Ruby's Ethereal Odyssey

Ruby's Ethereal Odyssey Welcome to Ruby's Ethereal Odyssey, where daily life meets the extraordinary. I’m a Wanderlust girl.

08/08/2024

একজন যোগ্য ও বিচক্ষণ ব্যক্তির বক্তব্য তো এমনই হওয়া উচিত। তাদেরকে সময় দিলে আমরা নতুন কিছু পাবো ইনশাল্লাহ ।……❤️❤️❤️

প্রফেসর ড. ইউনূসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যম কথা বলে তার সঙ্গে। সেখানে উঠে আসে সম্প্রতি বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা । প্রায় ১১ মিনিটের আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ। তখন ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে। জবাবে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই। তাই বিএনপিসহ অন্যান্য বিরোধীদলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না।

ড. ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি কারণ তারা কখনো সুযোগই পায়নি। তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কী অবশিষ্ট রয়েছে এবং তারা কী করবে। এ ছাড়া অন্যান্য দলগুলো সবই ক্ষুদ্র দল। আর জামায়াতে ইসলামী এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল।

এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখার আশায় রয়েছেন। পাশাপাশি তরুণদের ওপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে।

ড. ইউনূস বলেন, তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত। প্রবীণদের নয়। আমরা এই প্রজন্মের ওপর ভরসা রাখতে চাই।

05/08/2024

We need to be more vigilant now than ever to prevent thieves and incompetent leaders. The country should be run on the principle of 'country before political party'. Please make this country like Singapore, South Korea or Malaysia.







04/08/2024

কিছু বিবে''কহীন মানুষ প্রশ্ন করছে: ওনাকে নামিয়ে কাকে উঠাবেন?

উত্তর:
০১। আপনার বউ আপনার সাথে চিট করে যদি কারও সাথে পরকী''য়ায় লি''প্ত হয় তাহলে আগে ডি''ভোর্স দিবেন,নাকি বসে বসে চিন্তা করবেন পরের বিয়েটা কাকে করা যায়?

০২.।বাসায় আগুন লাগলে আগে দৌড়ে বের হবেন নাকি চিন্তা করবেন বাইরে কোথায় আশ্রয় নিবেন?

০৩।আপনার পরনের লুঙ্গিতে যদি আগুন লাগে তখন কি করবেন? লুঙ্গী খুলবেন নাকি চিন্তা করবেন কোন ব্রান্ডের লুঙ্গি কিনবেন?

লেখাঃ সংগৃহীত

10/06/2024

15 Signs You’re Being Manipulated‼️

1. They never apologize, even when they know they’re wrong.
2. They always make excuses or give empty promises.
3. They use your weaknesses against you.
4. They prioritize others but treat you like an option.
5. They try to control you.
6. They use guilt trips.
7. They twist your words to benefit themselves.
8. They shut down and get defensive instead of talking.
9. They project their feelings onto you.
10. They gaslight you to create self-doubt.
11. They give you the silent treatment.
12. They lie constantly.
13. They leave you feeling crazy and confused.
14. They always make you feel like you’re walking on eggshells.
15. They always play the victim.

Recognizing these signs is the first step to taking back control. You deserve respect, kindness, and healthy relationships. (Collected)

05/05/2024

Celebrating our Bengali New Years with friends and family in Sweden. Full video of my second blog about Boishakhi Mela and more..

26/04/2024

👀 একজন অন্তর্মুখী তথা ইন্ট্রোভার্ট মানুষকে চিনবো কিভাবে?

১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

২.রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।

৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।

৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।

৫.ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।

৬.নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।

৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

৮.অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।

৯.এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।

১০.প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।

১১.ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।

১২.কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।

১৩.এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।

১৪.সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।

১৫.এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।

১৬.অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।

১৭.খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।

১৮.মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।

১৯.অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।

২০.এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।

২১.অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।

২২.খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।

২৩.বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।

২৪.নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।

২৫.রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।

Collected.

22/04/2024

Eid day out…❤️❤️ (blog1)

14/04/2024

A Short video of my Eid day.. Full version will come very soon ❤️❤️

12/04/2024

Welcome to Ruby's Ethereal Odyssey page, where we embark on a daily journey through the ethereal realms of life. Join us as we navigate the highs and lows, the laughter and tears, and the profound moments that shape our existence. Let's explore the beauty of everyday life together and discover the magic in the mundane. Welcome aboard our odyssey!
Thank you

Adress

Skäftingebacken 32
Stockholm
16367

Telefon

+46769749149

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Ruby's Ethereal Odyssey postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Affären

Skicka ett meddelande till Ruby's Ethereal Odyssey:

Videor

Dela