![এটা আলুপঁচা জেনারেশন না ব্রো। এরা মিম বানায়, মিম বুঝে। তাও ডার্ক মিম। যেসব ডার্ক মিম বুঝতে আপনার কয়েক ঘন্টা মাথা খাটাতে...](https://img4.medioq.com/605/874/122178424106058740.jpg)
30/07/2024
এটা আলুপঁচা জেনারেশন না ব্রো।
এরা মিম বানায়, মিম বুঝে। তাও ডার্ক মিম।
যেসব ডার্ক মিম বুঝতে আপনার কয়েক ঘন্টা মাথা খাটাতে হবে, ওসব মিম বুঝতে এদের এক সেকেন্ডও লাগে না।
এরা কাহিনি আন্দাজ করতে পারে বলে বহু আগ থেকে বাংলা সস্তা নাটক মুভি থেকে মুখ সরিয়ে নিছে। এদের কেউ নেটফ্লিক্সে জটিল জটিল সিরিজ দেখে অনেক কিছু আগাম আন্দাজ করে ফেলতে পারে, কেউ রাতজেগে ফুটবল দেখতে দেখতে প্রেডিক্ট করা শিখে গেছে, কেউ দেশি-বিদেশি গোয়েন্দা পড়তে পড়তে। এদের সামনে প্লিজ সস্তা নাটক সাজাবেন না। লাভ হবে না। এরা আপনাদের চিন্তাভাবনার চেয়েও কয়েকগুণ এডভান্স।
আন্দোলন থামানোর জন্য যত যাই করেন, যত ইচ্ছা কাহিনি সাজান, এরা হাসতে হাসতে বলবে ‘নাটক কম করো পিও..’