Misbah Uddin

Misbah Uddin Founder Muslimin Helping G.R.P
(10)

26/12/2024
25/12/2024

نبی کریم ﷺ نے فرمایا ” اے معاذ ! کیا تمہیں معلوم ہے کہ اللہ کا اس کے بندوں پر کیا حق ہے ؟“ انہوں نے کہا کہ اللہ اور اس کے رسول ہی زیادہ جانتے ہیں ۔ آنحضرت ﷺ نے فرمایا کہ یہ ہے کہ وہ صرف اسی کی عبادت کریں اور اس کا کوئی شریک نہ ٹھہرائیں ۔ کیا تمہیں معلوم ہے کہ پھر بندوں کا اللہ پر کیا حق ہے ؟ عرض کیا کہ اللہ اور اس کے رسول ہی زیادہ جانتے ہیں ، فرمایا یہ ہے کہ وہ انہیں عذاب نہ دے ۔
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয! আপনি কি জানেন বান্দাদের উপর আল্লাহর হক কি?” তিনি বলেন, এর চেয়ে বেশি শুধু আল্লাহ ও তাঁর রাসূলই জানেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তারা কেবল তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরীক করবে না। আপনি কি জানেন আল্লাহর উপর বান্দাদের কি অধিকার আছে? তিনি বলেন, একমাত্র আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন তিনি বলেছেন যে, তিনি তাদের শাস্তি দেবেন না।
(সহীহ বুখারী)No #.7373)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার সফরে গেলেন।  আমরা সেখানে অন্ধকারে ফজরের নামাজ আদায় করলাম।  অতঃপর রাস...
13/12/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার সফরে গেলেন। আমরা সেখানে অন্ধকারে ফজরের নামাজ আদায় করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। আর আবু তালহাও চড়লেন। আমি আবু তালহার পিছনে বসে ছিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রা খাইবারের রাস্তার দিকে ঘুরিয়ে দিলেন। আমার হাঁটু নবীজির উরু স্পর্শ করত। অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার উরুর উপর থেকে এপ্রোন খুলে ফেললেন। যতক্ষণ না আমি নবীজির স্বচ্ছ ও শুভ্র উরুর শুভ্রতা ও উজ্জ্বলতা দেখতে লাগলাম। যখন তিনি খাইবার শহরে প্রবেশ করলেন, তখন তিনি বললেন, "আল্লাহু আকবর সর্বশ্রেষ্ঠ আল্লাহ। খায়বার ধ্বংস হয়ে গেছে। আমরা যখন কোনো জাতির আঙিনায় অবতরণ করি, তখন ভীতসন্ত্রস্ত মানুষের সকাল হয়ে ওঠে অন্ধকারাচ্ছন্ন।" তিনি এই কথা তিনবার বললেন, তিনি বললেন যে খাইবারের ইহুদীরা তাদের কাজে বের হয়েছিল যখন তারা উঠেছিল এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর আব্দুল আযীয বর্ণনাকারী বলেন যে আমাদের কিছু সাহাবী যারা হযরত আনাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন তারা আল-খামিসের কথাও উদ্ধৃত করেছেন (অর্থাৎ তারা চলে গেলেন এবং মুহাম্মাদ (সাঃ) সৈন্যবাহিনী নিয়ে এসেছিলেন) তাই আমরা যুদ্ধ করলাম। এবং খাইবার জয় করে এবং বন্দীদের সংগ্রহ করা হয়। তখন দাহিয়া (রাঃ) এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! বন্দীদের মধ্য থেকে আমাকে একটি ক্রীতদাস দাও সে বলল, যাও একটি গোলাম নিয়ে এসো। তিনি সাফিয়া বিনতে হাইকে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে এসে বলল, হে আল্লাহর রাসূল! সাফিয়া, যিনি কুরাইজার কন্যা এবং নাজিরের প্রধান, আপনি তাকে দাহিয়াকে দিয়েছিলেন। তারা শুধুমাত্র আপনার জন্য উপযুক্ত ছিল. এ বিষয়ে তিনি বলেন, সাফিয়াসহ দাহিয়াকে ডাক, তাদের আনা হয়েছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে দেখে বললেন, বন্দীদের মধ্য থেকে আরেকজন ক্রীতদাস নিতে। বর্ণনাকারী বলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে মুক্ত করেন এবং তাকে বিয়ে করেন। সাবিত বনানী হজরত আনাস (রা.)-কে জিজ্ঞেস করলেন যে আবু হামজা! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোহর হিসেবে কী রেখেছিলেন? হজরত আনাস (রা.) বলেন, তার স্বাধীনতা ছিল তার যৌতুক এবং তিনি তাকে বিয়ে করেছিলেন। অতঃপর পথিমধ্যে উম্মে সালিম (হযরত আনাসের মা) তাকে কনে বানিয়ে রাত্রে রাসূলুল্লাহ (সা.)-এর কাছে পাঠান। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর ছিলেন, তাই তিনি বললেন, যার কাছে কিছু খাওয়ার আছে সে যেন এখানে নিয়ে আসে। আপনি একটি চামড়া টেবিল সেট. কিছু সাহাবী খেজুর নিয়ে এসেছেন, কেউ ঘি নিয়ে এসেছেন, আব্দুল আযীয বলেন, আমার মনে হয় হযরত আনাস (রা.)ও সাতওয়া উল্লেখ করেছেন। তারপর মানুষ তাদের হালুয়া তৈরি করে। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা।

