JaMe

JaMe Kontaktinformation, kartor och vägbeskrivningar, kontaktformulär, öppettider, tjänster, betyg, foton, videor och meddelanden från JaMe, Digital creator, Sävar.

28/11/2025

👶 সন্তান বনাম 💼 চাকরি — নারী হিসেবে আসলে আমাদের জন্য কোনটা আগে?

মা হওয়া মানে নিজেকে ভেঙে নতুনভাবে তৈরি হওয়া।
আর একজন কর্মজীবী নারী হওয়া মানে—নিজেকে ধরে রাখা, নিজের পরিচয়টাকে সময়ের সঙ্গে গড়ে তোলা।

কিন্তু বেশিরভাগ সময় আমাদের সামনে এই দুইটা অপশন একসাথে আসে না।
আসে একটা কঠিন প্রশ্ন নিয়ে—
“সন্তান নাকি চাকরি?”

তবে একটা কথা সবসময় মনে রাখার মতো:

চাকরি মানে শুধু টাকা নয়। চাকরি মানে নিরাপত্তা, সম্মান, নিজের অস্তিত্ব।
আর সেই নিরাপত্তা একদিন আপনার সন্তানকেও আগলে রাখবে।

অনেক নারীই মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন—কারণ সামাজিক চাপ, অপরাধবোধ বা সময় মেলাতে না পারা।
কিন্তু আপনি যদি পারেন—চেষ্টা করুন চাকরি ধরে রাখতে।

না, আপনি খারাপ মা হবেন না।
আপনি দায়িত্বহীনও নন।

বরং আপনি এমন একজন মা হবেন,
যে নিজের পরিচয় ধরে রেখেও সন্তানের জন্য ভালো উদাহরণ হয়ে উঠবেন।

একদিন আপনার সন্তান আপনাকে দেখে বুঝবে—
“আমার মা শুধু আমাকে বড় করেনি, নিজেকেও গড়েছে।”

🔹 আপনার চাকরি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন রাখে।
🔹 আপনাকে কারো উপর নির্ভরশীল হতে হয় না।
🔹 নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন।
🔹 দাম্পত্য সম্পর্কেও থাকে এক ধরনের ভারসাম্য ও সম্মান।

হ্যাঁ, সবসময় সহজ হবে না।
ক্লান্ত লাগবে, মাঝে মাঝে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করবে।
কিন্তু শেষ পর্যন্ত—আপনার সেই ছোট্ট ডেস্কটা, ছোট্ট পরিচয় কার্ডটা, মাস শেষে আপনার অর্জিত সেই বেতনটাই আপনার আত্মবিশ্বাস গড়ে তুলবে।

আপনার সন্তান আপনার ভালোবাসা পাবে,
আর আপনার চাকরি আপনার শক্তি হয়ে পাশে থাকবে।

সন্তান আর চাকরি—এই দুইয়ের মাঝে যুদ্ধ নয়, দরকার বোঝাপড়া।

একজন মা হিসেবে আপনি সর্বোচ্চটা দেন।
একজন নারী হিসেবে, নিজের স্বপ্নটাও আপনার প্রাপ্য।

আপনি পিছিয়ে নেই।
আপনি একা নন।

চেষ্টা করুন—নিজের পথটা নিজেই গড়ে তুলতে।
আর কখনোই নিজের চাকরি বা স্বপ্নটাকে “বিকল্প” ভাববেন না।

কারণ আপনি শুধু কারো মা নন—আপনি নিজেও একজন “পুরো মানুষ”।

আর আজকের এই আধুনিক যুগে চাকরি মানে শুধু অফিসে গিয়ে ৯টা-৫টা করা নয়।

🔹 আপনি চাইলে রিমোট জব করতে পারেন—ঘরে বসেই সময় মতো কাজ করে ও সন্তানকে সময় দিয়েও নিজের পরিচয় বজায় রাখা সম্ভব।

🔹 আবার কেউ চাইলে অনলাইন বিজনেস শুরু করতে পারেন—নিজের শখ, দক্ষতা বা আগ্রহকে পেশায় রূপ দিয়ে স্বাধীনভাবে কাজ করা এখন আগের চেয়ে অনেক সহজ।

প্রযুক্তি এখন নারীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। আপনাকে শুধু নিজের জায়গাটা খুঁজে নিতে হবে। আর আপনার সন্তান ঠিকই এক সময় বড় হয়ে যাবে, তার আলাদা জগৎ তৈরি হবে।
তখন যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনার ভেতরের খালি জায়গাটা আপনি নিজেও পূরণ করতে পারবেন না।



🔖 ভালো লাগলে শেয়ার করুন। কোনো এক মা হয়তো এই লেখাটা পড়ে নিজেকে একটু সাহসী মনে করবে। 💛

#মা_হওয়া #নারী_শক্তি #মায়ের_ভালোবাসা #চাকরি_আর_সন্তান


#নারীর_স্বপ্ন #সন্তান_নাকি_চাকরি


#সন্তান_তবে_স্বপ্নও

03/10/2025

কার কার সাথে এমন হইছে😭
02/10/2025

কার কার সাথে এমন হইছে😭

“হাসি দিয়েই গল্প বলা যায়, আর চোখ দিয়েই অনুভূতি বোঝানো যায়।” ✨
01/10/2025

“হাসি দিয়েই গল্প বলা যায়, আর চোখ দিয়েই অনুভূতি বোঝানো যায়।” ✨

"Smile is the best makeup you can wear
17/09/2025

"Smile is the best makeup you can wear

“আজকের ঘোরাঘুরি শুধু একটা outing না… এটা ছিলো আমার মন ভালো করার therapy।”🥰✌️
02/09/2025

“আজকের ঘোরাঘুরি শুধু একটা outing না… এটা ছিলো আমার মন ভালো করার therapy।”🥰✌️

Good morning ☕☕
01/09/2025

Good morning ☕☕

27/08/2025

“আমি সবার সাথে কথা বলি মানেই আমি সবার মতো নই।
বিশ্বাসটাই আসল, বাকি সব কেবল ভুল বোঝাবুঝি।” 💔

08/08/2025

ঘুম ভাঙলো, স্বপ্নগুলোকে সত্যি করার পালা শুরু হলো! 🌅

"তোমায় ঘিরেই যেন রঙিন হলো আমার পৃথিবী…🌸""তোমার জন্যই আজ আমায় এত সুন্দর লাগে…💖"
01/08/2025

"তোমায় ঘিরেই যেন রঙিন হলো আমার পৃথিবী…🌸"

"তোমার জন্যই আজ আমায় এত সুন্দর লাগে…💖"

Adress

Sävar

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när JaMe postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Affären

Skicka ett meddelande till JaMe:

Dela