সৌদি আরব প্রবাসী

সৌদি আরব প্রবাসী প্রবাসী সাহায্য কেন্দ্র।

23/02/2025

মদিনা, মনোয়ারা

Madina,Saudi Arabia
22/02/2025

Madina,Saudi Arabia

আসসালামুআলায়কুম। গত রাত ৩ টার সময় মসজিদে নববীর সামনে থেকে আমার আব্বু মো: আনোয়ার হোসেন হারিয়ে গিয়েছেন।  এখন পর্যন্ত ওনার ...
21/02/2025

আসসালামুআলায়কুম। গত রাত ৩ টার সময় মসজিদে নববীর সামনে থেকে আমার আব্বু মো: আনোয়ার হোসেন হারিয়ে গিয়েছেন। এখন পর্যন্ত ওনার কোন সন্ধান পাইনি। যদি কেউ উনাকে দেখে থাকেন, দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ।
নাম : আনোয়ার হোসেন
ঠিকানা : ঢাকা কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন এর উত্তর বাহেরচর গ্রাম।

বিনীত
কামাল হোসাইন
0543998332

20/02/2025

গতরাতে ১৯ ফেব্রুয়ারী ঢাকা থেকে আমিরাতের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইট বিজি ৩৪৭ যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের মহারাষ্ট্র নাগপুরে আজ ২০ ফেব্রুয়ারী সকালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে দুবাইগামী ৩৯৬ জন যাত্রী ছিলেন।
১৮ ঘণ্টা অমানবিক কষ্ট-যন্ত্রণায় ৩৯৬ জন যাত্রী তখনো নাগপুর এয়ারপোর্ট রানওয়েতে। ফ্লাইটের দৃশ্য এটি। যাত্রীদের অভিযোগে কষ্টের কথা উঠে এসেছে। কবে বিমানে সঠিক ব্যবস্থাপনা হবে. প্রবাসীরা কবে সঠিক মূল্যয়ন পাবে!!

20/02/2025

বিমান মন্ত্রণালয়ে বিমান অফিসে আঃলীগের সন্ত্রাসীরা এখনো বসে আছে, দেশকে অস্থিতিশীল করার জন্য।

এই দোকান টি বিক্রি করা হবে স্হান- জেদ্দা, তরিক জিজান,হুমরাই তাহালিয়া।যোগাযোগ -0561070469 আশ শিহাবি
20/02/2025

এই দোকান টি বিক্রি করা হবে
স্হান- জেদ্দা, তরিক জিজান,হুমরাই তাহালিয়া।
যোগাযোগ -0561070469 আশ শিহাবি

19/02/2025

একজন প্রবাসী স্ত্রীর জন্য এর চেয়ে খারাপ দুঃসংবাদ দুনিয়াতে আর কিছু নেই 😥😥আমি সকল প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ তা'আলা যেন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে, পরিবার থেকে যেন কখনো প্রবাসী ভাইদের কে কখনো চাপ না দেয়, অতিরিক্ত টেনশনের কারণে প্রবাসী ভাইরা বেশিরভাগ স্ট্রোক করে মারা যায়, আল্লাহ তায়ালা সকল পরিবারকে বোঝার তৌফিক দান করুক, এবং আমার এই প্রিয় বড় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক 😥😥🤲🤲🤲

সবাই দ্রুত শেয়ার করেন,এই খালাম্মা হারানো গিয়েছে,বর্তমানে মদিনা শরীফের ৩০৩ নাম্বার গেটের পাশে আছে।জরুরি প্রয়োজনে এই নাম্ব...
19/02/2025

সবাই দ্রুত শেয়ার করেন,এই খালাম্মা হারানো গিয়েছে,বর্তমানে মদিনা শরীফের ৩০৩ নাম্বার গেটের পাশে আছে।
জরুরি প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করুন- 050 128 5866
নাম: হালিমা বেগন,মানিকগঞ্জ।

19/02/2025

মাল্টিপল ফ্যমিলি ভিজিট ভিসা, আগের নিয়মেই ফিরে এসেছে। ৩৬৫ দিনের ভিসা হচ্ছে ইনশাল্লাহ। শুধুমাত্র নিজ পরিবারের জন্য!

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু  পবিত্র হজ ১৪৪৬ হিজরি ০৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ০৫ জুন) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্...
18/02/2025

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

পবিত্র হজ ১৪৪৬ হিজরি ০৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সনের ০৫ জুন) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩১ মে পর্যন্ত এ ফ্লাইট পরিচালিত হবে।

এ বছর ৮৭ হাজার ১শত জন হজযাত্রী বাংলাদেশ হতে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর (৫০%) ৪৩৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স (৩৫%) এবং ফ্লাইনাস এয়ারলাইন্স (১৫%) অবশিষ্ট ৪৩৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮ শত ২০টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।

হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

18/02/2025

বাংলাদেশের তরুণ তরুণীদের মিলিটারি ট্রেনিং দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার।

বাংলাদেশী পাসপোর্ট নাকি বঙ্গবন্ধু পাসপোর্ট?এটা পরিবর্তন চায়...
18/02/2025

বাংলাদেশী পাসপোর্ট নাকি বঙ্গবন্ধু পাসপোর্ট?
এটা পরিবর্তন চায়...

17/02/2025

বিক্রি করা হবে

মদিনা, তরিক হেজাম রোড় এলাকায় রাজ মহল হোটেল টি বিক্রি করা হবে , নেওয়ার আগ্রহ থাকলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন
0539276281

17/02/2025

ভদ্রলোক হাব-এর নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হতে পারলে হাজীদের থেকে বাড়তি ৩০ হাজার করে নিবেন। যা ৩ হাজার কোটি টাকার সমান। হাব সদস্যদের বন্টন করে দেবেন সেই টাকা। এরকম সৎ লোক বাংলাদেশে বিরল। নির্বাচিত হবার আগেই দুর্নীতির সুনির্দিষ্ট একটি প্ল্যান এইভাবে কেউ কখনও প্রকাশ করেনি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পবিত্র কাবার আদলে নির্মিত একটি ঘর ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চ...
16/02/2025

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পবিত্র কাবার আদলে নির্মিত একটি ঘর ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগান-সংলগ্ন সরকারি আশ্রয়ণ প্রকল্পের জায়গায় তৈরি ঘরটি শনিবার রাতে ভেঙে ফেলা হয়। এ সময় ওই ঘর নির্মাণকারী আয়শা আকতারকে গ্রেপ্তার করে পুলিশ।

16/02/2025

অসাধারণ কথা...
এই নিয়ম করলে প্রবাসীদের অনেক দুংখ কষ্ট দূর হবে...

এই ডাকাতকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে....
16/02/2025

এই ডাকাতকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে....

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট। (এডমিন)
16/02/2025

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট।

(এডমিন)

Address

Jeddah

Telephone

+8801815338330

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌদি আরব প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৌদি আরব প্রবাসী:

Videos

Share