10/12/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Rina Begum, Faizur Rahman

08/12/2024

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসেন সবাই

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
02/12/2024

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

18/11/2024

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “শুধু দুটি জিনিস আছে: কথা ও কর্ম, সুতরাং সর্বোত্তম কথা হলো তার বক্তব্য। আল্লাহ এবং সর্বোত্তম পথ হ'ল মুহাম্মাদ (সাঃ) এর পথ। সাবধান! নতুন জিনিস থেকে সাবধান হও, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হল যা নতুন উদ্ভাবিত (ধর্মের মধ্যে) এবং প্রতিটি নতুন উদ্ভাবনই বিদআত এবং প্রতিটি বিদআতই গোমরাহী। সাবধান! আপনার মধ্যে দীর্ঘ জীবনের চিন্তা করবেন না, অন্যথায় আপনার হৃদয় কঠিন হয়ে যাবে। সাবধান! যা আসে তা কাছে, যা আসে না তা দূরে। সাবধান! দুর্ভাগা সে যে মাতৃগর্ভে হতভাগ্য, আর ভাগ্যবান সে যে অন্যের কাছ থেকে উপদেশ গ্রহণ করে। সাবধান! মুমিনের সাথে যুদ্ধ করা কুফর এবং তাকে গালি দেওয়া ফিকহ। একজন মুসলমানের জন্য তার (মুসলিম) ভাই থেকে তিন দিনের বেশি বিচ্ছিন্ন থাকা হালাল নয়। সাবধান! মিথ্যা বলা থেকে সাবধান, সিরিয়াসলি বা ঠাট্টা করে মিথ্যা বলা জায়েজ নয়। এমন হওয়া উচিত নয় যে একজন মানুষ তার সন্তানের কাছে প্রতিশ্রুতি দেয় এবং তারপর তা পূরণ করে না। নিঃসন্দেহে মিথ্যা বলা গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায় এবং সত্য কল্যাণের দিকে নিয়ে যায় এবং নেকী জান্নাতের দিকে নিয়ে যায়। সত্যবাদী সম্পর্কে বলা হয়: সে সত্য বলেছিল এবং ভাল কাজ করেছিল এবং মিথ্যাবাদীকে বলা হয়: সে মিথ্যা বলেছিল এবং পাপ করেছিল। সাবধান! (কখনও কখনও এমনও হয় যে) ব্যক্তি মিথ্যা বলতে থাকে যতক্ষণ না সে আল্লাহর কাছে মিথ্যাবাদী লেখা হয়।
(ইবনে মাজাহ হাদিস নম্বর 46)

