29/07/2024
বিশ্বের ৬০ শহরের তালিকায় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্র #সিঙ্গাপুর।
শীর্ষ তিনে জায়গা হয়নি #যুক্তরাষ্ট্র কিংবা #যুক্তরাজ্যের কোনো শহরের। অন্য শহরগুলো হলো- #জাপানের_টোকিও এবং #কানাডার_টরন্টো।
গুরুত্বপূর্ণ সাতটি দিককে প্রাধান্য দিয়ে বিশ্বের ৬০
শহরকে নিয়ে র্যাংকিং প্রকাশ করেছে বিশ্বের
প্রভাবশালী ম্যাগাজিন #ফোর্বস। সাতটি বিষয় হলো-
অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো,
প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।
প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর শূন্য স্কোর নিয়ে প্রথম, জাপানের টোকিও ১০.৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কানাডার টরন্টো ১৩.৬ স্কোর নিয়ে পর্যটকে নিরাপদ শহরের ওপরের দিকে রয়েছে।
আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি পেইজ
#সবাই #আমরা #বাংলাদেশি #প্রবাসি