Naim আল্লাহ আমার রব,এই রবই আমার সব,দমে দমে তনু মনে তারই অনুভব❤️

18/10/2024

Vlog-03 (ইজাজের শশুর বাড়ি 😄 এলাকার জামাইকে নিয়ে চলে গেলাম এলাকায় 😊

সুন্দর একটা সকাল উপভোগ্য ছিলো সময়টা..বিশেষ করে বন্ধুদের সাথে আড্ডায় কখন যে সময় কেটে যায় সেটা বুঝাই যায় না🤎সবাইকে মিষ্টি ...
18/10/2024

সুন্দর একটা সকাল উপভোগ্য ছিলো সময়টা..
বিশেষ করে বন্ধুদের সাথে আড্ডায় কখন যে সময় কেটে যায় সেটা বুঝাই যায় না🤎
সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা
🤎শুভ সকাল🤎

17/10/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভিস,মিনি ভ্লগ-০২ #ভ্লগ -02

17/10/2024

ঠিক যে রকম ব্যবহার আপনি তার কাছে আশা করেন ঠিক ওইরকম ব্যাবহারই তার সাথে আশা করেন

বন্ধুত্বের সম্পর্ক কার সাথে কত দিনের সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়,দেখতে হবে কার সাথে আপনার কতটা গভীর সম্পর্ক।ধন্যবাদ সবাইকে
16/10/2024

বন্ধুত্বের সম্পর্ক কার সাথে কত দিনের সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়,দেখতে হবে কার সাথে আপনার কতটা গভীর সম্পর্ক।
ধন্যবাদ সবাইকে

🎉 Facebook recognized me as a top rising creator this week!
14/10/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
12/10/2024

I've just reached 5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

11/10/2024

শুকরিয়া সেই মহান রবের যার দয়ায় ঘুম ভেংগেছে এবং এই সুন্দর সকাল দেখতে পেরেছি।
আলহামদুলিল্লাহ
শুভ সকাল

দেশের বাইরে থেকে ছুটিতে দেশে আসলে এই দেশের ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিতেই ১০/১২ দিন লাগে।আর নিজের পরিচিত আড্ডা দেয়ার ...
11/10/2024

দেশের বাইরে থেকে ছুটিতে দেশে আসলে এই দেশের ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিতেই ১০/১২ দিন লাগে।আর নিজের পরিচিত আড্ডা দেয়ার জায়গাটাও নিজের কাছে কেমন যেনো অপরিচিতো মনে হয়।

কে কে প্রবাসী আছেন আমার বন্ধুদের মধ্যে?

আসসালামু আলাইকুম ,সবাই কেমন আছেন?জুম্মা মোবারক🤎
11/10/2024

আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন?
জুম্মা মোবারক🤎

10/10/2024

আল্লাহ সকল গোনাহ মাফ করে দেবেন শুধুমাত্র শিকার ছারা তাই আমাদের সকলেরই উচিত এই শিরক থেকে বেচে থাকার চেষ্টা করা।যেখানে আমাদের ঈমান নিয়ে টানাটানি হয়ে যায় সেখানে আমরা কিভাবে যাই? আমাদের সবাইকে এমন পাপকাজ থেকে রক্ষা করুন।(আমীন) Naim Sarker Naim

প্রবাস থেকে থেকে যখন ছুটিতে দেশে আসবেন তখন আপনি নিজের ঘরে অতিথি হয়ে যাবেন 😊
10/10/2024

প্রবাস থেকে থেকে যখন ছুটিতে দেশে আসবেন তখন আপনি নিজের ঘরে অতিথি হয়ে যাবেন 😊

09/10/2024

গতকাল থেকে আমি কোনো পোস্টে রিএক্ট দিতে পারছি না।
এমন কেনো হচ্ছে কেউ বলতে পারবেন কি?

09/10/2024

হাই সবাই! 🌟 আপনি স্টার পাঠিয়ে আমাকে সমর্থন করতে পারেন - তারা আমাকে আপনার পছন্দের সামগ্রী তৈরি করতে অর্থ উপার্জন করতে সহায়তা করে।যখনই আপনি স্টার আইকন দেখতে পাবেন, আপনি আমাকে তারা পাঠাতে পারেন! #তারা সর্বত্র

নরসিংদী যাওয়ার জন্যে ট্রেণের অপেক্ষায় 😔ট্রেণের টাইম হয়ে গেছে কিন্তু একটু আগে ঘোষনা দিয়েছে এখনো ঢাকা থেকে ছারে নাই 🥲বাংলা...
09/10/2024

নরসিংদী যাওয়ার জন্যে ট্রেণের অপেক্ষায় 😔
ট্রেণের টাইম হয়ে গেছে কিন্তু একটু আগে ঘোষনা দিয়েছে এখনো ঢাকা থেকে ছারে নাই 🥲

বাংলাদেশ ট্রেণের এই লেইট হওয়ার আর টিকেটের প্রবলেব কি কখনোই শেষ হবে না?

প্রায় তিন বছর পর ট্রেণে উঠলাম,গরম,ভীড় আর ঘামে একাকার অবস্থা😊
09/10/2024

প্রায় তিন বছর পর ট্রেণে উঠলাম,
গরম,ভীড় আর ঘামে একাকার অবস্থা😊

09/10/2024

তিন ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে
১.সাহায্যকারী ২.দায়িত্বশীল
৩.যার অন্তর পরিচ্ছন্ন।
-হযরত আলী (রা:)

আর কিছুক্ষণ পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবো,বিদেশে যারা থাকে তাদের জন্যে এর চাইতে সুন্দর অনুভূতি আর কিছু হইতেই পারে ন...
05/10/2024

আর কিছুক্ষণ পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবো,বিদেশে যারা থাকে তাদের জন্যে এর চাইতে সুন্দর অনুভূতি আর কিছু হইতেই পারে না।
আলহামদুলিল্লাহ

একবার কাফি-ররা রাসূল (সাঃ) এর নিকট প্রস্তাব নিয়ে এসে বলল যে, হে মুহাম্মদ! তুমি এক বছরের জন্য আমাদের ধ-র্মকে পালন করো অর্...
03/10/2024

একবার কাফি-ররা রাসূল (সাঃ) এর নিকট প্রস্তাব নিয়ে এসে বলল যে, হে মুহাম্মদ! তুমি এক বছরের জন্য আমাদের ধ-র্মকে পালন করো অর্থাৎ মূ*র্তি-পূ*জা করো। আর আমরাও তার পরের এক বছর তোমার ধ*র্ম পালন করবো। মোটকথা, তারা কিছু সময়ের জন্য ধ*র্ম সোয়াপ বা বিনিময় করে নিতে চেয়েছিলো। এই প্রেক্ষিতে আল্লাহ তাদের প্রস্তাব জোরালোভাবে নাকচ করে দিয়ে কাফি*রদের নামেই একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করেন যা 'সূরা কাফেরূন' নামে পরিচিত।

লক্ষ্য করুন, আল্লাহ তা'য়ালা শুরুতেই কঠিন ভাষায় সম্বোধন করে তাদের প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেছেন, (হে নবী) তুমি বলে দাও, হে কা*ফেররা! আমি তাদের ইবাদাত করি না যাদের ইবাদাত তোমরা করো। না তোমরা তার ইবাদাত করো যার ইবাদাত আমি করি এবং আমি কখনোই তার ইবাদাত করবো না যাদের তোমরা ইবাদাত করো। না তোমরা কখনো তার ইবাদাত করবে যার ইবাদাত আমি করি। (অতএব) তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য অর্থাৎ 'লাকুম দ্বী নুকুম ওয়ালিয়া দ্বী*ন'।

সূরা কাফিরূনের শেষ আয়াত অর্থাৎ 'লাকুম দ্বী নুকুম ওয়ালিয়া দ্বী*ন' যার অর্থ 'তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য' এই আয়াত থেকে যারা অন্য ধ*র্মের সমর্থন রয়েছে এমনটার দলিল দেন কিংবা ধ*র্মনিরপেক্ষতার দলিল হিসেবে ব্যবহার করেন তারা নিম্নোক্ত দৃশ্যপঠ গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন তো।

(তুমি বলে দাও) হে খবিশ! তোমরা যা করো আমি তা করি না। না তোমরা তা করো যা আমি করি। আমি কখনোই তা করবো না যা তোমরা করো। না তোমরা কখনো তা করবে যা আমি করি। অতএব তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য।

এবার আপনাকে যদি কেবলমাত্র শেষের বাক্য দেওয়া হয় তাহলে আপনি যে অর্থ বুঝবেন সে অর্থটা কি ঠিক থাকবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে আসেন? নিশ্চয়ই না। কারণ কেবল শেষের বাক্য থেকে বোঝা যায় আপনাকে সম্মান করে বলা হচ্ছে, আপনার প্রস্তাবিত বিষয়কে সমর্থন করা হচ্ছে। কিন্তু পুরোটা পড়ে আসলে আর শেষের বাক্য থেকে আপনার পক্ষে কোনো সমর্থন খুঁজে পাবেন না। আপনি তখন বুঝতে সক্ষম হবেন যে, আপনাকে খারাপভাবে সম্বোধন করে যা বলা হয়েছে তা পুরোপুরিই আপনার বিপক্ষে গেছে।