আস্তাগফিরুল্লাহ
31/10/2024

আস্তাগফিরুল্লাহ

30/10/2024

حضرت علی کرم اللہ وجہہ فرماتے ہیں کہ میں جب بھی نبی ﷺ سے کوئی حدیث سنتا تھا تو اللہ تعالیٰ جیسے چاہتا تھا ، مجھے اس سے فائدہ پہنچاتا تھا اور جب کوئی دوسرا شخص مجھ سے نبی ﷺ کی کوئی حدیث بیان کرتا تو میں اس سے اس پر قسم لیتا ، جب وہ قسم کھا لیتا کہ یہ حدیث اس نے نبی ﷺ ہی سے سنی ہے تب کہیں جا کر میں اس کی بات کو سچا تسلیم کرتا تھا ۔ مجھ سے حضرت ابوبکر صدیق رضی اللہ عنہ نے یہ حدیث بیان کی ہے اور وہ یہ حدیث بیان کرنے میں سچے ہیں کہ انہوں نے جناب رسول اللہ ﷺ کو یہ فرماتے ہوئے سنا ہے کہ جو آدمی کوئی گناہ کر بیٹھے ، پھر وضو کرے اور خوب اچھی طرح کرے ، اس کے بعد دو رکعت نماز پڑھے اور اللہ سے اپنے اس گناہ کی معافی مانگے تو اللہ تعالیٰ اس کے گناہ کو یقیناً معاف فرما دے گا ۔

22/10/2024

نبی کریم ﷺمونہ রাদিয়াল্লাহু আনহু এবং حضرت ایک میں غسل کر رہے تھے۔ আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) বলেন যে, ইবনে ঈনা আখীর এ হাদীসকে হাদীসটি বর্ণনা করেছেন যে তিনি ইবনে আব্বাসের কাছ থেকে বলেছেন। এবং সঠিক روایت যা ابونعیم نے করেছে

16/10/2024

آپ ﷺ نے فرمایا مسلمان وہ ہے جس کی زبان اور ہاتھ سے مسلمان بچے رہیں اور مہاجر وہ ہے جو ان کاموں کو چھوڑ دے جن سے اللہ نے منع فرمایا ۔
ابوعبداللہ امام بخاری نے فرمایا اور ابومعاویہ نے کہ ہم کو حدیث بیان کی داؤد بن ابی ہند نے ، انہوں نے روایت کی عامر شعبی سے ، انہوں نے کہا کہ میں نے سنا عبداللہ بن عمرو بن عاص سے ، وہ حدیث بیان کرتے ہیں جناب نبی کریم ﷺ سے ( وہی مذکورہ حدیث ) اور کہا کہ عبدالاعلیٰ نے روایت کیا داؤد سے ، انہوں نے عامر سے ، انہوں نے عبداللہ بن عمرو بن عاص سے ، انہوں نے نبی ﷺ سے ۔

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنّ...
07/10/2024

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الْأَعْمَال بِالنِّيَّاتِ وَإِنَّمَا لكل امْرِئ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا فَهجرَته إِلَى مَا هَاجر إِلَيْهِ»
حضرت عمر بن خطابؓ بیان کرتے ہیں ، رسول اللہ ﷺ نے فرمایا : ’’ تمام اعمال کا دارومدار نیتوں پر ہے ، ہر شخص کو وہی کچھ ملے گا جو اس نے نیت کی ، پس جس شخص کی ہجرت اللہ اور اس کے رسول کی خاطر ہوئی تو اس کی ہجرت اللہ اور اس کے رسول ﷺ کی خاطر ، اور جس کی ہجرت حصول دنیا یا کسی عورت سے شادی کرنے کی خاطر ہوئی تو اس کی ہجرت اس کی خاطر ہے جس کی خاطر اس نے ہجرت کی ۔‘‘ متفقহজরত উমর বিন খাত্তাব (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "সকল কর্মই নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে, তাই পাবে, তাই যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করেছে। "সুতরাং তার হিজরত আল্লাহ ও তাঁর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সন্তুষ্টির জন্য এবং যার হিজরত হয়েছে দুনিয়া অর্জনের জন্য বা কোন নারীকে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরত হবে একজনের জন্য। যাকে তিনি অভিবাসী করেছেন।

السلام عليكم جميعا
05/10/2024

السلام عليكم جميعا

03/10/2024

সুন্দর কুরআন তিলাওয়াত
# Riyadh

02/10/2024

চলো আমরা সবাই মিলে একটি হাদিস হাদিস শুনি




Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Misbah Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category