![সৌদি মোবাইল অথরিটির তথ্যমতে, আগামী অক্টোবরের ১ তারিখ থেকে কলারের নাম দেখা যাবে। অর্থাৎ যিনি ফোন করবেন, তার সিমে নিবন্ধিত...](https://img3.medioq.com/770/924/250754067709248.jpg)
20/07/2023
সৌদি মোবাইল অথরিটির তথ্যমতে, আগামী অক্টোবরের ১ তারিখ থেকে কলারের নাম দেখা যাবে। অর্থাৎ যিনি ফোন করবেন, তার সিমে নিবন্ধিত নাম আপনার মোবাইলে উঠে আসবে যদি আপনার পরিচিত নাও হয়। বিভিন্ন স্ক্যাম কল বা প্রতারণামূলক কল ঠেকাতে এটি কার্যকর হতে পারে।
©️