14/11/2023
রিজিক নিয়ে চিন্তিত হবার কিছু নেই
আল্লাহ তাআলা বলেন..পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার। অতএব সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে শেখো, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তিনি তোমাকে নিরাশ করবেন না। এবং কার রিজিক কোথায় রয়েছে তা একমাত্র মহান আল্লাহ্ ব্যতিত কেউ জানেন না। রিজিক মহান আল্লাহ তা’য়ালা কর্তৃক বড় নেয়ামত৷ আল্লাহ্ প্রদত্ত রিজিক প্রতিটি প্রাণী ভিন্ন ভিন্ন উপায়ে প্রাপ্ত হয়ে থাকে ৷
আমাদের সবার জেনে রাখা উচিত রিজিকের সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা, এবং
রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা