SD RUBEL RS

SD RUBEL RS DXN business company

01/01/2024

Happy new year

30/07/2023

নানি নাতির মজার ব্যাপার ইত্যাদি থেকে কিছু ভিডিও

13/07/2023

Good morning

09/07/2023

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন
আমাদের প্রাণ প্রিয় লিডার তিনি অসাধারণ আলোচনা করেছেন আজ

একজন নারী হয়ে যদি করতে পারে আমরা কেনো পারবোনা একজন স্টুডেন্ট মালয়েশিয়ার লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন এ সফল একজন নারী উদ...
08/07/2023

একজন নারী হয়ে যদি করতে পারে আমরা কেনো পারবোনা একজন স্টুডেন্ট মালয়েশিয়ার লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন এ সফল একজন নারী উদ্যোক্তা 👍 নিচে ওনার লেখাটা পোস্ট করা হলো। 👇👇👇

আলহামদুলিল্লাহ
ঘরে বসে জুন মাসে মাত্র ১৫ দিন কাজ করেছি শুধু মাত্র হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট ব্যবহার করেছি এবং আজকে জুলাই মাসের ৬ তারিখ ২০২৩, আমার ইনকাম চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান রিঙ্গিত 4,152.50 যা কিনা বাংলাদেশী টাকায় এক লক্ষ টাকার উপরে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে Dxn অপরচুনিটি কে কাজে লাগাতে পেরেছি বলে,

কিছু কথা আজকে বলি আপনাদের কেন আমি আজকে এ জায়গাতে আসতে পেরেছি,

দক্ষতা অর্জনের নেশাটা খুব ছোট বেলা থেকেই অনেক বেশি ছিল আমার, এখনও আছে, কারও কাছ থেকে কিছু শিখতে পারলে, তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি, কিছু শিখার নেশাটাই আজকে আমাকে এ জায়গাতে নিয়ে এনেছে হয়তো,
এখনও নিজেকে অনেকে অজ্ঞ একজন মনে করি,
মনে হয় যেন Dxn ডাইরেক্ট সেলিং সিস্টেমে ভালভাবে কাজ করার মত যোগ্য এখনও হয়ে উঠতে পারিনি, আর এ কারনে প্রতিদিন প্রচুর সময় ব্যয় করি নতুন নতুন কিছু বিষয় নিজের সাথে যুক্ত করার জন্য, আর আমি কথা বলার চেয়ে কাজটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমার আজকের অর্জনের ব্যপারে কারও উপর নির্ভরের চাইতে আমার নিজের উপরই বেশি নির্ভর করেছিলাম, Dxn বিজনেস করতে এসে অনেক বাধার সম্মুখীন হয়েছি অনেকের কটু কথাও শুনেছি,
ব্যর্থ হয়েছি বার বার কিন্তু কোন ধরনের বাধাকেই উছিলা হিসেবে ব্যবহার করিনি, নিজে নিজে কষ্ট করে শিখেছি সব, কোন এক অজানা কারনে অনেক বার মন ভেঙেছে হেল্প এর জন্য তখন খুব কমই মানুষ কে কাছে পেয়েছি হাহাহাহাহা কিন্তু সেটা নিয়ে মনের ভিতর অল্প স্বল্প দু:খ থাকলেও বিষয়টাকে উছিলা হিসেবে দেখাইনি,
কিছু মানুষ কে এটাও বলতে চাই আজকে যাদের সফলতা দেখে হিংসা করছেন, যারা সফল হয়েছে সবার গল্পটাই একই রকম হয়তো, সবাই সবার এ যোগ্যতা দিয়েই আজকের এ অবস্থানে এসেছে। আর আপনি যদি আশা করেন, খুব সহজেই এ জায়গাতে এসে পড়বেন, আর ব্যর্থ হলে বলে ফেলবেন, আপনার কপাল খারাপ!
আসলে কি কপাল খারাপ নাকি এখন পযন্ত পাওয়ার মত কিছুই করতে পারেননি? সেটা সবার ভেবে দেখার দরকার, মনে রাখবেন ব্যর্থতার দায়ভার যে নিতে পারে, প্রকৃত অর্থে সেই সফল, ধৈয্য শক্তি বৃদ্ধির চেষ্টা করুন লেগে থাকুন এদিকে ওদিকে ছোটাছুটি না করে মন প্রাণ দিয়ে কাজ করতে থাকুন দেখবেন সফলতা আপনার দুয়ারে এসে উঁকি মারবে ........

ধন্যবাদ

05/04/2023
03/04/2023

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when SD RUBEL RS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SD RUBEL RS:

Videos

Share