Masum Rana

Masum Rana ♡لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ♡

প্রকাশ্যে কোরআন পো'ড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গু*লি করে হ*/ত্যা করার মাধ্যমে, তাকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া হয়েছে। আল্...
30/01/2025

প্রকাশ্যে কোরআন পো'ড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গু*লি করে হ*/ত্যা করার মাধ্যমে, তাকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহু আকবার!

31/12/2024

২০২৪ সালকে এশার নামাজ দিয়ে বিদায় দেবো এবং ২০২৫ সালকে ফজর নামাজ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ।

28/12/2024
টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছে একটা বাইক। টোল দেওয়াও শেষ, হয়তো ভাংতি আদান-প্রদান বাকি ছিল। তার পেছনে একটা মাইক্রো, তার পেছনে ...
28/12/2024

টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছে একটা বাইক। টোল দেওয়াও শেষ, হয়তো ভাংতি আদান-প্রদান বাকি ছিল। তার পেছনে একটা মাইক্রো, তার পেছনে আরেকটা ছোট গাড়ি। আর ত্রিশ সেকেন্ড সময় পেলে বাইকওয়ালা চলে যেতে পারত এক টানে৷ এরইমধ্যে এক বেপরোয়া বাস এসে পিষে দিয়ে গেল সামনের তিন তিনটা গাড়ি। থেঁতলে গেল বাইকওয়ালার স্ত্রী আর সাত বছরের সন্তান। মুহূর্তে মারা গেল ৬ টা জলজ্যান্ত মানুষ৷ নিমিষে ঘনঘোর অন্ধকার নেমে এলো ছয়টা পরিবারে।

টোল প্লাজা, রাস্তার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। জায়গায় জায়গায় স্পীড ব্রেকার। দুনিয়ার আর কোনো দেশে, টোল প্লাজায় টোল পরিশোধ করতে দাঁড়িয়ে এরকম বেঘোরে কেউ প্রাণ হারায় কী না আমার জানা নেই।

অথচ, কোথাও কোনো আওয়াজ নেই। যেন এটা নিত্য নৈমিত্তিক রুটিনের অংশ৷ এভাবে প্রাণ হারানোই আমাদের নিয়তি।

এই দেশে মরে যাওয়াটা এতো সহজ কেন?

28/12/2024

আমার দূর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন, এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়।

আলহামদুলিল্লাহ 🤲❤️

👉ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথ...
28/12/2024

👉ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️

ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।

বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসাই থাকবে।

আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।

সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে হবে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে বাট কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।

দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলু মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।

তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি-বাকরি, অথবা ব্যাবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসাই তার বউকে নিয়ে আসবে।

এতে করে বাঁচবে সমাজ, হবেনা কোনো যিনা, হবেনা কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বুঝা উচিত। ❤️🌸💓💕

28/12/2024
28/12/2024
শুক্রবার সকালে।
28/12/2024

শুক্রবার সকালে।

28/12/2024
20/11/2024

খুবই মমান্তিক।
ঢাকার ধামরাইয়ে স্ত্রীর মরদেহ বাড়ি নেওয়ার পথে লাশবাহী গাড়ি দুর্ঘটনায় স্বামী নিহত!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সহজ সমাধান ✅
11/11/2024

সহজ সমাধান ✅

“আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”
07/11/2024

“আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ🤲😭
04/11/2024

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ🤲😭

যে যুবক! নারীর ফিতনায় পা দিয়ে ফেলেছে, সে চাইলেও দ্বীনের উপর অবিচল থাকতে পারবে না। গোনাহের উপকরণ সাথে রেখে গোনাহ থেকে মুক...
03/11/2024

যে যুবক! নারীর ফিতনায় পা দিয়ে ফেলেছে, সে চাইলেও দ্বীনের উপর অবিচল থাকতে পারবে না। গোনাহের উপকরণ সাথে রেখে গোনাহ থেকে মুক্ত থাকাটা অসম্ভব।

কথা: আলী হাসান ওসামা হাফি.

মনের মতো বউ! ---হুযুর! আমি চাই আমার হবু স্ত্রী মহৎপ্রাণা হোক!-তুমি বেশি বেশি দান-সাদাকা করো। -আমি চাই আমার স্ত্রী মমতাময়...
01/11/2024

মনের মতো বউ!
--
-হুযুর! আমি চাই আমার হবু স্ত্রী মহৎপ্রাণা হোক!
-তুমি বেশি বেশি দান-সাদাকা করো।
-আমি চাই আমার স্ত্রী মমতাময়ী হোক!
-অন্যদেরকে বেশি সাহায্য-সহযোগিতা করো।
-আমি চাই আমার স্ত্রী আদর্শ চরিত্রময়ী হোক!
-তাহলে বাপু আগে তোমার চরিত্রকে ঠিক করো।
-আমি চাই আমার স্ত্রী আমার প্রতি একান্ত অনুরক্ত থাকুক!
-তাহলে বেগানা নারীর দিকে তাকানো বন্ধ করো। দৃষ্টি অবনত করো।
-আমি চাই আমার স্ত্রী সংসার অন্তপ্রাণ হোক!
-তাহলে তুমি আগে সংসারে বেশি করে সময় দাও।

© উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

Address

Riyadh
13784

Alerts

Be the first to know and let us send you an email when Masum Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Rana:

Videos

Share