আমরা সিঙ্গাপুর প্রবাসী

আমরা সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুরে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের
(5)

13/01/2024

এক ফোঁটা বী'র্য তৈরিতে কত ফোঁটা র'ক্ত লাগে? জানলে অবাক হবেন ।
বিস্তারিত কমেন্টে...

11/01/2024

জানেন মৃ'ত্যু'র পর নাকে ও কানে তুলো দেওয়া হয় কেন? ৯৫ শতাংশ মানুষের অজানা ।
বিস্তারিত কমেন্টে...

11/01/2024

কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯ শতাংশ মানুষই জানে না ।
বিস্তারিত কমেন্টে...

11/01/2024

আপেলের গায়ে স্টিকার লাগিয়ে রাখার অর্থ কি? এটি অনেকেই না জেনে কেনেন ।
বিস্তারিত কমেন্টে...

11/01/2024

অল্পবয়সী ছেলেরা কেন বিবাহিত মহিলাদের পছন্দ করে? কারণটা শুনে অবাক হবেন ।
বিস্তারিত কমেন্টে...

23/12/2023

এক্সপায়ারি ডেট পেরনো ওষুধ খেলে কী মানুষের মৃ'ত্যু হতে পারে? জানুন আসল সত্যিটা ।
বিস্তারিত কমেন্টে...

19/12/2023

জানেন মহিলাদের জামার বোতাম বাঁদিকে কেন থাকে? ৯০% মানুষের অজানা ।
বিস্তারিত কমেন্টে...

16/12/2023

জন্মের সময় শিশুর শ'রীরে ৩০০টি হাড়, পরে ২০৬টি হয়, তাহলে বাকি ৯৪টি হাড় কোথায় যায়?
বিস্তারিত কমেন্টে...

14/12/2023

জানেন ক'নড'ম তৈরি হয় কোন প্রা'ণীর অংশ থেকে?
বিস্তারিত কমেন্টে...

12/12/2023

বিড়ালে রাস্তা কাটলে অনেকে থামেন কেন? শুধু কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক কারণও ।
বিস্তারিত কমেন্টে...

সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয়ের সময় এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে পাড়ি জমাচ্ছে সাধারণ ...
22/11/2023

সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয়ের সময় এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে পাড়ি জমাচ্ছে সাধারণ মানুষ।
📸 Margaret Bourke-White/LIFE

04/10/2023

কখনো ভেবেছেন মানূষের মৃ'ত্যু'র পর নাকে ও কানে তুলো দেওয়া হয় কেন?
বিস্তারিত দেখুন কমেন্টে...

08/09/2023

অল্পবয়সী ছেলেরা কেন বিবাহিত মহিলাদের পছন্দ করে, কারণটা শুনে অবাক হবেন ।
বিস্তারিত দেখুন কমেন্টে...

২০ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ!যদি ২ টাকার জন্যে গাড়ির জানালা বন্ধ থাকে।....😪😪
17/08/2023

২০ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ!
যদি ২ টাকার জন্যে গাড়ির জানালা বন্ধ থাকে।....😪😪

বর্ষার সময় গাড়ি আস্তে চালান ।আপনার দুটি গাড়ি থাকতে পারে, কিন্তু অনেকের দুটি জামা নাই ।
29/07/2023

বর্ষার সময় গাড়ি আস্তে চালান ।
আপনার দুটি গাড়ি থাকতে পারে, কিন্তু অনেকের দুটি জামা নাই ।

খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তার গল্প। তাঁর অতি সাধারণ জীবন যাপন আমাকে বিস্মিত করতো। একদিন জিজ্ঞেস করলাম:-স্যার, আপনি এতো স...
15/07/2023

খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তার গল্প। তাঁর অতি সাধারণ জীবন যাপন আমাকে বিস্মিত করতো। একদিন জিজ্ঞেস করলাম:
-স্যার, আপনি এতো সাধারণ জীবন বেছে নিলেন কেন? আপনার তো অনেক ক্ষমতা!

তিনি হাসলেন। তারপর কয়েকটি কথা বললেন:

১. চাকরির শুরুতে বেশ কয়েক বছর ক্ষমতার উত্তাপ বেশ উপভোগ করতাম। বাড়তি খাতির বেশ আনন্দ দিতো- পরিবার আত্মীয়স্বজনদের সামনে ভাব নিতে সুবিধা হতো।

২. কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য ছিলাম। তাও চাকরির কারণে- নরমালি এসব ক্লাবের সদস্য হতে হলে ত্রিশ/চল্লিশ লাখ টাকা লাগে।

৩. বিমানবন্দরে ভিআইপি সুযোগ নিতাম-গর্বে মাথা উঁচু করে গটগট করে র‍্যাম্প কারে প্লেনের গোড়ায় নামতাম। প্লেনে ভিআইপি সিটে বসতাম।

৪. ডাক্তারের কাছে গেলে সিরিয়াল ভেঙ্গে চেম্বারে ঢুকে যেতাম। আগেই খবর দেয়া থাকতো- সবাই অপেক্ষা করতো কখন আমি পৌঁছাব!

৫. বিশাল গাড়ির ঠান্ডা হাওয়ায় বসে ভাবতাম, এই না হলে চাকরি!

তারপর একদিন অফিস শেষে বাড়ি ফেরার সময় দেখলাম আমার এক অতি ক্ষমতাবান রিটায়ার্ড বস হোটেল শেরাটনের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন। হাতে আধময়লা একটি ফাইল। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। দুম করে মাথায় কয়েকটি প্রশ্ন এলো:

১. চাকরির বাড়তি খাতির ক'দিনের জন্য?

২. অভিজাত ক্লাবের মেম্বারশিপ ক'দিনের জন্য?

৩. ভিআইপি সুবিধা ক'দিনের জন্য?

৪. ডাক্তার কতদিন সিরিয়াল ভেঙ্গে আমাকে দেখবেন?

৫. বিশাল গাড়ির ঠান্ডা বাতাস ক'দিনের জন্য?

উত্তর একটাই- যতদিন চাকরি আছে ততদিন। তারপর আমি নো বডি। তাহলে এই যে এত আরামে অভ্যস্ত হয়ে যাচ্ছি- রিটায়ার করার পর তো এসব হারানোর কারণেই হার্ট অ্যাটাক করবে। পরদিন থেকে বাড়তি খাতির নেয়া বাদ দিলাম। সব ক্লাবের মেম্বারশিপ বাদ দিলাম। ভিআইপি সুবিধা বাদ দিলাম। সিরিয়াল ভেঙ্গে ডাক্তার দেখানো বাদ দিলাম। অফিসে আসাযাওয়া ছাড়া সরকারি গাড়ি ব্যবহার বাদ দিলাম।
না; আমি কোনো মহামানবের কাজ করিনি। নিজের ভুল বুঝে অস্বাভাবিক আচরণ থেকে স্বাভাবিক আচরণে ফিরে আসলাম মাত্র।

ফলাফল-

আগে রিটায়ারমেন্টকে ভয় পেতাম- এখন মনে হয় সময়ের কিছু আগে অবসর নিয়ে নিলে খারাপ হয়না। কেমন যেন নিজেকে মুক্ত মুক্ত মনে হয়।

তাঁর কথাগুলো আমার মগজে ছোটোখাঁটো একটি বিস্ফোরণ ঘটালো। পরিবর্তনের বিস্ফোরণ।

সংগৃহীত

কাসুন্দি দিয়ে পাট শাক আর সাদা ভাত।জীবনে খুব অল্পতে সুখী থাকা যায়।
আলহামদুলিল্লাহ্‌।

জীবন থেকে নেয়া ।আমি ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি ।সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠ...
19/06/2023

জীবন থেকে নেয়া ।

আমি ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি ।

সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠিকভাবে পড়তেও পারছে ।
তারপর উনি আমাকে এইটাও বললেন যে আমাকে কি কি পরীক্ষা দিয়েছে ডাক্তার ।

তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম মামা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? সে বললো মামা আমার ডিপার্টমেন্ট তো ছিলো ফার্মেসী ।

তারপর আমি বললাম কোন ভার্সিটি মামা সে বলে এখন কি আর ভার্সিটি দিয়া লাভ আসে মামা 🙂

এই কথা বলে একটা সুন্দর হাসি দিয়ে লোকটা রিক্সা নিয়ে চলে গেলেন🙂 💔

- Ratish Saha

Address

Jurong East

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সিঙ্গাপুর প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Jurong East media companies

Show All