যারা সূরা কাফিরুনের শুরু থেকে শেষ পর্যন্ত না পড়ে কেবল শেষের আয়াত থেকে অর্থ নিয়ে নিজের অনুকূলে চালানোর চেষ্টা করেন তারা আসলে শুরুর কথাগুলোকে আমলেই নেন না কিংবা বুঝেন না। ওগুলোকে বাদ দিয়ে কেবল শেষের আয়াত থেকেই কনক্লুসনে পৌঁছে যান। ফলে মূল অর্থটা অন্যভাবে দাঁড় করান। মূলত, শুরুর কথাগুলো যদি তারা ভালো করে বোঝার চেষ্টা করতেন তবে তারা নিশ্চয়ই বুঝতেন যে, শেষের আয়াতটি আসলে তাদের অনুকূলের অর্থাৎ ধ*র্মনিরপেক্ষতার কোনো আয়াত নয়।

আচ্ছা! আপনি স্থির মস্তিষ্কে ভেবে দেখুন তো, আপনি কারো নিকট কোনো প্রস্তাব নিয়ে আসলেন আর সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আপনাকে উপরোল্লিখিত ভাষায় সম্বোধন করে জবাব দেওয়া হলো। এখন আপনি চিন্তা করে বলুন, শেষের বাক্যে বলা তোমাদের পথ তোমাদের জন্য -এটার অর্থ কি কোনোভাবে আপনার পথ কিংবা প্রস্তাবকে সমর্থন করা বোঝায় নাকি স্ট্রংলি নাকচ করা বোঝায়, কোনটি?

নিশ্চয়ই দ্বিতীয়টির পক্ষে আপনার অবস্থান হওয়ার কথা। কারণ শুরুতেই যে ভাষায় সম্বোধন করা হয়েছে সেই ভাষাই স্পষ্ঠ বলে দেয় যে, এর শেষটা ভালো হতে যাচ্ছে না অর্থাৎ যে বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ের ফলাফল আপনার পক্ষে যাচ্ছে না। ঠিক একইভাবে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সূরা কাফিরূনের শুরুটাই করেছেন, 'হে কা*ফেরা' বলে। যদি তাদের প্রস্তাব সমর্থনই-বা করতেন তাহলে কি আর আল্লাহ কা*ফের বলে সম্বোধন করতেন, বলুন? কমপক্ষে তো 'ইনসান' বলে সম্বোধন করতেন। তাই না! এরপরও কি আপনি 'লাকুম দ্বী নুকুম ওয়ালিয়া দ্বীন' এই আয়াতটিকে ধ*র্মনিরপেক্ষতার দলিল হিসেবে ব্যবহার করবেন? এমন বিষয় জানা সত্ত্বেও কি আপনি বলবেন যে, ইস*লাম অন্যান্য ধ*র্মের স্বীকৃতি দিয়েছে?

মনে রাখবেন, কোনো সূরার কোনো আয়াতের কেবল অর্থ দেখেই তার মূল অর্থ বোঝা যায় না। সেটা বুঝতে হলে তার আগে-পরের অংশের সঠিক অর্থ দেখতে হবে, শানে নুযূল কী অর্থাৎ কিসের প্রেক্ষিতে নাযিল হয়েছে তা বুঝতে হবে। এগুলো না বুঝেই কেবল অর্থ দেখে নিজের মতো করে বুঝে নেওয়া মূর্খতা ছাড়া কিছুই নয়। যারা ধ*র্মীয় বিষয়ে ধ*র্মীয় বিশেষজ্ঞের সহায়তা না নিয়ে নিজের মতো করে অর্থ বুঝে নেয়, অহেতুক তর্ক করে, নিজের মতকে প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লাগে তারা কী বোঝাতে চায়, জানেন? তারা বোঝাতে চায় যে, তারা আসলে কোনো মূর্খ নয়, তারা বরং গন্ড মূর্খ। অপ্রিয় হলেও এটাই সত্য।

রেফারেন্সঃ

[১] সূরা আল কাফেরূন, আয়াত নং : ১-৬

#ধর্মনিরপেক্ষ
#উৎসব
#দূর্গাপূজা
#অমুসলিম

কিচ্ছু লাগবে না জাস্ট এমন একটা বউ লাগবে....
03/10/2024

কিচ্ছু লাগবে না জাস্ট এমন একটা বউ লাগবে....

