মুহাম্মদ বিন তাহের

  • Home
  • মুহাম্মদ বিন তাহের

মুহাম্মদ বিন তাহের "হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল,নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির🤍
(2)

26/11/2023

রেজাল্ট খারাপ হইছে/আরেকটু ভালো হওয়ার দরকার ছিল/পরিক্ষায় ফেল করছো/ভালো রেজাল্ট করছো,তাদের সবার জন্য শুভ কামনা রইল।🖤
এই রেজাল্ট নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। রেজাল্ট'ই জীবনের সব কিছু না। ফেল করছো মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে,বা কাঙ্ক্ষিত রেজাল্ট পাও নাই মানুষ কি বলবে এসব ভেবে নিজের কোনো ক্ষতি করিয়ো না।
এই রেজাল্ট জীবনের সামান্যতম কিছু ও না। জীবনের অল্প কিছু মুহুর্তে হয়তো এটার দরকার পড়বে বা কখনো দরকার নাও পড়তে পারে।
তাই এই রেজাল্টের কারনে নিজের কোনো ক্ষতি যেন না হয় সেই দিকটা খেয়াল রেখো আর এসব রেজাল্ট নিয়ে হতাশ না হয়ে সামনে কিভাবে নিজেকে সাফল্যমণ্ডিত করতে পারবে সেই চেষ্টা করো।
সবার জন্য শুভ কামনা রইল🖤

25/11/2023

রেজাল্ট দিবে তো কি হইছে? এত টেনশন কিসের? আপনি না আল্লাহর উপর বিশ্বাসী? আল্লাহর উপর বিশ্বাসী কি কখনো টেনশন করতে পারে? রেজাল্ট যাই আসুক না কেন সবার মুখে যেন আলহামদুলিল্লাহ থাকে! একটা রেজাল্টের উপরে তো পুরা জীবন নির্ভর করে না! আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী! তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তমটাই রেখেছেন! তাই শুধু শুধু টেনশন না করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন! রেজাল্ট যাই আসুক না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন! আল্লাহ যা করবেন আপনার আমার সবার ভালোর জন্যই করবেন!

25/11/2023

PSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র! JSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র, সত্যিকারের খেলা হবে SSC তে! SSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মূল খেলা নাকি HSC তে হয়! এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মূল খেলা হয় Admission এ! ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মূল খেলা তো সবেমাত্র শুরু সফল ক্যারিয়ার শেষে সদ্য অবসরে গিয়ে লোকটি জানে,এ জীবন কিছুই না, মৃত্যুর পরের জীবনই আসল জীবন!”

25/11/2023

আগামীকাল প্রতিটা HSC পরীক্ষার্থীদের দোয়া কবুল হোক! সবার মুখে হাসি ফুটুক!❤

16/11/2023

যে মানুষটা অন্য মানুষের আখেরাত সুন্দর হবার আশায় এত কষ্ট করলেন, যে মানুষটা ইসলামের জন্য এত যন্ত্রণা সহ্য করলেন, তাকে ভালো না বেসে কী পারা যায়? কেন তাকে ভালো বাসব না? সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

যিনি চির সুখময় আবাস জান্নাতের সুসংবাদ দাতা। যিনি চিরশাস্তির স্থান জাহান্নামের সম্পর্কে সতর্ককারী। যিনি এক প্রোজ্জ্বল দ্বীপ আলো হয়ে এসেছিলেন, যিনি জাহিলিয়াতের অন্ধকার দূর করলেন, যার মাধ্যমে পথহারা মানুষ পেয়েছিল পথের দিশা!
আমি তাকে কেন ভালোবাসবো না? সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

যিনি তার উম্মতদের না দেখেও সর্বদা উম্মতের জন্য চিন্তাভাবনা করতেন। সুযোগ পেলেই উম্মতের মুক্তির জন্য প্রার্থনা করতেন। উম্মতের জন্য কল্যাণ চাওয়ার কোনো সুযোগই যিনি ছাড় দিতেন, আমি তাকে কেন ভালোবাসবো না? সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দুআ ছিলো যা তার নিজ নিজ উম্মতের জন্য করে গেছেন। কিন্তু তিনি তার বিশেষ দুআটি তার উম্মতের শাফায়াতের জন্য রেখে দিয়েছেন। সেই মহানুভব রাসূলকে আমি কেন ভালোবাসবো না? সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

