মূল্য - Western Union - ৯২.৪১ + ২.৫%.National Bank --  ৯২.৩৫+ ২.৫%.Agrani Bank - - ৯২.৩৫+ ২.৫%.RI...
15/09/2024

সিঙ্গাপুরে আজকে ডলারের মূল্য -
Western Union - ৯২.৪১ + ২.৫%.
National Bank -- ৯২.৩৫+ ২.৫%.
Agrani Bank - - ৯২.৩৫+ ২.৫%.
RIA - ৯১.৮০ - ৯১.৮০ + ২.৫ % .

মোস্তফা সেন্টারে গোল্ডের মুল্য ১০৪ ডলার ৪০ সেন্ট + মেকিং চার্জ + জি এস টি।
১৫/০৯/২০২৪ রবিবার - দুপুর ০১ টা ১০ মিনিট ।

15/09/2024

সিঙ্গাপুরে আজকে ডলারের মূল্য -
Western Union - ৯২ টাকা ৪১ পয়সা + ২.৫% .
মোস্তফা সেন্টারে গোল্ডের মুল্য ১০৪ ডলার ৪০ সেন্ট + মেকিং চার্জ + জি এস টি।
১৫/০৯/২০২৪ দুপুর ১২ টা ৩২ মিনিট ।

কিছু প্রবাসীরা এতোই হাসিখুশি থাকে যে,তাদের আচরণ দেখে আপনি বুঝতেইই পারবেন না তারা আসলে প্রচন্ড ক*ষ্ট নিয়ে বেঁচে আছে। প্রত...
14/09/2024

কিছু প্রবাসীরা এতোই হাসিখুশি থাকে যে,তাদের আচরণ দেখে আপনি বুঝতেইই পারবেন না তারা আসলে প্রচন্ড ক*ষ্ট নিয়ে বেঁচে আছে।

প্রতিটি প্রবাসীর উচিত প্রবাসে একজন ভালো বন্ধু খুঁজে নেওয়া যাকে সুখে দুঃখে মনে কথা শেয়ার করবে ।

14/09/2024

টানা বর্ষণে বাংলাদেশে আবারো বন্যার আশংকা ।
কক্সবাজার . নোয়াখালী লক্ষীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবহিত।
আপনাদের এলাকার কি পরিস্থিতি জানাবেন প্লিজ।

14/09/2024

নিজের আত্মার প্রশান্তির জন্য হলেও আশেপাশের সবাইকে সহযোগিতা করা উচিত ।
সহযোগিতা বলতে এই না যে আপনি টাকা দিয়ে সহযোগিতা করবেন ছোট ছোট তথ্য দিয়ে হলেও সহায়তা করার চেষ্টা করুন।

#সিঙ্গাপুর #প্রবাসী #বাংলাদেশী

14/09/2024

বিদেশ থেকে দেশে যাওয়া পরে সবাই মনে করে আমরা টাকার গাছ।
কেউ আপন মনে করে না । যে যেভাবে পারে টাকা হাতিয়ে নেয়ার জন্য বসে থাকে ।

#সিঙ্গাপুর #প্রবাসী #বাংলাদেশী

14/09/2024

বাংলাদেশে ট্রেনিং সেন্টারের সকালের - ডিম ভাজি - আলুভর্তা আর পানির মতো দেখতে ডাল আহ্ কি স্বাদ।
সেই স্বাদরে ভাই ।

14/09/2024

মাশাআল্লাহ । প্রিয় প্রবাসী ভাইয়েরা এই তিনটি কাজ করে যান ।

#সুবহানআল্লাহ #মাশাআল্লাহ #আলহামদুলিল্লাহ

Address

Raffles Park

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী বাংলাদেশী:

Videos

Share

Nearby media companies


Other Social Media Agencies in Raffles Park

Show All

You may also like