20/07/2024
আজ সারাদিন : ২০ জুলাই ২০২৪
০১। কারফিউর মধ্যেও সারাদেশে তীব্র আন্দোলন অব্যাহত, নিহত ৫।
০২। নরসিংদী কারাগার থেকে শুক্রবার আট শতাধিক বন্দী পালিয়েছে।
০৩। সাভারে মুক্তিকামী জনতার ওপর পুলিশ গুলি চালিয়ে একজনকে শহীদ করেছে।
০৪। নরসিংদীতে ট্রেনে আগুন।
০৫। যাত্রাবাড়িতে গণপিটুনিতে দুই লীগ নেতার মৃত্যু।
০৬। ময়মনসিংহের গৌরিপুরে পুলিশের গুলিতে শহীদ ৩, পুলিশের ২ গাড়িতে আগুন।
০৭। আন্দোলন সমন্বয়ক নাহিদ ও ভিপি নূর আটক।০৮। বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীর রিমান্ড।
০৮। চলমান পরিস্থিতিতে রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা।
০৯। ইন্টারনেট বন্ধ থাকায় মায়ের মৃত্যুর পর কোনো ধরণের খবর নিতে পারেনি এক সৌদি প্রবাসী। তার কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।
১০। নরসিংদীর কয়েকটি ইউনিয়ন পরিষদে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
১১। রংপুর ডিবি কার্যালয়ে আগুন।
১২। শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
১৩। আন্দোলনবিরোধী কয়েকজনের লাশ উল্টো করে মহাসড়কে ঝুলিয়ে রাখার সংবাদও মিলেছে বিভিন্ন মাধ্যম হতে।