মৃত্যুশয্যই শুয়ে যার অন্তরে এই চিন্তা ছিলো, "আমার (উম্মতের) পরিণতি কি হবে?" "উম্মাতি, উম্মাতি" বলতে বলতে যিনি তার রবের নিকট ফিরে গিয়েছেন। আমি তাকে কেন ভালোবাসবো না? সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

নিজের প্রিয়তমা স্ত্রী, প্রিয় সন্তান, প্রিয় নাতী হাসান-হোসাইন রাযিআল্লাহু আনহুম। ইচ্ছে করলে তো তিনি তাদের জন্য নিজের বিশেষ দুআগুলো করে যেতে পারতেন। কিন্তু না,তিনি দুআ করেছেন কেবল উম্মতের জন্য! তিনি চেয়েছেন কেবল উম্মতের জন্য! এমন নবীকে আমি কেন ভালোবাসবো না? সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আহ! তাকে কি ভালো না বেসে পারা যায়?

যার এত সুন্দর আখলাক, যার কথায় ছিল এত মাধুর্য; বিধর্মীরাও যার পরশে এসে পেত সুখের ছোঁয়া, তাকে কি ভালো না বেসে পারা যায়?

ইয়া রাসুলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

📖 আপনি আমার শুদ্ধতম প্রেম...

15/11/2023

সবর তথা ধৈর্য্যর একটা দিক হচ্ছে- লক্ষ্য পানে অটুট থাকা, পিছু না হটা, সন্দেহে পতিত না হওয়া এবং নিজ বিশ্বাসে অবিচল থাকা। সবর বলতে বুঝায় আপনি বিভ্রান্ত হন না। অধ্যবসায় বা আরবিতে 'দাওয়াম' কথাটি ইঙ্গিত করে যে আপনি বিভ্রান্ত হন না। আপনার একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, আপনাকে আপনার সেই লক্ষ্য অর্জন করতে হবে। যাত্রাপথে বিভিন্ন জিনিস আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিভ্রান্ত হবেন না; আপনার হালাল লক্ষ্য পানে অটুট থাকুন। এই সবরের কারণে নিশ্চিত আপনার সাহায্য আসবে ইনশাআল্লাহ।

Abdul Hi Muhammad Saifullah

07/11/2023

কেউ যদি আপনাকে বলে, ‘আল্লাহ তোমাকে হিদায়াত দিন’ তাহলে কষ্ট পাবেন না। আপনি যদি সবচেয়ে আল্লাহভীরু হোন এবং সবচেয়ে জ্ঞানী হোন, তবুও আপনার হিদায়াত প্রয়োজন। মৃত্যু পর্যন্তই আপনার হিদায়াত প্রয়োজন!

~শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)

04/11/2023

হে আল্লাহ,
যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌঁছার
যোগ্য না …!
কিন্তু আপনার রহমত তো আমার পর্যন্ত পৌঁছার যোগ্য...🖤

02/11/2023

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা
নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

হে আল্লাহ,
আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন...🖤

28/10/2023

চেষ্টা না করে ভাগ্যকে দোষ দিবেন না।উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাত,দোয়া,ধৈর্যের পাশাপাশি হালাল ভাবে চেষ্টা করতে হবে!💖

“মানুষ যা চায়,তাই কি সে পায়?”
[সূরা নাজম:২৪]

“মানুষ তাই পায়,যা সে চেষ্টা করে!”
[সূরা নাজম:৩৯]

27/10/2023

আমি কিছুই পাওয়ার যোগ্য নই,
কিন্তু তবুও আমার রব আমাকে কত নেয়ামত দিয়েছেন! 🖤
আলহামদুলিল্লাহ❤️‍🩹

17/10/2023

আমার লাইফ এর সেরা ব্যক্তি আমার মা…!

