Saudi Arabia probasi support team page

Saudi Arabia probasi support team page আসসালামু আলাইকুম, প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রবাসীদের পাশে থাকাই আমা..
(1)

আজ ১৪ই আগস্ট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন , কোরআনের পাখি খ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল...
14/08/2024

আজ ১৪ই আগস্ট।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন , কোরআনের পাখি খ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী।
মহান রবের নিকট সর্বদা এই কামনা করি
যেন আল্লামা রাহিমাহুল্লাহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।❤️❤️

30/07/2024
18/07/2024

প্রবাসীদের জন্যঃ

বিমানবন্দর সড়ক কিংবা অন্য কোন সড়কে টিকেট + পাসপোর্ট উভয় দেখালেই আপনারা তার যাবার ব্যবস্থা করে দিবেন।

18/07/2024






























16/07/2024

ছারছীনার পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

14/06/2024

ইওম আল আরাফার রোজা রাখার প্রস্তুতি যারা নিতে চান, তাদের জন্য আজই সময়। আগামীকাল ইওম আল আরাফাহ। আজ সেহেরি খাবেন ইনশাল্লাহ।

Eid Mubarak│The crescent 🌙 for the month of Dhul Hijjah 1445 has been sighted in Saudi Arabia 🇸🇦. Eid-ul-Adha 🐏 will be ...
06/06/2024

Eid Mubarak│The crescent 🌙 for the month of Dhul Hijjah 1445 has been sighted in Saudi Arabia 🇸🇦. Eid-ul-Adha 🐏 will be on Sunday, June 16,

General Security announces the start of implementing the instructions regulating Hajj, starting from tomorrow, Saturday ...
03/05/2024

General Security announces the start of implementing the instructions regulating Hajj, starting from tomorrow, Saturday (4th May 2024), No entry into the Holy City of Makkah without Hajj, Umrah ,Resident or Work Permit.

জেনারেল সিকিউরিটি আগামীকাল শনিবার (৪ মে 2024) থেকে হজ নিয়ন্ত্রণের নির্দেশাবলী বাস্তবায়ন শুরু করার ঘোষণা দিয়েছে, হজ, ওমরাহ, আবাসিক বা ওয়ার্ক পারমিট ছাড়া পবিত্র মক্কা শহরে প্রবেশ করা যাবে না।

01/05/2024

স্বল্পমূল্যে বিমানের টিকিট পেতে যোগাযোগ করুন।

যেকোনো দেশের স্বল্পমূল্যে বিমানের টিকিট পেতে যোগাযোগ করুন।
ফেরদৌস→ +966560515491
রাসেল→ +966551652236

01/05/2024

প্রবাসী শ্রমিক, প্রবাসী কর্মী ভাই-বোনদের মে দিবসের শুভেচ্ছা! ন্যায্য মজুরি পেয়ে পরিবারের মুখে হাসি ফুটানোর সুযোগ হোক সবার!

প্রবাসী দুই ধরনের! এক নাম্বার মিডেলিস্ট আরব দেশ ও মালয়েশিয়ায় সিঙ্গাপুর বুনাই মালদ্বীপ যারা এই দেশ গুলোতে কাজের উদ্দেশ...
01/05/2024

প্রবাসী দুই ধরনের!
এক নাম্বার মিডেলিস্ট আরব দেশ ও মালয়েশিয়ায় সিঙ্গাপুর বুনাই মালদ্বীপ যারা এই দেশ গুলোতে কাজের উদ্দেশ্যে যায় তারা নিজেকে সাধারণ প্রবাসী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

দুই নম্বর যারা ইউরোপ- আমেরিকার মতো উন্নত দেশে কাজের উদ্দেশ্যে যায়। তারা নিজেকে প্রবাসী বলতে চায় না! বলে ইউরোপ থাকি আমেরিকায় থাকি।
এবার মূল কথায় আসি। এক নম্বর প্রবাসীরা মধ্যবিত্ত বা গরিব ধার দেয়ানা করে এশিয়ার দেশে গুলোতে যায় নিজের ভাগ্য চাকা গুরাতে। অনেকে সফল হয় অনেকে দীর্ঘ সময় প্রবাস করতে হয় অল্প টাকা বেতনে। দিন শেষে এরা অনেকেই সুখী।

সময় মত ইচ্ছা করলেই বিয়ে করতে পারে। যে কোন সময় দেশে যেতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে তাদের অর্থে। বাংলাদেশের মেটো পথের ধারে গ্রামের বেশিরভাগ পরিবার সচ্ছল হয়েছে এসব পরিবারের সন্তানরা এশিয়ার ছোট দেশগুলোতে প্রবাসী হিসেবে যাওয়ার কারণে।
প্রবাস জীবনের একটা সময় পার করে এরা দেশে অবসরে যেতে পারে এবং এদের বেশিরভাগই মৃত্যু মাতৃভূমিতে নসিব হয়। কবরটাও নিজের মা-বাবার পাশে হয়। এদের শেষ স্বপ্ন থাকে প্রবাসের ইনকামের টাকা জমিয়ে নিজদেশে ফিরে যেয়ে কোনরকম ডাল ভাত খেয়ে শেষ জীবন দেশে কাটানো। এরা যদি সুন্দর করে প্ল্যানিং করে দিনশেষে এরাই সবচেয়ে সুখী প্রবাসী।

আর দুই নম্বর প্রবাসী যারা ইউরোপ-আমেরিকা থাকে তারা একটু অহংকারী হয়ে থাকে। আর এরা যেকোনোভাবে ইউরোপ আমেরিকায় ঢুকতে চেষ্টা করে এইসব দেশে যাওয়াই যেন জীবনের সকল সার্থকতা এরা মনে করে। এরপর বৈধ থাকার জন্য জীবনের ১০-১৫ বছর হেলায় ফেলায় নষ্ট করে এর ভিতর জীবন যৌবন বিয়ের বয়স পার হয়ে গিয়ে আঙ্কেলের বয়সে চলে যায় এদের।

একটা সময়ের পর বিয়ে করে এবং নিজের সন্তানের ইনকামে খাওয়ার আগে এদের কবরের টিকেট অনেক ক্ষেত্রে চলে আসে। ইউরোপ আমেরিকা প্রবাসী হওয়ার কারণে সবচেয়ে বেশি লাভবান হয় তাদের আত্মীয়-স্বজন এবং পরিবার।

সবচেয়ে লস হয় তার জীবনের দীর্ঘ সময় একটা গ্রিনকার্ড জন্য অপেক্ষা করতে করতে জীবনটাকে শেষ করে দেয়। একটা সময়ের পর ইউরোপ প্রবাসীদের স্বপ্নের সুন্দর ইউরোপ থেকে নিজের মাতৃভূমির বেশি ভালো লাগে। তখন জীবনের পড়ন্ত বেলা চলে আসে।
পৃথিবীর যত উন্নত দেশে যান না কেন? প্রবাসী হিসেবে? আপনাকে কাজ করেই খেতে হবে এখানে অহংকারের কিছু নেই।
বিঃদ্রঃ এ পর্যন্ত বাংলাদেশের রেমিট্যান্সে সব সময় প্রতিবছরই মিডেল ইস্টের দেশ গুলো থেকে ইনকাম সর্বোচ্চ।

09/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

দেশে ডলার সংকটের কারণে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে না পারায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্...
20/03/2024

দেশে ডলার সংকটের কারণে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে না পারায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে কয়েকটি বিদেশি এয়ারলাইনস। এখন তারা অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) কাছে টিকিট বিক্রি করছে। মূলত এখান থেকে এই সংকটের শুরু।

সংশ্লিষ্টদের মতে, এতে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। এর অন্যতম হলো স্থানীয় এজেন্টদের কাছে টিকিটের দাম বেড়ে যাওয়া। দেশে বৈদেশিক রিজার্ভ কমার কারণে বিদেশি এয়ারলাইন্সগুলোকে অর্থ ছাড়ে কিছুটা শ্লথ গতি রয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশের কাছে কয়েকশ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। গত প্রায় এক বছর ধরে এই সমস্যা চলছে।

বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনাকারী বিদেশি অনেকগুলো এয়ারলাইন্স দেশীয় এজেন্টদের কাছে টিকিট বিক্রি করছে না। তারা টিকিট বিক্রি করছে বিদেশি অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) কাছে। এর ফলে প্রায় ৪০ হাজার কোটি টাকার এয়ার টিকিট ব্যবসা বিদেশি অনলাইন ট্রাভেল এজেন্টদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। টিকিট বিদেশে বিক্রি হওয়ায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দেশীয় প্রায় তিন হাজার ৬০০ স্থানীয় ট্রাভেল এজেন্টরা ব্যবসা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে।

বিদেশি এয়ারলাইন্সগুলো বলছে, বাংলাদেশে ডলার সংকটের কারণে তারা তাদের আয় নিজ দেশে নিয়ে যেতে পারছে না। বাংলাদেশে টাকার অবমূল্যায়নের কারণে তাদের আয় ২৫ থেকে ৩০ শতাংশ কমে গিয়েছে। এ কারণে তাদের টিকিট বাংলাদেশি এজেন্সিগুলোর কাছে বিক্রি না করে অনলাইন ট্রাভেল এজেন্সির কাছে বিক্রি করছে। আর দেশীয় এজেন্টদের কাছ থেকে টিকিট কিনলে যে দাম পাওয়া যেতো বিদেশি অনলাইন ট্রাভেল এজেন্টদের কাছ থেকে তার চেয়ে ৫০ থেকে ১০০ ডলার বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। বিশেষ করে কম দামের টিকিট দেশীয় এয়ারলাইন্স বিক্রি করতে পারছে না। এই শ্রেণির টিকিট বেশি দামে দেশীয় যাত্রীরা কিনছে বিদেশি অনলাইন ট্রাভেল এজেন্টদের কাছ থেকে। এতে যাত্রীদের বাড়তি অর্থ গুণতে হচ্ছে, বিশেষ করে অভিবাসী শ্রমিকরা এতে বেশি দুর্ভোগে পড়েছেন।

দেশে গিয়ে ছুটির মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের ওপর থেকে ৩ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। দেশটির   বা পাস...
18/01/2024

দেশে গিয়ে ছুটির মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের ওপর থেকে ৩ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। দেশটির বা পাসপোর্ট অধিদপ্তর এই ঘোষণা দিয়েছে। ১৬ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হয়েছে। ছুটি শেষে যারা দেশে অবস্থান করছেন, তারা নতুন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

Address

King Abdullah Branch Road
Riyadh
67321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudi Arabia probasi support team page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share