আসসালামু আলাইকুম ,কেমন আছেন সবাই?শুভ সকাল🤎
03/10/2024

আসসালামু আলাইকুম ,
কেমন আছেন সবাই?
শুভ সকাল🤎

25/07/2024

ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোন সময়েই।
এই পোস্টেটি কপি করে আপনার নি‌জের পে‌জে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি ফেসবুক/মেটা-কে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধু-বান্ধব, ফোন নম্বর, ই‌মেইল এ‌ড্রেস, ব‌্যক্তিগত কোন তথ‌্য বা পোস্ট এ সবের কোন কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না।

1-207, 1-306 under UCC Act ... I am imposing protection of my rights ...
I do not allow Facebook / Meta or any other Facebook / Meta related person to use my pictures, information, messages or messages, in the past and at any time in the future.
Copy this post and post it on your news page and declare that you are not allowing Facebook / Meta to share my information posted on their website anywhere else. Nothing in the picture, present or past, friend, phone number, email address, any personal information or post may be used differently without my written permission.
একমত পোষণ করছি এবং আমার ব্যক্তিগত সমস্ত তথ্য আমার অনুমতি ছাড়া অন্যকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি। কেউ আমার ছবি, তথ্য বা ফেইসবুকে প্রদত্ত পোস্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
©

11/07/2024
01/07/2024

হারিয়ে না গেলে শূন্যতা বুঝা যায় না।শূন্যস্থানটা আরও বেটার কাউকে দিয়ে ভরাট হয় কিন্তু মাঝে মাঝে বিষন্ন মন সেই মানুষটাকেই খোঁজে।অনেকটা সময় তাদের সাথে থাকার পরও মনে হয় অনেককিছু বলা বাকি,অনেকটা পথ একসাথে চলার পরেও মনে হয় আর কিছুটা সময় যদি তারা আমার সাথে থাকত।
চারপাশটা গিজগিজ করছে বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষী কিন্তু সেই বন্ধুটাকে খুব মিস করি যার সাথে আমি যার সাথে জীবনের প্রথম সেভ করার অনুভুতিটা পর্যন্ত সেয়ার করেছিলাম।এতো এতো বন্ধুর মধ্যে আমার সেই বন্ধুটাকে আবার আগের মতো করে কি আসলেই পাওয়া সম্ভব!আহা কি দিনছিলো সেইগুলা কত মান অভিমান,ঝগড়াঝাটি আরও কত কি আবারও সেই একসাথেই কার্ড থেলতে বসা।

একদিন রাত দুইটা বা তিটার দিকে আমার দুই বন্ধুর সাথে নানুর বাড়িতে নদীর ধারে বসে গল্পের ছলে বলেছিলাম আমরা ভালোবাসার বন্ধু আমরা রক্তের বন্ধু আর কোনদিনও কোনো ঝগড়াঝাটি করবো না আর করলেও মিমাংশা করে নিবো,এক হয়ে থাকবো।আমরা তিন বন্ধু আজ তিনটা ভিন্ন ভিন্ন দেশে থাকি।আমরা কি এখন আর সেই আগের মতো এক হয়ে সেই আগের সময়টা পাবো!?

প্রায় ১৫ তলা বিল্ডিংয়ের ছাদে বসে চার বন্ধু ট্রুথ or ডেয়ার খেলতেছিলাম আর এক বন্ধু তার জীবনের গল্প বলতে বলতে ভোর সকাল বানিয়ে দিয়েছিলো।ঠিক সেইরকম আড্ডা কি আবার কখনোও ফিরে আসবে!?
এইতো সেদিনকার কথা এশার নামাজ পড়ে বন্ধুটার সাথে পুরানপাড়া ব্রিজটাতে বসে আড্ডা না দিলে ঘুমই হতো না।আবারো সেই সময়টা কি ফিরে আসবে ঠিক আগের মতো করে!?

এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে।
আসলেই কি সবকিছু ঠিক আগের মতো হয়ে যায়!এখন অনেক সুন্দর সময় কাটাচ্ছি কিন্তু ঠিক আগের মতো করে ওই সময়টা কি আর পাবো?
এখন নিজের পছন্দমতো ফোন ইউজ করতে পারছি কিন্তু ইন্টার ফাস্ট ইয়ারে জীবনের প্রথম নকিয়া ফোন পাওয়ার পর যে আনন্দটা পেয়েছিলাম সেটা কি আর পাওয়া যাবে কখনো?

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies