Azad Bhai

Azad Bhai আল্লাহ ভরসা একদিন সকল স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ

04/03/2024
04/03/2024

গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।

__হুমায়ূন আহমেদ

আলহামদুলিল্লাহ 💖💖
04/03/2024

আলহামদুলিল্লাহ 💖💖

04/03/2024

শৈশবকে বিক্রি করে দিয়েছি একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায়,,,

🥹🥹শীত শেষ। গরমের দিন আসছে। অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল। প্রত্যেকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর ন...
04/03/2024

🥹🥹শীত শেষ। গরমের দিন আসছে। অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল। প্রত্যেকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট বোল্ট চেক করে নিন।

নিজে বাঁচুন, পরিবারকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সচেতন হোন।

04/03/2024

মানুষ নয়' আল্লাহর কাছে চাইতে শিখুন! ভালো এবং উত্তম জিনিস'টাই আপনি পাবেন!🖤

right
24/02/2024

right

24/02/2024

শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য।

24/02/2024

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়!!
১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।
২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।
৩) অশ্লীল ও খারাপ কথা বলা।
৪) কাউকে গালি দেয়া।
৫) কারও নিন্দা করা।
৬) অপবাদ দেয়া।
৭) চোগলখুরী করা।
৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।
৯) মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।
১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা।
১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।
১২) কারও গীবত করা।
১৩) খারাপ উপনামে ডাকা।
১৪) কাউকে অভিশাপ দেয়া।
১৫) কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।
১৬) মিথ্যা স্বপ্ন বলা।
১৭) অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।
১৮) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া।
১৯) জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।
নিম্নোক্ত হাদিসটি আমাদের সবসময় সামনে রাখা উচিত :
সাহাল ইবনে সায়াদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, 'যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।' (বুখারী : ৬৪৭৪)
মহান আল্লাহ্ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন।
আমিন।

24/02/2024

অতিরিক্ত দুশ্চিন্তায় কোনঠাসা হয়ে পড়া মানুষগুলো, জীবনের আসল স্বাদ কখনোই উপভোগ করতে পারে না!

24/02/2024

বিচ্ছেদ সবসময় একতরফা হয়,
একজন বিচ্ছেদ চায়,
আরেকজনকে মেনে নিতে হয় চুপচাপ!
কীংবা বাধ্য হয়ে, অপর পক্ষে তৈরি করা
পরিস্থিতি ও মিথ্যার কাছে হেরে গিয়ে।
🙂💔🥀

সি'জদাতে চাওয়া সকল দোয়া পূর্ণতা পাক!🖤
24/02/2024

সি'জদাতে চাওয়া সকল দোয়া পূর্ণতা পাক!🖤

24/02/2024

বাবরি মসজিদের পর আজমির শরিফ টার্গেট মোদির হিন্দুত্ববাদ রুখে দিতে তরুণ যুবকের বার্তা

22/02/2024

বিয়ে ছাড়াই ১১ বছরের সংসার,, অতঃপর বিয়ের দাবিতে অনশন। কি শুরু হয়েছে এগুলো।

Address

Soudi Arab Riyad
Riyadh
13521

Telephone

+996540351084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azad Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azad Bhai:

Videos

Share