শখের সিঙ্গাপুর কমল রায় JsK

শখের সিঙ্গাপুর কমল রায় JsK স্বপ্নের দেশ সিঙ্গাপুর , সিঙ্গাপুরের সবকিছু আপডেট পেতে পেজের সাথে থাকুন এবং শেয়ার দিয়ে সাপোর্ট করুন ,, সিঙ্গাপুর প্রবাসী

বিশ্বের ৬০ শহরের তালিকায় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্র  #সিঙ্গাপুর। শীর্...
29/07/2024

বিশ্বের ৬০ শহরের তালিকায় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্র #সিঙ্গাপুর।
শীর্ষ তিনে জায়গা হয়নি #যুক্তরাষ্ট্র কিংবা #যুক্তরাজ্যের কোনো শহরের। অন্য শহরগুলো হলো- #জাপানের_টোকিও এবং #কানাডার_টরন্টো।

গুরুত্বপূর্ণ সাতটি দিককে প্রাধান্য দিয়ে বিশ্বের ৬০
শহরকে নিয়ে র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্বের
প্রভাবশালী ম্যাগাজিন #ফোর্বস। সাতটি বিষয় হলো-

অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো,
প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর শূন্য স্কোর নিয়ে প্রথম, জাপানের টোকিও ১০.৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কানাডার টরন্টো ১৩.৬ স্কোর নিয়ে পর্যটকে নিরাপদ শহরের ওপরের দিকে রয়েছে।

আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি পেইজ
#সবাই #আমরা #বাংলাদেশি #প্রবাসি

তোরা মেট্রো তাকেও ছারলি না রে ভাই!!!
15/02/2024

তোরা মেট্রো তাকেও ছারলি না রে ভাই!!!

04/01/2023

অসমাপ্ত ভালোবাসা

08/11/2022
10/10/2022

ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা, এই শিক্ষাটা পেয়েই আমরা সত‍্যিকারের মানুষ চিনতে পারি!!

08/10/2022

মাথা নিচু করে যে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছো, অবহেলা পেতে পেতেও যে মানুষটাকে মাথায় তুলে রেখেছো, না চাইতেই অনেকটা গুরুত্ব দিয়ে যার কাছে নিজেকে হ্যালাফ্যালার পাত্র করে ফেলেছো,
একটু ভালো থাকতে চেয়ে যে'খানে রোজ চোখের জল ফেলেছো, যে'খানে নিজের মূল্য হারিয়ে ফেলেছো, অনেকটা ভালোবাসা দিয়েও যেখান থেকে প্রতিবার খালি হাতে ফিরেছো...

বিসর্জন দিতে শেখো এবার সেই সমস্ত সম্পর্ককে, মানুষকে, জায়গাকে।

07/10/2022

ভালোবাসা গুলা,
আমাদের জীবনের ঋণ হয়ে আসে।
এগুলো আমাদেরকে শোধ করতে হয়।
হয় ভালোবাসা দিয়ে,
আর না হয় চোখের পানি দিয়ে।

03/10/2022

যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাঁদতে পারতাম তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টের বুকটা হালকা হতো। তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেন পাগলামি করি। কেন মেসেজ রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুক ভেসে যায়। কেন তোমার অবহেলায় নিরবে চোখ থেকে অশ্রু ঝরে।

কেন তোমাকে ভালোবাসি, কেন তোমাকে এতো করে চাই! কোনো উত্তর নেই আমার কাছে। শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না।আমি কেন পাগলামি করি,কেন আমি পাগল। এটার উত্তর জানি না।তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না। আমি বলি তুমি ছাড়া আমার চলবে না।

তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো অথবা ভালো থাকো। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি ভালোবাসি,তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছেই ফিরে আসি।

Address

City West

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের সিঙ্গাপুর কমল রায় JsK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category