Azizul Haque Bijoy

Azizul Haque Bijoy I'm Azizul Haque

03/04/2024
যদি প্রসঙ্গ হয় মাসিক ২০-৩০ হাজার টাকা ইনকাম করা তাহলে তো অনার্স মাস্টার্স সার্টিফিকেট ই সেরা😅আর যদি প্রসঙ্গ হয় কখনো লক্ষ...
20/03/2024

যদি প্রসঙ্গ হয় মাসিক ২০-৩০ হাজার টাকা ইনকাম করা তাহলে তো অনার্স মাস্টার্স সার্টিফিকেট ই সেরা😅

আর যদি প্রসঙ্গ হয় কখনো লক্ষ্য লক্ষ্য টাকা ইনকাম করা তাহলে তো আমরা ফ্রীল্যান্সারাই সেরা😎

শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে আমার ভাষ্যমতে ফ্রীল্যান্সিং জাতির প্রাণ 💪💝

বর্তমানে সবচেয়ে স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ক্যারিয়ার ফ্রীল্যান্সিং ক্যারিয়ার🔥💥

04/02/2024

👉 ফ্রিল্যান্সিং কি?
👉 আমরা কেন ফ্রিল্যান্সিং করব?
👉 ডিজিটাল মার্কেটিং কি?
👉 নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং কেমন হবে?
👉 ফ্রিল্যান্সিং করে কি টাকা ইনকাম করা যায়?
👉 আমরা ফ্রিল্যান্সিং থেকে কিভাবে টাকা পাব?
👉 মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায?
👉 আমি কি ফিলান্সিং করতে পারব?
✴️এমন প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে পারবেন ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে ❗💵

আগ্রহীরা ইনবক্স করতে পারেন

ফ্রিল্যান্সিং এর সুবিধাফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধাগু...
28/01/2024

ফ্রিল্যান্সিং এর সুবিধা
ফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলোঃ
1:সময়ের স্বাধীনতা
আগেই বলা হয়েছে যে, এ কাজে আপনার সুবিধা অনুযায়ী সময়ে আপনি কাজ করতে পারবেন। এর পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি চান আপনি এখন কাজ করবেন না, আপনাকে কেউ জোর করবে না এখন কাজ করতে।
2:কাজের স্বাধীনতা
আপনি নিজেই নিজের কাজ বেছে নিতে পারবেন। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে সেটিকে বেছে নিতে পারবেন ও চাইলে যতদিন ইচ্ছা ওই কাজ করে যেতে পারবেন।
3:নিজের বেতন নিজে ঠিক করা
আপনার নিজের পেমেন্ট রেট (Payment Rate) আপনি নিজে বেছে নিতে পারবেন। প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসেই নিজের পেমেন্ট রেট উল্লেখ করার সুযোগ রয়েছে। আপনি যত বেতনে কাজ করতে চান সেটি অনুযায়ী কাজ পাবেন না।
4:দলগত কাজের সুযোগ
একক ভাবে কাজের পাশাপাশি এখানে আপনারা দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।
5:পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ
এই পেশাটি আপনি চাইলে ফুল টাইমও (Full Time) নিতে পারেন আবার পার্ট টাইম (Part Time) হিসাবেও কাজ করতে পারেন। তাই ছাত্র থাকা অবস্থায়ও এই কাজ আপনি করতে পারবেন বিনা ঝামেলায়।
6:নিজের মন মতো কাজের পরিবেশ
আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো ওয়ার্কস্টেশন (Workstation) বানিয়ে নিতে পারবেন কাজ করার জন্য। আপনার কাজের জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন।

22/01/2024

ফ্রিল্যান্সিং শিখার কার্যকরী ধাপ

ফ্রিল্যান্সিং শিখার প্রথম পাঁচটি কার্যকরী ধাপ রয়েছে।যেগুলো হয়তো অনেকে জানেন আবার অনেকেই জানেন না।আজকে আমরা সেই পাঁচটি ধাপ গুলো সম্পর্কে জানব।
প্রথম ধাপ:যে কোন একটা বিষয়ের উপর আমাদের দক্ষতা অর্জন করতে হবে।ফ্রিল্যান্সিং এ অনেক বিষয় আছে।সব একসাথে শিখতে গেলে হাতে বিপরীত হতে পারে।

দ্বিতীয় ধাপ:আপনি কোথায় শিখবেন সেঠা নির্বাচন করা।যেমন-আইটি ইন্সটিটিউট,ইউটিউব,আর্টিকেল ইত্যাদি।

তৃতীয় ধাপ:ইংরেজী ভাষার উপর দক্ষতা অর্জন করত হবে।

চতুর্থ ধাপ:মার্কেট প্লেসে একাউন্ট খোলা।যার মাধ্যমে আপনি কাজ পাবেন। যেমন-ফাইভার ,আপওয়ার্ক ইত্যাদি।

পঞ্চম ধাপ: আপনার অবশ্যই একটা ল্যাপটপ অথবা স্মার্ট ফোন থাকতে হবে।

ফ্রিল্যান্সিং বিষয়ক আরো তথ্য পেতে সাথেই থাকুন।
ধন্যবাদ

Udemy কি?Udemy হচ্ছে একটি জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম। Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স  যার মাধ্যমে য...
18/01/2024

Udemy কি?

Udemy হচ্ছে একটি জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম।

Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল Development করতে পারে।

যারা এই প্রযুক্তির দুনিয়ায় "Internet" সেক্টর এ ভালো কিছু করতে চাই তাদের জন্য হতে পারে এটা Best Option কাজ শেখার।

Udemy তে রয়েছে :

বিভিন্ন ধরনের ভিডিও Tutorial ভিক্তিক কোর্স যেমন:–

১.Web Design And Development.
২.Programming.
৩.Graphic Design.
৪.Networking.
৫.Digital Marketing.
৬.Life Style ইত্যাদি।


প্রকাশিত হয়েছে :

Udemy ২০১০ সালের মে মাসে বিকাশিত হয়।

জানুয়ারি ২০২০ সাল পর্যন্ত এ Platform এর ৬৫ মিলিয়নের ও বেশি শিক্ষার্থী এবং ৫৭,০০০ টির বেশি প্রশিক্ষণার্থী ৫৭,০০০ প্রশিক্ষক রয়েছে।
৬৫ ভাষায় সেখানে ২৯৫ মিলিয়ন কোর্সের উপর নথিভুক্ত হয়েছে।

শিক্ষার্থী ও প্রশিক্ষকগন ১৯০ দেশ থেকে আগত।
Udemy এর ৫০০০ এরও বেশি এন্টারপ্রাইজ রয়েছে এবং ৮০℅ ফরচুন ১০০ কোম্পানির কর্মচারী আপস্কিলিংয়ের জন্য Udemy কে ব্যাবহার করছে।

06/01/2024

Welcome

Address

Riyadh

Telephone

+966530353116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul Haque Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul Haque Bijoy:

Videos

Share

Nearby media companies