কখনো ধৈর্য্য হারালে একবার মায়ের চেহারার কথা ভাব্বেন, তিনি কতই না ধর্য-কষ্ট নিয়ে আমাদের আগলে রাখছেন। তাই লাইফে যখনই বিরক্তিকর কিছু সিচুয়েশন মনে হবে, তখনই মায়ের কথা ভেবে চুপ থাকার চেষ্টা করুন। অন্তত দুঃখ লাগলেও চুপ থাকবেন, কারণ বোবার কখনো শত্রু হয়না। যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি…॥

আল্লাহ্ ধৈর্য্য দিক! আমীন

12/10/2023

আম্মা ছাড়া কেউই কোনোদিন কয়নাই–কী খাবি? কী রান্না করছো ? আম্মারা যে কয় -আমি না থাকলে কেউ চাইর আনার দামও দিবেনা! এইটা মনে হয় সত্যিই কয়!
ভাইবা দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গা ওই একটা-ই, "আম্মা"

টাকা লাগবে? আম্মারে ফোন! মন খারাপ আম্মারে ফোন!মেজাজ খারাপ? আম্মারে ফোন! নিজের যত রাগ আম্মারেই দেখাই !আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহতো স্বরূপে দুনিয়ায় বিরাজ করেনা, তাই আমার জগতে তার হয়ে আমার আম্মারে পাঠাইছে!

ওগো রাব্বে কারীম, আমার আম্মার নেক হায়াত দান করো, আমার আগে আমার আম্মুরে দুনিয়া থেইক্যা কাইড়া নিওনা রব!🥺❤️

11/10/2023

ফিলিস্তিনের এক ছোট্ট বালক। মাথার উপর
ইসরাইলি বিমান দেখে ভয় লাগে কি না জিজ্ঞেস করা হলে সে জবাব দিয়েছিল, “আমাদের মাথার উপর তাদের বিমান উড়ে, কিন্তু তারা জানে না, তাদেরও উপরে আমাদের আল্লাহ আছেন!!

ভালো থেকো হে বালক।
মেরুদণ্ডহীন এই ঘুমন্ত জাতির মানুষগুলো তোমার মতোই তাদের রবকে চিনতে শিখুক। তোমাদের আকাশেও পাখিরা ডানা মেলে উড়ে বেড়াক।
বিজয়ের এক মিছিলে হঠাৎ একদিন তোমার সাথে দেখা হয়ে যাক!

09/10/2023

"আল-আ'কসা আমাদের প্রথম কিবলা, এটি ইসরা ও মি’রাজের স্মৃতি বিজরিত পূণ্যভূমি। আল-আ'কসার প্রতি ভালবাসা স্থাপন আমাদের ইমানের অংশ, আমাদের ইবাদাতের অংশ। আল-আ'কসা দখলদারদের হাতে ছেড়ে দেয়া আল্লাহ, রাসুল সা. ও পবিত্র ধর্ম ইসলামের সঙ্গে প্রতারণা।

দোয়ায় বলতে থাকুন, হে আল্লাহ!
আপনার দুর্বল বান্দাদের বিজয় দান করুন। আমিন।"

#আকসা_আমাদের

07/10/2023

অন্যের আয়েশি জীবন দেখে আপনার সাধারণ জীবনবোধ থেকে বিচ্যুত হবেন না। মনে রাখবেন- যে জীবন যতো সাধারণ সে জীবন ততো নির্ঝঞ্ঝাট।

-আরিফ আজাদ

06/10/2023

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ ﷺ 🤍✨

03/10/2023

হাদিসটি শেষ পর্যন্ত পড়ুন ইনশাআল্লাহ ভালো লাগবে ইন শা আল্লাহ!

একবার রাসূল ﷺ কে খুবই প্রফুল্ল দেখে আয়িশা রাযিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি তো খুবই খোশ মেজাজে আছেন, আমার জন্য এখন একটু দুআ করুন না !!

আয়িশা (রাঃ) এমন আবদারে মুচকি হেসে রাসূল ﷺ আল্লাহকে বলতে লাগলেন -ইয়া আল্লাহ্, আয়িশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়িশা পরে করবে এমন সকল গুনাহও আপনি ক্ষমা করে দিন। আয়িশা প্রকাশ্যে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়িশা গোপনে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন। আয়িশা বুঝে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন, না-বুঝে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন।
রাসূল ﷺ এর মুখে নিজের জন্য এত সুন্দর দু'আ শুনে খুশিতে আয়িশা (রাঃ) আ'ত্মহারা। আম্মাজান আয়িশা (রাঃ) কে খুশি হতে দেখে প্রীত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও।
তিনি জিজ্ঞেস করলেন, 'আয়িশা, আমার দু'আয় তুমি খুশি হয়েছো.? আয়িশা (রাঃ) বললেন, 'আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসুলাল্লাহ।'
তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জানো আয়িশা! তোমার জন্য যে দু'আ করলাম, ঠিক একই দুআ প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উম্মতের জন্যই করি।'

সুবহানাল্লাহ 🙂🤍

(সহিহু ইবনি হিব্বান ৭১১১; মুসনাদুল বাযযার ২৬৫৮)

~কালেক্টেড

01/10/2023

এদেশের অসংখ্য তরুণ-তরুণী দ্বীন পালনে পারিবারিক সাপোর্ট তো পাচ্ছেই না, উল্টো ব্য*ঙ্গ-বি*দ্রূ*পে*র শিকার হচ্ছে।

কোনো যুবক হয়তো হ্যান্ডসাম বেতনের হারাম পেশা উপেক্ষা করে স্বল্প আয়ের হালাল পেশা বেছে নিতে যাচ্ছে, তখন পরিবার ও আত্মীয়-স্বজনের দিক থেকে ছুটে আসছে বি*দ্রূ*পে*র তীর।

কোনো তরুণী হয়তো স্মার্ট বেতনের হারাম উপার্জনকারী পাত্র উপেক্ষা করে নির্বাচন করতে যাচ্ছে স্বল্প আয়ের দ্বীনদার পাত্র, তখনো বি-দ্রূ-পে-র চাবুক নিয়ে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ছে স্বজনেরা।

এই ছেলে-মেয়েগুলো হয়তো দু'বছর আগেও দ্বীনের ব্যাপারে উদাসীন ছিল। স্বজনেরা ওই উদাসীন সময়ের খোঁটা দিয়ে বলে, আগে কেমন ছিলি, জানি তো! এখন বিরাট হুজুর হয়ে গেছিস। এত হুজুরগিরি দিয়ে সমাজ চলে না!

গতকাল যারা দ্বীনের ব্যাপারে উদাসীন ছিল, সেই অপরাধে আজ তাদের দ্বীন পালনের আগ্রহকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা যু-ক্তি-বিবর্জিত আচরণ।

যাদের ঘরে এমন সন্তান আছে, আমি সেই বাবা-মার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ, আর যা-ই করুন, সন্তানদের সাথে এই আচরণটা করবেন না।

আপনারা এমন সন্তানের জন্য আল্লাহর কাছে হয়তো দোয়াও কখনো করেননি। তারপরও আপন করুণায় আপনাদের ঘরে এমন সন্তান আল্লাহ দান করেছেন। এটা আপনাদের ওপর আল্লাহর অপার দয়া।

এরা সন্তানই শুধু নয়, এরা আপনাদের উভয়জাহানের সম্পদ। এই সম্পদের যত্ন নিন, বুকে আগলে রাখুন। এদের বুকের ভেতর তড়পাতে থাকা অব্যক্ত ভাষার পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করুন।

প্রিয় অভিভাবক, আপনারা হয়তো সালাত আদায় করেন, সামনের রমাদানে সিয়াম পালন করবেন। কিন্তু শুধু সালাত-সিয়ামের নামই ইসলাম নয়। ইসলাম সামগ্রিক জীবনব্যবস্থার নাম। সন্তানের সামগ্রিক দ্বীন পালনের চেতনাকে আপনারা আহত করতে পারেন না।

না বুঝে আজ যাদের দ্বীনি আবেগকে র*ক্তা*ক্ত করছেন, হতে পারে এদের অশ্রুসিক্ত দোয়াই আপনার পরকালীন মুক্তির সোপান হবে।

- শায়খ আহমাদুল্লাহ (হাফি.)

28/09/2023

“ছবি তো দূরের কথা...
আমি আমার স্ত্রীর নামটাও বন্ধুমহলে উচ্চারণ করবো না”
এটাই পুরুষের গয়রত!

27/09/2023

যুগের সাথে তাল মিলিয়ে নয়,দ্বীনের সাথে তাল মিলিয়ে চলুন। শান্তি ও সুখ কোনটারই অভাব হবে না।

ইন শা আল্লাহ🤍

26/09/2023

ক্রাশ ~চোখের জিনা 💔

নন মাহরাম এর দিকে পড়ে যাওয়া দৃষ্টি সরিয়ে নেয়া ঈমানের স্বাদ অনুভব 🤍

25/09/2023

নিজের সৌন্দর্য নিয়ে কখনোই হতাশ হবে না! তুমি যেমনই হও- কালো, খাটো, মোটা, কুৎসিত কিংবা চিকন, সৃষ্টিকর্তার ইচ্ছাতে তুমি সৃষ্টি হয়েছো, মানুষের জন্য না! মানুষকে খুশি করার চেয়ে সৃষ্টিকর্তাকে খুশি করা অনেক সহজ! নিজের সৌন্দর্য্য নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, তুমি তোমার মতো করে সুন্দর! কারোর কাছে অসুন্দর হলে সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা, তোমার সৌন্দর্যের বর্ণনা করার যোগ্যতা এই জগতের কারোই হয়নি!

তুমি কখনোই অসুন্দর হতে পারো না কারণ- Definitely, You are pretty because The Creator makes no mistakes.🖤
মুহাম্মদ বিন তাহের

সাদিও মানেআমি আমার স্ত্রীকে স্টেডিয়ামে বসতে দেব না এবং বিপদে পড়তে দেব না, সে আমাদের খেলা টিভিতে দেখতে পারে মা বোন এবং ...
24/09/2023

সাদিও মানে

আমি আমার স্ত্রীকে স্টেডিয়ামে বসতে দেব না এবং বিপদে পড়তে দেব না, সে আমাদের খেলা টিভিতে দেখতে পারে মা বোন এবং গ্রামের মেয়েদের মত, এবং একজন শান্তিপ্রিয় পুরুষ হিসেবে আমার দায়িত্ব আমার স্ত্রীকে রক্ষা করা, কারণ সে সবচেয়ে দামি আমার জীবনের জিনিস।💛

23/09/2023

আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে কোটি টাকার সম্পত্তি, রাজকীয় প্রাসাদ, বিশ্বসেরা সুন্দরী স্ত্রী, দামি গাড়ি দিয়েছেন কিন্তু দ্বীনের সঠিক বুঝ দেননি কিংবা তাঁকে সিজদা করার মতো নিয়ামত দান করেননি। আসলে এতো ধনী হওয়ার পরও দুনিয়ার বুকে আপনার মতো হতদরিদ্র আর কেউ নেই!

22/09/2023

অর্ধাঙ্গীনিকে কষ্ট না দেই যেন। যাকে নিয়ে পূর্ণ হবো, তাকে আঘাত দেই কি করে? আমরা দু'জন তো এখন একজনই,দুই দেহে একই প্রাণ। আপন সত্তাকে কি আক্রমণ করা যায়, নিজেকে কি হত্যা করা যায়, আমিই তো সে, সেইতো আমি।💟🌸

অসম্ভব সুন্দর 🤍

22/09/2023
20/09/2023

নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হইনি যে সে মাথায় উঠে রাজত্ব করবে!!

নারীকে পুরুষের পায়ের হাড় দিয়েও সৃষ্টি করা হইনি যে সে সারাজীবন পায়ের নিচে পড়ে থাকবে!!

বরং নারীকে!!
পুরুষের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে সারাজীবন তোমার হৃদয় জুড়ে থাকে!! 💜

20/09/2023

গায়রত কি?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর...!!
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর,তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর,
বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে,মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড...!

আল্লাহুম্মাগফিরলী

19/09/2023

‘সমালোচনা

"সমালোচনা করতে নয় সমালোচিত হতেই যোগ্যতা লাগে"

সমালোচনা করতে যোগ্যতার প্রয়োজন হয়না, যে কেউ সমালোচনা করতে পারে। সমাজের সবচেয়ে অযোগ্য মানুষ গুলোরই প্রধান কাজ হলো অপরের সমালোচনা করা।

অপরদিকে সমালোচিত হতে হলেও যোগ্যতার প্রয়োজন আছে। কেউ যখন তার যোগ্যতা দিয়ে নতুন কিছু করবে তখনই একদল অযোগ্য লোক সমালোচনা শুরু করে।

আমাদের সমাজের মানুষদের অন্যতম অবসর সময় কাটানোর একটি পথ হলো অন্যকে নিয়ে সমালোচনার ঝড় তোলা। মাঝে মাঝে আমরা নিজেরাও জড়িয়ে পরি এসবে। দেখা যায় ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে এসব বিষয়ে আড্ডা। আসলে এসব এর কোনো মানেই হয়না না। আসলেই আমার মনে হয় সমালোচনা তারাই করে যাদের কাছে করার মত গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই, অবসর সময় গুলো তাই অন্যের দোষ ত্রুটি খুজে বেড়ায়। মানুষের'ত তিনটা হাত, সবচেয়ে বড় হাত হচ্ছে অন্যজনের জন্য অযুহাত ব্যবহার করা।

আপনার পিছনে সমালোচনা হচ্ছে তার মানে আপনি যোগ্যতা বলে কিছু করতে পারতেছেন, যা করার মতো ক্ষমতা তাদের নেই বলেই তারা সমালোচকের আসনে...!!

18/09/2023

আপনার দাদা/দাদি মারা গিয়েছেন তাদের জন্য আপনার বাবা দোয়া করেন। কিংবা আপনি'ও তাদের জন্য দোয়া করেন। কিন্তু আপনি কি আপনার দাদার মা-বাবার জন্য দোয়া করেন। হয়তো আপনি তাদের চিনেন'ই না।

আপনার মৃত দাদা দাদির জন্য দোয়া করার মানুষ থাকলেও, তাদের জন্য দোয়া করার কেউ নেই। তারা কবরে শুয়ে আপনার দিকে এতিমের মতো তাকিয়ে আছেন। আর ভাবতেছে হয়তো কোনো একদিন আপনি দু-হাত তুলে বলবেন:

"ইয়া রব আপনি আমার পূর্ব-পুরুষদের'কে মাফ করে দিন, তাদেরকে কবরের আজাব থেকে মুক্তি দিন, তাদের সকল কে জান্নাতুল ফিরদাউস দান করুন"

মুহাম্মদ বিন তাহের

16/09/2023

এক আমার ভালোবাসা, আরেক আমার রবের ভালোবাসা !

আমি তাঁর ইবাদত করতে পারি এটা আমার ভালোবাসা !

আর তিনি আমাকে তাঁর ইবাদত করার তৌফিক দেন এইটা তাঁর ভালোবাসা !

আমি তাঁর কোটি বান্দার ভিড়ে তাকে ডাকি এটা আমার ভালোবাসা

কিন্তু তিনি কোটি বান্দার ভিড়ে আমার ডাক শুনেন এইটা তাঁর ভালোবাসা !

অতঃপর! রবের ভালোবাসা অতুলনীয়,

24/08/2023

সারা জীবন করে গেলে ও আপনার অভাব শেষ হবে না 💔😭

আল হিলালের ট্রেনিংয়ে ব্যাস্ত সময় পার করছেন  ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়র। 🇧🇷Neymar Jr. 💚
21/08/2023

আল হিলালের ট্রেনিংয়ে ব্যাস্ত সময় পার করছেন ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়র। 🇧🇷

Neymar Jr. 💚

14/08/2023

Sweets Brother & Sister Fight 🥰
゚ ゚viral

03/08/2023

একজন প্রবাসীর কষ্ট কেবল মাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না 😭😥

Address


Telephone

+966505909720

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মদ বিন তাহের posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share